নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

স্যরি বস

১১ ই মার্চ, ২০২১ দুপুর ১:২৩



বাংলামটর থেকে বাসে করে বাংলাবাজার যাচ্ছিলাম।
প্রচন্ড গরম, প্রতিদিনের মতোন প্রচন্ড জ্যাম আর বাস ভরতি যাত্রী। বাস একটু-একটু করে এগুচ্ছে, ঘামে আমার শার্ট ভিজে গেছে। শাহবাগ পার হতেই আমার সামনের সিটে প্রেমিক-প্রেমিকা বসল। প্রচন্ড ভিড় বাসেই দেখি তাড়া জড়াজড়ি করছে, কোনো লজ্জা শরম নাই। ছেলেটার সাহস বেশি, সে একবার মেয়েটার কোমড়ে হাত দিচ্ছে, একবার গলা জড়িয়ে ধরছে।

আমার হঠাৎ খুব রাগ লাগল।
আমি বললাম, বাসের মধ্যে কি শুরু করছেন? ছেলেটা রেগে-মেগে বলল- তুই কি ভাবছিস(?)। এটা আমার প্রেমিকা না, এটা আমার বউ। ডব্লিউ আই এফ ই, ওয়াইফ মানে বউ। আমি বললাম, আপনার কি ঘর নেই? বিছানা নেই? উত্তেজিত ছেলেটি ক্ষিপ্ত মেজাজে বলল- তোর সমস্যা কি? আমাকে চিনিস(?), আমি কে (?) আমি ছাত্রলীগ করি। আমি স্বেচ্ছাসেবক লীগের ব্লা...ব্লা...ব্লা...।

আমি খুব শান্ত স্বভাবের ছেলে।
প্রেমিক ছেলেটির কথা শুনে কেন জানি, আমার খুব হাসি পাচ্ছিলো। আমার হাসি দেখে প্রেমিক ছাত্রলীগওলা আরও রেগে যাচ্ছে। আমি হাসি মুখে বললাম- বউ তো আমারও আছে, কিন্তু আমার পক্ষে তো বাসের মধ্যে এই রকম করা সম্ভব না। শালীনতা বলে একটা কথা আছে ভাই।
ছেলেটা আরো বেশি রেখে মেগে আমাকে বলল, আজ তোকে শিক্ষা দেব। বল, তুই কোথায় নামবি? আমি হেসে বললাম প্রেসক্লাব।

ছাত্রলীগওলা সাথে সাথে পকেট থেকে মোবাইল বের করে কাকে যেন ফোন করে কি কি বলল। তারপর আমাকে বলল- আজ পা নিয়ে বাসায় ফিরতে পারবি না। তখন ছাত্রলীগের সাথে থাকা মেয়েটি বলল- জানু বাদ দাও। ছেড়ে দাও। পুলাপান মানুষ। এই রকম সস্তা হামকি-ধামকি, গলাবাজি প্রায়ই দেখি, শুনি। এদের ফলাফল গলাবাজি পর্যন্তই।

যাই হোক, এইবার আমি ছেলেটাকে বললাম, অনেকক্ষন ভদ্র ব্যবহার করেছি, আর না। আর একটা কথা বলবি কানটা ধরে বাস থেকে নামিয়ে দেব- হারামজাদা। বদ কোথাকার। এই কথা বলার সাথে সাথে- বাসের সব যাত্রী বলল, ভাই মুখে বলার দরকার নেই। ওকে কান ধরে বাস থেকে নামিয়ে দেন। তখন ছাত্রলীগওলা আমাকে বলল, কান ধরার দরকার নেই বস। আমরা নেমে যাচ্ছি। সর‍্যি বস।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০২১ দুপুর ১:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা সত্যিই নাকি?

১১ ই মার্চ, ২০২১ দুপুর ১:৪২

রাজীব নুর বলেছেন: তিন সত্যি।

২| ১১ ই মার্চ, ২০২১ দুপুর ১:৩৬

অরূপ চৌহান বলেছেন: বিনয়ী অস্ত্রে মেজাজী ধরাশয়ী।

১১ ই মার্চ, ২০২১ দুপুর ১:৪২

রাজীব নুর বলেছেন: হ্যা কথা সত্য।

৩| ১১ ই মার্চ, ২০২১ দুপুর ২:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
রুপ কথার গল্পটি আপনার বিকারগ্রস্থ
মনের উৎকৃষ্ট আবর্জনা!! কাউকে সহ্য না
হলে আপনি গল্প ফাঁদেন!! ছাত্রলীগকে
পছন্দ না হতেই পারে তাই বলে এমন
গাঁজাখুরি গল্প বলে মনের ঝাল মিটাতে
হবে ? সে যা হোক আপনার গল্পের একটা
অসংগতি তুলে ধরছি !!
প্রচন্ড জ্যাম আর বাস ভর্তি যাত্রী !
এত মানুষের মধ্যে প্রেমিক প্রেমিকা
দুইটি সিট তাদের কব্জায় নিয়ে নিলো
আর অন্য যাত্রীরা আঙ্গুল চুষছে !!
নাকি তাদের গায়ে ছাত্রলীগের সীল
মোহর আটা ছিলো
!! ইদানিং আপনি
গঞ্জিকায় আসক্ত হয়েছেন নাকি !! =p~

১১ ই মার্চ, ২০২১ বিকাল ৩:০৬

রাজীব নুর বলেছেন: আপনি তো আমাকে জোর করে খারাপ বানাতে উঠেপড়ে লেগেছেন।

৪| ১১ ই মার্চ, ২০২১ বিকাল ৩:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

লেখক বলেছেন: আপনি তো আমাকে জোর করে খারাপ বানাতে উঠেপড়ে লেগেছেন।

শাসন করা তারই সাজে
সোহাগ করে যে !!

আমিতে আপনাকে সোহাগ করি
ভালো পাই তা কি মানেন না !!

১১ ই মার্চ, ২০২১ বিকাল ৩:১৫

রাজীব নুর বলেছেন: ওখেই।

৫| ১১ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৪৪

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: শেষ প্যারাটা পড়ে মনে বড় শান্তি পেলাম।

১২ ই মার্চ, ২০২১ রাত ১২:২৯

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

৬| ১১ ই মার্চ, ২০২১ রাত ১০:২২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: শালীনতার ধারনা যোগে যোগে পাল্টায়।
উন্নত সমাজে এটা একান্তই তাদের ব্যক্তিগত বিষয়।কারোই কোন আপত্তি থাকার কথা না।কিন্তু বাংলাদেশের সমাজ ব্যবস্থায় অশালীন,তার পরও সমাজ অগ্রসরমান।

১২ ই মার্চ, ২০২১ রাত ১২:৩০

রাজীব নুর বলেছেন: সহমত।

৭| ১২ ই মার্চ, ২০২১ সকাল ১১:৩৮

ইসিয়াক বলেছেন: আহা আপনি তো বড্ড বেরসিক। যা হচ্ছে হতে দিন,কী সমস্যা? ভালো না লাগলে অন্য দিকে মুখ ফিরিয়ে রাখতেন।
ইয়ং ম্যান ওরা, ওদের কাছে এসবই হয়তো শালীন। যুগে যুগে শালীনতার সংজ্ঞা বদলায়।
গল্পে বললেন ছেলেটি ছাত্রলীগ, ও কি ছাত্রলীগের ব্যাজ পড়ে ছিল?
এটা কিন্তু আপনার গল্পের দূর্বল দিক। গল্প মোটামুটি ভালো লাগলো।

১২ ই মার্চ, ২০২১ দুপুর ২:১৫

রাজীব নুর বলেছেন: আমি দুর্বল মানুষ, দুর্বল গল্প লিখি।

৮| ১২ ই মার্চ, ২০২১ বিকাল ৪:২১

ইসিয়াক বলেছেন: আমি দূর্বল মানুষ দূর্বল গল্প লিখি এগুলো আবার কি ডায়লগ?

আপনি ভালো গল্প লিখেন। শুধু বলবো গল্পের প্রতি মনোযোগী হউন।

১২ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:২২

রাজীব নুর বলেছেন: ওকে বন্ধু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.