নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ছবি সুত্র
পৃথিবীর অনেক কিছু আজকাল বদলে গেছে।
শিশুদের আত্মবিশ্বাস একদম ছোটবেলা থেকেই তৈরি করতে হয়। বাবা-মা শিশুর তার সাথে ছোটবেলা থেকে যে আচরণ করবে তার উপর নির্ভর করে শিশু আত্মবিশ্বাসী হবে কি হবে না। শিশুর মস্তিস্কের ৭৫% বিকাশ হয়- ২ বছর বয়সে। শিশুর হীনমন্যতা, লজ্জা, ভয়- এ সব কিছু শিশুর প্রক্ষভিক বিকাশের অন্তর্গত। জীবনের শুরুর দিকে উৎসাহ যোগানো ও শিক্ষাই তার পরিপূর্ণ বিকাশে সবচেয়ে বড় ভূমিকা রাখে। কথা বলা, পড়া, গান গাওয়া, ধাঁধাঁর সমাধান এবং অন্যদের সঙ্গে খেলাধুলা শিশুর ওপর সুস্পষ্ট প্রভাব ফেলে।
শিশু সম্পর্কে মনোবিজ্ঞানীদের ভাষ্যঃ
১. যে শিশু উপহাসের মধ্যে বড় হয়, সে ভীরু হয়ে বড় হয়।
২. যে শিশু সমালোচনার মধ্যে বড় হয়, সে শুধু নিন্দা করতে শেখে।
৩. যে শিশু সন্দেহের মধ্যে বড় হয়, সে প্রতারণা করতে শেখে।
৪. যে শিশু বিরোধিতার মধ্যে বড় হয়, সে শত্রুতা করতে শেখে।
৫. যে শিশু স্নেহের মধ্যে বড় হয়, সে ভালোবাসতে শেখে।
৬. যে শিশু উৎসাহ পেয়ে বড় হয়, সে আত্মবিশ্বাসী হয়।
৭. যে শিশু সত্যের মধ্যে বড় হয়, সে সুবিচার করতে শেখে।
৮. যে শিশু প্রশংসার মধ্যে বড় হয়, সে অন্যদের গুণ ধারণ করতে শেখে।
৯. যে শিশু ভাগ করে খাওয়ায় অভ্যস্ত হয়, সে সুবিবেচক হয়।
১০. যে শিশু ধৈর্যের মধ্যে বড় হয়, সে সহনশীল হয়।
১১. যে শিশু জ্ঞানের মধ্যে বড় হয়, সে চিন্তশীল হয়।
১১. যে শিশু সুখী পরিবেশে বড় হয়, সে ভালোবাসা ও সৌন্দর্য শেখে।
তথ্যসুত্র-১
তথ্যসুত্র-২
১০ ই মার্চ, ২০২১ দুপুর ১২:৫৮
রাজীব নুর বলেছেন: হ্যা ঠিক বলেছেন।
২| ১০ ই মার্চ, ২০২১ রাত ১:৪২
নুরুলইসলা০৬০৪ বলেছেন: শিশুকে আপন মনে বেড়ে উঠতে দিতে হয়।তাকে শিক্ষা না দিয়ে সাহায্য করা দরকার।লক্ষ্য রাখা দরকার তার কি পছন্দ।তার কাজকে মনোযোগ সহকারে দেখা দরকার।কোন কিছুই চাপিয়ে দেয়া উচিত না।
১০ ই মার্চ, ২০২১ দুপুর ১২:৫৮
রাজীব নুর বলেছেন: সহমত।
৩| ১০ ই মার্চ, ২০২১ ভোর ৬:৫৬
চাঁদগাজী বলেছেন:
যে শিশু বস্তিতে বড় হয়, সে কি রকম হয়?
১০ ই মার্চ, ২০২১ দুপুর ১২:৫৯
রাজীব নুর বলেছেন: বস্তির শিশুরা অভাব, অনটনে বড় হয়।
৪| ১০ ই মার্চ, ২০২১ সকাল ৭:২০
কবিতা ক্থ্য বলেছেন: @ রোকসানা লেইসরোকসানা লেইস-
আপনার কয়জন সন্তান?
হয়তো রাজীব নূর নতুন বাবা হয়েছেন তাই বিষয়গুলো নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে তার।
১০ ই মার্চ, ২০২১ দুপুর ১:০০
রাজীব নুর বলেছেন: শিশূর জন্য অনেক কিছু জানতে হচ্ছে।
৫| ১০ ই মার্চ, ২০২১ সকাল ১০:২৫
জুল ভার্ন বলেছেন: মূলত পরিবেশ, পরিস্থিতিই শিশুর ভবিষ্যত নির্ধারন করে দেয়।
১০ ই মার্চ, ২০২১ দুপুর ১:০০
রাজীব নুর বলেছেন: হ্যা এই জন্য পরিবেশ সুন্দর রাখতে হবে।
৬| ১০ ই মার্চ, ২০২১ দুপুর ১২:১৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর তথ্য।
১০ ই মার্চ, ২০২১ দুপুর ১:০০
রাজীব নুর বলেছেন: এইসব জানার দরকার আছে।
৭| ১০ ই মার্চ, ২০২১ দুপুর ১২:২৩
রেজওয়ান ইসলাম বলেছেন: এত কথায় কাজ নেই।সব কথার সেরা কথা:তোমাদের খুব যত্নের সাথে মানুষ করা হইছে।তোমাদের কিছু কমতি থাকলে সেটা তোমাদের ব্যার্থতা,তোমরা অর্জন করতে পার নাই।
১০ ই মার্চ, ২০২১ দুপুর ১:০১
রাজীব নুর বলেছেন: না সেটা শিশুর ব্যর্থতা না।
৮| ১০ ই মার্চ, ২০২১ দুপুর ২:১৯
রোকসানা লেইস বলেছেন: কবিতা ক্থ্য ব্যক্তিগত প্রশ্ন কেন?
১০ ই মার্চ, ২০২১ দুপুর ২:৩০
রাজীব নুর বলেছেন: কত মানুষের কত কিছু জানতে ইচ্ছা করে। এটা স্বাভাবিক।
©somewhere in net ltd.
১| ১০ ই মার্চ, ২০২১ রাত ১:২২
রোকসানা লেইস বলেছেন: এখন সব কিছু বদলে যায়নি। আগে থেকেই শিশুর আচরণ মনো গঠনের প্রক্রিয়া এমন ছিল।
শিশু গর্ভে থাকা অবস্থায় জন্মের আগে থেকে পাঁচ বছর কাল তার শিখার সময় । যত বেশি শিক্ষা এ সময়ে দেওয়া হয় শিশু তা গ্রহণ করতে পারে।
মা বাবার প্রভাব সবচেয়ে বেশি। তারপর পারিপার্শ্বিকতা এবং শিশুর আসে পাশে যারা থাকে তাদের আচরণ থেকে শিশু শিখে।