নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশে সংবাদপত্রের বর্তমান অবস্থা

১০ ই মার্চ, ২০২১ বিকাল ৪:০৯



সোলায়মান ইন্টারমিডিয়েট পরীক্ষা ফেল করে ঢাকায় এসেছে।
বাড়ি তার চাঁদপুর। ঢাকা শহর কিছুই চিনে না। জানে না। কাওরান বাজার এসে সবজি বিক্রি করে। পাশাপাশি বাসে বাসে পত্রিকা বিক্রি করে। এখন সে একটা দৈনিক পত্রিকার সার্কুলেশন ম্যানেজার। পাঁচ বছর পত্রিকায় সার্কুলেশন ম্যানেজার পদ থেকে- সে অসৎ পথে অনেক টাকার মালিক হয়ে গেছে। এই তো কিছু দিন আগে ৫ কাঠা জমি কিনেছে। চার লাখ টাকা দিয়ে একটা আন্ডারগ্রাউন্ড পত্রিকার উপদেষ্ঠা সম্পাদক হয়েছে। এখন তার ছেলের বড় রেস্টুরেন্টে জন্মদিন করে একশ' মানুষ দাওয়াত দিয়ে খাওয়ায়। বিরাট এক টিভি কিনেছে, ফ্রিজ কিনেছে। পত্রিকার সার্কুলেসন পদে থাকলে, অফিস যদি সঠিক খোঁজ খবর না নেয় তাহলে অবাধ টাকা পয়সা চুরী করা যায় সহজেই। এই সোলায়মানরা এক অফিসে বেশী দিন থাকে না। ধরা খাওয়ার ভয়ে বিভিন্ন হাউজে জয়েন করে।

একজন কাজু বেপারী।
সে গ্রাম থেকে লুঙ্গি পরে ঢাকা এসেছিলো। একটা মেসে থাকতো। মেস ভাড়া দিতে পারতো না। বাড়ি তার মাগুরা। এখন সে একটা দৈনিক পত্রিকার বিজ্ঞাপন ম্যানেজার। এই তো কিছু দিন আগে একটা ফ্লাট বুকিং দিলো। বাইক দিয়ে এই শহরের রাস্তায় ঘুরে বেড়ায়। তখন তার চোখে থাকে কালো সানগ্লাস। এখন সে অনেক টাকার মালিক হয়ে গেছে। বিশাল এক ফ্লাট নিয়ে পরিবার নিয়ে থাকে। পত্রিকা অফিসে সার্কুলেশন আর বিজ্ঞাপন বিভাগে টাকা চুরীর সুযোগ আছে। অসৎ লোকরা এই সুযোগ কাজে লাগায়। কাজু বেপারীর লুঙ্গি থেকে প্যান্ট পরা ব্যাপারটা আমি খুব ইঞ্জয় করেছি। চেষ্টা করে শুদ্ধ ভাষায় কথা বলতে অথচ আঞ্চলিক শব্দ তার এসেই যায়। এসে যাওয়াটাই স্বাভাবিক। সোলায়মান এবং কাজু বেপারী তারা তাদের মেধা দিয়েই এই শহরে জায়গা করে নিয়েছে। অজপাড়া গা থেকে উঠে এসে আজ তারা প্রতিষ্ঠিত নিজের যোগ্যতায়।

কলিমুল্লাহ আহাদ।
তার বাড়ি নোয়াখালি। কিন্তু সে মানুষকে বলে তার বাড়ি কুষ্টিয়া। নোয়াখলি বলতে সমস্যা কি? বুড়িগঙ্গা নদীর ওপারে মা ভাই বোন নিয়ে থাকতো। খুবই মানবেতর জীবনযাপন করেছে। কারন তার বাপ অন্য এক মহিলাকে বিয়ে করে আলাদা থাকে। সেই কলিমুল্লাহ আহাদ এখন একটা দৈনিক পত্রিকার চিফ রিপোর্টার। সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের সাথে জড়িত। এখন অনেক টাকার মালিক কলিমুল্লাহ। কিছু দিন আগে রাজশাহীতে একটা পাঁচ তলা বাড়ি বানিয়েছে। সকালবেলা বাথরুমে পত্রিকা নিয়ে না বসলে তার পটি হয় না। সকালে নাস্তার টেবিলে তিন রকমের জুস লাগে তার। অথচ এক সময় সকালে নাস্তা খেত মুড়ি। নিজের যোগ্যতায় কলিমুল্লাহ আজ সফল। এই শহরে সে জায়গা করে নিয়েছে। এখন অফিসে তার উপরে নির্ভর করে কার চাকরি থাকবে, কার থাকবে না। কার প্রমোশন হবে। কার হবে না। তাকে খুশি না রাখতে পারলে চাকরি টিকবে না।

আমার বন্ধু রাছেল।
একটা দৈনিক পত্রিকায় চাকরি করে। অনেক মাস ধরে তার সেলারি হয় না। সৎ জীবনযাপন করছে। বাড়িভাড়া দিতে পারে না। অথচ তাদের পত্রিকার মালিকের টাকার অভাব নেই। সে এসে মাঝে মাঝে আমার কাছ থেকে টাকা লোন নিয়ে যায়। পত্রিকা অফিসে ভালো মানুষদের জায়গা হয় না। চোর বাটপাররা পত্রিকা অফিসে ভালো করে। যে যত বড় অমানুষ হবে, সে তত পত্রিকা অফিসে ভালো করবে। এটাই অলিখিত নিয়ম। ভালো মানুষরা পত্রিকা অফিসে বেশী দিন টিকে থাকতে পারে না। সব অফিসেই পলিট্রিক্স হয়। তবে পত্রিকা অফিসে জঘন্য পলিট্রিক্স হয় সবচেয়ে বেশী। যেসব পত্রিকা অফিস দূর্নীতির টাকায় হয়েছে সেসব অফিসের অবস্থা ভয়াবহ হয়। বর্তমানে কোনো পত্রিকা অফিসের অবস্থা ভাল না। বেশীর ভাগ লোক চাকরি বাচাতেই ব্যস্ত। অনেকে সেলারি পায় না তবু চাকরি করে যাচ্ছে। অনেকে নানান রকম ধান্ধা করে টিকে আছে। যার ধান্ধা ভালো হয় সে গাড়ি বাড়ি করছে।

এক হাউজের খবর আরেক হাউজ জানে।
জেনে সবাই চুপ করে থাকছে। নিজেদের স্বার্থে। পত্রিকা কি করে উন্নত হবে সেটা নিয়ে কারো চিন্তা ভাবনা নেই। সবাই নিজের উন্নতি নিয়েই ব্যস্ত। এদিকে পত্রিকা অফিস দুই রকমের হয়। একটা পত্রিকা টিকে থাকার জন্য আপ্রান চেষ্টা করে, লড়াই করে। আরেকটা পত্রিকা কালো টাকা সাদা বানানোর জন্য এবং ক্ষমতার দাপট দেখানোর জন্য। বেশী ভাগ পত্রিকা অফিসই ধুমধাম করে শুরু হয়। বছর না যেতেই তাদের অবস্থা করুন হয়। গ্রাম থেকে এসেই মামা চাচার মাধ্যমে পত্রিকা অফিসে একটা চাকরি পেয়ে গেলেই, সে নিজেকে বড় সাংবাদিক বলে দাবি করে। অথচ আমাদের দেশে সৎ, নিষ্ঠাবান, পরিশ্রমী সাংবাদিক একজনও নেই। বেশীর ভাগই কপি পেস্ট সাংবাদিক। অনলাইন নিউজপোর্টাল গুলো দেশের সংবাদ পত্রের সবর্নাশ করেছে।

মন্তব্য ৩০ টি রেটিং +১/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০২১ বিকাল ৪:২৪

চাঁদগাজী বলেছেন:





সঠিক সংবাদ, সঠিকভাবে পরিবেশন করা কঠিন কাজ, ইহা বাংগালীদের জন্য কঠিন কাজ, ইহাতে বাংগালীরা সুবিধা করতে পারছে না।

ডয়েছে ভেলের বাংগালী সাংবাদিকগুলোও ডামী টাইপের, কিসব লেখে, ইডিওটিক।

১০ ই মার্চ, ২০২১ বিকাল ৫:২৫

রাজীব নুর বলেছেন: পত্রিকা ব্যবসা করতে পারলে টাকাই টাকা।

২| ১০ ই মার্চ, ২০২১ বিকাল ৪:২৬

আমি সাজিদ বলেছেন: আপনি বোধহয় জারনালিস্ট হিসেবেও কাজ করেছেন। সে অভিজ্ঞতাগুলো নিয়ে জানতে আগ্রহ হচ্ছে।

১০ ই মার্চ, ২০২১ বিকাল ৫:২৫

রাজীব নুর বলেছেন: সেগুলো আমি লিখতে পারবো না। লিখলে বাকি জীবন আমাকে লাল দালানে পাঠিয়ে দেওয়া হবে।

৩| ১০ ই মার্চ, ২০২১ বিকাল ৫:২২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি আশির দশকে মোহাম্মদপুর থেকে প্রকাশিত
একটি পত্রিকায় কাজ করতাম। সম্পাদক সাহেব
অনেক কাঠ খড় পুড়িয়েও সফলতার মুখ দেখতে
পারেন নি। নিজের ভিটা বাড়িও বিক্রি করছেন
এই পত্রিকার নেশায়। মাঝে মধ্যেই কিছু মতলববাজ
মানুষ তার পত্রিকার হাল ধরার কথা বলে তাদের আখের
গুছিয়ে নিচ্ছেন কিন্তু তিনি আছেন সেই তীমিরে যে তীমিরে
তিনি ছিলেন। তিনি এখনও চেষ্টা করছেন বড় কিছু করার কিন্তু
সফল হচ্ছেন না।

১০ ই মার্চ, ২০২১ বিকাল ৫:২৬

রাজীব নুর বলেছেন: পত্রিকা ব্যবসার জন্য সীমাহীন টাকা লাগে। শুধু বিজ্ঞাপনের টাকা দিয়ে হয় না।

৪| ১০ ই মার্চ, ২০২১ বিকাল ৫:২৪

মোহামমদ কামরুজজামান বলেছেন: ঢাকার বতুতা (রাজিব)ভাই, সবই কি আপনার জানা-শোনার মাঝে?

যদি আপনার একজনের জানাশোনার মাঝে এতজন কামেল (ছুপা রুস্তম/ দরবেশ) লোক থেকে তাকে তাহলে দেশে তাদের প্রকৃত সংখ্যা কত হবে।ভাবতেই কিমন কিমন লাগছে ভাই!!!

১০ ই মার্চ, ২০২১ বিকাল ৫:২৭

রাজীব নুর বলেছেন: পুরো দেশেই দুষ্টলোক দিয়ে ভরা।

৫| ১০ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৪৬

রেজওয়ান ইসলাম বলেছেন: সৎ লোকের ভাত নেই।সততা তাই মুখে মুখে বলতে হয় আর কাজ করতে হয় যেভাবে করলে টাকা আসে।দু:খজনক।

১১ ই মার্চ, ২০২১ রাত ১২:২৬

রাজীব নুর বলেছেন: হুম। সেটাই।

৬| ১০ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:২০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বাংলাদেশে পত্রিকার ভবিষ্যত খারাপ।
এখানে সবাই টাকা বানাতে চায়

সমাজের দর্পণ ফর্পন বলে আমরা যা বলি সবই ভূয়া।
সংবাদপত্র অনেক বড় বড় ছোট ছোট দুর্নীতির ভাগীদার।
সরকারী বেসরকারী অনেক চুরি চামারিতে তারা সহযোগী।
দরে দামে না বনলে মাঝে মাঝে দু একটা সঠিক রিপোর্ট করে বসে মাঝে সাঝে।

১১ ই মার্চ, ২০২১ রাত ১২:২৬

রাজীব নুর বলেছেন: হুম। এই রকমই।

৭| ১০ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:২৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ঢাকার টিভির স্পট রিপোর্টারদের রিপোর্ট শুনলে মনে হয় তাদেরকে কষে চড় দিই।
বিবিসি, সিএনএন থেকে এরা কিছুই শিখে না।
এদের তোতলামী মার্কা রিপোর্ট খুবই লজ্জা লাগার মতো ।

১১ ই মার্চ, ২০২১ রাত ১২:২৭

রাজীব নুর বলেছেন: অল্প টাকা সেলারিতে এদের চাকরি দেওয়া হয়।

৮| ১০ ই মার্চ, ২০২১ রাত ৮:২০

জাহিদ হাসান বলেছেন: অনেকে এখন ফেসবুক থেকে খবর সংগ্রহ করেন। এই কারণেই গুজব রটছে বেশি বেশি।

১১ ই মার্চ, ২০২১ রাত ১২:২৭

রাজীব নুর বলেছেন: হ্যা এরকমও হয়।

৯| ১০ ই মার্চ, ২০২১ রাত ৮:৫২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: অভিজ্ঞতার কিছু প্রকাশ।অভিজ্ঞতা একটা বিরাট অর্জন যদি কাজে লাগানো যায়।

১১ ই মার্চ, ২০২১ রাত ১২:২৮

রাজীব নুর বলেছেন: গরীবের অভিজ্ঞতার দাম নাই।

১০| ১০ ই মার্চ, ২০২১ রাত ১১:৩১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনার লিখিত ঘটনাগুলোকি কাল্পনিক/রূপকথার গল্প ?
আপনি কি তাদের ছদ্ম নাম ব্যবহার করেছেন? আপনার
কাছে কি কোন সূত্র বা প্রমাণ আছে এই গুলির স্বপক্ষে?

১১ ই মার্চ, ২০২১ রাত ১২:২৮

রাজীব নুর বলেছেন: মুরুব্বী। গল্প লিখেছি। গল্প। জীবনের গল্প।

১১| ১১ ই মার্চ, ২০২১ রাত ১২:৪৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

লেখক বলেছেন: মুরুব্বী। গল্প লিখেছি। গল্প। জীবনের গল্প।

সাংবদিকরা রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ
এভাবে কাল্পনিক গল্প লিখে
সাংবাদিকদের চরিত্র হনন করা কি ঠিক ?

১১ ই মার্চ, ২০২১ রাত ১:০৬

রাজীব নুর বলেছেন: মনে হয় না ভুল লিখেছি।

১২| ১১ ই মার্চ, ২০২১ রাত ৩:০৬

অনল চৌধুরী বলেছেন: পত্রিকা অফিসে ভালো মানুষদের জায়গা হয় না। চোর বাটপাররা পত্রিকা অফিসে ভালো করে- শুধু পত্রিকা না, দেশের প্রতিটা প্রতিষ্ঠান ও ক্ষেত্রে নোংরা-নীতিহীনদের রাজত্ব।
তাইতো দেশের এই শোচনীয় অবস্থা।
আমাদের দেশে সৎ, নিষ্ঠাবান, পরিশ্রমী সাংবাদিক একজনও নেই। বেশীর ভাগই কপি পেস্ট সাংবাদিক -তবে এই কথাটা আপত্তিকর। ভালো সাংবাদিক এখনো আছেন।

১১ ই মার্চ, ২০২১ ভোর ৪:০১

রাজীব নুর বলেছেন: আসলে ভালোরাও খারাপের সংস্পর্শে এসে খারাপ হয়ে যাচ্ছে।

১৩| ১১ ই মার্চ, ২০২১ ভোর ৬:৩৭

ইসিয়াক বলেছেন: ভালো ও সৎ সাংবাদিক এখনও আছে। তারা কোনঠাসা। আজকাল বেশির ভাগ সংবাদিক ঘুষ খায় সুবিধা আদায় করে নেয়। বড় বড় অপরাধীর অপরাধ চেপে যাওয়ার বিনিময়। আবার রাজনৈতিক নেতাদের লেজুড়বৃত্তি ও করে কেউ কেউ। নির্দিষ্ট জায়গা থেকে পুলিশ, মাস্তানদের মতো মাসোহারা আদায় করে কেউ কেউ।

১১ ই মার্চ, ২০২১ দুপুর ১:২৬

রাজীব নুর বলেছেন: একদম ঠিক।

১৪| ১১ ই মার্চ, ২০২১ ভোর ৬:৩৮

ইসিয়াক বলেছেন: আমি সাংবাদিকদের নিয়ে গল্প লিখবো ভাবছি।

১১ ই মার্চ, ২০২১ দুপুর ১:২৭

রাজীব নুর বলেছেন: দেরী কেন? লিখে ফেলুন।

১৫| ১১ ই মার্চ, ২০২১ সকাল ১১:৪৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

লেখক বলেছেন: মনে হয় না ভুল লিখেছি।

আপনি খোয়াব দেখতে ভালোবাসেন তাই
ঘুমে থোয়াব দেখেন। তবে স্বপ্ন আর বাস্তবতা
এক নয়। আপনি যা দেখতে চাইবেন তাই
স্বপ্নে দেখবেন। ভালো চিন্তা করুন দেখবেন
সাংবাদিকরাও খারাপ নয় যদিও ব্যতিক্রম আছে !

১১ ই মার্চ, ২০২১ দুপুর ১:২৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মুরুব্বি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.