নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
নুরুলইসলা০৬০৪ উনি কোনো কিছু লিখেন না। গত এক বছরে একটা পোষ্টও লিখেন নাই। তবে উনি ভালো মন্তব্য করেন। এক বছরে প্রায় সাড়ে তিন হাজার মন্তব্য করে ফেলেছেন। উনার মন্তব্যের ধার আছে। তেজ আছে। উনার মন্তব্য গুলো আমার খুব ভালো লাগে। আমি উনাকে বলেছিলাম, আপনি লিখুন। আপনার লেখার পাঠকের ভাব হবে না। উনি আলসেমি করেন। লিখেন না। আমার ধারনা উনি লিখলে উনার লেখা ব্লগের সম্পদ হয়ে থাকতো। চাঁদগাজীর পরেই উনার অবস্থান হতে পারতো।
মোহাম্মদ সাজ্জাদ হোসেন একজন নিরপেক্ষ ব্লগার। আধুনিক মানুষ। নিপাট ভদ্র ব্লগার। একজন নিরব ব্লগ বিশ্লেষক। তার মধ্যে কোনো কুসংস্কার নেই। দশ বছরের বেশী সময় ধরে ব্লগে আছেন। বেছে বেছে ভালো পোষ্ট গুলোতে সুন্দর মন্তব্য করেন। ইদানিং ব্লগে তার লেখার পরিমান কমে গেছে। তিনি মালোশিয়ার নিত্য গুরুত্বপূর্ন ঘটনা গুলো নিয়ে ভালৈ লিখতেন। সুন্দর ঝরঝরে লেখা। তার লেখায় কোনো ভান-ভনিতা থাকে না। আশা করি সামনের দিন গুলোতে তিনি ভালো ভালো লেখা আমাদের উপহার দিবেন।
ডঃ এম এ আলী 'সূর্যের চেয়ে বালি গরম' একটা কথা আছে। তার মন্তব্য গুলো পোষ্টের চেয়ে বড় হয়। চমৎকার জ্ঞানগর্ব মন্তব্য করেন। উনি পোষ্ট খুবই কম দেন। অবশ্য উনি যখন কোনো পোষ্ট দেন। বিশাল পোষ্ট দেন। তার পোষ্ট তৈরি করতে অনেক সময় লাগে। কারন তিনি পোষ্ট লেখার আগে সে বিষয়ে অনেক লেখাপড়া করে নেন। এই দুই তিন মাস আগে লেখা তার ''আম্রপালী মহাকাব্য'' লেখাটা ব্লগে বেশ জনপ্রিয়তা পেয়েছিলো। সেই পোষ্টে শ্রদ্ধ্যেয় চাঁদগাজীসহ সমস্ত ব্লগাররা ভূয়সী প্রশংসা করেছিলেন।
মরুভূমির জলদস্যু একজন একটিভ ব্লগার। কোনো ক্যাচালে যান না। নিজের মনে পোষ্ট দেন। মন্তব্য করেন। তার ব্লগিং সুন্দর। ঝামেলা বিহীন। তিনি ছবি তোলেন। বলতে দ্বিধা নেই আমার চেয়ে ভালো ছবি তোলেন। তার ছবি ব্লগ এবং এডওয়ার্ডস বোটানিক্যাল রেজিস্টার পোষ্ট গুলো আমি বেশ উপভোগ করি। তার আরেকটা ধারাবাহিক আছে 'রবিবাবুর চন্দ্রকণা' নামে। এটাও আমার খুব ভালো লাগে। তিন ১১ বছরের বেশী সময় ধরে ব্লগে আছেন। তার জন্য শুভ কামনা।
অনল চৌধুরী একজন ভালো ব্লগার। তিনি তার আইডিতে স্পষ্ট লিখে দিয়েছেন- 'সাহসী সত্য। এই নষ্ট দেশ-জাতি-সমাজ পরিবর্তনের প্রচেষ্টাকারী একজন যোদ্ধা। বাংলাদেশে পর্বত আরোহণের পথিকৃত'। উনার লেখা আমার ভালো লাগে। উনি তার সমস্ত চিন্তাভাবনা তার লেখায় ছড়িয়ে দেন। আজগুবি মন্তব্য করেন না। পোষ্ট পড়ে সুন্দর যুক্তিসঙ্গত মন্তব্য করেন। উনার পোষ্ট পড়লেই বুঝা যায় উনি দেশের সমস্যা গুলো নিয়ে খুব ভাবেন। দেশ এবং দেশের মানুষের প্রতি তার সীমাহীন ভালোবাসা রয়েছে।
জুল ভার্ন একজন ভদ্র, বিনয়ী এবং শান্ত ব্লগার। দীর্ঘদিন ধরে ব্লগে আছেন। অল্প লিখেন কিন্তু সুন্দর লিখেন। তার প্রিয় কবিদের মধ্যে একজন 'জীবনানন্দ দাশ'। আমার মনে আছে, তিনি প্রায় ৮/৯ বছর আগে একটা পোষ্ট দিয়েছিলেন- 'দূর্ভোগের আর এক নামঃ জেনেভা ক্যাম্প' নামে। খুব চমৎকার একটা পোষ্ট। সেই পোষ্ট পড়ার পর আমি নিয়মিত তার পোষ্ট গুলোতে চোখ রাখি। তার প্রিয় শখ সম্ভবত ভ্রমন। একসময় তিনি ভ্রমন নিয়ে অনেক রকম পোষ্ট দিতেন।
চাঁদগাজী ব্লগ ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি সর্বকালের শ্রেষ্ঠ ব্লগার। তিনি সামু ব্লগের ওস্তাদ ব্লগার। প্রচন্ড বুদ্ধিমান, মানবিক এবং সাহসী একজন মানুষ। ন্যায়ের কথা বলেন। ভালো কথা বলেন এবং সাহসী কথা বলেন। আমি তার ভীষন ভক্ত। যে কথা গুলো নানান কারনে কেউ বলেন না, সেই সব কথা বুক ফুলিয়ে তিনি বলেন। তার মতো রসিক এবং সাহসী ব্লগার আমি আর দেখি নাই। বড় বড়, বাঘা বাঘা ব্লগার তার কাছে নতিস্বীকার করেছে। তবে দুঃখের বিষয়- ব্লগে সবচেয়ে বেশী তার উপরে আক্রমন হয়েছে। এবং তাকে কেউ হারাতে পারে নি। আজও সামুতে কেউ ঝামেলা পাকাতে এলে তিনি বীরের মতোন তার মোকাবেলা করেন।
১৪ ই মার্চ, ২০২১ বিকাল ৩:২৮
রাজীব নুর বলেছেন: আপনার মন্তব্য আমার পছন্দ হয় নি।
২| ১৪ ই মার্চ, ২০২১ দুপুর ২:৩৮
কল্পদ্রুম বলেছেন: আপনার এরকম পর্যবেক্ষণমূলক লেখা পড়তে মজা লাগে।এর আগেও একটা পড়েছিলাম।
১৪ ই মার্চ, ২০২১ বিকাল ৩:২৯
রাজীব নুর বলেছেন: মজা পাওয়া ভালো। এতে হায়াত বাড়ে।
৩| ১৪ ই মার্চ, ২০২১ বিকাল ৪:১১
নজসু বলেছেন:
আমিও পছন্দ করি এনাদেরকে।
সেই সাথে আপনাকেও।
১৪ ই মার্চ, ২০২১ বিকাল ৪:২৩
রাজীব নুর বলেছেন: ভালোবাসা।
৪| ১৪ ই মার্চ, ২০২১ বিকাল ৪:১৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: ওনারা ভাল লেখেন এবং ব্লগের পরিচিত মুখ।
১৪ ই মার্চ, ২০২১ বিকাল ৪:২৪
রাজীব নুর বলেছেন: ইয়েস।
৫| ১৪ ই মার্চ, ২০২১ বিকাল ৪:৫৮
চাঁদগাজী বলেছেন:
আপনি মাঝে মাঝে খেই হারিয়ে ফেলেন; দেশে এখনো ৪/৫ হাজার ব্লগার ব্লগিং করছেন, এঁদের থেকে ৫/১০ জনকে আলাদা করলে সমস্যা হয়।
বাংগালীদের জীবনযাত্রা, হালচাল, সমাজ, ভাবনা নিয়ে আপনার পোষ্টগুলো পছন্দ করি; আমি খুবই সাধারণ ব্লগার, ব্লগিং ও ব্লগারদের পছন্দ করি; আমাদের শিক্ষিত মানুষদের ভাবনা, চিন্তা, ধারণা, ইত্যাদিকে বুঝার চেষ্টা করি। দেশে ও মাঝে মাঝে প্রবাসে চাকুরী করার ফলে, অন্য জাতির মানুষদেরও দেখার সুযোগ হয়েছে আার।
১৫ ই মার্চ, ২০২১ রাত ১২:২২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।ভালো থাকুন।
৬| ১৪ ই মার্চ, ২০২১ বিকাল ৫:১৭
নেওয়াজ আলি বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ । উনারা সবাই খুব খুব সম্মানিত বগ্লার
১৫ ই মার্চ, ২০২১ রাত ১২:২৩
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।
৭| ১৪ ই মার্চ, ২০২১ বিকাল ৫:২৩
মেহেদি_হাসান. বলেছেন: আপনিসহ সবাই প্রিয় ব্লগার
১৫ ই মার্চ, ২০২১ রাত ১২:২৪
রাজীব নুর বলেছেন: গ্রেট।
৮| ১৪ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:০৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সুজনে সুজন চেনে
ভ্রমারে চেনে মধু.
আপনিও ঠিক চিনেছেন
চিংড়ি মাছ আর কদু !!
প্রথম আর শেষ
জুটি হয়েছে বেশ!!
অন্যরা সব জ্ঞানীজন
তাদের সাথে এরা কেন?
১৫ ই মার্চ, ২০২১ রাত ১২:২৫
রাজীব নুর বলেছেন: আপনি বিশ্রাম করুন। আপনার মাথা হয়তো কাজ করছে না।
৯| ১৪ ই মার্চ, ২০২১ রাত ৮:০২
নুরুলইসলা০৬০৪ বলেছেন: ব্লগ লিখতে প্রচুর পড়াশোনা করতে হয়।যেটা আমি করি না৭২ সাল থেকেই।লেখা পড়ার হাতে খড়ি করোনার কারনে। এই সম্বল নিয়ে আর যাই করা যাক ব্লগ লিখা যায় না। আপনি সবাইকে ভালবাসেন তাই এই উচ্ছাস।
১৫ ই মার্চ, ২০২১ রাত ১২:২৬
রাজীব নুর বলেছেন: আপনি আপনার অভিজ্ঞতার কথা লিখবেন। তাতে তো আর পড়া লেখা করার দরকার নাই।
১০| ১৪ ই মার্চ, ২০২১ রাত ৮:৩৭
সাকলায়েন শামিম বলেছেন: আমি ব্লগে আসার পর সবার আগে আপনার লেখা পড়ি। তারপর বাকীগুলো
চাঁদগাজী ও জুল ভার্ন ওনাদের লেখা বেশ ভালো লাগে। ব্লগারদের সবার সাথে একদিন যদি চায়ের আড্ডা দেওয়া যেত! উফফ ভাবতেই ভালো লাগছে। কতশত রকম কথা হত সেই আড্ডাতে!!
১৫ ই মার্চ, ২০২১ রাত ১২:৫১
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন।
১১| ১৪ ই মার্চ, ২০২১ রাত ৯:০৭
ইসিয়াক বলেছেন: জগতে সকল প্রাণির ভালো হোক।
১৫ ই মার্চ, ২০২১ রাত ১২:৫৫
রাজীব নুর বলেছেন: জ্বী।
১২| ১৪ ই মার্চ, ২০২১ রাত ৯:০৮
ইসিয়াক বলেছেন: ছবিটা সুন্দর।
১৫ ই মার্চ, ২০২১ রাত ১২:৫৫
রাজীব নুর বলেছেন: ওকে। নিয়ে যান।
১৩| ১৪ ই মার্চ, ২০২১ রাত ১১:১৫
নূর আলম হিরণ বলেছেন: সবাই আরো বেশি বেশি লেখা দিবে এটাই কামনা রইল।
১৫ ই মার্চ, ২০২১ রাত ১২:৫৬
রাজীব নুর বলেছেন: সহমত।
১৪| ১৫ ই মার্চ, ২০২১ রাত ৩:৫২
অনল চৌধুরী বলেছেন: ভালো লিখেছেন।
আপনি প্রতিদিন না লিখলে ব্লগ ঝিমিয়ে পড়তো।
১৫ ই মার্চ, ২০২১ দুপুর ১:১৫
রাজীব নুর বলেছেন: কি যে বলেন!!!!
আমি ভালো লিখতে জানি না।
হাবিজাবি যা লিখি তা আপনারা দুই চারজন পড়েন এটাই আমার ভাগ্য।
১৫| ১৫ ই মার্চ, ২০২১ ভোর ৫:৪৮
জিকোব্লগ বলেছেন:
আজাইড়া পাম্প দিতে তো ভালোই পারেন।
পাম্প দিয়েই কী সংসারে তেল আনছেন
নাকি সংসার থেকে তেল হারাচ্ছেন! চাকরি
বাকরি না করে আপনার সংসার চলে কিভাবে?
ব্যাপসা করেন নাকি বাপ -শশুরের ধন ভেঙে
খাচ্ছেন, আর সামু ব্লগে আবোল তাবোল
হাবোল লিখে বগল বাজিয়ে যাচ্ছেন ?
১৫ ই মার্চ, ২০২১ দুপুর ১:১৬
রাজীব নুর বলেছেন: আমাকে নিয়ে আপনার এত চিন্তা!!!
১৬| ১৫ ই মার্চ, ২০২১ সকাল ৭:৩৫
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: চাঁদগাজী বলেছেন: আপনি মাঝে মাঝে খেই হারিয়ে ফেলেন; দেশে এখনো ৪/৫ হাজার ব্লগার ব্লগিং করছেন, এঁদের থেকে ৫/১০ জনকে আলাদা করলে সমস্যা হয়।
সহমত।
১৫ ই মার্চ, ২০২১ দুপুর ১:১৭
রাজীব নুর বলেছেন: আমিও সহমত।
১৭| ১৫ ই মার্চ, ২০২১ সকাল ৯:৩৪
সোহানী বলেছেন: ঠিক আছে, আপনার কাউকে খুব ভালো লাগতেই পারে কিন্তু আপনিতো আপনার গুরুকে মহামানব পর্যায়ে ফেলেছেন
১৫ ই মার্চ, ২০২১ দুপুর ১:১৭
রাজীব নুর বলেছেন: যে যা তাকে তাই বানিয়েছি।
এবং নারী ব্লগারদের মধ্যে আপনি এগিয়ে।
১৮| ১৫ ই মার্চ, ২০২১ সকাল ১০:৫১
আমি স্বপ্নদ্রষ্টা বলেছেন: আপনার লেখা ভাল লাগে । অফিসে বসে ব্লগ পড়ি সময় পেলে । লেখার হেডলাইন ও নাম না পড়ে ও বুঝতে পারি এটা আপনার লেখা ।
১৫ ই মার্চ, ২০২১ দুপুর ১:১৮
রাজীব নুর বলেছেন: ভালোবাসা নিরন্তর।
১৯| ১৫ ই মার্চ, ২০২১ সকাল ১১:০৫
রানার ব্লগ বলেছেন: হ্যা একজন বাদে বাকি সবাই কে আমারো ভালো লাগে। ওই একজন সম্পর্কে আপনি যে ধারাবিবরণী দিলেন তা ভেবে দেখার বিষয়।
পান্ডিত্ব ভালো কিন্তু তা যখন মাথা ব্যাথার কারন হয়ে দাড়ায় সেই পান্ডিত্ব না থাকা সমাজ ও দেশের জন্য উত্তম। জানেন তো ৫০ এর পরে পন্ডিতদের সাক্ষ্য ধাতর্ব্যের মধ্যে নেয়া হয় না। স্রেফ পন্ডিত সাধারন মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
১৫ ই মার্চ, ২০২১ দুপুর ১:১৯
রাজীব নুর বলেছেন: ভুল বললেন।
ভুল।
২০| ১৫ ই মার্চ, ২০২১ সকাল ১১:১৫
জুল ভার্ন বলেছেন: হাজার হাজার ব্লগারের মধ্যে আমার মতো নগণ্য একজন ব্লগারের নাম দেখে বিস্মীত এবং বিশিষ্ট মনে হচ্ছে। আসলে আমি তা নই!
শুভ কামনা।
১৫ ই মার্চ, ২০২১ দুপুর ১:১৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
২১| ১৬ ই মার্চ, ২০২১ রাত ২:৪৮
অনল চৌধুরী বলেছেন: একটা বিষয় নিয়ে বৈপরীত্য ছাড়া আপনি যা লেখেন সেসব পড়ার জন্যেই অনেকে ব্লগ পড়ে।
আমি নিজেই প্রতিদিন লিখি না।
১৬ ই মার্চ, ২০২১ দুপুর ১২:৩৮
রাজীব নুর বলেছেন: আপনি কম লিখেন কিন্তু ভালো লিখেন।
২২| ১৬ ই মার্চ, ২০২১ দুপুর ১:০২
দেশী পোলা বলেছেন: বিসকুটখেকো লেখক, এখনও কি শক্ত খাবার খাওয়ার দাত গজায়নি?
১৬ ই মার্চ, ২০২১ দুপুর ১:১২
রাজীব নুর বলেছেন: স্বাগতম।
©somewhere in net ltd.
১| ১৪ ই মার্চ, ২০২১ দুপুর ২:৩৬
এমেরিকা বলেছেন: প্রথমজনকে আমার কোন মানুষ মনে হয়না। মনে হয় লাল পশমে আবৃত একখানা ছাগল। কাঁঠালপাতা ছাড়া অন্য কোন কিছু খান না বলে বুদ্ধিবৃত্তি ডেভেলপ করেনা। তার ছাগ্লামি মার্কা মন্তব্যের কয়েকটা হচ্ছেঃ
- ইসলামে প্রশ্ন করা মানা। কিন্তু প্রশ্ন ছাড়া জ্ঞানের বিকাশ হয়না।
- কেউ ইসলামে দাখিল না হলে তাকে মেরে ফেলার নির্দেশ কোরআনে দেওয়া হয়েছে।
- আত্মা বলে কোন কিছু নেই। মানুষের মৃত্যু হয় তার শরীরের সব জীবন্ত কোষ মরে যাবার পর।
- আল্লাহ্ পরম দয়ালু নামের কলঙ্ক Click This Link
- ইসলাম যে শান্তি প্রতিষ্ঠা করতে আসছে বা ইসলাম শান্তির ধর্ম এই কথাটা কোরান বা হাদিস থেকে দেখান।এই কথাটা মুসলমানদের একটা প্রচার।https://www.somewhereinblog.net/blog/shaiyan/30316658
- করোনা কোন রোগ না,আল্লাহর নেয়ামত,এটাও একটা বিশ্বাস। Click This Link
- ধর্ম মানুষ কে বিবেকহীন করে।তাদেরকে ধার্মিক করে।কিভাবে একটা বিবেক সম্পন্ন মানুষ বলতে পারে আমি আমার ছেলে মেয়ে ,বাবা মার থেকে বেশি ভালবাসি নবীকে।এটা কোন বিবেক সম্পন্ন মানুষের কথা।ধর্ম মানুষকে মানুষ বানায় না তাদের কে ধার্মীক বানায়।https://www.somewhereinblog.net/blog/Mosiur65/30316617
- আপনি যে ঈশ্বরে বিশ্বাসী সেটা আপনার পিস্তল দুইটা দেখলেই বোঝা যায়।তলোয়ারের উন্নত সংস্করণ।তলোয়ারে ইসলাম প্রতিষ্টা হয়েছে,পিস্তলে রক্ষা করছে। Click This Link
ব্লগ থেকে এটাকে কচি কাঁঠালপাতা সরবরাহ করা হয়। তাই ল্যাদানি চলছেই।