নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

মনটা ভালো নেই

১৬ ই মার্চ, ২০২১ দুপুর ১২:৩১



মনটা ভালো নেই।
ছাদে ড্রামে আমার আম গাছ থেকে আম গুলো সব পড়ে যাচ্ছে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আগে ছাদে যাই। গিয়ে দেখি, গাছ থেকে ছোট আম গুলো ঝরে পড়ে আছে। খুব খারাপ লাগে। আম গুলো কেন পড়ে যাচ্ছে। আমি তো খুব যত্ন নিয়েছি। সার দিয়েছি। নিয়মিত পানি দিয়েছি। এ বছর গাছে প্রচুর মুকুল এসেছিলো। মুকুলে গাছের সব পাতা ঢেকে গিয়েছিলো প্রায়। মুকুল দেখে আমি খুব খুশী হয়েছিলাম। মুকুল থেকে প্রচুর আম ধরলো। অথচ....

এখন প্রতিদিন আম গুলো পড়ে যাচ্ছে।
এরকম পড়তে থাকলে গাছে একটা আমও থাকবে না। আমার এত দিনের পরিশ্রম সব জলে গেলো? প্রতি সপ্তাহে আগাছা পরিস্কার করেছি। প্রতিদিন বিকেলে পানি দিয়েছি। গত তেরো তারিখ হঠাত ঝড় এলো! কথা নেই, বার্তা নেই বিকেলে হঠাত ঝড় এলো। বেশ ভালোই ঝড়টা হয়েছে। সামান্য বৃষ্টিও হয়েছিলো। সেদিন ঝড়ে গাছ লন্ডভন্ড অবস্থা। ঝড়ে গাছের অর্ধেক আম পড়ে গেলো। আমি আগারগাও এক নার্সারীতে আলাপ করলাম। ওরা বলল, পুরো গাছ নেট দিয়ে ঢেকে দিন।

নেট দিয়ে গাছ ঢেকে দেওয়ার সময় পাই নি।
ঝড় তো আর আমাকে বলে কয়ে আসেনি। সামনে বৈশাখ মাস। ঝড় আরো আসবে। আসুক। যা আছে কপালে তাই হবে। আম গাছটা তো মরেই গিয়েছিলো। গাছের সব পাতা হলুদ হয়ে ঝরে গিয়েছিলো। সেই মরা গাছে সার আর পানি দেওয়ার কারনে নতুন করে জীবন ফিরে পেয়েছে। মুকুল এসেছে। আম হয়েছে। কিন্তু আম গুলো পড়ে যাচ্ছে। সব আল্লাহর ইচ্ছা। আল্লাহ তো সব আগে থাকতেই ঠিক করে রেখেছেন। আমাদের খেলার কথা আমি খেলছি।

আমার আম গাছের পাশে পেয়ারা গাছ আছে।
সেই পেয়ারা গাছটাও মরে গিয়েছিলো। একদম গাছের সব পাতা রোদে পুড়ে মরে গিয়েছিলো। সেই মরা গাছের চরম যত্ন নিয়েছি। গাছ বেঁচে উঠেছে। আবার সবুজ পাতায় ভরে গেছে। গাছে অনেক ফুল হয়েছে। ফুল থেকেই এখন পেয়ারা হবে। অলরেডি বেশি কিছু পেয়ারা দেখা দিয়েছে। পেয়ারা গুলো ঝরে পড়বে না। কারন আম গাছের চেয়ে পেয়ারার ডাল শক্ত। দেখি, শেষ পর্যন্ত কি হয়। আমার খেলার কথা আমি খেলছি। সব ক্ষমতা নিয়ে একজন দূরে বসেন। তার হাতে নাটাই।

নানাবিদও কারনে আমার মন ভালো নেই।
আমি একদম চুপ মেরে আছি। বোবা হয়ে আছি। অন্ধ হয়ে আছি। অথচ ইচ্ছা করে একটা চাবুক নিয়ে রাস্তায় বেড়িয়ে পড়ি। যেখানেই অন্যায় দেখবো। দু'ঘা করে চাবুক মেরে দিবো। মুখের কথায় কাজ হবে না। শালাদের শায়েস্তা করতে চাবুকই লাগবে। দৃশ্যটা যেন আমি চোখের সামনে দেখতে পাই। খুব সুন্দর একটা সাদা ঘোড়া। ঘোড়াটা খুব সুন্দর করে সাজানো। আমি রাজার কুমার রাজ পোষাকে ঘোড়ায় বসা। আমার এক হাতে চাবুক অন্য হাতে ঘোড়ার লাগাম ধরা।

মন্তব্য ৪২ টি রেটিং +২/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০২১ দুপুর ১২:৫৪

জুন বলেছেন: আপনি কোন কৃষিবিদ বা নেটে দেখেন গুটি আম কেন ঝরে যাচ্ছে। সেদিন জৈব সার দেয়ায় আমার টব ভরা তাজা ফুলগাছগুলো মরে গেল। এই সারটা নতুন ব্রান্ডের ছিল। অনেক খারাপ লেগেছে।

১৬ ই মার্চ, ২০২১ দুপুর ১:১২

রাজীব নুর বলেছেন: আমি একজন ভালো কৃষক হতে চাই।

২| ১৬ ই মার্চ, ২০২১ দুপুর ১:১৯

জুল ভার্ন বলেছেন: আহারে! ছাদ বাগানের গাছের একটা পাতা ছিড়ে গেলেও বুকটা ফেটে যায়-সেখানে এমন তরতাজা ফল ঝড়ে যাওয়া খুব কষ্টের!

১৬ ই মার্চ, ২০২১ দুপুর ১:৩৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
আমার প্রিয় ফল আম। তবে সব আম না। হিমসাগর।

৩| ১৬ ই মার্চ, ২০২১ দুপুর ১:২১

শায়মা বলেছেন: আমের খবরটা শুনে বুঝতে পারছি গাছের এমন দশা দেখলে কেমন দুঃখ লাগে।

কিন্তু শেষে পাগলা ঘোড়া ছুটেছে
চাবুক ছুড়ে মেরেছে রাজীবভাইয়া এটা পড়ে কিন্তু হাসি পেলো.......

১৬ ই মার্চ, ২০২১ দুপুর ১:৪০

রাজীব নুর বলেছেন: যেদিন সত্যি সত্যি চাবুক নিয়ে বের হবো, সেদিন বুঝবেন।

৪| ১৬ ই মার্চ, ২০২১ দুপুর ১:৪২

শায়মা বলেছেন: হা তোমাকে তখন দেবো পাউরুটি বিস্কুট
রাজীব ভাইয়ু খায় কুটমুট !!! :P

১৬ ই মার্চ, ২০২১ দুপুর ২:২৫

রাজীব নুর বলেছেন: পাউরুটিতে মাখন লাগাতে ভুলবেন না।

৫| ১৬ ই মার্চ, ২০২১ দুপুর ১:৫৫

নজসু বলেছেন:



প্রিয় ভাই, এই সমস্যা এবার মনে হয় অনেকের হচ্ছে।
আমাদের ছাদের আমগুলোরও একই অবস্থা।

১৬ ই মার্চ, ২০২১ দুপুর ২:২৬

রাজীব নুর বলেছেন: সব আল্লাহর ইচ্ছা রে ভাই।
আমাদের কারো কিছু করার নাই। উপায় একটাই আল্লাহর কাছে ফানা চাইতে হবে।

৬| ১৬ ই মার্চ, ২০২১ দুপুর ১:৫৫

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: সত্যিই দু:খজনক । আমগাছের চারপাশে গুটি দিয়ে ডালগুলো বেঁধে দিন । সামনে কাল বৈশাখী আছে । এসওপি চার চামচ মাটিতে মিশিয়ে দিন । তাতে গাছের কান্ড ও ডাল আরো মজবুদ হবে ।

১৬ ই মার্চ, ২০২১ দুপুর ২:২৬

রাজীব নুর বলেছেন: এসওপি কোথায় পাবো? নার্সারীতে?

৭| ১৬ ই মার্চ, ২০২১ দুপুর ২:০৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন: Two jotno Korea Porto apni amguli rokkha kitten parchen na. Tar
Mane hole manusher mono khomota nai. Allah caile rakhte Pare.
Allahar upor vorsha rakhun.

১৬ ই মার্চ, ২০২১ দুপুর ২:২৭

রাজীব নুর বলেছেন: আল্লাহর উপর ভরসা করে অসহায়, দুর্বল আর মূর্খ লোকেরা।
কাজ করতে হবে। পরিশ্রম করতে হবে। তাহলেই সফলতা পাওয়া যাবে।

৮| ১৬ ই মার্চ, ২০২১ দুপুর ২:০৬

মোহামমদ কামরুজজামান বলেছেন: ভাই,এ যদিও মন খারাপের মত একটা ব্যাপার তবে এ অনেকটা নিয়তিও।

কারন, সৃষ্টির সাধারন নিয়মেই জগতের অনেক কিছুই পরিপূর্ণতা পায়না বা অকালেই ঝরে যায়। তা সকল জীবন/জীবিত বস্তুর ক্ষেত্রেই প্রযোজ্য।

প্রতিবছর কালবৈশাখীর ঝড়ে কৃষকের যে পরিমান প্রাণের (ফল-ফসলের-পাখি-গাছপালা ) ক্ষতি হয় তা ভাবলে এবং দেখলে হৃদয়ে রক্তক্ষরণ হয়।তবে আবার এতেও হয়ত স্রষ্টা(অদৃশ্য/আড়ালের খেলোয়ার ) কোন কল্যাণ এবং নির্দশন রেখেছেন মানব জাতির জন্য।

কারন, আল্লাহতায়ালা পবিত্র কুরআনে বলেছেন,"আমি অবশ্যই তোমাদেরকে কিছু না কিছু দিয়ে পরীক্ষায় ফেলবোই,মাঝে মধ্যে তোমাদেরকে বিপদের আতঙ্ক, ক্ষুধার কষ্ট দিয়ে, সম্পদ, জীবন, পণ্য-ফল-ফসল হারানোর মধ্য দিয়ে। আর যারা কষ্টের মধ্যেও ধৈর্য-নিষ্ঠার সাথে চেষ্টা করে, তাদেরকে সুখবর দাও"। (সুরা আল-বাক্বারাহ,আয়াত - ১৫৫)

১৬ ই মার্চ, ২০২১ দুপুর ২:২৯

রাজীব নুর বলেছেন: ধৈর্য আর নিষ্ঠা করতে করতে মাথার চুল সাদা হতে শুরু করেছে।

৯| ১৬ ই মার্চ, ২০২১ দুপুর ২:২১

Subdeb ghosh বলেছেন: আমার ও মনটা ভালো নেই।
বাড়ির পোষা কুকুরটা মারা গেছে!

১৬ ই মার্চ, ২০২১ দুপুর ২:৩০

রাজীব নুর বলেছেন: আহারে----

১০| ১৬ ই মার্চ, ২০২১ দুপুর ২:২৭

চাঁদগাজী বলেছেন:



এসিড বৃষ্টি হয়েছিলো; বাতাসে ধুঁয়া ও পোড়া তেল আছে। গাছে পাতায় ধুলোবালি জমাস হয়েছে?

১৬ ই মার্চ, ২০২১ দুপুর ২:৩১

রাজীব নুর বলেছেন: গাছের পাতায় প্রচুর ধূলা জমেছে। সেই ধূলা পরিস্কার করছি না। কারন পানি দিয়ে পরিস্কার করতে গেলে সেই পানি আমের গায়ে লাগলে আমের সমস্যা হতে পারে।

১১| ১৬ ই মার্চ, ২০২১ বিকাল ৪:১০

আমি সাজিদ বলেছেন: সাদা ঘোড়া চড়ে চাবুক মেরে দুষ্ট লোককে তাড়ানোর পর তরতাজা রাজপুত্র। এখন মাখন লাগানো পাউরুটি আর চানাচুর খাবে।

১৬ ই মার্চ, ২০২১ বিকাল ৫:২৪

রাজীব নুর বলেছেন: চানাচুর বাদ দেন। ইদানিং চানাচুর খাওয়া ছেড়ে দিয়েছি। গ্যাস্ট্রিকের সমস্যা হয়।

১২| ১৬ ই মার্চ, ২০২১ বিকাল ৪:১৬

জাহিদ হাসান বলেছেন: ;) #:-S

১৬ ই মার্চ, ২০২১ বিকাল ৫:২৫

রাজীব নুর বলেছেন: হুম।

১৩| ১৬ ই মার্চ, ২০২১ বিকাল ৪:৪৪

চাঁদগাজী বলেছেন:



যেই আমগুলো এখনো ঝরে পড়েনি, সেগুলোর সাথে নিয়মিতভাবে কথা বলবেন, সাহস দেবেন। দেখিয়েন, কথা বলার সময় পরী যদি শোনে কোন অসুবিধা নেই, কিন্তু সুরভী যেন না শোনেন।

১৬ ই মার্চ, ২০২১ বিকাল ৫:২৬

রাজীব নুর বলেছেন: আমি আমার ছাদের গাছ গুলোর সাথে অনেক আগে থেকেই কথা বলি।
গোপনে। সুরভি আর পরী জানে না।

১৪| ১৬ ই মার্চ, ২০২১ বিকাল ৪:৫৮

স্প্যানকড বলেছেন: দুঃখ বেশী দিন পোষ মানাতে নেই তাইলে আসলে বোবা হয়ে যেতে পারেন। খুবই দুঃখ জনক ! তবে ঘোড়ার বিষয় বাদ দেন ঢাকায় যে জ্যাম কয় কদম যাবেন? তারপর হাইড্রোলিক হর্ণ! এই হর্ণের কারনে ঘোড়া ভরকে যেয়ে এদিক সেদিক ছুটলে আপনার পড়ে যাবার সম্ভাবনা। পরে হাত, পা ভেংগে হাসপাতাল। আরেক দুঃখজনক ব্যাপার। আর এই বিজ্ঞানের যুগে ঘোড়া বেমানান। আপনার দরকার জেট বিমান বা রকেট কারণ দুনিয়ার সব দেশে কিছু না কিছু অন্যায় হচ্ছে সেদিকে যেতে হবে না। দুঃখ করবেন না প্লিজ।

১৬ ই মার্চ, ২০২১ বিকাল ৫:২৬

রাজীব নুর বলেছেন: আগে নিজের দেশ সামলাবো। পরে দেশ বিদেশ।

১৫| ১৬ ই মার্চ, ২০২১ রাত ৯:০১

সোহানী বলেছেন: ঢাকার কোথায় কৃষি অফিস আছে তা খুঁজে বের করেন। ওদেরকে সমস্যা জানালে ওরা একটা স্প্রে দিবে। এটা আমের মুকুলে দিলে আম ঝড়ে পড়া কমে।

আর ঘোড়া শুধু ছুটাবেন কেন, পারলে দস্যু বনহুর বা রবিনহুড হয়ে যান :P । দারুন কিছু হবে। আমরা আরো পোস্ট পাবো!! B-))

১৬ ই মার্চ, ২০২১ রাত ১১:৫৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ভালো পরামর্শ দিয়েছেন।
পোষ্টের অভাব নেই। স্টকে বহু লেখা জমে আছে।

১৬| ১৬ ই মার্চ, ২০২১ রাত ৯:১৮

নুরুলইসলা০৬০৪ বলেছেন: দুঃখ জনক ঘটনা,কয়েকটা আমতো বেশ বড় বড়।গাছের পাতায় ধুল জমলে গাছের খাদ্য গ্রহনে অসুবিধা হয়।খেয়াল রাখতে হবে।

১৭ ই মার্চ, ২০২১ রাত ১২:০১

রাজীব নুর বলেছেন: ধূলা পরিস্কার করবো কিভাবে? পানি দিতে গেলে পানি লেগে যাবে আমের গায়ে। তাতে আম ক্ষতিগ্রস্ত হবে।

১৭| ১৬ ই মার্চ, ২০২১ রাত ১০:২৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভিটামিন স্প্রে করুন আর জৈব সার সাথে খৈল ভিজিয়ে সেই পানি গাছের ঘোরায় দিন।

১৭ ই মার্চ, ২০২১ রাত ১২:০৪

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

১৮| ১৬ ই মার্চ, ২০২১ রাত ১০:৪১

সেলিম আনোয়ার বলেছেন: সব আম পড়বে না। কাঁচা আমের ভর্তা কিন্তু দারুন স্বোয়াদ।

১৭ ই মার্চ, ২০২১ রাত ১২:০৪

রাজীব নুর বলেছেন: আম ভর্তা আমিখাই না। খুব টক হয়। দাঁতে সমস্যা হয়।

১৯| ১৭ ই মার্চ, ২০২১ দুপুর ২:৩০

অনল চৌধুরী বলেছেন: যে আম থাকার, সেটাই থাকবে, অন্যগুলি ঝড়ে যাবে।
সবক্ষেত্রে এটাই প্রৃতির নিয়ম।

১৭ ই মার্চ, ২০২১ দুপুর ২:৩৫

রাজীব নুর বলেছেন: হ্যা আমারও এরকমই মনে হচ্ছে।

২০| ২৬ শে মার্চ, ২০২১ রাত ২:৪৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

লেখক বলেছেন: আল্লাহর উপর ভরসা করে অসহায়, দুর্বল আর মূর্খ লোকেরা।
কাজ করতে হবে। পরিশ্রম করতে হবে। তাহলেই সফলতা পাওয়া যাবে।

আপনি বোকার স্বর্গে বাস করছেন !

২৬ শে মার্চ, ২০২১ রাত ২:৫৭

রাজীব নুর বলেছেন: হ্যা স্বর্গ বোকারাই বিশ্বাস করে।

২১| ২৭ শে মার্চ, ২০২১ দুপুর ১২:৪৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
প্রকৃত পক্ষেই আমি বোকা !
তবে আমি স্বার্গ্ নরক বিশ্বাস করি।
হযরত মোহম্মদ (সঃ) তার মেরাজের
সময় নিজে স্বর্গ নরক প্রত্যক্ষ করেছেন।
এ রাতে বিশ্বনবি জাহান্নাম পরিদর্শনে গেলে মালেক নামক জাহান্নামের
প্রধান রক্ষী নবীজীকে সালাম ও অভ্যর্থনা জানান। (মুসলিম)
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখার সৌভাগ্যও লাভ করেছিলেন। (তিরমিজি)

২২| ২৭ শে মার্চ, ২০২১ দুপুর ১:২৬

রাজীব নুর বলেছেন: যে রেফারেন্স গুলো দিলেন- সেসব আমি বিশ্বাস করি না। এগুলো মানুষের তৈরি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.