নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

দেশের মেয়েকে দেশে ফিরে আসতে দিন

২২ শে মার্চ, ২০২১ রাত ১২:৩৪



তসলিমা নাসরিনের প্রথম বই বের হয় ১৯৮৬ সালে।
আর আমি তসলিমা নাসরিনের বই প্রথম পড়ি ১৯৯৬ সালে। তখন আমার অল্প বয়স। আমার মনে আছে- এক আকাশ কৌতুহল নিয়ে তার বই পড়তে শুরু করি। আমি বুঝি না, এই সাহসী নারীকে কেন কিছু মানুষ খারাপ বলে। আজেবাজে কথা বলে? সে কি এমন লিখেছে? সে কি কিছু মিথ্যা লিখেছে? এসব জানতে- আমি তার সব বই পড়ে ফেলি। তার প্রতিটা বই-ই ৪/৫ বার করে পড়ে ফেলেছি।তিনি যা লিখেছেন, সব সত্যি কথা লিখেছেন। তসলিমা নাসরিনের সব লেখা পড়ে আমার একটা কথাই বার বার মনে হয়েছে যে- অনেক বড় কলিজা না থাকলে এই রকম লেখা সম্ভব নয়।

তিনি একজন মহৎ কবি, সাংবাদিক এবং চিকিৎসক।
আমি ইদানিং খুব ভাবছি তসলিমা নাসরিনকে কি করে দেশে ফিরিয়ে আনা যায়। আমি কি স্বরাষ্ট মন্ত্রীর সাথে কথা বলব? নাকি প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখব? অথবা বাইডেন বা মোদির কাছে সাহায্য চাইবো? আবার ভাবছি দেশে ফিরিয়ে আনলে তো মোল্লা'রা তাকে বাঁচতে দিবে না। হুমায়ূন আজাদের মতো তাকেও মেরে ফেলবে।

তসলিমা নাসরিনের জন্ম ১৯৬২ সালের ২৫ আগষ্ট, ময়মনসিংহে।
সরকারি হাসপাতালে চিকিৎসক হিসেবে দীর্ঘদিন চাকরি করেছেন নিষ্ঠার সাথে। ১৯৯৩ সালে চাকরিতে ইস্তফা দেন- কারণ চাকরি করলে লেখালেখি ছাড়তে হবে সরকারের নির্দেশ। এই লেখালেখির জন্যই তিনি তার প্রিয় স্বদেশ থেকে বিতাড়িত হন। কিন্তু তিনি লেখালেখির জন্য প্রচুর পুরস্কার এবং সম্মান অর্জন করেছেন। ভারত থেকে দু'বার পেয়েছেন আনন্দ পুরস্কার। পৃথিবীর ৩২টি ভাষায় তার বই অনুবাদ হয়েছে। মানববাদ, মানবাধিকার, নারী-স্বাধীনতা ও নাস্তিকতা বিষয়ে তিনি পৃথিবীর বহু বিশ্ববিদ্যালয়ে এবং বিভিন্ন বিখ্যাত মঞ্চে বক্তৃতা দিয়েছেন।

গতকাল তসলিমা নাসরিনের 'ফরাসি প্রেমিক' বইটি পড়লাম।
উপন্যাসের নায়িকা নীলাঞ্জনা সংসারের দাসত্ব ও শৃঙ্খল ছেড়ে বেরিয়ে পড়েছে অনিশ্চয়তার পথে, দু'চোখে জীবন দেখতে দেখতে। তাঁর সব রচনার মতোই ঝকঝকে গদ্যে লেখা সরল, সতেজ, প্রাণবন্ত এই উপন্যাসের কাহিনী-কেন্দ্রে আছে নারীজীবন। এবং তসলিমার কলমে যে-জীবন কখনও মেনে নিতে পারে না পরাজয়।

তসলিমা নাসরিনকে আমি আমার বোন মনে করি।
আমার একসময় ধারনা ছিলো শেখ হাসিনা ক্ষমতায় এলে তাকে দেশে ফিরিয়ে আনবেন লাল গালিচা সংবর্ধনা দিয়ে। আমার ধারনা ভুল প্রমানিত হয়েছে। দেশের মেয়ে দেশে ফিরে আসবে এটাই স্বাভাবিক। এই দেশে কত দুষ্টলোক। চোর, বদমাশ, খুনী আর দূর্নীতিবাজ থাকছে। অথচ একজন মুক্তমনা লেখিক কেন থাকতে পারবে না? বর্তমান সময়ের কোনো লেখককে তসলিমা নাসরিনকে ফিরিয়ে আনার কথা বলতে শুনি না। এটা লেখকদের দৈন্যতা। তসলিমা নাসরিন বাংলাদেশের সম্পদ। অসহায় আর দুর্বল মেয়েদের প্রেরনা। এই জাতি একদিন তার জন্য আফসোস করবে। দেশের মেয়েকে সম্মান দিয়ে দেশে ফিরিয়ে আনুন। তা না হলে ইতিহাস আপনাদের ক্ষমা করবে না। দ্রুত। আসুন আমরা সবাই চিৎকার করে বলি- দেশে মেয়ে দেশে ফিরে আসুক।

মন্তব্য ৫২ টি রেটিং +০/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০২১ রাত ১২:৫৪

জিকোব্লগ বলেছেন:



ঠাকুর মাহমুদ আসতেছে। তসলিমা বাংলাদেশের
কেমন সম্পদ পরিষ্কারভাবে বলতে পারবেন।

২২ শে মার্চ, ২০২১ রাত ৩:১৪

রাজীব নুর বলেছেন: ওকে।

২| ২২ শে মার্চ, ২০২১ রাত ১:০৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: সে পুরুষ তন্ত্রের লুঙ্গি খুলে দিয়েছে।ধর্মের পরতে পরতে লুকিয়ে আছে যে পুরুষতন্ত্র।

২২ শে মার্চ, ২০২১ সকাল ১১:৩৮

রাজীব নুর বলেছেন: ইয়েস।

৩| ২২ শে মার্চ, ২০২১ রাত ১:১৯

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা উনার পক্ষে কথা বলার শুরু করলে, উনার পক্ষে ফিরে আসা সম্ভব হতো।

২২ শে মার্চ, ২০২১ সকাল ১১:৩৯

রাজীব নুর বলেছেন: শেখ হাসিনা তাকে আনবে না- এটা পরিস্কার। আনলে আগেই আনতে। তিনি ক্ষমতায় আছেন প্রায় এক যুগ।

৪| ২২ শে মার্চ, ২০২১ রাত ১:২৮

আমি সাজিদ বলেছেন: বোন তসলিমা, ভাই রাজিবের জন্য ফিরে আসুন।

২২ শে মার্চ, ২০২১ সকাল ১১:৪০

রাজীব নুর বলেছেন: ইয়েস।

৫| ২২ শে মার্চ, ২০২১ রাত ১:৫৬

ঠাকুরমাহমুদ বলেছেন:




ভাই জিকোব্লগ আপনাকে ধন্যবাদ। তসলিমা নাসরিন ব্লগার রাজীব নুরের বোন।

২২ শে মার্চ, ২০২১ সকাল ১১:৪০

রাজীব নুর বলেছেন: কোনো সমস্যা?

৬| ২২ শে মার্চ, ২০২১ রাত ১:৫৯

স্প্যানকড বলেছেন: উনি রাজনৈতিক বিষয়। চাইলেই হয় না সব। আপনে নিরাপত্তা দিবেন উনার জীবন এর? সরকার দিব? এর চেয়ে ভালো দূরে আছে। উনার লেখা পড়ি ভালো লাগে। তবে আমাদের দেশে এখনো অতটা গনতন্ত্র আসে নি। এইটা আপনে জানেন খুব ভালো করে। তাই এই আশায় গুড়ে বালি।

২২ শে মার্চ, ২০২১ সকাল ১১:৪১

রাজীব নুর বলেছেন: সহমত।

৭| ২২ শে মার্চ, ২০২১ রাত ২:৪৬

অনল চৌধুরী বলেছেন: এই নিকৃষ্টকে বাংলাদেশের সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে মিথ্যাচার, দাঙ্গার উস্কানী এবং রাষ্ট্রদ্রোহীতার অপরাধে বিচার করা উচিত।
শুধু আপনি না,আরো ২৭/২৮ বছর আগে ১৯৯৩-৯৪ সালে শামসুল হক, শামসুল রহমানরা এরকম তসলিমা ভক্তি দেখিয়েছিলো।
তখন আপনি অনেক ছোটো।

পরে ২০০৩ সালে সে এদেরই তার শয্যাসঙ্গীনি বলে উল্লেখ করে লিখেছে।

২২ শে মার্চ, ২০২১ সকাল ১১:৪২

রাজীব নুর বলেছেন: কে কার শয্যা সঙ্গী হবে- এটা একান্ত ব্যাক্তিগত ব্যাপার। এখানে আমাদের বলার কিছু নাই।

৮| ২২ শে মার্চ, ২০২১ সকাল ১০:২৭

কবিতা ক্থ্য বলেছেন: সব কেন'র উত্তর হয়না রে বাবা।

২২ শে মার্চ, ২০২১ সকাল ১১:৪৪

রাজীব নুর বলেছেন: হা হা হা-----

৯| ২২ শে মার্চ, ২০২১ সকাল ১১:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন:

আমি সাজিদ বলেছেন: বোন তসলিমা, ভাই রাজিবের জন্য ফিরে আসুন।

ঠাকুরমাহমুদ বলেছেন:

ভাই জিকোব্লগ আপনাকে ধন্যবাদ। তসলিমা নাসরিন ব্লগার রাজীব নুরের বোন।[/sb
হ' তসলিমা বই ফিইরা আয় রাজীব নুরের লাইগা.... ভাবী চা বানাইয়া বইয়া আছে হ্যহ হ্যহ হ্যহ

নিকৃষ্ট মানুষের জন্য হা হুতাশ
ভন্ড মানুষ

২২ শে মার্চ, ২০২১ সকাল ১১:৪৫

রাজীব নুর বলেছেন: নিজের অজ্ঞতা দিয়ে অন্যের মহত্ব আর মেধা বিবেচনা করা বোকামো।

১০| ২২ শে মার্চ, ২০২১ সকাল ১১:৫৩

জুল ভার্ন বলেছেন: এখনতো তসলিমা নাসরিনের আদর্শের সরকার- তসলিমা এলেই মন্ত্রীও হয়ে যেতে পারেন।

২২ শে মার্চ, ২০২১ বিকাল ৫:৪৭

রাজীব নুর বলেছেন: তসলিমা লোভী না। চাটুকারিতা তার স্বভাব নয়।

১১| ২২ শে মার্চ, ২০২১ দুপুর ১:৫৬

মাসুদুর রহমান (শাওন) বলেছেন: আজ জানতে পারলাম সে আপনার বোন, তা আপনার বোনকে কেন দেশ ছাড়তে হয়েছে তা কি বিস্তারিত বলা যাবে...?

২২ শে মার্চ, ২০২১ বিকাল ৫:৫২

রাজীব নুর বলেছেন: এই নষ্ট সমাজ। সমাজের নষ্ট মানুষ।

১২| ২২ শে মার্চ, ২০২১ দুপুর ২:১১

এমেরিকা বলেছেন: যে নরকের কুত্তি হিন্দু যুবককে দিয়ে মুসলিম নারী ধর্ষন করিয়ে তার মুখ থেকে 'শালা শুওরের বাচ্চা বাংলাদেশ' কথাটা বারবার উচ্চারণ করায় - সে কোনমতেই বাংলাদেশের মেয়ে নয়। সে হল আমেরিকা ভারতের যৌনদাসী। সেখানেই রক্ষিতা হয়ে থাকুক।

বাংলাদেশে এসে এদেশের পবিত্র মাটি নাপাক করার কোন প্রয়োজন দেখিনা।

২২ শে মার্চ, ২০২১ বিকাল ৫:৫২

রাজীব নুর বলেছেন: !!

১৩| ২২ শে মার্চ, ২০২১ বিকাল ৩:৫৩

পাঁচ-মিশালি বলেছেন: তসলিমা মুরতাদ হয়ে গেছে। পৃথিবীর একমাত্র সত্য এবং শান্তির ধর্ম ইসলাম অনুসারে মুরতাদের শাস্তি ম । তসলিমা দেশে ফিরলেই ব্লগার ছবি ,ব্লগার অনল ,ব্লগার এমেরিকা তৈরী আছেন হাতে নিয়ে চ।

২২ শে মার্চ, ২০২১ বিকাল ৫:৫৩

রাজীব নুর বলেছেন: হায় হায়---
তাহলে এরা তো ভয়ঙ্কর।

১৪| ২২ শে মার্চ, ২০২১ বিকাল ৪:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


তিনি যেই সময়ে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে ছিলেন সেই সময়ের চেয়ে এখনকার সময় তাঁর জন্য মোটেই অনুকুলে নয়।

২২ শে মার্চ, ২০২১ বিকাল ৫:৫৪

রাজীব নুর বলেছেন: হ্যা ধার্মিকগন আগেও ছিলো। এখনও আছে।

১৫| ২২ শে মার্চ, ২০২১ বিকাল ৫:২৯

সপ্তম৮৪ বলেছেন: বঙ্গবন্ধু খারাপ, শেখের বেটি খারাপ, দেশের বুদ্ধিজীবীরগণ খারাপ , দেশের সাধারণ মানুষ গন্ডমুর্খ , মোল্লারা খারাপ , বামেরা খারাপ , ডানেরা খারাপ এত খারাপের দেশে তিনি কি আদৌ ফিরে আস্তে চান ?

তবে তাঁর ভালো লাগার মানুষ মনে হয় একজনই আছে , আন্তর্জাতিক ফটোগ্রাফার শহিদুল আলম , যে কিনা ছাত্রদের নিরাপদ সড়ক চাই আন্দলোনকে সরকার পতনের আন্দলোন বলে আল জাজিরায় মিথ্যাচার করেছিলেন। আর আছে কিছু ভণ্ড ভক্ত।

তসলিমা নাসরিনের লেখা আমার অনেক ভালো লাগে। তাঁর অনেক বই আমি পড়েছি। খুবই সরল কথন।

ফেসবুকে তিনি প্রচুর মিথ্যাচার করেন।

আরো একটা কথা। ভিপি নূরের পাসপোর্ট জব্দ করার কথা মিডিয়ায় এসেছিলো। শেষ পর্যন্ত হাইকোর্টের নির্দেশে তার পাসপোর্ট ফেরত দিতে হইয়েছে।
তসলিমা নাসরিন আন্তর্জাতিক ব্যক্তিত্ব। আন্তর্জাতিক যত মানবাধিকার সংস্থা আছে তারা আওয়াজ উঠালে তার পাসপোর্ট ফেরত দিতে বাধ্য হবে সরকার।

২২ শে মার্চ, ২০২১ বিকাল ৫:৫৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

১৬| ২২ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:১৬

রবিন.হুড বলেছেন: আমি আপনি একমত কিন্তু আমাদের ক্ষমতা নেই। যাদের ক্ষমতা আছে তারা তসলিমা নাসরিন কে ফিরিয়ে আনতে দ্বিমত করবে এটা নিশ্চিত।

২২ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:১৮

রাজীব নুর বলেছেন: তসলিমা নাসরিন তাদের অঞ্চলের নদী নিয়ে একটা কবিতা লিখেছেন। সেই কবিতায় প্রতিটা লাইনে ফুটে উঠেছে- উনি নিজের দেশ, নদী আর মানুষকে ভালোবাসেন। তাদের কাছে উনি ফিরে আসতে চান।

১৭| ২২ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৪২

অক্পটে বলেছেন: আপনি ভুল করছেন মি. রাজীবদা। এটা বাংলাদেশ। এই দেশের মাটিতে যে পরিমাণ পাপ সংগঠিত হয় প্রতিদিন তা মোচন হতে আরো কয়েক হাজার বছর লাগবে। তসলিমা নাসরিন এদেশে এলে পাপিস্ঠরা তাঁকে মেরে ফেলবে। সুতরাং তিনি যেখানেই আছেন বেঁচেত আছেন। এই ভালো, তিনি বেঁচে আছেন। আপনার আজকের লেখাটা খুব ভাল লেগেছে।

২৩ শে মার্চ, ২০২১ রাত ১২:৩৭

রাজীব নুর বলেছেন: দেশে এলে সরকার তাকে ভালো সিকিউরিটি দিবে। অন্ততপক্ষে কিছু দিন এসে ঘুরে যাক।

১৮| ২২ শে মার্চ, ২০২১ রাত ১০:১২

অপু তানভীর বলেছেন: ব্যক্তিগত ভাবে আমি তাকে অপছন্দ করি । তাকে নিয়ে আসলে নতুন করে কিছু বলার নেই । অনেকে তাকে পছন্দ করে, অনেকে করে না ।
কিন্তু সে এদেশের মানুষ । সে দেশের সম্পদ না হোক, সব নিকৃষ্টই হোক, তারপরেও তার নিজের দেশে ফিরে আসার অধিকার আছে!

২৩ শে মার্চ, ২০২১ রাত ১২:৩৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

১৯| ২২ শে মার্চ, ২০২১ রাত ১০:১৯

মেঘশুভ্রনীল বলেছেন: তসলিমা নাসরিন আর যাই হোক দুর্বল নন, আর উনার বাংলাদেশে ফিরে আসার কোন আগ্রহ আছে কিনা কে জানে। উনাকে আমার স্ববিরোধী আর মানসিক ভারসাম্যহীন বলে মনে হয় (ব্যাক্তিগত বা সামাজিক ট্রমা থেকে হতে পারে)। তবে দেশ থেকে বিতারন নিশ্চয়ই অনেক কষ্টের একটা বিষয়। একটা মানুষ যত খারাপই হোক না কেন, দেশ থেকে বিতারন নিশ্চয়ই তাকে অনেক কষ্ট দেয়। বর্তমান বাস্তবতায় ফেরাটা নিরপদ নাও হতে পারে।

২৩ শে মার্চ, ২০২১ রাত ১২:৩৯

রাজীব নুর বলেছেন: সরকার নিরাপত্তা দিলে সমস্যা হওয়ার কথা না।

২০| ২২ শে মার্চ, ২০২১ রাত ১১:৩৬

অনল চৌধুরী বলেছেন: আপনি আমার ৭ নং মন্তব্যটা আবার পড়েন।
আমি বলতে চেয়েছি, যারা তাকে তসলিমা বানিয়েছিলো, প্রয়োজন শেষে সে তাদের সম্পর্কেই জঘণ্য সত্য বলতে দেরী করেনি। তাদের জায়গায় অপনি থাকলেও সে আপনার সম্পর্কে একই কথা বলতো।
২ দিনের বৈরাগী পাঁচ-মিশালি সম্পর্কে খোজ নেয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি অবেদন জানাচ্ছি।
ববে তসলিমার মতো দেশের সব দুর্নীতিবাজ-অপরাধীকে বের করে দেয়া হলে দেশে শান্তি আসতো।

২৩ শে মার্চ, ২০২১ রাত ১২:৪০

রাজীব নুর বলেছেন: আত্মজীবনীতে সত্য কথা লিখবে না? হোক সে সৈয়দ শামসুল হোক।

২১| ২৩ শে মার্চ, ২০২১ রাত ১২:১৬

কল্পদ্রুম বলেছেন: ওনাকে দেশে ফেরার অনুমতি দেওয়া উচিত।যদিও তার লেখা প্রবন্ধগুলো খুব একটা ভালো লাগেনি।সাম্প্রতিক নানা ইস্যুতেও ওনার বক্তব্য একপেশে ও একঘেঁয়ে।

২৩ শে মার্চ, ২০২১ রাত ১২:৪১

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

২২| ২৩ শে মার্চ, ২০২১ রাত ২:৪৯

অনল চৌধুরী বলেছেন: আত্মজীবনীতে সত্য কথা লিখবে না? হোক সে সৈয়দ শামসুল হোক- একদম ঠিক। সে নিজেই লিখেছে, সে বিবাহিত বুড়া হাবড়া হকের সাথে স্বেচ্ছায় হোটেলে এক কক্ষে ছিলো।
তার নৈতিকতা সম্পর্কে জানার জন্য এটুকই যথেষ্ট।

২৩ শে মার্চ, ২০২১ রাত ৩:১৬

রাজীব নুর বলেছেন: স্বেচ্ছায় না। ঘটনা কি আপনি হয়তো ভুলে গেছেন। আরেকবার পড়ে দেখুন।

২৩| ২৩ শে মার্চ, ২০২১ রাত ৩:২৯

অনল চৌধুরী বলেছেন: বিজেপির লোককে বিয়ে করা ব্যাপারে তসলিমার মন্তব্য কি? মিথ্যা হলে তো সে এর প্রতিবাদ করতো।
সে সুপরিকল্পিতভাবে জঙ্গী-বজরঙ্গীদের পক্ষ নিয়ে বাংলাদেশ বিরোধী প্রচারণার অংশ হিসেবে লজ্জা লিখেছিলো।বিজেপি সাংসদের সঙ্গে তসলিমার সম্পর্ক! আছে গোপন সন্তানও!

২৩ শে মার্চ, ২০২১ দুপুর ১২:৫৬

রাজীব নুর বলেছেন: এটা একান্তই আপনার মতামত।

২৪| ২৩ শে মার্চ, ২০২১ সকাল ৯:২৬

অক্পটে বলেছেন: আমাদের সরকারগুলো সব সময় ধর্ম নিয়ে রাজনীতি করে, সরকার তসলিমার পক্ষে নয়। হুজুরদের পক্ষে।

২৩ শে মার্চ, ২০২১ দুপুর ১২:৫৬

রাজীব নুর বলেছেন: সরকারের উচিত সবার পক্ষে থাকা।

২৫| ২৪ শে মার্চ, ২০২১ রাত ২:১৭

অনল চৌধুরী বলেছেন: পত্রিকায় ছবিসহ প্রকাশিত খবর আমার মতামত হলো কিভাবে?
মিথ্যা খবরের বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা করা যায়। মামলা তো দূরের কথা, তসলিমা এর কোনো মৌখিক প্রতিবাদও না করে এটাকে স্বীকার করে নিয়েছে।
মিথ্যা দেয় সত্যকে ঢেকে রাখা যায় না।

২৪ শে মার্চ, ২০২১ রাত ৩:৩১

রাজীব নুর বলেছেন: তর্ক করবো না আমি।

২৬| ২৪ শে মার্চ, ২০২১ ভোর ৪:৩৮

অনল চৌধুরী বলেছেন: মিথ্যা দিয়ে সত্যকে ঢেকে রাখা যায় না- তসলিমাকে বলেছি।
নারীবাদী সেজে একটা দেশের একটা গোষ্ঠীর স্বার্থ উদ্ধারে কাজ করেছে।

২৪ শে মার্চ, ২০২১ দুপুর ১২:২৬

রাজীব নুর বলেছেন: ত্সলিমা নাসরিন একজন গ্রেট লেডি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.