নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ছবিঃ দৈনিক যুগান্তর।
দুর্নীতি মামলায় সাংসদ হাজী সেলিমকে বিচারিক আদালতের দেয়া ১০ বছরের কারাদন্ড বহাল রেখেছে হাইকোর্ট। ৩০ দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পন করতে হবে। অন্তত এই খবরটা আশা জাগানিয়া। প্রভাব মুক্ত হয়েছে। তবে এখনও এখনো আপীল বিভাগ, রিভিউ, রিভিশন অতপর সংবিধানের ৪৯ অনুচ্ছেদ আছে। রাষ্টপতি সাধারণ ক্ষমা ঘোষনাও করে দিতে পারেন। এই দেশে তো সবই সম্ভব।
আপীল বিভাগে বহাল থাকা এই ১০ বছরের সাজার পরেও কি হাজী সেলিমের সাংসদ পদ বলবৎ থাকিবে?
নাকি পাপুলের মত সেও বিনাশ হবে? মখা, মায়া থাকতে পারলে সেলিম কেন নয়? পাপুল সশরীরে উপস্থিত থাকলে সেও টিকে যেত। আমার মনে আছে, হাইকোর্ট একবার মশা মারার আদেশ দিছিলো। তারপরও ঢাকার মশারা বেঁচে আছে কীভাবে?
এরকম হলে তো একসময় বহুলোককে জেলে থাকতে হবে। দেখা যাবে এদের মধ্যে আওয়ামীলীগের লোকই বেশী হবে। এমনকি আওয়ামীলীগের ছত্রছায়ায় থাকা লোকজনদের সংখ্যাও তো অনেক। শেখ হাসিনা আগেই বলেছিলেন, অপরাধ করে কেউ পার পাবে না। উনি কথা তো সত্য বলেছেন। কাজেই শেখ হাসিনার উপর ভরসা রাখা যায়।
উল্লেখ্য, ২০০৭ সালের ২৪ অক্টোবর হাজী সেলিমের বিরুদ্ধে লালবাগ থানায় অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে দুদক মামলা করে। এ মামলায় ২০০৮ সালের ২৭ এপ্রিল ১৩ বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত।
যুক্তি এমন এক জিনিস
শুধু কলিমুল্লাহ কেন, পিকে হালদারসহ হাজার হাজার কোটি টাকা লুটপাটকারী চোর-চোট্টারাও আপনাকে বোঝাতে সমর্থ হবে যে, কী কারণে তাদের এই লুটপাট ঠিক আছে।
তাদের কথা শুনে আপনিও তখন মাথা ঝাঁকাবেন। বলবেন, জি স্যার, এসব টাকা চুরি করে আপনি ঠিক কাজটিই করেছেন। এসব টাকা নিয়ে কানাডা যাওয়া ছাড়া আর কোনো উপায়ও আপনার ছিল না।
দৃষ্টি আকর্ষনঃ
১। আজকে করোনায় আক্রান্ত ৯১২। শনাক্তের হার ৫.১২। বড়ো হতাশা লাগছে।
২। গতকাল রবিবার সুইজারল্যান্ডের সিজনাল গনভোটে প্রকাশ্যে "ফেস কভারিং" তথা "নেকাব" পরিধান নিষিদ্ধ আইন ৫১.২% ভোটে পাশ হয়েছে।
৩। সব পেশাজীবিই তার আয়ের ওপর কর দেয়। যারা ধর্মীয় বয়ান দিয়ে অন্যান্ন পেশাজীবিদের ন্যায় কোটি টাকা উপার্জন করছে তারা কেন করমুক্ত?
৪। দুনিয়ার যত আবলামি আর ছাগলামি আছে সব এই সোনার বাংলাদেশে।
কোন এক ট্রান্সজেন্ডার নাকি সংবাদ পাঠ করে দেশ ও জাতিকে উদ্ধার করে ফেলেছে। নারী, পুরুষ, ট্রান্সজেন্ডার, হিজড়া যে পড়ুক, সংবাদের মর্ম কথা কি পালটে যাবে? কর্মকে জেন্ডার দিয়ে ভাগ করার কারণেই দেশটা এখনো বালখিল্যতায় ডুবে রইল।
উজবুকের দল কোনহানকার।
১০ ই মার্চ, ২০২১ রাত ১২:৪৩
রাজীব নুর বলেছেন: আসলে সরকার আর প্রশাসনে যে-ই যায় সে ই দুশটলোক হয়ে যায়।
২| ০৯ ই মার্চ, ২০২১ রাত ৯:৪৮
নুরুলইসলা০৬০৪ বলেছেন: জটিল ব্যপার স্যাপার,শেখ হাসিনার অনেক কথাই সঠিক ভাবে পালন হয় না।এই পেচে না পরলে বুঝা যায় না।শেখ হাসিনা না চাইলেও হয়তো বেঁচে যাবেন।জগতে আইনের পেঁচ বড় জটিল পেঁচ।
১০ ই মার্চ, ২০২১ রাত ১২:৪৪
রাজীব নুর বলেছেন: অবশ্যই মামলা ডিসমিস হয়ে যাবে।
৩| ১০ ই মার্চ, ২০২১ রাত ২:০৩
স্প্যানকড বলেছেন: হাজী সাপ সেইরম কামেল ! কিচ্ছু অইব না।
১০ ই মার্চ, ২০২১ দুপুর ১:০২
রাজীব নুর বলেছেন: আসলেই কিছু হবে না।
৪| ১০ ই মার্চ, ২০২১ রাত ৩:০২
নেওয়াজ আলি বলেছেন: উনি হাজ্বি সাহেব। সত্য কথা বললে রাগ করবে
১০ ই মার্চ, ২০২১ দুপুর ১:০২
রাজীব নুর বলেছেন: হাজীরা চোর আরও বেশী হয়।
৫| ১০ ই মার্চ, ২০২১ সকাল ১০:৩২
জুল ভার্ন বলেছেন: হাজী সেলিমের প্রয়োজন ফুড়িয়ে গিয়েছে তারপরও চেক এন্ড ব্যালেন্স করতে তার ছেলে ইরফান সেলিমকে প্রধান প্রধান অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
১০ ই মার্চ, ২০২১ দুপুর ১:০৩
রাজীব নুর বলেছেন: সব সাজানো নাটক?
৬| ১০ ই মার্চ, ২০২১ দুপুর ১২:৩৯
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ভাল পোস্ট , কপালের নাম গোপাল কিনি গাই হয় আবাল ।
১০ ই মার্চ, ২০২১ দুপুর ১:০৩
রাজীব নুর বলেছেন: আমি চাই সব দূর্নিতিবাজদের শাস্তি হোক।
৭| ১০ ই মার্চ, ২০২১ বিকাল ৫:১৬
মোহামমদ কামরুজজামান বলেছেন: হাজী সাবের পোলায় যেমনে পার পাইছে কিছু দিন বাদ তেমনি তিনিও পার পাইবেন বিশেষ কায়দায় , নো টেনশন।
১০ ই মার্চ, ২০২১ বিকাল ৫:২৯
রাজীব নুর বলেছেন: সম্ভবনা আছে।
৮| ১০ ই মার্চ, ২০২১ বিকাল ৫:৪০
মেহেদি_হাসান. বলেছেন: হাজী সাবকে আটকাতে পারবে না
১১ ই মার্চ, ২০২১ রাত ১২:৩১
রাজীব নুর বলেছেন: কারন সে হাজী?
©somewhere in net ltd.
১| ০৯ ই মার্চ, ২০২১ রাত ৯:০৮
চাঁদগাজী বলেছেন:
সরকার ও প্রশাসন দুষ্টদের দখলে আছে।