নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। মানুষের পৈশাচিকতা থাকে তার পোশাকের অভ্যন্তরে, মগজে। পরিবর্তন আনতে হবে সেখানে।
২। আপনার সন্তানকে প্রকৃতি মানুষ করে গড়ে তোলার জন্য আপনি আপনার সন্তানকে কার হাতে তুলে দিচ্ছেন একটু বিচার করে দেখুন। প্রত্যেক সন্তান তার মা-বাবার কাছে অনেক আদরের।
৩। প্রতিদিন এভাবে হাজারও লক্ষ কোটি শিশু নির্যাতিত হয়েছে, হচ্ছে, এবং হবে। এ আর এমন কি? শিশুরা আবার মানুষ নাকি? ওরা তো ‘জাতির ভবিষ্যৎ’! ভবিষ্যতের ভাবনা ভবিষ্যতে হবে, বর্তমানে কী?
৪। শিশুটি ভয়াবহ অপরাধ করেছে। যেনতেন অপরাধ নয়, ক্ষমার অযোগ্য অপরাধ! ছেলের সঙ্গে মাদ্রাসায় দেখা করতে যান শিশুটির বাবা-মা। তারা ফিরে যাওয়ার সময় শিশুটিও তাদের সঙ্গে বাড়ি যেতে বায়না ধরে। এমনকি সে মায়ের পেছন পেছন ছুটেও যায় কিছুটা পথ। এর চেয়ে গুরুতর অপরাধ আর কী হতে পারে?
৫। ভুল করে আমি ভিডিওটি দেখে ফেলেছি। দয়া করে আপনারা ভিডিওটি দেখবেন না। এসব দেখতে নেই। এসব ব্যাপারে চোখ বন্ধ করে রাখাই উচিত। এমন মামুলি ব্যাপার তো হরহামেশাই ঘটে। এ আর এমন কি? একটি ছোট্ট শিশুকে পাশবিকভাবে পেটানো হচ্ছে, এসব দেখার কী আছে? দেখলেও, এ নিয়ে একদম কথা বলতে নেই। কথা বললেই সর্বনাশ!
৬। মোল্লা মৌলভীরা যতই খারাপ হোক, কিছু কইলেই আপনে কাফের আর না হয় দোযখী অথবা নাস্তিক।
৭। প্রচন্ড রাগ হচ্ছে ভিডিওটি দেখে। চট্রগ্রামের হাজহাজারি এলাকার একটি মাদ্রাসায় শিশুর ওপর এক হুজুরের বর্বর অত্যাচারের চিত্র দেখা গেছে। ভন্ড, বর্বর এসব হুজুরদের কারণে কত শিশুর শৈশব এমন ভয়াবহ হয়ে ওঠে, আমরা কি তার খবর রাখি? সাইকোপ্যাথ এসব হুজুরদের বিচার করবে কে?
৮। আপনারা কেবল পোশাক দেখে হুজুর ডাকেন কেন?
হুজুর অর্থ তো সম্মানিত। সম্মানটা দেয়ার আগে জ্ঞান আর শুদ্ধতা আছে কীনা খোঁজ নেন।
কেবল পোশাকি ধর্মচর্চা অধর্ম করার সুযোগ বাড়াচ্ছে। বাচ্চাছেলেগুলোর কান্নার শব্দ প্রান্তিক অর্ধশিক্ষিত পিতামাতার হৃদয় পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করেন।
৯। শিশুদেরকে ভালোবাসা দিয়ে পড়াতে হয়, এভাবে জল্লাদের মতো পিটুনি দিয়ে পড়ানো যায় না।
এরা শিক্ষক হয় কী করে! এদের চেয়ে জল্লাদ ভালো।
১০। মাদ্রাসাগুলোয় শিক্ষকদের ভণ্ডামি বন্ধ হোক। বেত নিষিদ্ধ হোক। শারীরিক নির্যাতন নিষিদ্ধ হোক। মাদ্রাসায় বলাৎকার ও ধর্ষণ নিষিদ্ধে বড়ো শাস্তির বিধান করা হোক। আসলেই কি হবে?
১১। বেহেস্তে যাওয়ার লোভে সন্তানকে মাদ্রাসায় না দিয়ে নিজে ভর্তি হয়ে যান!!!
১২। হুজুরদের মধ্যেও কিছু অনুপ্রবেশকারী আছে।
১১ ই মার্চ, ২০২১ রাত ১:০৬
রাজীব নুর বলেছেন: হ্যা ভয় পাই না।
আমি একা না।
২| ১১ ই মার্চ, ২০২১ রাত ১২:৫৪
চাঁদগাজী বলেছেন:
হুজুর যাকে মেরেছে, সেই বাচ্চাটা গরীবের; হুজুরটা কি সালমান রহমানের, বা শেখ পরিবারের লোক, নাকি সেও গরীব পরিবার থেকে অনাদরে, অবহেলায় মানুষ হয়ে এতটুকু এসেছে? হুজুরটাকে ও বাচ্চাটাকে আমাদের সেক্রেটারীরা বা বাংলাদেশের প্রেসিডেন্ট কি কোনভাবে সাহায্য করছে?
১১ ই মার্চ, ২০২১ রাত ১:০৮
রাজীব নুর বলেছেন: হুজুররা আসলে পশু। কোরবানীর ঈদের সময় দেখবেন, সাধারণ মানুষ গরু জবো দিতে পারে না। কিন্তু হুজুরেরা অবলীলায় একের পর এক গরু জবাই দিয়েই যায়।
৩| ১১ ই মার্চ, ২০২১ রাত ১:১২
চাঁদগাজী বলেছেন:
আপনার বাবার সামর্থ ছিলো আপনাকে পড়ায়েছেন, হুজুরদের পরিবারগুলোর কথা ভাবেন, ওদের বাবারা কি তাদেরকে আপনার মতো পড়াতে পেরেছেন!
১১ ই মার্চ, ২০২১ রাত ১:৪১
রাজীব নুর বলেছেন: সরকার নাকি দ্বাদশ শ্রেনী পর্যন্ত লেখাপড়া ফ্রি করে দিয়েছেন?
৪| ১১ ই মার্চ, ২০২১ রাত ১:৫১
চাঁদগাজী বলেছেন:
সরকার এতিম বাচ্চাদের থাকতে দেয়, খাওয়ায়?
হুজুরেরা ভুল জ্ঞান দেয়, পিটায়, সেক্সুয়েলী এবুয়েজ করে; কিন্তু থাকতে ও খেতে দেয়।
১১ ই মার্চ, ২০২১ রাত ২:২৮
রাজীব নুর বলেছেন: কথা ও ঠিক বলেছেন।
স্যরি নেট লাইন সমস্যা। মন্তব্য করতে দেরী হয়েছে।
৫| ১১ ই মার্চ, ২০২১ রাত ২:৩৪
নেওয়াজ আলি বলেছেন: ধানের ভিতর চিড়া ধান থাকবেই। কিছু জালিম জানোয়ার বাদ দিলে এতিম শিশুরা থাকা খাওয়ার আরামে আছে।
১১ ই মার্চ, ২০২১ রাত ৩:৫৭
রাজীব নুর বলেছেন: না খুব আরাম না।
৬| ১১ ই মার্চ, ২০২১ রাত ৩:২৯
নুরুলইসলা০৬০৪ বলেছেন: প্রতিটা হুজুর মার খেয়ে এবং বলৎকারের শিকার হয়ে আজ এই পর্যায়ে এসেছে,তাই তাদের মগজে এই বিষয়গুলো সেট হয়ে গেছে।
তাই তারা সুযোগ পেলেই এইগুলো ব্যবহার করে।
এরথেকে বেরিয়ে আসার একমাত্র উপায় সিসিক্যামরা স্থাপন করা।
১১ ই মার্চ, ২০২১ রাত ৩:৫৯
রাজীব নুর বলেছেন: সহমত।
৭| ১১ ই মার্চ, ২০২১ রাত ৩:৪৪
স্প্যানকড বলেছেন: হুজুর কে দোররা মারা হউক ! যতক্ষণ না রক্তবমি হয়। এতে কোন কথা চলবে না।
১১ ই মার্চ, ২০২১ ভোর ৪:০০
রাজীব নুর বলেছেন: সহমত।
৮| ১১ ই মার্চ, ২০২১ সকাল ৭:৫৩
রানার ব্লগ বলেছেন: মাদ্রাসার এক একটা হুজুরের সাইজ দেখেছেন? সেই তুলনায় বাচ্চাদের শারিরীক অবস্থা খুবি আসংকাজনক।
১১ ই মার্চ, ২০২১ দুপুর ১:২৪
রাজীব নুর বলেছেন: হ্যা ঠিক।
৯| ১১ ই মার্চ, ২০২১ সকাল ৯:০০
জাহিদ হাসান বলেছেন: দেশে এত সরকারি আলিয়া মাদ্রাসা থাকতে কওমী মাদ্রাসার কি প্রয়োজন জবাব দিতে পারবেন?
কওমী মাদরাসা নতুন নতুন মোল্লা ওমর, তালেবান, মুষ্ঠিভিক্ষা সংগ্রহকারী, ধর্মান্ধ জনগোষ্ঠী, শিশু বলাৎকার ও নির্যাতন ছাড়া এই জাতিকে আর কি দিতে পেরেছে?
আজ পর্যন্ত কখনও শুনেছেন আলিয়া মাদ্রাসায় এসব কিছু ঘটেছে?
তাহলে কওমী সকল মাদ্রাসাকে আলিয়া মাদ্রাসায় রুপান্তর করুক সরকার। হেফাজত নিপাত যাক। দেশের মানুষ মুক্তি পাক।
১১ ই মার্চ, ২০২১ দুপুর ১:২৫
রাজীব নুর বলেছেন: সহমত।
১০| ১১ ই মার্চ, ২০২১ সকাল ৯:৫২
মেহেদি_হাসান. বলেছেন: দেশের মা বাবা সচেতন না তারা চাপ শিক্ষক/ হুজুর তার সন্তানকে বেত দিয়ে পিটিয়ে মানুষ করুক।
১১ ই মার্চ, ২০২১ দুপুর ১:২৫
রাজীব নুর বলেছেন: অবশ্যই।
১১| ১১ ই মার্চ, ২০২১ সকাল ১০:২৭
জুল ভার্ন বলেছেন: মাদরাসা শিক্ষকদেরও পিটিআই, বিএড, এমএড শিক্ষার মতো পেশাগত প্রশিক্ষণ সময়ের দাবী।
১১ ই মার্চ, ২০২১ দুপুর ১:২৬
রাজীব নুর বলেছেন: জরুরী।
১২| ১১ ই মার্চ, ২০২১ বিকাল ৫:৩৮
জাহিদ হাসান বলেছেন: অনেক বছর ধরে বলে আসছি, আমার নিজের জীবনে কওমী মাদরাসা ও আলিয়া মাদরাসায় পড়াশোনার অভিজ্ঞতা থেকে-
বাংলাদেশ থেকে কওমী মাদরাসা শিক্ষাব্যবস্থা তুলে দিন। এর বদলে আলিয়া মাদরাসার বেশি প্রচার ও প্রসার করুন। কওমী মাদরাসাগুলো দখল করে সরকার আলিয়া মাদরাসা বানাক। যার পরিচালনা করবে -বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।
আমাদের কথা তো কেউ কানেই তুলে না। দেশটা আফগানিস্তান হওয়ার পরে এদের বোধোদয় হবে ।
১২ ই মার্চ, ২০২১ রাত ১২:৩১
রাজীব নুর বলেছেন: অপেক্ষা করুন হবে।
১৩| ১১ ই মার্চ, ২০২১ রাত ১১:৪২
কাছের-মানুষ বলেছেন: এই ধরনের ভিডিও আমি দেখি না! শিক্ষার একমুখি নিতি দরকার! সবাই ক্লাস নাইন পর্যন্ত পড়বে তারপর যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, হুজুর মাওলানা হতে চায় সে হবে! হয়ত মাওলানা হতে এখন যেই বয়স লাগে তার চেয়ে বয় বেশী লাগবে তবে এটা তাদের জন্যো ভাল হবে, আধুনিক শিক্ষা, চাষাবাদ সম্পর্কে তারা জানতে পারবে, এখনকার মত ওয়াজই তাদের একমাত্র জিবিকার বাহন হবে না! এতে ধর্মকে তারা অসৎ কাজের জন্য ব্যবহারের করবে না! ক্যামেরার সামনে ভিডিও, ছবি তুলা হারাম, শরিয়ত আইনে জানা মতে
দরকষাকষি করে টাকা নিয়ে ইসলামিক হুকুমাত প্রচারের কোন নিয়ম নেই, হাদিয়া নিতে পারে! এগুলো এখন হামেশাই করতে দেখা যায় তাদের!!
অনেক দিন পরে আপনার ইসলামক পোষ্ট দেখলাম! সূরা এবং তাফসির নিয়ে কোন পোষ্ট দেখছি না আপনার!
১২ ই মার্চ, ২০২১ রাত ১২:৩২
রাজীব নুর বলেছেন: ইসলামিক পোষ্ট কিছু দিন পর দিবো।
১৪| ১১ ই মার্চ, ২০২১ রাত ১১:৫৩
Subdeb ghosh বলেছেন: কওমি মাদ্রাসাগুলোয় নির্যাতন ধামাচাপা পড়ে যায় কেন???
১২ ই মার্চ, ২০২১ রাত ১২:৩৩
রাজীব নুর বলেছেন: ধামাচাপা পড়ে না। ধামাচাপা দেওয়া হয়।
১৫| ১২ ই মার্চ, ২০২১ বিকাল ৪:২০
সাড়ে চুয়াত্তর বলেছেন: শিশুদের নির্মম প্রহারের এই কুপ্রথা মাদরাসাতে বেশী। আগে স্কুলগুলিতেও অনেক শিক্ষক প্রচুর প্রহার করতো। বিশেষ করে ইসলাম ধর্মের শিক্ষকরা। রাষ্ট্রীয় হস্তক্ষেপের মাদ্ধমে এই সব প্রথার পরিবর্তন প্রয়োজন। এই শিশুরা মার খেয়ে নিজেরাও পরে স্যাডিস্ট হয়ে যায়।
১২ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:২৩
রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন।
১৬| ১২ ই মার্চ, ২০২১ বিকাল ৪:৩৭
রিফাত হোসেন বলেছেন: মাদ্রাসাতে পড়া ছাড়াইতো সামান্য ভুলে অনেক মার খেয়েছি স্কুলে! সেটার কি হবে? অমাদ্রাসা ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের মারের বৈধতা নিয়ে হাদিস নিয়ে আসলেন না রাজীব নুর সাহেব! হাহাহা
১২ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:২৪
রাজীব নুর বলেছেন: আপাতত হাদীস থেকে দূরে আছি।
১৭| ১৫ ই মার্চ, ২০২১ দুপুর ২:২১
জাহিদ হাসান বলেছেন: খবরটা দেখেছেন? সুনামগঞ্জের দিরাই উপজেলায় শানে রিসালাত সম্মেলনে ছবি তুলতে আসা লোকদের লাঠিপেটা করেছেন মামুনুল হক ! কওমী মাদরাসায় শিশুদের লাঠিপেটা করে এদের হাত এতই পেকে গেছে যে এবার জনগনকে লাঠিপেটা করা শুরু করেছে -
১৫ ই মার্চ, ২০২১ দুপুর ২:৩৮
রাজীব নুর বলেছেন: হুজুরেরা বড় ভয়ঙ্কর।
©somewhere in net ltd.
১| ১১ ই মার্চ, ২০২১ রাত ১২:৫০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনি সবসময় নিজের ভাবনগুলো
সাধারণ মানুষের ভাব্না বলে চালিয়ে
দিয়ে কি প্রমাণ করতে চান ? সবাই
আপনার মতো নাও ভাবতে পারে।
দৃঢ় ভাবে বলুন এ গুলো আপনার
ভাবনা। কাউকে ভয় পান সত্যি
বলতে ? কেন ?