নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ছবিঃ আমার তোলা।
১। হুড়োহুড়ি করে বাসে দাঁড়িয়ে যাওয়ার চেয়ে সাইকেলে করে যাতায়াত আমার কাছে আরামের মনে হয়। সাইকেল, মটর সাইকেল নয়।
দূর্ঘটনা এদেশে ঘটতেই থাকবে। কারন, এদেশের মানুষ আইন না মানাটাই বাহাদূরী মনে করে। প্রতিদিন অসংখ্য ছাগলকে দেখি ফুটপাত দিয়ে বাইক চালিয়ে যেতে। মাঝে মাঝে মনে হয় একজন রিকশাচালকের চেয়ে একজন বাইক চালক বেশী বেয়াদপ। কুপ্রবৃত্তির মানুষের শুভবুদ্ধির উদয় হবার আশা করাটাই আসলে বড় ভুল। শুভবুদ্ধির উদয় হওয়া প্রয়োজন চুপ মেরে পড়ে থাকা এই জাতির।
২। 'দুর্গেশ নন্দিনী' বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। দুর্গেশ নন্দিনী শব্দের অর্থ দুর্গ প্রধানের কন্যা।
৩। পৃথিবীতে চিন্তাশীল মানুষের কথা শুনার সংখ্যা খুবই কম। বানরের খেলার প্রতিই বরং মানুষের আগ্রহ বেশী।
৪। সুকুমার রায়ের 'সৎপাত্র' কবিতাটি যারা পড়েন নি । তারা খুব মন দিয়ে পড়ে নিবেন।
৫। এক শিকারি একবার একটা পাখি ধরেছিল। সে পাখি সাধারণ পাখি না। ৭০টা ভাষায় কথা বলতে পারে এবং অসামান্য জ্ঞানী। তাই শিকারির হাতে ধরা পড়ে সে মিনতি করল -- "আমায় ছেড়ে দাও। আমি তোমায় মূল্যবান ৩টে উপদেশ দেব। যা তোমার জীবনে চলার পথ সহজ করে দেবে।" শিকারি একটু ভেবেচিন্তে রাজি হল। ৩টে মূল্যবান উপদেশের বদলে জ্ঞানী পাখির স্বাধীনতা।
এক। যে সুযোগ হাতছাড়া হয়েছে, তার জন্যে শোক কোরো না।
দুই। অন্যের মুখে শুনে অসম্ভব কিছু বিশ্বাস কোরো না।
তিন। যা তোমার নাগালের বাইরে, তা পেতে চেষ্টা কোরো না।
৬। বিয়ের আগে ভালোবাসুন শয়তানের সন্তুষ্টি লাভ করুন, বিয়ের পরে ভালোবাসুন আল্লাহ্র সন্তুষ্টি অর্জন করুন। আশা করি সবাই আল্লাহ্র সন্তুষ্টি অর্জন করতে চাইবেন। আল্লাহ্ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। নিশ্চয় আল্লাহ্ ক্ষমতাশীল, অসীম দয়ালু।
৭। যে যাকে যতটা ভালবাসা দেবে, প্রতিদানে ততটা ভালবাসাই পাবে। ভালো ব্যবহারই মানুষকে সুন্দর ও সুখী পথের নির্দেশনা দেয়।
২১ শে মার্চ, ২০২১ বিকাল ৫:৩৬
রাজীব নুর বলেছেন: হুম।
২| ২১ শে মার্চ, ২০২১ দুপুর ১:৪৭
এমেরিকা বলেছেন: ভালবাসায় কখনো শয়তানের সন্তুষ্টি হয়না। ভালোবাসার নামে যে অনাচার ব্যাভিচারের বিকাশ হয়, তাএ পেছনে থাকে শয়তানের কুমন্ত্রণা। তারপরেও সুযোগ পেলে কেউ ব্যভিচার করার সুযোগ ছাড়তে চায়না তা সে যত বড় মাওলানাই হোক না কেন! তাই ব্যভিচারের ক্ষেত্রে ইসলামী বিধি বিধান খুবই কঠোর। একমাত্র ইসলামের দেবর ভাবির দেখা সাক্ষাৎ নিষিদ্ধ। ব্যাভিচারের শাস্তির মত এত কঠোর শাস্তি আর কোন কিছুতে নেই।
ইসলামী বিধি বিধান সর্ব ক্ষেত্রে প্রয়োগ করলে ভালোবাসা ছাড়া অন্য কিছু প্রকাশের কোন সুযোগ থাকত না।
২১ শে মার্চ, ২০২১ বিকাল ৫:৩৬
রাজীব নুর বলেছেন: হুম।
৩| ২১ শে মার্চ, ২০২১ বিকাল ৪:২৭
জুল ভার্ন বলেছেন: বাস্তবতা!
২১ শে মার্চ, ২০২১ বিকাল ৫:৩৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৪| ২১ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:০৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনার কি সাইকেল আছে?
আমি প্রায় মাস দেড়েক আগে এক রোহিঙ্গার কাছ থেকে একটি পুরাতন সাইকেল ক্রয় করেছি।
খরচ পড়েছে 150 রিঙ্গিত।
এখন প্রতিদিন রাতে প্রায় দশ পনের মিনিট সাইকেল চালানো আমার অভ্যাসে পরিণত হয়েছে।
২২ শে মার্চ, ২০২১ রাত ১২:০৭
রাজীব নুর বলেছেন: ভেরি গুড।
সাইকেল চালানো আর সাঁতার কাটা সবচেয়ে ভালো ব্যয়াম।
৫| ২১ শে মার্চ, ২০২১ রাত ৮:৩৫
নুরুলইসলা০৬০৪ বলেছেন: ৪, কবিতাটির আবৃত্তি শুনেছি।
৫, সুযোগ প্রতিনিয়তই আসে,প্রয়োজন হল সুযোগ কাজে লাগানো।যারা সুযোগের অপেক্ষায় থাকে তারা বোঝাতেই পারে না কখন সুযোগ চলে গেছে।
৬, বিয়ে করুন একজনকে,ভালবাসুন সবাইকে।
৭, প্রতিদানের আশায় কাউকে ভাল বাসবেন না।
২২ শে মার্চ, ২০২১ রাত ১২:০৮
রাজীব নুর বলেছেন: গ্রেট।
©somewhere in net ltd.
১| ২১ শে মার্চ, ২০২১ দুপুর ১:৪৪
রোকনুজ্জামান খান বলেছেন: