নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

মাকড়শা

১৩ ই মার্চ, ২০২১ দুপুর ১:৪৩

ছবিঃ আমার তোলা।

আমি এখন কী লিখব সেটা গুরুত্বপূর্ন নয়।
কিভাবে লেখা হচ্ছে সেটা গুরুত্বপূর্ন। সকালে ঘুম থেকে উঠেই দেখি কি সুন্দর দিনের আলো। আকাশে মেঘ নেই। গাছের পাতা গুলো সব শান্ত হয়ে আছে। যেনো এখনো তাদের ঘুম ভাঙ্গেনি। কাচের মতো স্বচ্ছ রোদ চারিদিকে। রাতে একটা দুঃস্বপ্ন দেখেছি। দেখেছি, আমি সাপের জগতে চলে গেছি। হাজার হাজার সাপ আমাকে ঘিরে আছে। কিন্তু সকালে ঘুম ভাঙ্গার দেখি পায়ের কাছে একটা মাকড়সা।মাকড়সা টা একটা তেলাপোকা ধরে নিয়ে যাচ্ছে।

ব্যালকনিতে দাঁড়িয়ে পরপর দু'টা সিগারেট শেষ করলাম।
এখন মনে হচ্ছে, আমি সবকিছু থেকে হেরে যাওয়াই আমার নিয়তি। আজ আমি সারা ঢাকা শহর হেঁটে বেড়াব। মাঝে মাঝে রাস্তার পাশের দোকান থেকে চা খেয়ে নিব। হাঁটতে হাঁটতে পা ব্যাথা হয়ে গেলে ধানমন্ডি লেকে গিয়ে শুয়ে থাকব, অনেকক্ষন, অনেকক্ষন।মিছামিছি বিনা পয়সায় বুফে খেয়ে নিব। আসলে দিনদিন আমি বড় হতে থাকি মিছামিছি। আমার বুদ্ধি বাড়ে না, জ্ঞান বাড়ে না। বারবার কে যেনো বলে, তুমি একটা অপদার্থ। পৃথিবীতে তোমার কোনো মূল্য নেই। মধ্য দুপুরে মধ্য রাস্তায় আমি দিশেহারা হয়ে যাই। তারপরও কেমন একটা অহংকারের হাসি মুখে ফুটে ওঠে (হা হা হা) কিন্তু একটা অক্ষম মন নিয়ে চলাফেরা করি।

''শেষমেশ যে যার সন্ধ্যার কাছে ফিরে যায়, যে যার অন্ধকারের কাছে।
তবু শেষমেশ একটি নীলাভ প্রজাপতির জন্যও
যে যার সৃস্তির ফ্রেমে কষ্টকে বাঁধিয়ে রাখে।
হাত বাড়ালেই ফুটে থাকা রক্তিম গোলাপ-
তবু যে যার কাঁটার কাছে ফিরে যায় একদিন
একদিন যে যার নিঃসঙ্গতার কাছে।"


পৃথিবীর সব মানূষ আমাকে ঠকিয়েছে।
কিন্তু আমি প্রতিশোধ নিতে চাই না। মাঝে মাঝে আমার চোখে পানি এসে পড়ে। পেঁয়াজের কারণে নয়। আমার দুর্ভাগ্য আমি কখনো প্রমান করতে পারি না যে আমি নির্দোষ। কিছু মানূষের কথা বার্তায়, আচার আচরনে আমার খুব রাগ হয়। কিন্তু আমি রাগ দেখাই না। মনে মনে ভেবে নিই আমার জগতটাই শ্রেষ্ঠ। কিন্তু একেবারে অকপটে বলা যায় যে, আমি মরে গেলে আমার পরিচিতজনদের আমাকে নিয়ে বলার মতো কিছুই থাকবে না। পৃথিবীর যাবতীয় অপমান- বাস্তবিক আমি ভুলে থাকতে চাই। আর খুব বুঝতে চেষ্টা করি, মানূষের সাথে মানুষের সম্পর্ক কি? খুব শান্ত সরল মানূষের মধ্যেও খুনের ইচ্ছা লুকিয়ে থাকতে পারে।

ইদানিং ভাবছি রাস্তার পাশে একটা চায়ের দোকান দেব।
গরম ধোঁয়া ওঠা চা। হাজার হাজার মানূষ আমার কাছে চা খেতে আসবে। দুঃখ একটাই জীবনানন্দ কে চা খাওয়াতে পারবো না। "সব পাখি ঘরে আসে-সব নদী-ফুরায় এ জীবনের সব লেনদেন; থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন।" আজ সন্ধ্যায় ঢাকা কলেজের সামনে একটা গাড়ির নিচে পড়তে পড়তে বেঁচে গেলাম। যদি একটু উনিশ-বিশ হতো,তাহলে আমি এতক্ষনে স্বর্গে বসে বসে আইনষ্টাইনের সাথে বিয়ার খেতাম বা শরৎচন্দের সাথে প্রেম-ভালোবাসা নিয়ে ব্যাপক আলাপ আলোচনা করতাম বা রবীন্দ্রনাথের সাথে চা খেতে খেতে আধুনিক ছোট গল্প নিয়ে তর্ক করতাম বা কার্ল মার্কসের সাথে কফি খেতে খেতে ইরাক-আমেরিকার ঝগড়া বিষয়ে তার মতামত জেনে নিতাম কিংবা ওসব কিছুই না করে পরী বা হূরদের সাথে বসে আড্ডা দিতাম।

অন্ধকারের মত
আমি অত তাড়াতাড়ি কোথাও যেতে চাই না
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌছাবার সময় আছে
পৌছে অনেকক্ষন বসে অপেক্ষা করবার সময় আছে।"






মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০২১ বিকাল ৪:৪৫

জুল ভার্ন বলেছেন: সুন্দর!

১৪ ই মার্চ, ২০২১ রাত ১:০৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২| ১৩ ই মার্চ, ২০২১ বিকাল ৪:৫৯

চাঁদগাজী বলেছেন:



আপনি নিশ্চয় জানেন যে, আপনার জীবনের মুল্যবান সময়গুলো হচ্ছে, আজকের দিনগুলো

১৪ ই মার্চ, ২০২১ রাত ১:১০

রাজীব নুর বলেছেন: আজকের দিন কিভাবে সুন্দর হয়? বেকার মানুষের কোনো সুন্দর সময় থাকে না।

৩| ১৩ ই মার্চ, ২০২১ রাত ১০:২৯

নুরুলইসলা০৬০৪ বলেছেন: এই ভাবেই যেন বাকি জীবন কাটাতে পারেন সেই চেষ্টা করুন।

১৪ ই মার্চ, ২০২১ রাত ১:১০

রাজীব নুর বলেছেন: না আমি এভাবে কাটাতে চাই না। আমি একটা সুন্দর আনন্দময় জীবন চাই।

৪| ১৪ ই মার্চ, ২০২১ বিকাল ৩:৩৮

রুদ্র আতিক বলেছেন: দয়া করে মর্তের বিষয় স্বর্গে নিয়ে যাবেন না । আর যা ইচ্ছে হয় করুন, চাইলে চায়ের সাথে পান বিঁড়ি সিগারেটও রাখতে পারেন !

১৪ ই মার্চ, ২০২১ বিকাল ৪:২৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.