নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। পশু পশুত্ব নিয়ে জন্মায় এবং সারাজীবন পশুই থাকে।
কিন্তু মানুষ মনুষ্যত্ম নিয়ে জন্মায়না তাকে মনুষ্যত্ব অর্জন করতে হয়। ক্ষুদ্রাতিক্ষুদ্র ব্যাকটেরিয়া থেকে শুরু করে অনেক প্রাণী আছে যারা জন্ম থেকেই আত্মনির্ভরশীল হয়, কিন্তু মানব শিশু তা পারে না। মানুষ জন্ম হয় পরনির্ভরশীল হয়ে পরে সে আত্মনির্ভরতা অর্জন করে। সকল প্রাণী আহার করে, বিশ্রাম করে, ভোগ করে, যৌন তারনা অনুভব করে, ক্ষুধার তীব্রতা বুঝতে পারে, মানুষও এসব পারে। মানুষ আরো অনেক কিছু পারে যা অপর কোন সৃষ্টি পারে না।
২। রকিং চেয়ার অনেকটা টেনশনের মতো।
টেনশন যেমন মাথা আউলায়ে দেয় কিন্তু কোনই সমাধান দিতে পারে না, রকিং চেয়ারও সেরকম, শুধু নাড়াচাড়া করবে, কিন্তু সামনে পিছে নিতে পারবে না, অর্থাৎ টেনশন এ কোনও সমাধান নেই, সব সময় সব অবস্থায় ভাব্বেন ''Oh Plz Take It Easy'' তারপর ঠাণ্ডা মাথায় ভাবুন। কাজ হবে।
৩। রবীন্দ্রনাথের একটা গানে তাঁর রাষ্ট্রদর্শন প্রকাশ পেয়েছে।
সে বিস্ময়কর বিপুল জনপ্রিয় গানটিতে রবীন্দ্রনাথ জানিয়ে দিয়েছেন রাষ্ট্রের শাসক ও শাসিতের সর্ম্পক কেমন হওয়া উচিত। কেমন হওয়া উচিত নাগরিকের কার্যবিধি ও প্রশাসকের ক্ষমতার প্রকৃত সরূপ। গানটিতে আমরা রবীন্দ্রনাথের কল্যাণ রাষ্ট্রের ধারনা পেয়ে যাই। রবীন্দ্রনাথের যে কটি গান প্রতিটি বাঙালির চেতনা ধারন করা উচিৎ- ''আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে''। -এই গানটি তেমনই একটি গান।
৪। ছদ্মনাম ব্যবহারের প্রধান উদ্দেশ্য কোনো ব্যক্তির প্রকৃত পরিচয় গোপন রাখা।
৫। শার্লক হোমস একজন গোয়েন্দা।
আর প্রফেসর শঙ্কু একজন পাগলাটে টাইপের বিজ্ঞানী। মিসির আলি সম্পূর্ণ অন্য রকম। গোয়েন্দাও নয়, আর পাগলাটে টাইপের বিজ্ঞানীও নয়। মিসির আলি অত্যন্ত ঠাণ্ডা মাথার একজন যুক্তিবাদী মানুষ, যার জীবনের পথচলার সম্বল হলো লজিক। প্রফেসর শঙ্কুর জীবনের চালিকা শক্তি হলো বিজ্ঞান। মিসির আলির চালিকা শক্তি লজিক। তিনি লজিক দিয়ে সব কিছু ব্যাখ্যা করতে চান। কিন্তু কোনো কোনো সময় থমকেও যান, যখন দেখেন এমন বিষয় বা পরিস্থিতির তিনি মুখোমুখি হচ্ছেন, যা তিনি লজিক দিয়ে ব্যাখ্যা করতে পারছেন না।
৬। কবি ঢোল বাজানোর কাজ পায় এক মেয়ের দলে।
সেই মেয়ে দিনে গান গেয়ে নেচে জীবন চালাতো আর রাতে দেহ বেঁচে। দলে বেহালা, হারমোনিয়া, বাঁশি বাজানোর লোকও ছিল। ওলাওঠাতে সেই মেয়ের মৃত্যু হয়। কাউকে না পেয়ে কবি একাই লাশ দাহ করে। কিন্তু এমন পাপিকে আগুন ছোঁয়ানো ছিল মস্ত পাপ। সবাই কবিকে বলে, তুমি এটা কি করলে? ভগবান যখন প্রশ্ন করবে তখন কি জবাব দেবে? কবি বলেছিল- কোন জবাব দিব না, মাথাটা নীচু করে চুপচাপ দাড়ায়া থাকবো। কবির কাছে আমিও শিখলাম নিরব বিদ্রোহ। যা আজো আমার পথ চলার পাথেও।
৭। কতটুকু পেলে জীবনটাকে নরম্যালি হাসিখুশি ভাবেই যাপন করা যায়?
আমার হিসেবে বেশি কিছু না। মাথা গোঁজার একটা ঠাই, ঘুমানোর সময় মাথা রাখার জন্যে একটা বই, তিন বেলা খাবার, দুই সেট পোশাক, সাবান, একটা প্লেট, একটা গ্লাস, একটা স্টোভ, একটা শীতকালীন চাদর। ব্যাস! জীবনে এইটুকু থাকলেই লাইফ নিয়ে চুড়ান্ত সুখী না হয়ে উল্টো দুঃখ করাটা একটা ভয়াবহ হাস্যকর ব্যাপার হয়ে যায়।
১৫ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৩৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
২| ১৫ ই মার্চ, ২০২১ বিকাল ৫:০৩
মোহামমদ কামরুজজামান বলেছেন: দুনিয়ার সকল প্রাণীই জন্মের সময় প্রাণীর স্বভাব নিয়ে জন্মায় এবং প্রথম থেকেই সেই সব বৈশিষ্ঠ্য তার মাঝে থাকে যা থাকার কথা ।
শুধুমাত্র মানুষ ই একমাত্র প্রাণী যা মানুষ হিসাবে জন্মায় তবে মানুষ হওয়ার জন্য তাকে চেষ্টা করতে হয় ।
১৫ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৪০
রাজীব নুর বলেছেন: জ্বী হ্যা।
৩| ১৫ ই মার্চ, ২০২১ বিকাল ৫:২০
চাঁদগাজী বলেছেন:
৭ নং:
বেশীরভাগ মানুষ এর চেয়ে বেশী শ্রম দেয়; কিন্তু ভালো থাকতে পারে না, ব্যাপার কি?
১৫ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৪১
রাজীব নুর বলেছেন: দুষ্টলোকের প্রতিষ্টানে কাজ করলে শান্তি থাকে না।
৪| ১৫ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:০১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আর এই জন্য ভালো ইংরেজি জানতে হবে।
সম্ভব হলে ফরাসী ভাষাও জানা দরকার।
১৬ ই মার্চ, ২০২১ রাত ১২:৩৫
রাজীব নুর বলেছেন: সহমত।
৫| ১৫ ই মার্চ, ২০২১ রাত ৮:০০
অক্পটে বলেছেন: ৩নং ভাল লেগেছে, তবে আমরা সবাই আর রাজা নই এই রাজার রাজত্বে। পরম সত্য হল আমরা এখন হীরক রাজার দেশে আছি। এই হীরক রাজার তত্বাবধানে এবঙ আদর যত্নে হাজার কোটি টাকার চোরে ভরে গেছে দেশ। ইচ্ছে করলে এই চোরদের আমরা বিদেশেও রপ্তানী করতে পারি। কুয়েতে ধরা পড়া একজন এক্সপোর্টেড হীরক খন্ডের সাংসদীয়পদ শুন্য হয়েছে তার ওখানে আসছে হীরক রাজার আরেক নতুন মুখ।
১৬ ই মার্চ, ২০২১ রাত ১২:৩৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৬| ১৫ ই মার্চ, ২০২১ রাত ৮:১২
জাহিদ হাসান বলেছেন: Jonathan Lee Riches নামের এক লোক পৃথিবীর সবচেয়ে মামলাবাজ হিসেবে গিনেজ বুক ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছেন। কিন্তু তাকে না জানিয়ে নাম ঘোষণা করায় গিনেজ বুকের বিরুদ্ধে মামলা ঠুকে দেন তিনি।এখানেই শেষ নয়, টিভি অনুষ্ঠানে তাকে এসব নিয়ে বিব্রতকর প্রশ্ন করলে ক্ষেপে গিয়ে টিভি চ্যানেলটির বিরুদ্ধেও মামলা করে দিয়েছেন ! কি আজব এই লোক। এই লোকটাই মনে হয় এই কথার জনক- ‘চোটো ভাই মাথা ঠান্ডা করো, থানায় কেচ করো !’
১৬ ই মার্চ, ২০২১ রাত ১২:৩৮
রাজীব নুর বলেছেন: হা হা হা হা-০-----
৭| ১৫ ই মার্চ, ২০২১ রাত ৮:৫১
নুরুলইসলা০৬০৪ বলেছেন: সমস্ত প্রাণীজগতের মত মানুষ একটি প্রানিই ছিল।কি কি বৈশিষ্ট্য তাদেরকে অন্যান্য প্রানী জগত থেকে আলাদা করে ফেলে।প্রথম এবং প্রথান বৈশিষ্ট্য হল,দুই পায়ে দাড়িয়ে মেরুদন্ড সোজা করে মাথা সবার উপরে নেয়া।এখনো পর্যন্ত অন্য কোন প্রানী পারে না।এতে করে তাদের হাত ফ্রী হয়ে যায়।
ভাষার ব্যবহার একটা বিরাট মাইল ফলক।ভাষা ছাড়া মানুষ চিন্তা করতে পারতো না।চিন্তা জগতে বিরাট পরিবর্তন আনে ভাষা
।ভাষাকে বন্দি করার জন্য লেখার ব্যবহার।এতে করে মানুষ এক প্রজন্মের চিন্তাকে আরেক প্রজন্ম পর্যন্ত নিয়ে যেতে পারলো।মানুষের সামনে খুলে গেল এক দিগন্ত।হাজার হাজার বছরে এই ভাবে মানুষ মানুষ হয়ে উঠে।
আল্লাহ তাদের বুদ্ধিমান মানুষ করে পাঠান নি।লক্ষ লক্ষ বছরের প্রচেষ্টার ফসল আজকের এই মানুষ।
১৬ ই মার্চ, ২০২১ রাত ১২:৩৯
রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন।
৮| ১৫ ই মার্চ, ২০২১ রাত ৮:৫৬
নুরুলইসলা০৬০৪ বলেছেন: ৭,সবই ঠিক আছে কিন্তু এতটুকু পাওয়া যাবে না,অর্জন করতে হবে।
১৬ ই মার্চ, ২০২১ রাত ১২:৩৯
রাজীব নুর বলেছেন: ইয়েস।
৯| ১৫ ই মার্চ, ২০২১ রাত ৯:১৩
রেজওয়ান ইসলাম বলেছেন: বিপদজ্জনক অনুভূতি।বিশ্ব সাহিত্যের সেরা লেখাগুলো তাহলে অপঠিত থেকে যাবে।
১৬ ই মার্চ, ২০২১ রাত ১২:৪০
রাজীব নুর বলেছেন: সাহিত্যের আসল মজার বিশ্ব সাহিত্যে।
১০| ১৬ ই মার্চ, ২০২১ দুপুর ২:২৫
Subdeb ghosh বলেছেন: ৭ নং টা দারুন লেগেছে।
১৬ ই মার্চ, ২০২১ দুপুর ২:৩৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১১| ১৭ ই মার্চ, ২০২১ রাত ৩:৫৮
প্যারাডাইম বলেছেন: ৭ নং এর জন্য প্রিয়তে নিলাম, আমার মনের কথা
১৭ ই মার্চ, ২০২১ দুপুর ২:১৪
রাজীব নুর বলেছেন: শুকরিয়া ভাইসাহেব।
©somewhere in net ltd.
১| ১৫ ই মার্চ, ২০২১ বিকাল ৪:৫১
জুল ভার্ন বলেছেন: দারুন উপলব্ধি!