নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

বিলাপ

১৮ ই মার্চ, ২০২১ বিকাল ৪:৫০



আমি এখন হিসাব করে খাই।
ভালো খাদ্য খাই। ভালো খাদ্যের উপর নির্ভর করে শারীরিক সুস্থতা। ফার্মের মূরগী খাওয়া ছেড়ে দিয়েছি। চাষের মাছ খাওয়া ছেড়ে দিয়েছি। ফলমুলও বেছে বেছে খাই। আমার কথা হলো- অল্প খাবো, ভালো খাবো। ভালো খাবার খেলে শরীর ভালো থাকে। এজন্য বাসার জন্য কেনাকাটা করার সময় সব সময় ভালো এবং উন্নতটা ক্রয় করতে চেষ্টা করি। আমি জানি ঢাকা শহরের কোথায় কোনটা ভালো পাওয়া যায়। যে জিনিস যে জায়গায় ভালো পাওয়া যায়, আমি সেখান থেকেই কিনি। এতদিন এলোমেলো বাজার করেছি। আর না। পরিবারকে সুস্থ রাখতে হলে ভালো বাজার ছাড়া উপায় নাই। অন্যথায় শুধু ডাক্তারের কাছে যেতে হবে। আর ডাক্তার মানেই নানান রকম টেস্ট আর ওষুধ। একগাধা ফালতু টাকা খরচ।

মাঝে মাঝে বাজার করে জিতে যাই।
সেদিন সন্ধ্যার পর বাজারের সামনে দিয়ে বাসায় আসছি। দেখলাম একলোক চারটা মাঝারি সাইজের দেশী মূরগী নিয়ে বসে। দাম জিজ্ঞেস করলাম। বলল, ২৪০০ শ' টাকা। দেশী মূরগীর দাম বেশী হয়। আমি বারো শ' টাকা বললাম। চারটা মূরগী দিয়ে দিলো। বিক্রেতা নিজেই সুন্দর করে মূরগী কেটেকুটে দিয়ে দিলো। এর জন্য আলাদা টাকাও চাইলো না। আমি বাজারে এক দোকান থেকে নিয়মিত খেজুর কিনি। আমি সাধারনত 'আজওয়া' অথবা 'মরিয়ম' খেজুর কিনি। ৮ শ' থেকে বারো শ' টাকা কেজি দাম নেয়। কিন্তু সব সময় খুজুর গুলো একরকম হয় না। অন্য খেজুর মিক্স করে দেয়। সেদিন দোকানদার বললো, আপনি নিজের হাতে বেছে নেন। আমি বেছে বেছে এক কেজি খেজুর নিয়ে নিলাম। খুব সুন্দর বড় বড় সব খেজুর।

গত শুক্রবার একটা পেঁপে কিনলাম।
দেড় কেজি হয়েছে। ৬০ টাকা করে কেজি। বাসায় এনে দেখি পেঁপে টা একেবারেই ভালো হয়নি। পেঁপে আমি খাই না। সুরভি খায়। পরের দিন দোকানদারকে বললাম, কি পেঁপে দিলেন মিয়াঁ, একেবারেই ভালো হয় নি। খাওয়া যায় নি। দোকানদার নিজে একটা পেয়ে বেছে দিলেন। টাকা নিলেন না। খুব সুন্দর পেঁপে হয়েছে। সুরভি খেয়ে আরাম পেয়েছে। এবার বাজারে খুব আপেল বরই উঠেছে। বড় বড় বরই। দেখতে অনেকটা অস্টেলিয়ান ছোট আপেলের মতোন। কেজি এক শ' থেকে এক শ' বিশ টাকা। সেদিন বাসাবো এলাকায় দেখলাম একলোক আপেল বরই বিক্রি করছে। দাম জিজ্ঞেস করলাম। বললো- ৫০ টাকা কেজি। দুই কেজি কিনলাম। তাও আবার একটা একটা করে বেছে বেছে। বরই গুলো খুব ভালো ছিলো। আর কি মিষ্টি! এই বরই কূল বরই এর চেয়ে অনেক বেশী মিষ্টি।

আমি প্রতিদিন এক ডজন করে কলা কিনি।
হোক চম্পা বা সবরি অথবা সাগর কলা। দোকানদার কলা গুলো ভালো দেয়। খেতে ভালো লাগে। মাঝে মাঝে আমি এক বসায় চারটা কলা খেয়ে ফেলি। বাসার মোড়ে একলোক দেখলাম ভ্যানগাড়িতে করে তরমুজ বিক্রি করছে। বড় বড় তরমুজ। অনেক বড় একটা তরমুজ কিনলাম। দাম নিলো ৩৫০ টাকা। সেই রকম তরমুজ হয়েছে। যেমন লাল, তেমন মিষ্টি। আমি নিজের হাতেই তরমুজ কাটলাম। বাসার সবাই খেয়ে মুগ্ধ! সুরভি বলল, রাজীব ফলটা ভালো কিনে। সুরভি'র কথা শুনে খুশি লাগলো। বললাম, আরেকটা নিয়ে আসবো। বাসায় গেস্ট আসবে চার কেজি গরুর মাংস লাগবে। কিনলাম। দোকানদার ভালো মাংস দিলো। মাঝে মাঝে দোকানদারেরা এত ভাল হয়ে যায়। সুরভি বলল, মাংসটা ভালো দিয়েছে। সুরভির কথা শুনে ভালো লাগলো।

আমার রাতে ঘুম আসে না।
ভোর পর্যন্ত জেগে থাকি। রাত জাগলে ক্ষুধা লাগে। এজন্য আমি নানান রকম খাবার এনে রাখি। নানান রকম বিস্কুট রাখি ডিব্বা ভরে। চকলেট বিস্কুট, নুনতা বিস্কুট, মিষ্টি বিস্কুট, টোস্ট বিস্কুট, ক্রীম বিস্কুট। যখন যেটা ভালো লাগে খাই। মাঝে মাঝে শুধু মুড়ি খাই। মুড়ি খেলে নাকি গ্যাস্ট্রিকের জন্য আরাম হয়। দুই বাটি মুড়ি খেয়ে ফেলি। এমনি মুড়ি ভালো না লাগলে কিছু চানাচুর নিয়ে নেই। লিখি, পড়ি, মুভি দেখি- মুহুর্তের মধ্যে রাত পার হয়ে যায়। কোক, ফানটা খাই। কোক, ফানটা না থাকলে ঠান্ডা পানিতে গুলিয়ে ট্যাং খাই। রাত জাগতে বিরক্তি লাগে না। অভ্যাস হয়ে গেছে। বরং রাতের সময়টা দিনের চেয়ে বেশী আনন্দময় লাগে। আমার রাত জাগাতে কারো ডিস্টার্ব হয় না। আমি পাশের ঘরে থাকি। একটু পর পর পাশের রুমে গিয়ে ওদের দেখে আসি।

মন্তব্য ২৭ টি রেটিং +২/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০২১ বিকাল ৫:১৫

চাঁদগাজী বলেছেন:


গড়ে বাংগালীরা বেশী খায়; আমি যাদের সাথে আড্ডা দিই, সবাই বেশী খায়; ফলে, গত ২০ বছরের মতো সময় আমি দরকারের চেয়ে বেশী খেয়েছি।

১৮ ই মার্চ, ২০২১ রাত ১১:৫৭

রাজীব নুর বলেছেন: খাওয়া ভালো। এই পৃথিবীতে তো বারবার আসবেন না। তাই ইচ্ছে মতোন খেয়ে নেওয়া দরকার।

২| ১৮ ই মার্চ, ২০২১ বিকাল ৫:১৯

নতুন বলেছেন: আমি প্রতিদিন এক ডজন করে কলা কিনি।
হোক চম্পা বা সবরি অথবা সাগর কলা। দোকানদার কলা গুলো ভালো দেয়। খেতে ভালো লাগে। মাঝে মাঝে আমি এক বসায় চারটা কলা খেয়ে ফেলি।


আপনি মাঝে মাঝে ৪টা কলা খান বাকি ৮টা কি ভাবী আর পরী খায়?

প্রতিদিন ১২টা করে কলা ৩ জনের পরিবারে লাগে!!! B:-)

১৮ ই মার্চ, ২০২১ রাত ১১:৫৮

রাজীব নুর বলেছেন: ঘরে যে-ই আসে সে-ই কলা খায়। পরী একটার বেশী খায় না। তাও জোর করে খাওয়াতে হয়। বুয়া খায়।

৩| ১৮ ই মার্চ, ২০২১ বিকাল ৫:৩১

জুল ভার্ন বলেছেন: জেনেশুনে চাষ করা মাছ মুরগী একেবারেই খাইনা। বাজার থেকে কেনা সকল পণ্যই ভেজাল। আমার ছাদ বাগানে যেটুকু সব্জি, ফল হয়-সেটুকুই নির্ভেজাল।

১৮ ই মার্চ, ২০২১ রাত ১১:৫৯

রাজীব নুর বলেছেন: ইয়েস।

৪| ১৮ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:২৮

অক্পটে বলেছেন: আপনি যতোই বেছে বেছে অল্প করে খান ঘুম আপনাকে সুস্থ্য করবে। কিন্তু আপনিত রাতে ঘুমান না। এখন রক্ত গরম টের পাচ্ছেন না। এক কাজ করতে পারেন একদিন/দুইদিন সারা দিন শুধু হাটবেন খালি পায়ে। সকাল থেকে সন্ধ্যা!। হাটা থামাতে পারবেন না। উদ্দেশ্যহীন ভাবেই হাটতে হবে। দুপুরে খাবেন না। মনে করবেন আপনি কামকাজ করেন না টাকা নাই খানাও নাই। সন্ধ্যার পর ঘরে ফিরবেন। ভাবীকে বলবেন, 'শুরভী পানি গরম করো কুসুম গরম, বড়ই ক্লান্ত হয়েছি, গোসল দিব পানিতে চার ফোঁটা ডেটল দিও মাথায় ধূলার আস্তর জমা হইছে।'

গোসল দিয়ে খানা খাইবেন। খাওয়া সাথে সাথেই ঘুমোতে যাবেন না। এক ঘন্টা পর আপনি আর ঠিক থাকতে পারবেন না। ঘুমের ঘোরে পরীর রাজ্যে হারিয়ে যাবেন। এই ভাবে রাতের ঘুম রেজষ্ট্রি করতে হয় মিয়া ভাই।


আসলে আপনিত আজাইরা। কাম নাই। যাদের কাম নাই তাদের অনেক কাজ। তাইত রাতে ঘুমাতে পারেন না।

১৯ শে মার্চ, ২০২১ রাত ১২:০১

রাজীব নুর বলেছেন: ঘুমের জন্য সব রকম চেষ্টা করে ব্যর্থ হয়েছি।

৫| ১৮ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৫৮

নুরুলইসলা০৬০৪ বলেছেন: টাকা থাকলে ফল খাওয়া ভাল।

১৯ শে মার্চ, ২০২১ রাত ১২:০২

রাজীব নুর বলেছেন: আমার ফ্রিজে কোনো না কোনো ফল থাকেই।

৬| ১৮ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:০১

আমি সাজিদ বলেছেন: আপনি গত পোস্টে চাপা মারলেন কেন যে চানাচুর খান না?

১৯ শে মার্চ, ২০২১ রাত ১২:০৩

রাজীব নুর বলেছেন: চানাচুর আসলেই খাই না। তবে মাঝে মাঝে শুধু মুড়ি ভালো লাগে না। তখন কিছুটা চানাচুর নিই।

৭| ১৮ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৩০

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: সাগর কলা কিনে শান্তি পাই না । সবাই বলে নরসিংদীর সাগর। কোন টেষ্ট, গন্ধ নাই

১৯ শে মার্চ, ২০২১ রাত ১২:০৩

রাজীব নুর বলেছেন: কথা সত্য।
এজন্য চম্পা অথবা সবরি কিনবেন। অন্তত সাগর কলার চেয়ে ভালো।

৮| ১৮ ই মার্চ, ২০২১ রাত ৮:০০

জাহিদ হাসান বলেছেন: যা পাই, তাই খাই। তবে আমি স্বল্পাহারী।

আমি সর্বভূক এবং স্বল্পাহারী। B-)

১৯ শে মার্চ, ২০২১ রাত ১২:০৪

রাজীব নুর বলেছেন: এটাই ভালো।

৯| ১৮ ই মার্চ, ২০২১ রাত ৮:৪৩

নজসু বলেছেন:




আমি আঙ্গুর ফল খাইনা।
টক লাগে। :D :D :D

১৯ শে মার্চ, ২০২১ রাত ১২:০৫

রাজীব নুর বলেছেন: ওকে। যার যার ইচ্ছা।

১০| ১৮ ই মার্চ, ২০২১ রাত ৯:০৩

ইসিয়াক বলেছেন: আটশো থেকে বারোশো টাকা দামের খেজুর খাওয়ার সামর্থ্য আমার নাই।

১৯ শে মার্চ, ২০২১ রাত ১২:০৬

রাজীব নুর বলেছেন: দুই শ', তিন শ' দামের খেজুর পাওয়া যায়। তবে ভালো না।

১১| ১৮ ই মার্চ, ২০২১ রাত ৯:৪১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: দরকার নেই।

১৯ শে মার্চ, ২০২১ রাত ১২:০৭

রাজীব নুর বলেছেন: নো নিড।

১২| ১৮ ই মার্চ, ২০২১ রাত ১১:১৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো, বেশ ভালো।

১৯ শে মার্চ, ২০২১ রাত ১২:০৭

রাজীব নুর বলেছেন: ভালো হলেই ভালো।

১৩| ১৯ শে মার্চ, ২০২১ রাত ১২:৫১

নেওয়াজ আলি বলেছেন: অনেকে বয়লার মোরগ পছন্দ করে না সেট এখন কেজি ১৭০ টাকা । গরিব হাওয়া খেয়ে বেঁচে থাকবে

১৯ শে মার্চ, ২০২১ রাত ১:০৫

রাজীব নুর বলেছেন: হুম।

১৪| ১৯ শে মার্চ, ২০২১ বিকাল ৫:১৯

Subdeb ghosh বলেছেন: যা পাই তাই খাই, আমার কোনো বায়না নাই।
কোন খাবারে ভেজাল নাই?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.