নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
প্রিয় কন্যা আমার-
তোমার এখনও তিন মাস হয়নি। কিন্তু তুমি আদর ভালোবাসা বুঝতে শিখে গেছো। আমি অনুভব করি- অন্য শিশুদের তুলনায় তোমার মানসিক বিকাশ দ্রুত হচ্ছে। আমি তোমার সাথে অনেক গল্প করি। তুমি আমার গল্প শুনে হাসো। তোমার হাসি ভালোবাসি। সবচেয়ে বড় কথা তুমি সংগীত পছন্দ করো। আমি যখন- ''একতারা তুই দেশের কথা, বলরে এবার বল, আমাকে তুই বাউল করে, সঙ্গে নিয়ে চল, জীবন মরণ মাঝে, তোর সুর যেন বাজে।'' সুর করেএই গানটি গাই তুমি চুপ করে শুনো। মুগ্ধ হয়ে শুনো। এছাড়া আমি যখন কোনো গান বাজাই, তুমি গানের তালে তালে মাথা দোলাও। আর হাত-পা নাচাও। এতে বুঝা যায় তুমি গান ভালোবাসো। হয়তো বড় হয়ে গান গাইবে।
গতকাল রাতে তোমাকে নিয়ে ঘুরতে বের হয়েছিলাম।
তখন রাত বারটা। জ্যামহীন রাস্তায় মুহুর্তেই চলে গেলাম এয়ারপোর্ট রোডে। তোমাকে গাড়িতে বসিয়ে রেখে আমি আর সুরভি চা খেয়েছি। রাত একটায় বাসায় ফিরেছি। তুমি ঢাকা শহর ঘুরে খুবই খুশি। তোমার খুশিতে আমরাও খুশি। তুমি গতকাল ভোর সাড়ে চারটায় ঘুমিয়েছো। আমি ঘুমিয়েছি চার টায়। ভাগ্যিস তোমার মা জেগেছিলো। গতকাল ৭ই মার্চ তোমার মায়ের জন্মদিন ছিলো। বাসায় ছোট একটা অনুষ্ঠান করেছি। অনেক মানুষ এসেছিলো। তাইয়্যেবাসহ তার বাবা মা এসেছিলো। সাথী আপা আর শামীম ভাইও এসেছিলো। বসুন্ধরা থেকে তোমার ছোট চাচীও এসেছিলো। তোমার জন্মের পর থেকে এখন পর্যন্ত তুমি অনেক গিফট পেয়েছো। সোনার আংটি, চুরি, চেইন থেকে শুরু করে জামা কাপড় জুতো ইত্যাদি। আগামী দুই বছর তোমার কিচ্ছু কিনতে হবে না।
প্রিয় কন্যা আমার, তোমাকে পেয়ে আমি অনেক খুশি।
আল্লাহ আমাকে উপহার দিয়েছেন- তোমাকে। তুমি এসে আমার জীবন পুরো বদলে দিয়েছো। তোমার সাথে আমার অনেক মিল। তুমিও আমার মতো রাত জাগো। তোমাকে দেখে আমি বুঝতে পারছি আমি তোমার মতো বয়সে কেমন ছিলাম। আমি নিশ্চিত শিশুকালে আমি তোমার মতোই হাসতাম। হাত পা ছোড়াছোড়ি করতাম। তোমাকে দেখি আর আমি আমার শিশুকাল অনুভব করি। খুব ভালো লাগে। আনন্দ হয়। তবে তোমাকে নিয়ে আমার চিন্তার শেষ নেই। কারন পৃথিবী ভালো জায়গা নয়। এখানে দুষ্টলোক দিয়ে ভরা। চারিদিকে তাকিয়ে আমি কোনো ভালো মানুষ খুঁজে পাই না। যাদেরকে ভালো মনে করি, আসলে তারাও ভালো না। ভালোর মুখোশ পড়ে আছে। তোমাকে খুব হিসাব করে চলতে হবে। মন্দ মানুষ থেকে দূরে থাকতে হবে।
প্রিয় কন্যা আমার-
তোমাকে প্রচুর পড়াশোনা করতে হবে। প্রচুর। যত পড়বে, তত তুমি উন্নত হবে। অন্য সবার মতো হাওয়ায় গা ভাসিয়ে দিবে না। সব বিষয়ে তোমার জ্ঞান থাকতে হবে। কারন জ্ঞানী'ই সম্পদ। জ্ঞান মানুষকে মানবিক করে। তুমি জ্ঞানী হলে কেউ তোমাকে ঠকাতে পারবে না। পরিবার, সমাজ এবং দেশের প্রতি তোমার দায়িত্ব আছে। তুমি তোমার মেধা দিয়ে অবশ্যই পরিবার, সমাজ আর দেশের প্রতি দায়িত্ব পালন করবে। দায়িত্ব পালন করতে কখনও ভয় পাবে না। নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। তাহলে কেউ তোমাকে অবহেলা করতে পারবে না। মানুষকে 'মানুষ' ভাববে। ধর্ম দিয়ে মানুষ বিচার করবে না। তবে সবার আগে তোমাকে একজন ভালো 'মানুষ' হতে হবে। এরপর তুমি যা খুশী হও। নায়িকা হও, গায়িকা হও, পুলিশ হও, রাজনীতিবিদ হও, ডাক্তার হও, শিল্পী হও, ব্যবসায়ী হও, শিক্ষক হও- যা খুশী হও। তোমার উপর আমার অনেক ভরসা।
প্রিয় কন্যা আমার-
জীবনে আমি কিছুই হতে পারি নি। আমাকে গাইড করার কেউ ছিলো না। আমরা চার ভাই। আব্বা সারাদিন থাকতো বাইরে বাইরে। মা অসুস্থ। আত্মীয়স্বজনরা কেউ আশেপাশে ছিলো না। একাএকা বড় হয়েছি। তাই আমার ভালো মন্দ খেয়াল করার তেমন কেউ ছিলো না। শুধু বড় হয়ে উঠেছি জঙ্গলের অবহেলিত গাছপালার মতোন। আমাকে কেউ বুঝায় নি। আমার মাথায় কেউ হাত রাখেনি। কেউ ভরসার দুটো কথা বলেনি। শুধু সুন্দর সময় গুলো আমার অপচয় হয়েছে। কেউ যদি আমাকে বুঝাতো, আমার মাথায় হাত রাখতো, ভরসা দিতো- সাহস দিতো, আমার জীবনটা অন্যরকম হতে পারতো। কাজেই আমাকে দেখে তোমার শিক্ষা নিতে হবে। তোমার সবচেয়ে বড় শিক্ষক আমি। আমি যতদিন বেঁচে আছি, তোমাকে আগলে রাখবো তা বলার অপেক্ষা রাখে না। যদি হঠাত মরে না যাই, তাহলে ধরে নাও আমি আরো বিশ বছর বেঁচে থাকবো। কিন্তু তারপর তোমাকে একা চলতে হবে এই কঠিন পৃথিবীতে।
০৯ ই মার্চ, ২০২১ বিকাল ৪:৩২
রাজীব নুর বলেছেন: শুকরিয়া জনাব।
২| ০৯ ই মার্চ, ২০২১ বিকাল ৩:৫১
কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ আপনার মেয়েদের নেক হায়াত দান করুন। গান শিখাবার চেষ্টা করবেন না।
সুন্দর থাকুক সারা জীবন
০৯ ই মার্চ, ২০২১ বিকাল ৪:৩৪
রাজীব নুর বলেছেন: ধর্মীয় গোঁড়ামি আমার নেই।
৩| ০৯ ই মার্চ, ২০২১ বিকাল ৩:৫৪
ইসিয়াক বলেছেন: অনেক অনেক দোয়া রইলো।
০৯ ই মার্চ, ২০২১ বিকাল ৪:৩৫
রাজীব নুর বলেছেন: দোয়ায় কি হয়? কার কখনও কিছু হয়েছে? প্রমান দিন।
৪| ০৯ ই মার্চ, ২০২১ বিকাল ৪:৪৬
মেহেদি_হাসান. বলেছেন: আপনার বাবা তো আপনার পাশে থাকতো, আপনার কাঁধে ভরসায় হাত রাখতো।
০৯ ই মার্চ, ২০২১ বিকাল ৫:২০
রাজীব নুর বলেছেন: আব্বা তো মরে গেছে।
৫| ০৯ ই মার্চ, ২০২১ বিকাল ৪:৪৭
এস এম মামুন অর রশীদ বলেছেন: আপনার ধর্মীয় গোঁড়ামি নেই, কিন্তু আর সব গোঁড়ামি আছে। না হলে যারা দোয়া করছেন, তাদের ধন্যবাদ দিতেন, তাদের বিশ্বাসকে শ্রদ্ধা করতেন, দোয়ায় কাজ হয় এ বিশ্বাস আপনি নিজে না করলেও।
০৯ ই মার্চ, ২০২১ বিকাল ৫:২০
রাজীব নুর বলেছেন: ভালো বলছেন। সহমত।
৬| ০৯ ই মার্চ, ২০২১ বিকাল ৫:৪২
চাঁদগাজী বলেছেন:
পরী বোনের সাথে অনেক কথা বলে?
১০ ই মার্চ, ২০২১ রাত ১২:৫২
রাজীব নুর বলেছেন: পরীর ভালোবাসাটা অত্যাচারের পর্যায়ে চলে যায়।
৭| ০৯ ই মার্চ, ২০২১ রাত ১০:৪৪
নুরুলইসলা০৬০৪ বলেছেন: একটু জটিলতা আছে।আপনি মুক্ত বুদ্ধির মানুষ কিন্তু বাচ্চার মা মডারেট মুসলিম।দুই জনের দুই চিন্তার মাঝে পড়ে বাচ্চারা হয় চিড়া চেপ্টা।
১০ ই মার্চ, ২০২১ রাত ১২:৫৩
রাজীব নুর বলেছেন: সেটা বড় সমস্যা না। আমি ম্যানেজ করতে পারবো।
৮| ১০ ই মার্চ, ২০২১ সকাল ১০:১৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
বাবুর জন্য দোয়া, ভালবাসা আর শুভকামনা রইল।
১০ ই মার্চ, ২০২১ দুপুর ১:০৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৯| ০১ লা এপ্রিল, ২০২১ রাত ৮:৫৩
খায়রুল আহসান বলেছেন: একজন ভাল মানুষ হওয়াটাই বড় কথা। ছোটবেলা থেকেই উভয় বোনকে সত্য বলতে শেখাবেন।
০২ রা এপ্রিল, ২০২১ রাত ১২:৫৯
রাজীব নুর বলেছেন: হ্যা চেষ্টা অব্যহত থাকবে।
©somewhere in net ltd.
১| ০৯ ই মার্চ, ২০২১ বিকাল ৩:৪২
জুল ভার্ন বলেছেন: Good Post!