নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ছোটবেলা মা আমাকে ঠিক এইভাবে শাড়ির আঁচল দিয়ে বেঁধে রাখত। তারপর ঘরের কাজ করতো। যখন আমি হাঁটতে শিখি- তখনও আমি সারাক্ষন মায়ের আঁচল ধরে থাকতাম। ছবিঃ গুগল।
আমি আসলেই জানি না, নারী দিবসের লেখা কিরকম হতে হয়। তার চেয়ে বরং সবাইকে শ্রদ্ধা জানাই, ভালবাসা জানাই। সালামও করি।
সালমা খাতুন বাংলাদেশের প্রথম নারী ট্রেন চালক হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম মহিলা ট্রেন চালক হয়েছিলেন এভেলিন নিউয়েল, ১৯৭৫ এ। বাংলাদেশে ১৯৯৮ তে পাপিয়া নামক এক সাহসী মেয়ে জীবিকার তাগিদে ঢাকার রাস্তায় রিকশা চালাতে শুরু করে আরেক ইতিহাস সৃস্টি করেছিল। সে নারী পুরুষ বিচার না করে সবাইকে বহন করত। কিস্তু দুঃখের বিষয় সেটাই বোধহয় প্রথম আর শেষ উদাহরণ।
১০৯ বছর আগে ১৯১৯ সালের এই দিনটিকে নারী দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেন প্রগতিশীল জার্মান নারীনেত্রী ক্লারা জেটকিন। আকাশে বিমান ওড়াচ্ছে নারী। হিমালয়ের চূড়ায় উঠছে নারী; বন্দুক কাঁধে যুদ্ধেও যাচ্ছে নারী। দেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক শিল্পে যে ৪০ লাখ শ্রমিক কর্মরত তার সিংহভাগই নারী। অনেক বছর আগে ৬৯৫ খ্রীষ্টাব্দে উত্তর আফ্রিকার জেনাতা বার্বার (Zenata Berber) সম্প্রদায় কাহিনা নামক এক নারীর নেতৃত্বে সংঘবদ্ধ হয়ে উমায়া খলীফা আব্দুল মালেক ইবনে মারওয়ান প্রেরিত সেনাপতি হাসান ইবনে নামান এর অধীনস্ত হানাদার বাহিনীকে পর্যুদস্ত করেছিল। আগের কালের যোদ্ধা নারীদের আমাজন (Amazon) আখ্যা দেওয়া হত। বাংলায় যাদের রায়বাঘিনী বলা যায়।
অন্ধকার কখনো অন্ধকারকে দূর করতে পারে না।
অন্ধকারকে দূর করতে পারে শুধুমাত্র আলো। ঠিক তেমনি ঘৃনা কখনো ঘৃনাকে দূর করতে পারে না, শুধুমাত্র ভালবাসাই পারে ঘৃনাকে দূর করতে। কাউকে ঘৃ্না করা অনেকটা 'ইদুরের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য নিজের পুরো বাড়িটিই আগুনে পুড়িয়ে দেওয়ার মত' একটা কাজ। এখানে যাকে ঘৃনা করা হয় তার চেয়ে ঘৃণাকারীরই বেশি ক্ষতি হয়, ঘৃণাকারীই বেশি কষ্ট পায়। কাজেই আসল অস্ত্র হাতে তুলে নিতে হবে। আসল অস্ত্র হচ্ছে ''ভালোবাসা''। ভালোবাসা দিয়ে সব কিছু জয় করে নেওয়া যায়।
বাঙালি পুরুষের আসলে মানুষ হওয়া উচিত।
সেটা তখনই সম্ভব হবে, যখন তারা নিজেদের দেখে লজ্জিত হবে। এই যে আমি এদেশের অধিকাংশ পুরুষের দিকে আঙ্গুল তুলে কথা বললাম, একটা ক্ষুদ্র অংশ ছাড়া এদেশের পুরুষদের, এই দায় এড়ানোর সাধ্য আসলে অধিকাংশ বাঙালি পুরুষের নেই। একজন নারীকে সত্যি করে ভালবাসতে পারাটা হচ্ছে পৃথিবীর পবিত্রতম ধর্ম, সুন্দরতম উপাসনা। আর্ন্তজাতিক নারী দিবসে বাংলাদেশসহ পৃথিবীর সকল নারীদের প্রতি আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।
০৮ ই মার্চ, ২০২১ দুপুর ১২:২৯
রাজীব নুর বলেছেন: হ্যা আমি তাদের মানুষ ভাবি।
২| ০৮ ই মার্চ, ২০২১ ভোর ৫:৪৫
কবিতা ক্থ্য বলেছেন: বিনম্র শ্রদ্ধা - সকল নারী জাতির প্রতি।
০৮ ই মার্চ, ২০২১ দুপুর ১২:৩০
রাজীব নুর বলেছেন: কালকে মধ্য রাতে আমাদের বাসার সবাইকে নিয়ে কফি খেতে গিয়েছি।
৩| ০৮ ই মার্চ, ২০২১ সকাল ৭:৫০
চাঁদগাজী বলেছেন:
ঢাকা শহরে কি পরিমাণ কিশোরী স্কুলে যায় না?
০৮ ই মার্চ, ২০২১ দুপুর ১২:৩২
রাজীব নুর বলেছেন: এই তথ্য আমার জানা নেই।
তবে যারা স্কুলে যায় না। দরিদ্রতার কারনে তারা মানুষে রবাসায় ঝিয়ের কাজ করে।
৪| ০৮ ই মার্চ, ২০২১ সকাল ১০:১১
জুল ভার্ন বলেছেন: গুড পোস্ট।
০৮ ই মার্চ, ২০২১ দুপুর ১২:৩২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালোবাসা জানবেন।
৫| ০৮ ই মার্চ, ২০২১ বিকাল ৫:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: বিনম্র শ্রদ্ধা - সকল নারীর প্রতি
০৮ ই মার্চ, ২০২১ বিকাল ৫:৪৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৬| ০৮ ই মার্চ, ২০২১ বিকাল ৫:৩৯
মেহেদি_হাসান. বলেছেন: শ্রদ্ধা...
০৮ ই মার্চ, ২০২১ বিকাল ৫:৪৭
রাজীব নুর বলেছেন: ওখেই।
©somewhere in net ltd.
১| ০৮ ই মার্চ, ২০২১ রাত ১:৪৯
নুরুলইসলা০৬০৪ বলেছেন: নারীকে আর কতদিন আমরা মা,বোন আর স্ত্রী ভাববো।সময় হয়েছে মানুষ ভাবার।