নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

এলোমেলো বিলাপ

২০ শে মার্চ, ২০২১ দুপুর ১:৫৬


ছবিঃ আমার তোলা।

এই দেশের মানুষ নিয়ম না মানাটাই বাহাদুরী মনে করে।
ফ্যাশন মনে করে। এই দেশের মানুষ প্রচন্ড হৃদয়হীন। অমানবিক। ঘর থেকে বের হলেই মানুষগুলো কেমন অমানুষ হয়ে যায়। বদলে যায়। বাংলাদেশের মানুষ শত সহস্র বছর পূর্বেও ছিলো নষ্ট মনের মানুষ। এখনো নষ্ট মনের মানুষই রয়ে গেছে। এই দেশের মানুষের প্রিয় কাজ যাত্রা, গান, পুতুল নাচ, গীবত, ভ্যারাইটি শো, ফেসবুকিং লাম্পট্য, যেই সেলফোন দিয়ে ধর্ম প্রচার করে সেই সেলফোনে নষ্ট ভিডিও ক্লিপে সয়লাব। আর প্রচার করে বাপদের রাজনীতি প্রচার। মানুষের কাজ হল তারই মত আরেকজন মানুষকে সাহায্য করা। কিন্তু যখন মানুষ রুপের এই দোপেয়ে প্রাণী নিজের স্বার্থ নিয়ে মত্ত হয়ে ওঠে তখন তার কাজকর্ম হয়ে ওঠে পশুর ন্যায়।

যেই অমানুষ “মরতে হবে একদিন” কথাটি বলে সে কিন্তু নিজে মরতে চায় না।
সে অন্যকে মরতে প্ররোচনা দেয়। আমরা এই করোনার মধ্যেও আতশবাজি ফুটাতে পারি। ধূমধাম করে বিয়ের অনুষ্ঠান করতে পারি। কক্সবাজার বান্ধবান ঘুরতে যেতে পারি। আমাদের কর্মকান্ড দেখে করোনা বিভ্রান্ত হয়ে গেছে। যাই হোক, আজ করোনা নিয়ে আলাপ করবো না। এলিয়ট একটি সাহিত্যের একটি যুগের প্রধান কবি, কিন্তু রবীন্দ্রনাথ একটি জাতির সর্বযুগের প্রধান কবি। রবীন্দ্রনাথের সঙ্গে তুলনা চলবে সব জাতির প্রধান কবিদের, এটা নিঃসংশয়ে বলা যায়ঃ গ্রিসের হোমার, ইয়ালির ভার্জিল এবং দান্তে, জা্র্মানির গ্যেটে, ইংরেজদের শেকসপিয়ার কিংবা ঔপন্যাসিক হলেও রাশিয়ার তলস্তয়ের সঙ্গে।

পৃথিবীতে যত ধর্ম আছে, মুসলিম, হিন্দু, বৌদ্ধ কিংবা খ্রিষ্টান। সব ধর্মেই বলা হয়েছে নারী শ্রেষ্ঠ, নারী অতুলনীয়, চির মহান। নারীকে সম্মান করো। ভালোবাসো।
মুসলিম ধর্ম মহান করেছে নারীকে, স্বর্গ পায়ের তলে দিয়ে।
হিন্দু ধর্ম মর্যাদা দিয়েছে, স্বরস্বতী, লক্ষীকে দেবী সাজিয়ে।
বৌদ্ধ ধর্মের শাশ্বত প্রেমের বাণীর কেন্দ্রবিন্দুতে বসে আছে নারী।
খ্রিষ্টান ধর্মেও শ্রেষ্ঠত্ব ঘোষণায়, পরিচয় পেয়েছে যিশুর মাতা মেরী।
সকল ধর্মেই দিয়েছে নারীর সম্মান, যদিও আমরা দেই ধর্মের দোহাই।

কবি গুরুর একটি কথা খুব মনে পড়ছে-
‘বাতাস যখন বহে তখন পালের জাহাজ হুহু করিয়া দুই দিনের রাস্তা এক দিনে চলিয়া যাইবে, এ কথা বলিতে সময় লাগে না; কিন্তু, কাগজের নৌকাটা এলোমেলো ঘুরিতে থাকিবে কি ডুবিয়া যাইবে, বা কী হইবে তাহা বলা যায় না—যাহার বিশেষ কোনো- একটা বন্দর নাই তাহার অতীতই বা কী আর ভবিষ্যৎই বা কী। সে কিসের জন্য প্রতীক্ষা করিবে, কিসের জন্য নিজেকে প্রস্তুত করিবে। তাহার আশা তো প্রমানযন্ত্রে দুরাশার উচ্চতম রেখা অন্য দেশের নৈরাশ্যরেখার কাছাকাছি।’

বল্টু: জানিস সুমন, পৃথিবী দিন দিন মেধাশূন্য হয়ে পড়ছে।
সুমন: কিভাবে?
বল্টু: এই ধর এরিস্টটল মারা গেলো, নিউটন গত হয়েছে, আইনস্টাইন মরে ভূত হয়ে গেল, স্টিফেন হকিং-এর স্বাস্থ্যও খারাপ, আমার শরীরটাও বেশি ভালো ঠেকছে না কয়েকদিন ধরে…

মন্তব্য ২৮ টি রেটিং +২/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০২১ দুপুর ২:১৩

চাঁদগাজী বলেছেন:


এই দেশে সটিক কোন নিয়ম নেই: শেখ হাসিনার সরকার কোন য়ম মানে না, ব্যুরোক্রেটরা নিয়ম মানে না, পুলিশ নিয়ম মানে না, মোল্লারা দেশের শাসনতন্ত্র মানে না, কিসব হাদিসের কথা বলে, আবার নিজেরা সেটা মানে না; পাঠানদের দেশ, আফগানিস্তান।

২০ শে মার্চ, ২০২১ বিকাল ৫:০৫

রাজীব নুর বলেছেন: এই দেশ হচ্ছে ক্ষমতাবনদের জন্য।

২| ২০ শে মার্চ, ২০২১ দুপুর ২:২২

জুল ভার্ন বলেছেন: যে দেশে অনিয়ম করেই সরকার গঠন হয়, প্রশাসন চলে অনিয়মে- সেদেশের সাধারন নাগরিকদের কাছে নিয়ম আশা করা যায়না।

২০ শে মার্চ, ২০২১ বিকাল ৫:০৬

রাজীব নুর বলেছেন: আমার তো দম বন্ধ হয়ে আসে।

৩| ২০ শে মার্চ, ২০২১ দুপুর ২:২৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
নিয়ম কানুন ই যদি মানতে হবে তাহলে দেশ স্বাধীন করে আর কি লাভ হল?

বিভিন্ন দলের পদ-পদবী সভাপতি সাধারণ সম্পাদক আইন সম্পাদক ও গবেষণা সম্পাদক ইত্যাদি হয়েই বা লাভ কি যদি নিয়ম-কানুন মেনেই চলতে হবে?

২০ শে মার্চ, ২০২১ বিকাল ৫:০৬

রাজীব নুর বলেছেন: নিয়ম মেনে চলা সভ্যতার প্রথম নীতি।

৪| ২০ শে মার্চ, ২০২১ দুপুর ২:৩৫

আমি সাজিদ বলেছেন: সব অনিয়মই এখানে নিয়ম। এভাবেই এখানকার উন্নতি যদি হয় তবে হবে। অন্য দেশের সাথে তুলনা দিয়ে পারবেন না। মানুষের স্বভাব ও সততাই তো সভ্য দেশ ও জাতি গঠনের মূল নিয়ামক।

২০ শে মার্চ, ২০২১ বিকাল ৫:০৭

রাজীব নুর বলেছেন: এই দেশের প্রতি আশা ভরসা দিন দিন কমে যাচ্ছে।

৫| ২০ শে মার্চ, ২০২১ দুপুর ২:৩৮

আমি সাজিদ বলেছেন: লতায় পাতায় কোন ওয়ার্ডের রাজনৈতিক নেতা একবার ফলস সার্টিফিকেটের জন্য আসছিল। আগে যে জায়গায় চাকরি করতাম সেখানে। সে কি বাজে ব্যবহার। মনে চাইলো, ঘুষি দিয়ে ওর নাক মুখ ফাটিয়ে ফেলি। অনেক কষ্টে রাগ নিয়ন্ত্রণ করলাম। ফলস ফিটনেস সার্টিফিকেট দিলাম। আমাদের স্টাফ বলে, এমন তো করবেই৷ এটাই তো নিয়ম।

২০ শে মার্চ, ২০২১ বিকাল ৫:০৯

রাজীব নুর বলেছেন: সূর্যের চেয়ে বালি গরম এই হলো অবস্থা।

৬| ২০ শে মার্চ, ২০২১ দুপুর ২:৩৮

আরইউ বলেছেন: এই দেশে কতিপয় নীতিবাক্য সর্বস্ব জনগন আছে যারা বড় বড় কথা বলে, কিন্তু নিজেই অন্যায় করে। যেমন ধরুন, মুখে করোনা ভাইরাস নিয়ে নীতি কথা শোনাবে আবার নিজে কাজ ছাড়াই বিসিএস পরীক্ষার হলের আশেপাশে ঘোরাঘুরি করবে। এসব দুমুখো এরশাদ শ্রেনীয় মর্কটকে কী করা উচিত বলে আপনার মনে হয়?

২০ শে মার্চ, ২০২১ বিকাল ৫:১০

রাজীব নুর বলেছেন: হুম।

৭| ২০ শে মার্চ, ২০২১ দুপুর ২:৫০

পাঁচ-মিশালি বলেছেন: বা! বেশ তো

২০ শে মার্চ, ২০২১ বিকাল ৫:১১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৮| ২০ শে মার্চ, ২০২১ বিকাল ৩:৩৯

নতুন বলেছেন: আষাঢে বাদল ঝরে খালে আর বিলে....
রানু ভাই ধরে মাছ
নিয়ে যায় চিলে.....

২০ শে মার্চ, ২০২১ বিকাল ৫:১২

রাজীব নুর বলেছেন: ও আচ্ছা।

৯| ২০ শে মার্চ, ২০২১ বিকাল ৫:৩৭

নতুন বলেছেন: আপনার উপরের ছবিটা দেখে এই কবিতা মনে পড়ে গেলো :)

২১ শে মার্চ, ২০২১ রাত ১২:৪১

রাজীব নুর বলেছেন: কবিতা কই?

১০| ২০ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৪৩

কানিজ রিনা বলেছেন: যে দেশে ধর্ষিত নারীর বিচার থানাপুলিশ উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যানের হাতে থাকে আর সেখানকার বিচার টাকার উপরে চলে সে দেশে আর কি হতে পারে? যে দেশের নিরীহ নারী ছলে বলে কৌশলে পতিতালয় বিক্রি হয় সেই দেশ আমাদের দেশ।
একটা কি জানেন? তিন বছর পর গ্রামে বেড়াতে এসেছি আমি দেখি ১০০ জন মানুষের ভিতর ১০ জন মানুষ দুর্নীতিবাজ আর তাদের পায়ের তলে সভ্য শিক্ষিত নিরীহ মানুষ নির্যাতিত। সবাই আমাকে ভালবাসে স্নেহ-মমতা সম্মান অনেক কিছু পেয়েছি, সেটা দুর্নীতিবাজদের হিংসা।
অথচ আমি থানার ওসি থেকে শুরু করে এসপি ডিসি জজ ব্যারিস্টার কাউকে স্যার বলি না ছেড়েও কথা বলি না।
আমার কোন টাকার জোর নাই তবুও কেন মানুষের এতো ভালোবাসা বুঝিনা। নিজের দেশকে নিজের দেশের মানুষকে ভালোবাসি মানুষের বিপদে অন্তঃকরণ দিয়ে এগিয়ে যাই
হয়তো তাই। যত খারাপই হোক তবুও আমার গ্রামের লোককে ভালোবাসি এবং আমার এলাকার মানুষ আমার কাছে অত্যন্ত প্রিয়। যদিও আমাদের গ্রাম বললে ভুল হবে
মফস্বল শহর প্রায়। ধন্যবাদ।

২১ শে মার্চ, ২০২১ রাত ১২:৪২

রাজীব নুর বলেছেন: ভালো মন্তব্য করেছেন।

১১| ২০ শে মার্চ, ২০২১ রাত ১০:০৬

আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর,






এই দেশের মানুষ নিয়ম না মানাটাই বাহাদুরী মনে করে।
বাহাদুর না হলে আমরা আবার বাঙালী কেন ? :(

ঠিকই বলেছেন - এই দেশের মানুষ ( ব্যতিক্রম বাদে ) প্রচন্ড হৃদয়হীন আর নষ্ট মনের মানুষ।


এদেশের মানুষের যে জ্ঞান-গরিমা, চিন্তা চেতনার যে হালচাল তাতে রবিঠাকুরের মতোই বলতে হয় -
যাহাদের বিশেষ কোনো- একটা বন্দর নাই, লক্ষ্য নাই, মিশন নাই , ভিশন নাই তাহাদের অতীতই বা কী আর ভবিষ্যৎই বা কী। তাহারা কিসের জন্য প্রতীক্ষা করিবে, কিসের জন্য নিজেকে প্রস্তুত করিবে? কাগজের নৌকার মতোই তাহারা ঘুরিয়া ঘুরিয়া পাক খাইবে .....................

২১ শে মার্চ, ২০২১ রাত ১২:৪৩

রাজীব নুর বলেছেন: দিন দিন এদেশের মানুষের প্রতি আমার ভালোবাসা কমে যাচ্ছে।

১২| ২১ শে মার্চ, ২০২১ রাত ৩:১০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: নারীর পায়ের তলে বেহেস্ত এই কথাটা সত্যি কি কোরান হাদিসে কোথাও আছে,প্লিজ একটু রেফারেন্সটা দিবেন একটু ভাল করে ঘাটা ঘাঁটি করে দেখবো কোন প্রসংক্ষে কেন বলেছে।

২১ শে মার্চ, ২০২১ দুপুর ১:৩০

রাজীব নুর বলেছেন: হাদিসে আছে। তীরমিজি।

১৩| ২১ শে মার্চ, ২০২১ সকাল ১০:৩১

এমেরিকা বলেছেন: আপনার কথায় ভুল আছে, নারীর পায়ের তলায় নয়, মায়ের পায়ের তলায় সন্তানের বেহেশত। রেফেরেন্স নিচে দিচ্ছিঃ

3104 – أَخْبَرَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ عَبْدِ الْحَكَمِ الْوَرَّاقُ، قَالَ: حَدَّثَنَا حَجَّاجٌ، عَنْ ابْنِ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ طَلْحَةَ وَهُوَ ابْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ طَلْحَةَ، عَنْ مُعَاوِيَةَ بْنِ جَاهِمَةَ السَّلَمِيِّ، أَنَّ جَاهِمَةَ جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَرَدْتُ أَنْ أَغْزُوَ وَقَدْ جِئْتُ أَسْتَشِيرُكَ، فَقَالَ: «هَلْ لَكَ مِنْ أُمٍّ؟» قَالَ: نَعَمْ، قَالَ: «فَالْزَمْهَا، فَإِنَّ الْجَنَّةَ تَحْتَ رِجْلَيْهَا»

হযরত মুআবীয়া ইবনে জাহিমা সালামী (রা.) বলেন, আমার পিতা জাহিমা একদা রাসূল ﷺ এঁর খেদমতে এসে জিজ্ঞাসা করলেন: ইয়া রাসূলাল্লাহ! আমি যুদ্ধে যাওয়ার ইচ্ছে করেছি। তাই আঁপনার নিকট পরামর্শ করতে এসেছি। রাসূল ﷺ বললেন, তোমার মা (জীবিত) আছেন কি? তিনি বললেন,হ্যাঁ। রাসূল ﷺ বললেন

«فَالْزَمْهَا، فَإِنَّ الْجَنَّةَ تَحْتَ رِجْلَيْهَا»

তার খেদমতে লেগে থাকো।কেননা জান্নাত তার দু’পায়ের নিচে।

*১. সুনানে নাসাঈ শরিফ,৬/১১ পৃ: হাদিসঃ৩১০৪

২১ শে মার্চ, ২০২১ দুপুর ১:৩০

রাজীব নুর বলেছেন: মা তো একজন নারী ই।

১৪| ২১ শে মার্চ, ২০২১ সকাল ১০:৩৫

এমেরিকা বলেছেন: ইসলামের নারীর মর্যাদাকে নিম্নোক্তভাবে প্রতিষ্ঠিত করা যায়ঃ
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তোমরা নারীদের সাথে ভাল ব্যবহার করার ব্যাপারে ওসিয়ত গ্রহণ কর।”[সহিহ বুখারী (৩৩৩১) ও সহিহ মুসলিম (১৪৬৮)]

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার পরিবারের কাছে উত্তম। আমি আমার পরিবারের কাছে উত্তম।”[সুনানে তিরমিযি (৩৮৯৫), সুনানে ইবনে মাজাহ (১৯৭৭), আলবানী সহিহুত তিরমিযি গ্রন্থে হাদিসটিকে সহিহ বলেছেন]

মেয়ে হিসেবেও ইসলাম নারীকে সম্মানিত করেছে। ইসলাম মেয়ে সন্তান প্রতিপালন ও শিক্ষা দেয়ার প্রতি উদ্বুদ্ধ করেছে। মেয়ে সন্তান প্রতিপালনের জন্য মহা প্রতিদান ঘোষণা করেছে। এ বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণী হচ্ছে- “যে ব্যক্তি বালেগ হওয়া পর্যন্ত দুইজন মেয়েকে লালন-পালন করবেন সে ও আমি কিয়ামতের দিন এভাবে আসব (তিনি আঙ্গুলসমূহকে একত্রিত করে দেখালেন)”।[সহিহ মুসলিম (২৩১)]

ইবনে মাজাহ (৩৬৬৯) উকবা বিন আমের (রাঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন: আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেন: “যে ব্যক্তির তিনজন মেয়ে রয়েছে। তিনি যদি মেয়েদের ব্যাপারে ধৈর্য্য ধারণ করেন, তাদেরকে সচ্ছলভাবে খাওয়ান ও পরান; এ মেয়েরা কিয়ামতের দিন তার জন্য জাহান্নামের আগুনের মাঝে বাধা হবে।”[আলবানী সহিহ ইবনে মাজাহ গ্রন্থে হাদিসটিকে সহিহ আখ্যায়িত করেছেন]

২১ শে মার্চ, ২০২১ দুপুর ১:৩১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.