নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আজ নারী দিবস, সাধারণ মানুষ যা ভাবছেন

০৮ ই মার্চ, ২০২১ দুপুর ১২:২৬



১। নারী হবার একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো কোনো পুরুষকে ভালোবাসা।

২। নারীর সন্তান ধারণ, সন্তান পালন, গৃহকর্মকে কেন মহিমান্বিত ভাবা যায় না? সবগুলো কষ্টের, গুরুত্বপূর্ণ, সম্মানের, ভীষণ গর্বের।

৩। পুরুষতান্ত্রিক সমাজে নারীদের আবার দিবস!!

৪। Always be a first-rate version of yourself instead of a second-rate version of somebody else.

৫। নারীকে যে সম্মান করতে জানে সেই মানবিক মানুষদেরকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা।

৬। আজ আন্তর্জাতিক নারী দিবস ২০২১ । এবারের প্রতিবাদ্য বিষয় " করোনা কালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব " বিশ্বের সকল নারীদের প্রতি রইল শুভেচ্ছা ও ভালোবাসা।

৭। ভারতের বিস্তীর্ণ অঞ্চলে মেয়ে হওয়ার অপরাধে জন্মের পরেই নুনের পুঁটলি মুখে ঠেসে খুন করা হয় অগুনতি শিশুকে।
আজ ১১২তম নারী দিবস।

৮। সাম্প্রতিক কালে যেসব নারী চাকরি হারিয়েছেন তাদের পুনর্বহালের জোর দাবী জানাচ্ছি। এটাই হোক নারী দিবসের একমাত্র চাওয়া।

৯। এক এক প্রান্তে নারী দিবস উদযাপনের প্রধান লক্ষ্য এক এক রকম হয়। কোথাও নারীর প্রতি সাধারণ সম্মান ও শ্রদ্ধা উদযাপনের মূখ্য বিষয় হয়, আবার কোথাও নারীদের আর্থিক, রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠা পাওয়া বেশি গুরুত্ব পায়। তৃতীয় বিশ্বে নারীর আর্থিক মুক্তি এবং নারীর সচেতনতা বৃদ্ধির দিকটি বেশি গুরুত্ব পায়; গুরুত্ব পায় নারী শিক্ষার হার বৃদ্ধির বিষয়টি।

১০। প্রিয় নারী, নিজের প্রয়োজনে এসো অন্তত চিৎকারটুকু করি।

১১। আমি মানুষ। কাজ করে চলি। ঘর ঝাড়ি, কাপড় ধুই, বাসন মাজি, বাজার করি, রান্না করি, বাচ্চা পালি, ছাত্র পড়াই, চাকরী করি, লিখি পড়ি, সব এক হাতে। পুরোটা সংসার টানি। নারী আর পুরুষ আমার একান্ত ব্যক্তিগত অনুভবের বিষয়। সেখানে আমি পুরোপুরি নারী। নারী দিবসের শুভেচ্ছা বাদ দিয়ে সকলে নিজেকে আর অন্যকে মানুষ ভাবতে শুরু করে দিন। তবে আর কোনো দিবসের দরকার পড়বে না। ৩৬৫ দিন মানুষ থাকুন। মানুষ ভাবুন। ব্যাস....

১২। বিশ্ব নারী দিবসে বাণীঃ- নারীদের প্রতি সহিংসতা বন্ধ করুন পাশা পাশি মা বুইনরাও পুরুষদের প্রতি আপনাদেরও জুলুমের মাত্রাটা ইটটু কুমান..

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০২১ দুপুর ১২:৪৯

রানার ব্লগ বলেছেন: এক নম্বরের সাথে দ্বিমত পোষণ করছি। নারী হতে হলে কেউ কে ভালোবাসতেই হবে বা পুরুষকেই ভালোবাসতে হবে এটা ঠিক না।

০৮ ই মার্চ, ২০২১ দুপুর ১২:৫৩

রাজীব নুর বলেছেন: আপনার মন্তব্যের সাথে একমত।

২| ০৮ ই মার্চ, ২০২১ দুপুর ১২:৫৮

রানার ব্লগ বলেছেন: ঠিক আছে যদি একমত হন তবে এক নম্বরের ব্যখ্যা দিন !!! কেন আপনার মনে হলো কেবল পুরুষকেই ভালবাসলে নারী তার নারীত্বের স্বীকৃতি পাবে।

০৮ ই মার্চ, ২০২১ দুপুর ১:০২

রাজীব নুর বলেছেন: জৈবিকভাবেই তো নরনারীর প্রেম স্বাভাবিক সকল উন্নত শ্রেণীর প্রাণীতে। এটা বিজ্ঞান বলে, আমি বলছি না।

৩| ০৮ ই মার্চ, ২০২১ দুপুর ১:২০

রানার ব্লগ বলেছেন: তবে তো আপনার কথা মোতাবেক এটাও বলা যায় একজন পুরুষ তখনই সম্পুর্ন রুপে পুরুষ হয়ে উঠবে যখন সে নারীর সাথে জৈবিক ক্রিয়ায় অংশ নেবে। সেটা কি ঠিক ??

০৮ ই মার্চ, ২০২১ বিকাল ৪:২৩

রাজীব নুর বলেছেন: না ঠিক হবে না।

৪| ০৮ ই মার্চ, ২০২১ দুপুর ১:৫৮

চাঁদগাজী বলেছেন:



সবাই ইউনিভার্সিটির মেয়েদের নারী ডাকে, গরীবের মেয়েরা ও বউয়েরা নারী হিসেবে গণ্য হয়নি বাংগালী সমাজে, ওরা চাকরাণী ও ঝি।

০৮ ই মার্চ, ২০২১ বিকাল ৪:২৪

রাজীব নুর বলেছেন: ঝি এবং চাকরানীরা শেখ হাসিনার ফসল।

৫| ০৮ ই মার্চ, ২০২১ দুপুর ২:২০

সামিয়া বলেছেন: ১২ নম্বর পয়েন্ট এই পোষ্টে মানালো না

০৮ ই মার্চ, ২০২১ বিকাল ৪:২৪

রাজীব নুর বলেছেন: সহমত।

৬| ০৮ ই মার্চ, ২০২১ বিকাল ৪:২৪

এমেরিকা বলেছেন: ১। লেসবিয়ানরা কি তবে নারী নয়?
২। এই কাজগুলোতে পয়সা আসেনা। তাই গৌরব নেই।
৩। পুরুষতান্ত্রিক সমাজ বলেই নারী দিবসের উদ্ভব। নারীতান্ত্রিক হলে পুরুষ দিবস পালিত হত।
৪। Nobody is for her own use
৫। নারী কোন সম্মানের জিনিষ না - প্রয়োজনের জিনিস।
৬। নারী নেতৃত্ব কি জিনিস? খায় না মাথায় মাখে?
৭। আরবেও যে কন্যা সন্তান হত্যা করা হত, সেটা বলেন না কেন?
৮। এদের বেশ কয়েকজনের কর্মসংস্থানের ব্যবস্থা আমি করেছি।
৯। আমাদের দেশে?
১০। এটা করলেই পুরুষদের প্রতি নির্যাতন করা হয়।
১১। চাকরি করলে আর কিছু সম্ভব না।
১২। @ সামিয়া, কেন?

৭| ০৮ ই মার্চ, ২০২১ বিকাল ৪:২৫

রাজীব নুর বলেছেন: আপনি আপনার জায়গা থেকে দেশের জন্য কিছু করুন। আমি করবো আমার জায়গা থেকে এবং দেশ এগিয়ে যাবে।

৮| ০৮ ই মার্চ, ২০২১ রাত ১১:২৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: নারীকে সন্মান করার কোন দরকার নেই,তাকে অসন্মান না করলেই হলো।

০৯ ই মার্চ, ২০২১ রাত ১২:৫০

রাজীব নুর বলেছেন: ঐ ঘুরে ফিরে একই কথা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.