নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ছবিঃ আমার তোলা।
১। তখন আমার বয়স ছিল সাত বছর।
বন্ধুদের সাথে খেলতে গিয়ে আমি পথ হারিয়ে ফেলি। হাঁটতে হাঁটতে আমি দূরে কোথাও চলে যাই। আমি একটা মসজিদের সিড়িতে বসে খুব কাঁদলাম। তারপর সেখানেই ঘুমিয়ে পড়লাম। আমার যখন ঘুম ভাঙল, তখন বিকেল গড়িয়ে গেছে, রাত সমাগত। আমি দেখলাম আমার পাশে কয়েকটা পয়সা পড়ে আছে।
২। জীবন এত ছোট, তবু কত সামান্য ভুল বোঝাবুঝির জন্য নষ্ট হয়ে যায় কত সুন্দর সম্পর্ক।
৩। আপনার দাদার মেয়ের একমাত্র ভাবীর ছেলের নানার একমাত্র মেয়ে আপনার কি হয়?
৪। আমাদের একটা ভালো দৈনিক পত্রিকা এবং ভালো একটি টিভি চ্যানেলের খুব অভাব। যে পত্রিকা বা চ্যানেল কোনো দলের কথা বলবে না। নিরপেক্ষ দৃষ্টিতে সবকিছু দেখাবে।
৫। হিংসা,ঘৃণা, বিদ্বেষ নিয়ে কেউ জন্মায় না! ধর্মগ্রন্থ গুলোই মানুষকে হিংস্র করে তুলে।
৬। যতদিন পর্যন্ত সংখ্যালঘু বাঙালীরা এদেশের মাটিতে বুকভরা নিঃশ্বাস নিয়ে কথা বলতে পারবে না ততদিন পর্যন্ত নিজেদেরকে বাঙালী দাবী না করে শুধু মুসলমান দাবী করুন!
৭। মনুষ্যত্ববোধ যাদের নেই এরা কি কেউ মানুষ? আর যে মানুষ নয় সে কীকরে মুসলিম, হিন্দু, খ্রিস্টান, ইহুদী হতে পারে! ধার্মিক তো তাঁরাই যারা মানুষকে মানুষ হিসেবে ভালোবাসে!
৮। মামুনুল হকের সমর্থকরা শুধু ভাঙচুর করতে পারে, কোনকিছু গড়ার ক্ষমতা রাখে না।
না সভ্যতা না সৌহার্দ্য।
১৯ শে মার্চ, ২০২১ রাত ১১:৪৯
রাজীব নুর বলেছেন: হা হা হা----
২| ১৯ শে মার্চ, ২০২১ রাত ১১:০২
নুরুলইসলা০৬০৪ বলেছেন: ১, কষ্টের অভিজ্ঞতা
২, ভুল বোঝাবোঝি সামান্য থাকতেই সমাধান করে ফেলতে হয়।নয়তো বাড়তে থাকে।
৩, মা হয়।
৪, প্রত্যেকেই ভাবে আমি নিরপেক্ষ।নিরপেক্ষ দরকার নেই সত্য প্রকাশ করলেই হয়।
৫, ইসলাম ধর্ম বেশি ঘৃনা ছড়ায়।প্রথমেই ঘোষণা করে সব ধর্ম মিথ্যা।মুসলমান ছাড়া বাকি সব মানুষ নিকৃষ্ট পশুর থেকে খারাপ।
৬, মুসলমানরা কখনো নিজেদের বাঙালী ভাবে না,তারা নিজেদের মুসলমান ভাবে।
৭, নিজেকে ধর্মের অনুসারী মনে করে।মানুষ মনে করে কম মানুষ।
৮,মামুনুল হকদের প্রতিরোধ করা দরকার।তাদের বিরুদ্ধ সামাজিক আন্দোলন ঘড়ে তোলা প্রয়োজন।
১৯ শে মার্চ, ২০২১ রাত ১১:৫০
রাজীব নুর বলেছেন: গ্রেট।
৩| ১৯ শে মার্চ, ২০২১ রাত ১১:০৫
নুরুলইসলা০৬০৪ বলেছেন: বোবার মিত্র নাই
১৯ শে মার্চ, ২০২১ রাত ১১:৫০
রাজীব নুর বলেছেন: তাও ঠিক।
৪| ২০ শে মার্চ, ২০২১ ভোর ৬:২৬
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: হবিগঞ্জের বোবাদের শত্রু পয়দা হলো কিভাবে ? যাদের বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেয়া হলো তারা কি বলেছিলো বা কি অপরাধ করেছিল ?
২০ শে মার্চ, ২০২১ দুপুর ১:১১
রাজীব নুর বলেছেন: অপরাধ তারা করেনি। অপরাধ করেছে মুসলিম গুলো।
৫| ২০ শে মার্চ, ২০২১ সকাল ৭:৪৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখক বলেছেন: হা হা হা----
It's not a matter of laughter. Please take it alarming.
২০ শে মার্চ, ২০২১ দুপুর ১:১২
রাজীব নুর বলেছেন: জ্বী।
৬| ২০ শে মার্চ, ২০২১ সকাল ১০:০৭
জুল ভার্ন বলেছেন: এখন বোবাদেরও শত্রুর অভাব নাই।
২০ শে মার্চ, ২০২১ দুপুর ১:১২
রাজীব নুর বলেছেন: এই দেশে বেঁচে থাকতে হলে শত্রুর সাথেই বসবাস করতে হয়।
৭| ২০ শে মার্চ, ২০২১ দুপুর ২:০২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: তাহলে বোবা হয়ে থাকুন।
২০ শে মার্চ, ২০২১ দুপুর ২:০৩
রাজীব নুর বলেছেন: সমস্যা হলো চুপ করে থাকতে পারি না।
©somewhere in net ltd.
১| ১৯ শে মার্চ, ২০২১ রাত ১১:০২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এই যুগে বাংলাদেশে বোবারও শত্রু আছে।