নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

কাককে ঢিল ছুড়তে মানা

২৩ শে মার্চ, ২০২১ দুপুর ২:৫৪




ডেভিড কপার ফিল্ডের যাদু আমায় মুগ্ধ করে
মনে হয়, সুখগুলো ভিন্ন ভিন্ন, দুঃখগুলো সব এক।

লাবনীকে প্রশ্ন করেছিলাম, 'সংশপ্তক' শব্দের মানে জানো?
লাবনী বলল, জানতাম, এখন ভুলে গেছি, মনে পড়ছে না
আমিই বলে দিলাম- 'হয় জয় না হয় মৃত্যু'।

একদিন স্কুল মাঠে কাককে এক ঢিল ছুড়ে মেরেছিলাম
শিক্ষক তা দেখে ফেললেন জানালা দিয়ে,
বললেন- কাক হচ্ছে পৃথিবীর প্রাচীনতম পাখি
ঢিল মেরে তুমি অন্যায় করেছো, ক্ষমা চাও কাকের কাছে
মানুষ হয়ে কাকের কাছে ক্ষমা চেয়ে ভীষন মন খারাপ হলো।

এখন, মন ভালো করার একটাই রাস্তা আছে-
আর তা হইলো অন্য কারো মন খারাপ কইরা দেওয়া
একজন কবি আকাশের দিকে তাকিয়ে ভাবেন-
মানুষের নিয়তি কি মানুষ নিজেই নির্ধারন করে?

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০২১ বিকাল ৩:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো হইছে

২৩ শে মার্চ, ২০২১ বিকাল ৫:২৬

রাজীব নুর বলেছেন: শুকরিয়া। জাজাকাল্লাহ খাইরুন।

২| ২৩ শে মার্চ, ২০২১ বিকাল ৩:২৫

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: খুব ভাল হয়েছে - শুভ কামনা আপনার জন্য

২৩ শে মার্চ, ২০২১ বিকাল ৫:২৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৩| ২৩ শে মার্চ, ২০২১ বিকাল ৪:০১

সাড়ে চুয়াত্তর বলেছেন: চার্লস ডিকেন্সের একটা উপন্যাস আছে যেটার নাম ' ডেভিড কপারফিল্ড '। অনেক জাদুকর ও পীর জীনদের সাহায্যে অনেক খেল দেখিয়ে থাকে। শংশপ্তক উপন্যাসের শুরুতে লেখা আছে যে শংশপ্তক মানে হোল 'পরাজয় নিশ্চিত জেনেও যে বীর মৃত্যুর আগ পর্যন্ত লড়ে যায়'। আপনার অর্থও ঠিক আছে। ১৯৮৮ সালের দিকে এটা পড়েছিলাম। ছোটকালে বারান্দায় দাঁড়ালে একটা কাক এসে ঠোকর দিয়ে যেত। সম্ভবত কাকটা কোনও কারণে আমাদের উপর ক্ষিপ্ত ছিল। অনেক কষ্টে এক বন্দুকওয়ালাকে দিয়ে ওটাকে মারতে হয়েছিল। একটা কাক মারলে হাজার হাজার কাক প্রতিবাদ করে। কিন্তু মানুষ এমন করে না। মানুষের জীবন হোল একটা রেকর্ড করা সিনেমার রিলের মত। রিলিজ হওয়ার আগেই যে সিনেমাটা বানিয়েছে সে পুরোটা জানে।

২৩ শে মার্চ, ২০২১ বিকাল ৫:২৭

রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন।

৪| ২৩ শে মার্চ, ২০২১ বিকাল ৪:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন: হায় কবি!! হায় কবিতা!!!

২৩ শে মার্চ, ২০২১ বিকাল ৫:২৮

রাজীব নুর বলেছেন: কবিতার বারোটা বাজিয়ে দিচ্ছি নাকি আমি?

৫| ২৩ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৩৭

মরুভূমির জলদস্যু বলেছেন: লেখক বলেছেন: কবিতার বারোটা বাজিয়ে দিচ্ছি নাকি আমি?
রবীন্দ্রনাথের ক্যামেলিয়া কবিতাটা পড়েছেন?
নিশ্চইয় পড়েছেন।
আবার পড়ুন, কয়েকবার পড়ুন।
আমার পছন্দের একটি কবিতা এই ক্যামেলিয়া।
তারপর সুরভি ভাবির জন্য একটা কবিতা লিখুন।
কয়েকবার চেষ্টা করে লিখুন।

২৪ শে মার্চ, ২০২১ রাত ১:৩৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। চেষ্টা করবো।

৬| ২৩ শে মার্চ, ২০২১ রাত ১১:২২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: কবিতা লেখায় অনেক উন্নতি।যদিও কবিতার ব্যাকরণ আমার জানা নাই।

২৪ শে মার্চ, ২০২১ রাত ১:৩৭

রাজীব নুর বলেছেন: কথায় আছে। গাইতে গাইতে গায়েন। ঠিক তেমনি লিখতে লিখতে কবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.