নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ভেরি ক্লিয়ার মানে সেরাম পরিস্কার

১২ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:২০



এক কেজি টোমেটো মাত্র ১৫-২০ টাকা।
এক কেজি আলু মাত্র ১৫-২০ টাকা। সবজির বাজারে গিয়ে আমি তো অবাক! টিনের চালে কাক। বড় একটা রুই মাছ পাওয়া যায় ৪০০ টাকায়। বড় বড় আপেল বড়ই মাত্র ৫০ টাকা কেজি। গরুর মাংসের দাম অবশ্য বেশী- ৬০০ টাকা কেজি। ভাতের চাউল এর দামও বেশী। আদা রসুন এর দামও অনেক বেশী। তাতে কি দেশে প্রতিদিন প্রচুর বাইক বিক্রি হচ্ছে, গাড়ি বিক্রি হচ্ছে, ফ্লাট বিক্রি হচ্ছে। নতুন নতুন রেস্টুরেন্ট হচ্ছে, বাজারে আর বড় বড় শপিংমল গুলোতে মানুষের প্রচন্ড ভিড়। কক্সবাজার আর বান্দরবানে ভিড়। তার মানে মানুষের হাতে টাকা আছে। বেঁচে থাকুক আওয়ামীলীগ সরকার। বেঁচে থাকুক হাসিনা। জয় বাংলা।

বাজারে শুধু চাষের মাছ দিয়ে ভরা।
তাহলে দেশী মাছ কারা খায়? দেশী মাছ গুলো কই যায়? কাঁদের ভাগ্যে জোটে। ভালো ভালো খাবারও কি দুষ্টলোকদের দখলে চলে গেছে? বাঙ্গালী দুইটা জিনিস শিখে গেছে। এক, খাওয়া। দুই, ঘুরতে যাওয়া। এই করোনা কালে সব ব্যবসা ফেল মেরেছে। কিন্তু খাবারের ব্যবসায়ীরা ভালো ব্যবসা করেছে। করোনার মধ্যেও মানুষ কক্সবাজার আর বান্দরবানে ভিড় করে ফেলেছে। হাসিনা সরকারের আমলে মানুষের হাতে টাকা এসেছে। কিছু লোকজন পাগলের মতো ফ্লাট, গাড়ি, জমি আর বাইক কিনেছে। কেউ কেউ শুধু ব্যাংকে টাকা জমিয়েছে। মানুষের হাতে এত টাকা হয়েছে যে সামান্য বিয়ের কেনাকাটা করতেও লোকে কলকাতা অথবা দুবাই যাচ্ছে। চিকিৎসা করাতে যাচ্ছে সিঙ্গাপুর।

সবার এত এত পরিবর্তন!
আমি শালা সেই দিন আনি, দিন খাই অবস্থায়ই রয়ে গেলো। আমার এক বন্ধু ছাত্রলীগ করে সে আজ সীমাহীন টাকার মালিক। বউ নিয়ে ইউরোপ ট্যুর দিয়ে এলো করোনার আগে। ছাত্রলীগওলা যেখানে যায় তার পেছনে কমপক্ষে ত্রিশ জন পোলাপান থাকে। একটা সরকারী কলেজে শুধু তার পোস্টার দিয়ে ভরা। যেন সরকারি কলেজটা তার বাপ দাদার সম্পদ। চ্যাংড়া চ্যাংড়া পোলাপান সারাদিন বাইক নিয়ে ঘুরে বেড়ায়। আর আমার একটা বাইসাইকেল নাই। জীবনে কি করলাম? কি বাল ফালাইলাম! এই শহরে আমার গাড়ি নাই, ফ্লাট নাই। ব্যাংকে টাকা নাই। নেই এক টুকরো জমি! পোড়া কপাল আমার। জীবনটা বৃথা গেলো!

মানুষের কত টাকা!
বিদেশ থেকে নর্তকী এনে গ্রামে নিয়ে গিয়ে নাচায়। পরিবারসহ কাজের লোক নিয়ে মালোশিয়া যায়। হেলিকাপ্টারে করে গ্রামের বাড়ি যায়। গ্রামে বিশাল ডুপ্লেক্স বাড়ি করে। সরকারী লোক না তবু পুলিশ এসে রাতে বাড়ি পাহাড়া দেয়। এত এত টাকা তাদের খরচ এর পথ পায় না। তখন পিতামাতার নাম দিয়ে ফাউন্ডেশন খুলে। ফাউন্ডেশনের পক্ষ থেকে গরীবদের টাকা দেয়। চাল দেয়। ঢাকা থেকে বড় ডাক্তার নিয়ে গিয়ে গরীব গ্রাম বাসীর চক্ষু পরীক্ষা করে। এতিমখানায় টাকা দেয়। মসজিদে টাকা দেয়। অবশ্য এত কিছু করার কারন হলো- সে গ্রামবাসীর মন জয় করতে চায়। এমপি হতে চায়। দশ কোটি টাকা দিয়ে দলের কোনো একটা পদ কিনে নেয়।

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:০৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আজ কুয়ালালামপুরে টমোটোর দাম ছিল বাংলাদেশী টাকায় ১৪০ টাকা করে কিলোগ্রাম।

১৩ ই মার্চ, ২০২১ রাত ১২:২৯

রাজীব নুর বলেছেন: বাংলাদেশ হলো সোনার দেশ।

২| ১২ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:০৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
চাষের মাছ আর ফার্মের মুরগী না থাকলে দেশের মানুষ না খেয়ে মারা যেত।
প্রবাসীদের পাঠানো টাকায় তাদের পরিবার ফুটানি করে বেড়ায়।

১৩ ই মার্চ, ২০২১ রাত ১২:৩৩

রাজীব নুর বলেছেন: কথা সত্য।

৩| ১২ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:১২

মরুভূমির জলদস্যু বলেছেন: আমারও টাকা কামানোর কোনো রাস্তার খোঁজ জানা নাই, তাই আগের যায়গাতেই পরে আছি।

১৩ ই মার্চ, ২০২১ রাত ১২:৩৪

রাজীব নুর বলেছেন: সেম টু সেম।

৪| ১২ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:২০

চাঁদগাজী বলেছেন:



কিছু লোকজন দেশের সব সুযোগ ও সম্পদ দখল করে নিয়েছে; শেখ হাসিনা দেশ চালাটে জানেন না, উনার বাবাও জানতেন না।

১৩ ই মার্চ, ২০২১ রাত ১২:৩৪

রাজীব নুর বলেছেন: এখন উপায়?

৫| ১২ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:২৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আপনার কি মনে হয় বেশিরভাগ লোকের এই অবস্থা ?
আর্থনৈতিক উন্নতি অবশ্যই হয়েছে কিন্তু সামাজি অবক্ষয় হয়েছে অনেক বেশি।

১৩ ই মার্চ, ২০২১ রাত ১২:৩৫

রাজীব নুর বলেছেন: কিছু অবক্ষয় ত হবেই। সব সমাজেই হয়।

৬| ১২ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৫১

ডাব্বা বলেছেন: বছর কুড়ি আগে এক পরিসংখ্যানে দেখেছিলাম, মানুষের যখন চাকরি থাকে না, অনিশ্চিত জীবন হয়, তখন খাবারের দোকানপাট বেশি চলে।

১৩ ই মার্চ, ২০২১ রাত ১২:৩৫

রাজীব নুর বলেছেন: কথা সত্য।

৭| ১৩ ই মার্চ, ২০২১ রাত ১:২০

কল্পদ্রুম বলেছেন: সত্যি কথা লিখেছেন।

১৩ ই মার্চ, ২০২১ দুপুর ১:৪৫

রাজীব নুর বলেছেন: মিথ্যা আমি লিখতে পারি না।

৮| ১৩ ই মার্চ, ২০২১ সকাল ১০:২২

মাহমুদ শরীফ মুন্না বলেছেন: আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ন :) =p~

১৩ ই মার্চ, ২০২১ দুপুর ১:৪৬

রাজীব নুর বলেছেন: সরকার তো কত কথাই বলে। মিথ্যা বলে। তারা লজ্জাহীন।

৯| ১৩ ই মার্চ, ২০২১ দুপুর ১:২৩

রানার ব্লগ বলেছেন: চাষের মাছ কি দেশি মাছ না ? বলুন প্রাকৃতিক মাছ !!!

আসলেই জানি না এত্ত টাকা মানুশের হাতে কোথা থেকে আসে। আমারো দরকার এমন একটা উৎস। ব্যাক্তিগত জীবনের কিছু ঋণ শোধ করতাম। ৪৫ হাজার টাকা লোন আছে আমার উপর শোধ করতে পারছি না। :(

১৩ ই মার্চ, ২০২১ দুপুর ১:৪৭

রাজীব নুর বলেছেন: আমার কোনো লোন নাই। আমি নিশ্চিন্ত।

১০| ১৩ ই মার্চ, ২০২১ দুপুর ২:২০

সাকলায়েন শামিম বলেছেন: আমিও বলতে চাই,
জীবনে কি করলাম? কি বাল ফালাইলাম! এই শহরে আমার গাড়ি নাই, ফ্লাট নাই। ব্যাংকে টাকা নাই। নেই এক টুকরো জমি! পোড়া কপাল আমার। জীবনটা বৃথা গেলো! :(

১৩ ই মার্চ, ২০২১ দুপুর ২:২৭

রাজীব নুর বলেছেন: হবে। সব হবে।
দেরী হোক যায়নি সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.