নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
I am so small I can barely be seen
How can this great love be inside me?
Look at your eyes.They are small
But they see enormous things.
১। জিলাপী এবং ফুচকা'র ইংরেজী কি হবে?
২। আকাশ ফরসা হতে শুরু করেছে।
আমি ব্যালকনিতে এসে দাড়িয়েছি। ভোরের আকাশ দেখা দারুন একটা ব্যাপার। এর মধ্যে একটা কাক আমার ব্যালকনির সামনে দিয়ে উড়ে গেল। কাক কে দেখে একটা ঈশপের গল্প মনে পড়ল। গল্পটা এই রকম- এক শিয়াল দেখল যে এক কাক মুখে মাংস নিয়ে গাছের ডালে উঠে বসলো। সে ভাবল মাংসটা তার পেতেই হবে। সে গাছের নিচে গিয়ে কাককে ডেকে বলল “শুভ সকাল কাক মাড্যাম। আপনাকে আজকে অনেক সুন্দর লাগছে। আপনার পালক গুলো অনেক সুন্দর। আপনার গলার আওয়াজও নিশ্চয়ই অনেক সুন্দর হবে। আমাকে একটা গান শুনান। আমি বাধিত হব তাহলে। আপনাকে আমি তাহলে পাখির রানী বলতে পারবো”। কাক যেই ক্যা ক্যা শুরু করলো। তার মুখ থেকে মাংস পড়ে গেলো। আর শিয়াল সেই মাংস নিয়ে দৌড় দিলো। এই গল্পের মরাল টা আপনাদের জ্ঞান দিয়ে বুঝে নিবেন।
৩। “... বন্ধু পাওয়া যায় সেই ছেলেবেলায় স্কুল-কলেজেই। প্রাণের বন্ধু। তারপর আর না।"
"আর না? সারা জীবনে আর না?"
"জীবন জুড়ে যারা থাকে তারা কেউ কারো বন্ধু নয়। তারা দু'রকমের। এনিমি আর নন-এনিমি। নন-এনিমিদেরই বন্ধু বলে ধরতে হয়।”
― শিবরাম চক্রবর্তী।
৪। পুরুষের একমাত্র দূর্বলতা হচ্ছে নারীর চোখের পানি।
এই নারীটি হতে পারে তার বোন, হতে পারে তার মা কিংবা হতে পারে স্ত্রী অথবা প্রেমিকা।
কিন্তু নারীর নির্দিষ্ট কোন দূর্বলতা নেই।
৫। হও ধর্মেতে ধীর
হও কর্মেতে বীর
হও উন্নত শির নাহি ভয়।
ভুলি ভেদাভেদ জ্ঞান হও আগুয়ান
সাথে আছে ভগবান হবে জয়।
৬। সাম্প্রদায়িকতা শ্রেণী বৈষম্যের সাথে সম্পর্কিত। তার প্রমাণ দরিদ্র সংখ্যালঘুরাই শুধু দাঙ্গার শিকার হয়, ধনাঢ্যরা নয়।
৭। দেশে আবারও করোনায় হানা দিয়েছে দিনকে দিন ক্রমশই শক্তিশালী হচ্ছে করোনা। নিজে নিরাপদে থাকুন অন্য নিরাপদে থাকতে সহায়তা করুন
২২ শে মার্চ, ২০২১ সকাল ১১:৫১
রাজীব নুর বলেছেন: হে হে হে----
২২ শে মার্চ, ২০২১ সকাল ১১:৫১
রাজীব নুর বলেছেন: হে হে হে----
২| ২২ শে মার্চ, ২০২১ সকাল ১১:৪৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগে না শিরোনাম ক্যারে ভাই
২২ শে মার্চ, ২০২১ সকাল ১১:৫১
রাজীব নুর বলেছেন: কারন তসলিমা নাসরিনকে আপনি পছন্দ করেন না বলে।
৩| ২২ শে মার্চ, ২০২১ দুপুর ১২:০২
কাজী ফাতেমা ছবি বলেছেন: হে হে হ্যহ হ্যহ হ্যহ
২২ শে মার্চ, ২০২১ বিকাল ৫:৪৬
রাজীব নুর বলেছেন: এ কেমন হাসি!!!!!
৪| ২২ শে মার্চ, ২০২১ দুপুর ১:০১
সাজিদ উল হক আবির বলেছেন: ফাতেমা আপার কমেন্টে আপনার রিপ্লে দেখে হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার অবস্থা!
জিলাপির কথা মনে করায়ে দিয়ে কষ্ট দিলেন। জিলাপি খাওয়া ছেড়ে দিসি, অন্যান্য মিষ্টির সাথে। গরম গরম জিলাপির তুলনা নাই। তালতলা মার্কেটেই আগে বিক্রি করতো। এখন তো সব উঠায়ে দিলো।
২২ শে মার্চ, ২০২১ বিকাল ৫:৪৮
রাজীব নুর বলেছেন: বহু জায়গায় বিকেল থেকে গরম গরম জিলাপী ভাজে। পাউরুটি দিয়ে খেতে মাঝে মাঝে ভালৈ লাগে। আমি আজ খাবো।
৫| ২২ শে মার্চ, ২০২১ দুপুর ১:০৫
মোহামমদ কামরুজজামান বলেছেন: ভাই, জিলাপি ইজ Jilapi এবং ফুচকা ইজ Fuchka।
আমার মনে হয়,এ দুটার ইংরেজী প্রতিশব্দ নেই কারন এত জিলাপির প্যাচ বাংগালী ছাড়া ইংরেজদের মাথায় আসেনি আর তাই এর ইংরেজী প্রতিশব্দ লিখা হয়নি।
২২ শে মার্চ, ২০২১ বিকাল ৫:৪৯
রাজীব নুর বলেছেন: এই দুটা শব্দের ইংরেজি থাকবে না কেন? অবশ্যই আছে।
৬| ২২ শে মার্চ, ২০২১ বিকাল ৩:০৫
আমি সাজিদ বলেছেন: শিবরামের কথাটা চমৎকার
২২ শে মার্চ, ২০২১ বিকাল ৫:৫০
রাজীব নুর বলেছেন: শিবরাম পড়ে দেখুন। ওস্তাদ লোক।
৭| ২২ শে মার্চ, ২০২১ বিকাল ৩:২৩
ওমেরা বলেছেন: ৪ নাম্বার - এমন কঠিন পুরুষও আছে তাদের কাছে নারীর চোখের পানিরও কোন মূল্য দেয় না। তারা নারীকে কাঁদিয়েই সুখ পায়।
নারীদের দূর্বলতা হল পুরুষের মিথ্যা কথা বিস্বাস করে ।
২২ শে মার্চ, ২০২১ বিকাল ৫:৫১
রাজীব নুর বলেছেন: হ্যা এরকমও হতে পারে।
৮| ২২ শে মার্চ, ২০২১ রাত ৯:৩৫
নুরুলইসলা০৬০৪ বলেছেন: কিছু আছে আবেগের বন্ধু,কিছু আছে স্বার্থের বন্ধু কিছু আছে আদর্শের বন্ধু।
২৩ শে মার্চ, ২০২১ রাত ১:১০
রাজীব নুর বলেছেন: এই সমাজে কারো কোনো ভালো বন্ধু নেই।
৯| ২৩ শে মার্চ, ২০২১ সকাল ১১:৩২
রানার ব্লগ বলেছেন: সকলেই স্বার্থপর
বাল্যকালের বন্ধু বেস্ট ঠিক তেমনি বাল্যকালের শত্রুও বেস্ট ওরা ক্ষতি করলে বুঝে শুনে করে। এতো দিনের শত্রুতা অল্প তে নষ্ট করতে চায় না।
২৩ শে মার্চ, ২০২১ দুপুর ১২:৫৫
রাজীব নুর বলেছেন: এই জন্য সহজ সরল জীবনযাপন করতে হয়।
©somewhere in net ltd.
১| ২২ শে মার্চ, ২০২১ সকাল ১১:৪৮
জুল ভার্ন বলেছেন: পোস্টের বক্তব্যের সাথে সহমত।