নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
আজ থেকে বইমেলা শুরু হয়েছে।
শুনলাম অত্যাধিক ভিড় হয়েছে। গত ৪/৫ দিন ধরে দেখছি লোকজন সমানে স্ট্যাটাস দিচ্ছেন- অমুক স্টলে আমার বই পাবেন। অমুক স্টলে আসবেন, আমাকে পাবেন। অমুক স্টলে আসবেন আড্ডা দেওয়া যাবে। চা খাওয়া যাবে। হেন-তেন অনেক কথা। কেন জানি মনে হচ্ছে, বইমেলা আমাদের একটা কঠিন ডলা দিবে। কাজেই সাবধান থাকতে হবে।
আমার অনুরোধ-
এবার দয়া করে কেউ বইমেলাতে আড্ডা দিতে যাবেন না। শুধু শুধু ভিড় বাড়াবেন না। আল্লাহর দোহাই লাগে। নিজে সুস্থ থাকুন। আমাদেরও সুস্থ থাকতে দিন। বই কিনে চলে আসবেন। আর কোনো কথা নাই। অবশ্য সমস্ত বই অনলাইনেও কেনার সুযোগ আছে। করোনা খুব খারাপ অসুখ রে ভাই।
যদিও স্বাস্থ্যবিধি মেনেই বইমেলায় প্রবেশ করতে হবে।
আজ আমাদের একজন নারী ব্লগার বইমেলায় গিয়েছেন। এক টিভি ক্যামেরায় তিনি একটা সাক্ষাৎকার পর্যন্ত দিয়েছেন। আমাদের ব্লগার রেজা ঘটক ভাই একজন বইমেলা পাগল মানুষ। প্রতি বছর তিনি বইমেলায় যান। মেলা নিয়ে লিখেন। এ বছরও নিশ্চয়ই লিখবেন। এই পোষ্ট এ তার'ই একটা ছবি ব্যবহার করেছি। অবশ্য তার অনুমতি নিয়ে নিয়েছি।
বুদ্ধিমান অনেকেই চিন্তিত।
বইমেলায় যাবেন কি, যাবেন না- এই নিয়ে। কেউ কেউ বলছেন, এ বছর বইমেলা না হলেই ভালো হতো। আমি এবছর বইমেলায় যাবো না। সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। এবং এজন্য আমি মোটেও দুঃখিত না। আগে বাঁচতে হবে। আগে নিরাপত্তা। করোনা হয়ে গেলে কে আমাকে বাঁচাবে? তখন কি বইমেলা আমার খোঁজ খবর নেবে? চিকিৎসার জন্য টাকা দিবে?
ভালো একটা হাসপাতালে করোনা জন্য ভর্তি হলে-
কমপক্ষে তিন লাখ টাকার বেশী খরচ হয়। আমার শ্বশুর ভর্তি হয়েছিলো। সাড়ে তিন লাখ টাকার বেশী খরচ হয়েছিলো। আমার নাই টাকা। সম্পূর্ন বিনা চিকিৎসায় মরতে হবে। তাতে কারো কিচ্ছু হবে না। কষ্ট হবে আমার বউ আর বাচ্চাদের। যাই হোক, সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন। করোনা মুক্ত থাকুন।
১৯ শে মার্চ, ২০২১ রাত ২:২৯
রাজীব নুর বলেছেন: সাবধান থাকতে হবে। খুব সাবধান থাকতে হবে।
২| ১৯ শে মার্চ, ২০২১ রাত ২:৪৫
নুরুলইসলা০৬০৪ বলেছেন: বই মেলায় না যাওয়াই উত্তম সিধান্ত।বই সারা বছরই লাইব্রেরিতে পাওয়া যায়।এখনতো অনলাইনেও পাওয়া যায়।কোথায় বই মানুষকে সচেতন করবে,এ দেখি উল্টো ব্যাপার।
১৯ শে মার্চ, ২০২১ রাত ৩:০৫
রাজীব নুর বলেছেন: অবস্থা বেগতিক হতে পারে। কাজেই আগে থেকেই আমাদের সাবধান হতে হবে।
৩| ১৯ শে মার্চ, ২০২১ ভোর ৫:১৫
স্থিতধী বলেছেন: এই পোস্ট সাময়িক কেন হবে? এটাতো দরকারী একটা পোস্ট । আমাদের ইমারজেন্সি বোঝার সেন্স থাকা উচিৎ । বহু লোক এখনো অনেক ভালো ভালো পুরনো বই ই পড়েনাই। নতুন বই কেনার জন্য বইমেলায় হাজিরা না দিয়ে এ বছর অনলাইন থেকে পুরনো - নতুন সব ধরনের বই পড়ে নিক। অযথা জোড় করে এই ঝুকিতে বইমেলার আয়োজন অকারন।
১৯ শে মার্চ, ২০২১ দুপুর ১:১০
রাজীব নুর বলেছেন: হ্যা ঠিক বলেছেন।
এডিট করে ''সাময়িক' শব্দ টা মুছে দিচ্ছি।
৪| ১৯ শে মার্চ, ২০২১ ভোর ৫:২২
চাঁদগাজী বলেছেন:
ষ্টল যদি আবদ্ধ ঘরের ভেতর না হয়ে উন্মুক্ত হয়, এবং সবার মাস্ক থাকে, তা'হলে সংক্রমণ হবে না।
১৯ শে মার্চ, ২০২১ দুপুর ১:১২
রাজীব নুর বলেছেন: উন্মুক্ত স্থান তো না। প্রতিটা স্টল ছোট ছোট খুপরি ঘর। বাঙ্গালী তো মাস্ক পড়ে না। পড়লেও থুত্নিতে ঝুলিয়ে রাখে।
৫| ১৯ শে মার্চ, ২০২১ ভোর ৫:৩৩
স্থিতধী বলেছেন: @ চাঁদগাজী সাহেব, আপনি অতিরিক্ত লম্বা সময় ধরে দেশের বাইরে আছেন বোধহয়। অর্ধেকের বেশী বাঙালি মাস্ক পরেইনা, আর বাকি যারা পরে তারাও আবার বেশীরভাগ মাস্ক নাকের নিচে পরে থাকার শিল্পকলা খুব ভালো জানে। কথা বলার সময় মাস্ক পুরা খুলে কথা বলে। বইমেলায় খুব ভিড় হলে সংক্রমণ অতি অবশ্যই হবে।
১৯ শে মার্চ, ২০২১ দুপুর ১:১৩
রাজীব নুর বলেছেন: বাঙ্গালী নিয়ম এর দ্গারধারে না। সমস্যা এটাই।
৬| ১৯ শে মার্চ, ২০২১ সকাল ৭:১৭
চাঁদগাজী বলেছেন:
বইমেলা যদি খোলা যায়গায় হয়, এবং ষ্টলগুলোতে যদি ফ্যান চালু রাখে, সংক্রমণ হবে না।
১৯ শে মার্চ, ২০২১ দুপুর ১:১৪
রাজীব নুর বলেছেন: বেশির ভাগ স্টলেই ফ্যান থাকে না। ৩০০ শ' মধ্যে আপনি ১০ স্টলে ফ্যান খুঁজে পাবেন না।
৭| ১৯ শে মার্চ, ২০২১ সকাল ৭:৪২
কাছের-মানুষ বলেছেন: ব্লগারদের বই নিয়ে প্রকাশিত একটি পোষ্টে আপনি সামুর একটি ষ্টল নিলে ভাল হত বলেছিলেন দিন দুয়েক আগে এবং সেখানে বসে চা খাবার গভীর আগ্রহ প্রকাশ করেছিলেন! আজ আবার যাবেন না বলে সবাইকে জানিয়ে দিলেন! আমার বিশ্বাস দুইদিন পর আপনি আবার হয়ত বইমেলায় যাবার মত প্রকাশ করবেন!!
ভিন্ন প্রসঙ্গ, মাঝখানে দেখছিলাম অনেকেই টিকা নিয়ে ফেইসবুকে ছবি দিচ্ছে, আজকাল এরকম আমার চোখে পরছে না!
আপনি কি টিকা নিয়েছেন?
১৯ শে মার্চ, ২০২১ দুপুর ১:১৬
রাজীব নুর বলেছেন: হ্যা বলেছিলাম। তখন করোনার কথা মাথায় ছিলো না।
টিকা দেই নাই। টিকা দিতে আমাকে কেউ ডাকে নাই। সরকার বেকারদের নিয়ে মাথা ঘামায় নাই।
৮| ১৯ শে মার্চ, ২০২১ সকাল ৯:০১
নেয়ামুল নাহিদ বলেছেন: এই পোস্ট থাকবে, সাময়িক কেন!
দরকারী পোস্ট।
১৯ শে মার্চ, ২০২১ দুপুর ১:১৬
রাজীব নুর বলেছেন: সহমত।
৯| ১৯ শে মার্চ, ২০২১ সকাল ১১:০০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বইমেলা সারা ঢাকাসহ সারাদেশে করোনা ছড়াবে।
...........................................................................
সহমত, সারা ঢাকা এখন বিপদ সংকেতের মাঝে আছে
আমাদের প্রধান কর্তব্য হওয়া উচিৎ করোনা সংক্রমন
রোধে প্রয়োজনীয় ব্যবস্হা নেয় ।
১৯ শে মার্চ, ২০২১ দুপুর ১:১৬
রাজীব নুর বলেছেন: ইয়েস। ইউ রাইট।
১৯ শে মার্চ, ২০২১ দুপুর ১:১৬
রাজীব নুর বলেছেন: ইয়েস। ইউ রাইট।
১০| ১৯ শে মার্চ, ২০২১ সকাল ১১:০৩
ইসিয়াক বলেছেন: ঈদের বাজারে, নিত্য দিনের হাটবাজার থেকে যখন খুব একটা সমস্যা হয়নি তখন বইমেলা থেকেও সমস্যা হবে না আশা করি।
অহেতুক ভীতি ছড়িয়ে লকউাউনের পরিস্থিতি আনবেন না। আগের লকডাউনের কারণে নিম্ন মধ্যবিত্ত মানুষগুলো এমনিতে আধমরা হয়ে আছে। দয়া করে অহেতুক ভীতি ছড়াবেন না। গ্রামের মানুষেরা কিন্তু ভালো আছে। পরিশ্রম করছে খাচ্ছে ঘুরছে ফিরছে। করোনা সেখানে খুব একটা সুবিধা করতে পারেনি।
দয়া করে অহেতুক ভীতি ছড়াবেন না। নিয়ম মেনে চলুন সমস্যা হবে না।
১৯ শে মার্চ, ২০২১ দুপুর ১:১৭
রাজীব নুর বলেছেন: সমস্যা না হলেই ভালো।
আমি ভীতি ছড়াচ্ছি না কবি। আমি লোকজনকে সাবধান হতে বলছি।
১১| ১৯ শে মার্চ, ২০২১ সকাল ১১:৩২
নেওয়াজ আলি বলেছেন: কথা সত্য আজ দুই ফেসবুকে খালি বই আর বই এর পোষ্ট। কেউ কোনো নিয়ম নীতি কাছে নাই
১৯ শে মার্চ, ২০২১ দুপুর ১:১৮
রাজীব নুর বলেছেন: হ্যা।
১২| ১৯ শে মার্চ, ২০২১ সকাল ১১:৫৮
আমি সাজিদ বলেছেন: যারা এই অবস্থায় বলে অমুক স্টলে আসুন আড্ডা হবে, ওরা লেখক হতে পারে না। ওরা ঘোৎ শুয়োর।
১৯ শে মার্চ, ২০২১ দুপুর ১:১৮
রাজীব নুর বলেছেন: সহমত।
১৩| ১৯ শে মার্চ, ২০২১ দুপুর ১২:০৬
শেরজা তপন বলেছেন: আপনার কথাও ফেলে দেবার মত না তবে @ ইসিয়াক ও @ চাঁদগাজীর কথাও যুক্তিযুক্ত!
এমনিতেই আমরা কেঊ কিছুই মানছি না। করোনার ভয়ে নয় আমরা আইন রক্ষাকারীর ভয়ে মাস্ক পড়ি- এখনো ভয়ের মত তেমন কিছু হয়নি, অপেক্ষায় রই্লাম... দেখি কি হয়
১৯ শে মার্চ, ২০২১ দুপুর ১:১১
রাজীব নুর বলেছেন: বিপদ আসতে কতক্ষন? তাই খু সাবধান থাকাই ভালো। আর বিপদ এসে পড়লে হায় হায় করে লাভ হবে না। তাই আগে সাবধান হতে হবে।
১৪| ১৯ শে মার্চ, ২০২১ বিকাল ৫:৩০
ইসিয়াক বলেছেন:
প্রতিবাদ জানাচ্ছি।
১৯ শে মার্চ, ২০২১ রাত ১০:৪৮
রাজীব নুর বলেছেন: প্রতিবাদ জানানোর দরকার কি? মামলা করে দিন।
১৫| ১৯ শে মার্চ, ২০২১ রাত ৯:০১
খায়রুল আহসান বলেছেন: আপনার সিদ্ধান্ত সঠিক, তাই আমি আপনার সাথে একমত। কথায় আছে, সাবধানের মার নেই।
করোনা এমন একটি বিপজ্জনক ও কষ্টদায়ক রোগ, যা আক্রান্তকে তো বটেই, আক্রান্তদের পরিবারের সদস্যদেরকেও যারপরনাই ভোগায়।
তবে পর্যাপ্ত সাবধানতা অবলম্বন করে মাত্র এক বা দু'দিনের জন্য মেলায় যাবার ইচ্ছে আছে।
১৯ শে মার্চ, ২০২১ রাত ১০:৪৯
রাজীব নুর বলেছেন: আপনার মন্তব্যে ভরসা পেলাম। তাহলে আমিও দুই একবার যাবো।
১৬| ১৯ শে মার্চ, ২০২১ রাত ৯:১৫
ঢাবিয়ান বলেছেন: করোনার মধ্যে স্কুল, কলেজ খোলা নাকি সম্ভব হচ্ছে না। সকল পরীক্ষা স্থগিত করা হচ্ছে। অথচ পরীক্ষার্থদের ব্যাচের ক্লাস খুলে দিয়ে পরীক্ষা নেয়াটা ছিল অতি গুরুত্বপুর্ন । প্রচুর শিক্ষক এই বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন বিভিন্ন টকশোতে। অথচ সেসব নাকি সম্ভব নয় । করোনা নাকি আরো বাড়বে!!! আর এভাবে মেলার আয়োজন করলে করোনা বাড়বে না? পড়ার বই বাদ দিয়ে গল্পের বই পড়াকে উৎসাহ দেয়া হচ্ছে করোনাকে থোরাই করে। শিক্ষার মেরুদন্ড ভাঙ্গার সকল কার্যক্রম হাতে নেয়া হয়েছে।
আমি সাজিদের মন্তব্য অত্যন্ত কঠোর হলেও একমত না হয়ে উপায় নাই। । নব্য কবি সাহিত্যিকদের প্রতি অনুরোধ যে বই এর প্রচারনা এবার অনলাইনেই সীমাবদ্ধ রাখুন। করোনার বিস্তাররোধে বইমেলাকে না বলুন।
১৯ শে মার্চ, ২০২১ রাত ১০:৫০
রাজীব নুর বলেছেন: সহমত।
১৭| ২০ শে মার্চ, ২০২১ সকাল ১০:১৭
জুল ভার্ন বলেছেন: বই কেনার জন্য বই মেলায় যাওয়া অপরিহার্য্য নয়।
২০ শে মার্চ, ২০২১ দুপুর ১:৩৮
রাজীব নুর বলেছেন: তা তো অবশ্যই।
লোকে যায় আড্ডা দিতে। প্রেম করতে। ছবি তুলতে।
©somewhere in net ltd.
১| ১৯ শে মার্চ, ২০২১ রাত ১:৫০
অনল চৌধুরী বলেছেন: বইমেলা অনলাইনে করা সবচেয়ে উপযুক্ত সিদ্ধান্ত ছিলো। বিন্ত টাকালোভী প্রকাশক ও প্রচার প্রিয় নব্য লেখকদের কারণে সেটা করা সম্ভব হয়নি।
এইসব কান্ডজ্ঞানহীনদের নীতি হলো,জানাজায় মানুষ জমায়েত হলে করোনা ছড়ায় কিন্ত বইমেলার ভিড়ে করোনা পালায় !!!!
করোনায় মৃত্যুর সংখ্যা দিনে ৫/৬ জনে নেমে, এসেছিলো যেটা ১৬ তারিখে হয়েছে একদিনে ২৬ জন।
আপনার ধারণা ঠিক।
বইমেলা সারা ঢাকাসহ সারাদেশে করোনা ছড়াবে।