নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
খালি হাতে বাসায় ফিরতে আমার ভালো লাগে না।
বাইরে থেকে বাসায় ফেরার পথে আমি সব সময় কিছু না কিছু নিয়ে যাই। পকেটে টাকা না থাকলে দশ টাকার বাদাম হলেও কিনে নিয়ে যাই। আমি মানুষকে বিশ্বাস করতে পছন্দ করি। বারবার ঠকি। তবু বিশ্বাস করি। সৃষ্টির সেরা জীবকে কেন অবিশ্বাস করবো? আমি যা-ই কিনি দোকানদার আমাকে ঠকিয়ে দেয়। কেন মানুষ আমাকে ঠকায়? আমি তো টাকা কম দেই নি। আমাকে সামান্য ঠকিয়ে কয় টাকা লাভ করে? বিক্রেতাদের এ কেমন মানসিকতা! আমেরিকা বা জাপানের বিক্রেতারা কি এভাবে মানুষকে ঠকায়? ব্যবসার নিয়ম'ই কি মানুষ ঠকানো? রবীন্দ্রনাথ বেশ কিছু ব্যবসা করেছেন। নিজে ঠকেছেন, কিন্তু কাউকে ঠকান নি।
১। দুইটা ডাব কিনেছি ১৫০ টাকা দিয়ে। বাসায় এসে দেখি ডাবে পানি নাই। আজিব!!!
২। নুডুলস কিনেছি। বাসায় এসে দেখি- নুডুলস এর মেয়াদ আরো তিন মাস আগেই শেষ হয়ে গেছে। অথচ এই দোকান থেকে আমি বহু বছর ধরে কেনাকাটা করছি।
৩। বড় চারটা লাল মোরগ কিনেছি। বাজার থেকেই কেটে এনেছি। বাসায় এসে দেখি তিনটা মোরগ। একটা দেয়নি।
৪। দেশী কই মাছ কিনলাম এক ডজন। একদম লাফাচ্ছে। বাসায় এসে দেখি, কই মাছ দুইটা কম দিয়েছে। আবার দশটার মধ্যে তিনটা মরা কই।
৫। নিজের হাতে বেছে বেছে এক ডজন কমলা কিনেছি। অথচ বাসায় এসে দেখি তিনটা কমলা পচা।
৬। এক বুড়ো লোক আদা বক্রি করছে। আদা আমার দরকার নাই। বুড়োকে দেখে মায়া লাগলো। বললাম, চাচা মিয়াঁ এক কেজি আদা দেন। আমি ধরবো না। আপনি'ই বেছে বেছে দেন। বাসায় এসে দেখি অর্ধেক আদাই পচা দিয়ে দিয়েছে।
৭। সেদিন নিউ মার্কেটের সামনে রাস্তায় আখের রস বিক্রি করছে। দশ টাকা করে গ্লাস। প্রায়ই খাই। আমি এক গ্লাস খেলাম। দশ টাকা দিলাম। আখের রস বিক্রেতা বলল, এক গ্লাস বিশ টাকা।
৮। গরুর মাংস কিনেছি তিন কেজি ১৮০০ শ' টাকা দিয়ে। বাসায় এসে দেখি, আমি যে মাংস কিনেছি সেটা দেয়নি। তেল চর্বিসহ হাবজাবি দিয়ে দিয়েছে। আমি জানি, মাংস বিক্রেতারা এমনই করে। আমার মাংস দরকার ছিলো দুই কেজি। এইবার হাজাবি ফেলে আমার দুই কেজি টিকবে।
৯। ডাক্তার এমন ওষুধ লিখে দেন প্রেসক্রিপশনে যেটা কোনো ফার্মেসীতে পাওয়া যায় না। সেদিন একটা ওষুধ 'পেডিগ্যাস' কমপক্ষে ৭০/৮০ টা দোকানে খুজলাম। কোথাও পেলাম না। আসলে যে ওষুধে লাভ কম সে ওষুধ ফার্মেসীওলারা রাখে না।
১০। গতকালের কথা। আমার পরিচিত এক মাছ বিক্রেতা। বাইল্লা মাছ নিয়ে এসেছে। বাইল্লা মাছ চাষের হয় না। মাছ বিক্রেতা জোর করে দুই কেজি বাইল্লা দিয়ে গেলো। বুয়া মাছ কাটতে গিয়ে দেখে মাছ একদম পচে গেছে।
১১ ই মার্চ, ২০২১ বিকাল ৩:১৪
রাজীব নুর বলেছেন: সামুর গ্রুপে?
২| ১১ ই মার্চ, ২০২১ বিকাল ৩:২০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বিজ্ঞজনেরা বা মনিষিরা বলেন
যেমন কর্ম তেমন ফলই নাকি
পাওয়া যায় । আপনি এত ঠকেন
এটা আপনার কোন আমলের কর্ম ফল !!
১২ ই মার্চ, ২০২১ রাত ১২:২৮
রাজীব নুর বলেছেন: শুনেছি, কর্মফল তো মৃত্যুর পরে হবে।
৩| ১১ ই মার্চ, ২০২১ বিকাল ৪:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহর রহমতে এই জীবনে বেশী ঠকি নাই।
১২ ই মার্চ, ২০২১ রাত ১২:২৯
রাজীব নুর বলেছেন: আপনি বুদ্ধিমতি।
৪| ১১ ই মার্চ, ২০২১ বিকাল ৪:৪৫
আমি সাজিদ বলেছেন:
এছাড়াও বাজারে গেলে আমারও একই অবস্থা হয়।
১২ ই মার্চ, ২০২১ রাত ১২:২৯
রাজীব নুর বলেছেন: হে হে হে---
আমি একা।
৫| ১১ ই মার্চ, ২০২১ বিকাল ৫:০৩
নেওয়াজ আলি বলেছেন: এই হলো আমাদের দেশ। এখানে সবাই মুখে মুখে সৎ সাধু
১২ ই মার্চ, ২০২১ রাত ১২:৩০
রাজীব নুর বলেছেন: কেউ সাধু না। সব বদমাইশ।
৬| ১১ ই মার্চ, ২০২১ বিকাল ৫:২০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমিও সব সময় ঠকি।
হারামজাদা জাতির সদস্য হিসাবে ঠকাই আমার প্রাপ্য।
১২ ই মার্চ, ২০২১ রাত ১২:৩০
রাজীব নুর বলেছেন: হা হা হা----
৭| ১১ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৪৬
স্প্যানকড বলেছেন: ঠকতে ঠকতে ঠকবাজ না হইলে ভালো। ভালো থাকবেন।
১২ ই মার্চ, ২০২১ রাত ১২:৩১
রাজীব নুর বলেছেন: ওকে।
৮| ১১ ই মার্চ, ২০২১ রাত ৮:১৩
মরুভূমির জলদস্যু বলেছেন: আপনি বাজার করার ব্যাপারে আমার মতোই অপটু সেটা বুঝা গেলো।
১২ ই মার্চ, ২০২১ রাত ১২:৩৩
রাজীব নুর বলেছেন: হা হা হা ---------
৯| ১১ ই মার্চ, ২০২১ রাত ৮:২৩
জগতারন বলেছেন:
আমার সরল ও আন্তরিক জীবনাচরণ বুঝে আমাকে প্রায় সবাই-ই ঠকাইলো,
ঠকাইয়া তারাও চরমভাবে ঠকিল।
তাদের মধ্যে বেশীর ভাগই রক্তের সম্পর্কের আত্মীয়পরিজন। এদের অনেকই আবার অজানা অভিশাপগ্রস্ত হয়ে মাটীর সাথে মিশে গিয়েছে।
তবে প্রবাসকালীন এ সুবিধা তেমন কেহ নিতে পারে নি।
১২ ই মার্চ, ২০২১ রাত ১২:৩৪
রাজীব নুর বলেছেন: তাহলে আপনি ভাগ্যবান।
১০| ১১ ই মার্চ, ২০২১ রাত ৮:৫৯
চাঁদগাজী বলেছেন:
দেশের মানুষ প্রশাসনকে অনুসরণ করে থাকে।
১২ ই মার্চ, ২০২১ রাত ১২:৩৪
রাজীব নুর বলেছেন: দামী কথা বলেছেন।
১১| ১১ ই মার্চ, ২০২১ রাত ৯:২১
খায়রুল আহসান বলেছেন: সরল বিশ্বাসে ঠকলে ক্ষতি নেই। কুটিল ষড়যন্ত্রে জিতলে সমূহ ক্ষতি।
১২ ই মার্চ, ২০২১ রাত ১২:৩৫
রাজীব নুর বলেছেন: ওকে।
ভাল থাকবেন।
১২| ১১ ই মার্চ, ২০২১ রাত ১০:০৫
নুরুলইসলা০৬০৪ বলেছেন: বিশ্বাস করার দরকার নেই আবার অবিশ্বাস করারও দরকার নেই।পরীক্ষা নিরিক্ষা না করে সরল মনে বিশ্বাস কর হলো উদারতাবাদ।উদারতাবাদ হল পেটি বুর্জোয়া মনোভাবের প্রকাশ।এটা অনেক ভাবে প্রকাশ পায়।তারা অনেক ভাবে ঠকে।
১২ ই মার্চ, ২০২১ রাত ১২:৩৫
রাজীব নুর বলেছেন: দামী কথা বলেছেন।
১৩| ১১ ই মার্চ, ২০২১ রাত ১১:০৪
অপু তানভীর বলেছেন: এটা আমারও একটা বড় শান্তির কারণ বলতে পারেন । আমি মানুষ কেমন সেটা নিয়ে আমার খুব বেশি চিন্তা নেই । মানুষ আমাকে খারাপ ভাবলো কি ভাল ভাবলো সেটা নিয়েও চিন্তা করি নি কোন দিন । নিজের কাছে আমার বড় শান্তির কারণ হচ্ছে আজ পর্যন্ত আমি কারো একটা টাকা মেরে খাই নি, কেউ আমার কাছে একটা কাটা পায় না কিংবা কেউ বলতে পারবে না যে তানভীর মিয়া আমার সাথে চিট করেছে ।
তবে মানুষ আমাকে ঠকিয়েছে অনেক কয়বারই ।
১২ ই মার্চ, ২০২১ রাত ১২:৩৬
রাজীব নুর বলেছেন: ভেরি গুড।
১৪| ১১ ই মার্চ, ২০২১ রাত ১১:৩৭
Subdeb ghosh বলেছেন: আমিও সহজে মানুষকে বিশ্বাস।
কিন্তু, বার বার ঠঁকি।
১২ ই মার্চ, ২০২১ রাত ১২:৩৭
রাজীব নুর বলেছেন: আমার মনে হয় বিশ্বাস করে ঠকা ভালো।
১৫| ১২ ই মার্চ, ২০২১ রাত ১২:১২
মনিরা সুলতানা বলেছেন:
১২ ই মার্চ, ২০২১ রাত ১২:৩৭
রাজীব নুর বলেছেন: হুম!
১৬| ১২ ই মার্চ, ২০২১ ভোর ৪:৫৮
সোহানী বলেছেন: আসলে দেশে এমন দাঁড়িয়েছে যে আপনি কোনভাবেই বিশ্বাস করতে পারবেন না। বিশ্বাস করা মানে সবাই ভেবেই নিবে আপনি বোকা শ্রেনীর। আর বোকাদের ঠকানো সবার জন্মগত অধিকার..............হাহাহাহাহা
শুনেন, এবার ঘুরে দাঁড়ান। কাউকে ঠকাতে না পারেন কিন্তু নিজে যেন না ঠকেন তার চেস্টা করেন।
১২ ই মার্চ, ২০২১ দুপুর ২:০৭
রাজীব নুর বলেছেন: আই ইউল ট্রাই।
১৭| ১২ ই মার্চ, ২০২১ সকাল ৭:৩৫
ইসিয়াক বলেছেন: কিছু কিছু ডাব/নারকেল গাছের( সম্ভবত) পুষ্টির অভাবে এমনটা হতে পারে। আমাদের এরকম একটা নারকেল গাছ ছিল। ডাব কাটলে পানি থাকতো না।অথচ বাইরে চকচকে।
এক্ষেত্রে আমি বলবো ডাব বিক্রেতার দোষ না। যে মালিকের গাছ সে ঠিকই জানে যে তার গাছের ডাবের এই সমস্যা ,সে জেনে শুনে বিক্রি করেছে ডাব বিক্রেতার কাছে।
১২ ই মার্চ, ২০২১ দুপুর ২:০৮
রাজীব নুর বলেছেন: সহমত।
১৮| ১২ ই মার্চ, ২০২১ সকাল ৭:৩৯
ইসিয়াক বলেছেন: ৩ নং
বড় বড় চারটা মোরগ কিনেছেন ভালো কথা, হাতে নেওয়ার সময় দেখবেন না? এ কেমন কথা? এতো শ'শ' না যে দেখা বা গোনা যাবে না। আজিব!!!!
১২ ই মার্চ, ২০২১ দুপুর ২:০৯
রাজীব নুর বলেছেন: মূরগী যে কম দিবে সেটা কি আমি জানতাম।
১৯| ১২ ই মার্চ, ২০২১ সকাল ৭:৪৪
ইসিয়াক বলেছেন: ৮নং কসাইরা অতি ধুরন্ধর হয়। আমি মাংস কিনলে মাংসের উপর থেকে চোখ সরাই না এবং নেওয়ার আগে চেক করে নেই। সমস্যা থাকলে বদলে দিতে বলি। চিট করলে সেটা উল্লেখ করি, দ্বিতীয়বার সেখানে যাই না।
১২ ই মার্চ, ২০২১ দুপুর ২:১২
রাজীব নুর বলেছেন: আপনি বুদ্ধিমান।
২০| ১২ ই মার্চ, ২০২১ সকাল ৭:৫২
ইসিয়াক বলেছেন: ৫নং
আপনার মত কমলালেবু কিনে আমিও একবার ঠকেছিলাম, দোকানি বয়স্ক লোক ছিল, নিজে হাত না দিয়ে তাকে বেছে ভালো দেখে দিতে বলেছিলাম। বাসায় এসে দেখি প্রায় সবগুলো পঁচা। পথ চলতি কিনেছিলাম, স্থায়ী কোন দোকান হলে গিয়ে প্রতিবাদ করতাম। এ রকম সমস্যা হলে আপনি অবশ্যই প্রতিবাদ করবেন। প্রতিবাদটা ভদ্র ভাষায় করবেন, এদের আবার সিন্ডিকেট থাকে। প্রতিবাদ করা প্রয়োজন, না হলে এরা পেয়ে বসে।
১২ ই মার্চ, ২০২১ দুপুর ২:১৩
রাজীব নুর বলেছেন: প্রতিবাদ করতে পারি না। ভয় পাই।
২১| ১২ ই মার্চ, ২০২১ সকাল ৭:৫৯
ইসিয়াক বলেছেন: ১০ নং
মাছ কিনে এনে কাটতে দেরি হলে ফ্রিজে তুলে রাখবেন।অনেক সময় কাজের আপা আসতে দেরি করেন নানান কারণে। তখন ফ্রিজ থেকে বের করে কাটলেই হলো।
আর মাছ কেনার সময় হাত দিয়ে একটু নাড়াচাড়া করে দেখলেই তো বোঝা যায় সেটা ভালো কি পঁচা। আপনার জিনিস আপনি বুঝে নেবেন না?
আমি ঠকি এই কথায় কোন ক্রেডিট নেই। নিজের জিনিস নিজে বুঝে নেবেন।
কথা ক্লিয়ার।
ধন্যবাদ
১২ ই মার্চ, ২০২১ দুপুর ২:১৪
রাজীব নুর বলেছেন: জ্বী ক্লিয়ার।
২২| ১২ ই মার্চ, ২০২১ বিকাল ৪:১৮
ইসিয়াক বলেছেন: বইমেলায় দেখা হলে কোক আর বার্গার খাওয়াবেন। ফ্রী ফ্রী অনেক পরামর্শ দিলাম। হা হা হা
আমি ২৫,২৬,২৭,২৮ তারিখ ৩৭ নম্বর স্টলে থাকবো। কথা হবে। অবশ্যই আসবেন নতুন গল্পের বই নিয়ে আলোচনা করবো।
ও হ্যাঁ আমার আরো দুটি প্রকাশনী থেকে যৌথভাবে কবিতা প্রকাশিত হয়েছে। আজ জানলাম।
ভালো থাকবেন।
১২ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:২২
রাজীব নুর বলেছেন: আপনি একজন কামিলদার মানুষ।
২৩| ১২ ই মার্চ, ২০২১ রাত ১০:৫৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কিছুদিন পরেই আবার লিচু কিনে ঠকবেন!
১৩ ই মার্চ, ২০২১ রাত ১২:৩২
রাজীব নুর বলেছেন: হা হা হা----
২৪| ১৪ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৪৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ধর্মের লেবাস পরেও অনেকে মানুষকে ঠকাচ্ছে ।
মুখে দাড়ি মাথায় টুপি । মানুষকে অবলীলায় ঠকিয়ে যাচ্ছে।
ঘুষ খাচ্ছে। খারাপ কাজ করছে।
আর মনে-মনে আত্মতৃপ্তি লাভ করছে।
১৫ ই মার্চ, ২০২১ রাত ১২:৫৭
রাজীব নুর বলেছেন: এরা দুষ্ট শ্রেনীর লোকজন। এরা পৃথিবীতেই শাস্তি ভোগ করবে।
©somewhere in net ltd.
১| ১১ ই মার্চ, ২০২১ বিকাল ৩:১২
জুল ভার্ন বলেছেন: একই পোস্ট ফেসবুক গ্রুপেও শেয়ার করতে পারেন।