নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ছবি ফেসবুক।
এই ছবিটা আজ ফেসবুকে খুব ঘুরছে।
ছবিটা দেখে আমার খুব ভালো লেগেছে। চমৎকার ছবি। যতটুকু জানি তারা চার বান্ধবী। বুয়েটের ছাত্রী ছিলেন। সবচেয়ে বড় কথা তারা মুক্তিযোদ্ধা। আমি মুক্তিযোদ্ধাদের ভালোবাসি, সম্মান করি। এই চারজন নারী সম্পর্কে কারো কাছে কোনো তথ্য থাকলে দয়া করে জানাবেন।
ছবিতে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে যে গাড়ীতে তার চারজন বসেছিলেন, স্বাধীনতার ৫০ বছর পর বর্তমানে ২০২১ সালে সেই একই গাড়ীতে, একই জায়গায় তারা চারজন। এই ছবিটা ব্লগার অমি রহমান পিয়াল ভাই পেলে হয়তো 'জন্মযুদ্ধ' লোগো লাগিয়ে দিতেন। এবং তার কাছ থেকে হয়তো ছবির চারজন নারী সম্পর্কে অনেক তথ্য দিতে পারতেন।
ছবির চারজনের প্রতি রইলো শ্রদ্ধা ও ভালবাসা।
২৪ শে মার্চ, ২০২১ রাত ১:৫৫
রাজীব নুর বলেছেন: বয়স হয়ে গেলে অথবা ধর্মের খাতিরে হয়তো হিজাব পড়েছেন।
২| ২৪ শে মার্চ, ২০২১ রাত ৩:০৪
মার্শাল ইফতেখার আহমেদ বলেছেন: আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ! মন জুড়িয়ে গেলো! ১৯৭১, নস্টালজিয়া, সাদা-কালো ছবি! চার মুক্তিযোদ্ধা বান্ধবী! অপূর্ব! মন জুড়িয়ে গেলো! আপনি নিজেই এঁদের তথ্যাদি চাইছেন, তবুও ছবিটির মাধুর্যতায় এখনই জানাচ্ছি তাঁদের, অনন্ত অসীম শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা, "বাংলাদেশ" কে জন্মদানে কিংবদন্তীর অবদানের জন্য!
২৪ শে মার্চ, ২০২১ রাত ৩:৩০
রাজীব নুর বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
৩| ২৪ শে মার্চ, ২০২১ রাত ৩:৪৯
কবিতা ক্থ্য বলেছেন: অসাধারন নস্টালজিয়া, সাদা-কালো ছবি!
২৪ শে মার্চ, ২০২১ দুপুর ১২:২১
রাজীব নুর বলেছেন: ছবিটার ইতিহাস জানতে ইচ্ছা করছে। এই চাজন সম্পর্কে জানতে ইচ্ছা হচ্ছে।
৪| ২৪ শে মার্চ, ২০২১ ভোর ৪:৫২
চাঁদগাজী বলেছেন:
অমি রহমান পিয়াল "জনযু্দ্ধ" শব্দটা ব্যবহার করে আমাদের মুক্তিযু্দ্ধে একটা ভাগ বসাতে চেয়েছিলো; এটা নিয়ে উনার সাথে অনেক খারাপ তর্ক হয়েছে; এরা চিল-কাউয়া চোঁ মেরে সব নিয়ে যেতে চায়।
২৪ শে মার্চ, ২০২১ দুপুর ১২:২২
রাজীব নুর বলেছেন: সেই সময়ের মুক্তিযুদ্ধের ছবি গুলোতে উনি কেন 'জন্মযুদ্ধ' লগো বসিয়েছেন। তার ব্যখ্যা উনার কাছে নিশ্চয়ই আছে।
৫| ২৪ শে মার্চ, ২০২১ ভোর ৫:০২
পাকাচুল বলেছেন: উপরের ছবিটা যে মুক্তিযুদ্ধের সময় তোলা, এই ব্যাপারে কোন রেফারেন্স দিতে পারবেন ?
২৪ শে মার্চ, ২০২১ দুপুর ১২:২৩
রাজীব নুর বলেছেন: আমার কাছে কোনো রেফারেন্স নাই। আমি নিজেই সন্দিহান।
৬| ২৪ শে মার্চ, ২০২১ ভোর ৫:০৭
পাকাচুল বলেছেন:
[link|https://www.pinterest.ca/pin/99642210482703538/|একটু দেখে আসতে পারেন এখানে।
২৪ শে মার্চ, ২০২১ দুপুর ১২:২৩
রাজীব নুর বলেছেন: লিংকটা সুন্দর করে দেন। ভালো করে দেখি।
৭| ২৪ শে মার্চ, ২০২১ সকাল ১০:২৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এ ধরনের ছবি গুলো ইদানিং ট্রেন্ড হয়ে গিয়েছে। অনেক বছর আগের তোলা ছবি ৩০/৪০ বছর পর আবার একই পোজে তোলা। খারাপ লাগে না। তবে তেনারা মুক্তিযোদ্ধা এটা কোথায় পেলেন?
২৪ শে মার্চ, ২০২১ দুপুর ১২:২৪
রাজীব নুর বলেছেন: ফেসবুকে লোকজন এই কথাই বলছে।
৮| ২৪ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৩০
পাকাচুল বলেছেন: এখানে দেখেন
২৫ শে মার্চ, ২০২১ রাত ১২:৩৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৯| ২৪ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৫১
এমেরিকা বলেছেন: তেনারা মুক্তিযোদ্ধা হতেই পারেন না। সেই সময়টা এমন, কারো শখ হবেনা, রাইফেল হাতে এরকম ভাব ধরা পোজ দেওয়ার।
২৫ শে মার্চ, ২০২১ রাত ১২:৩২
রাজীব নুর বলেছেন: সহমত।
১০| ২৫ শে মার্চ, ২০২১ রাত ১:০৯
অপু তানভীর বলেছেন: পোস্ট এডিট করেন । এরা মুক্তিযোদ্ধা না । এই পোস্টে ঘুরে আসুন।
২৫ শে মার্চ, ২০২১ রাত ৩:১০
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
১১| ২৫ শে মার্চ, ২০২১ রাত ১:৪৬
রিফাত হোসেন বলেছেন: মিথ্যা হলেও রূপক অর্থে ধরতে পারি। (যেহেতু, আমাদের অদেখা-অজানা অনেক মা-বোনেরা মুক্তিযোদ্ধা ছিলেন) পোষ্টটি এডিট করার সুপারিশ করছি।
২৫ শে মার্চ, ২০২১ রাত ৩:১১
রাজীব নুর বলেছেন: সহমত।
১২| ২৫ শে মার্চ, ২০২১ রাত ৩:০৯
নুরুলইসলা০৬০৪ বলেছেন: আমিতো একটি মন্তব্য করেছিলাম।এখন দেখি নাই।হয়তো প্রকাশ না করেই চলে গেছি।নতুন করে আর মন্তব্য করতে ইচ্ছে করছে না।
২৫ শে মার্চ, ২০২১ রাত ৩:১১
রাজীব নুর বলেছেন: মন্তব্য লিখে, মন্তব্য প্রকাশ করতে ভুলে গেছেন!!!!!!!!!!!!!
১৩| ২৫ শে মার্চ, ২০২১ রাত ৩:৫২
অনল চৌধুরী বলেছেন: রঙ্গীন ছবিতেও বন্দুক পেলেন কিভাবে?
২৫ শে মার্চ, ২০২১ দুপুর ১:২০
রাজীব নুর বলেছেন: জানি না।
©somewhere in net ltd.
১| ২৪ শে মার্চ, ২০২১ রাত ১:৫০
এভো বলেছেন: উপরেরটা মুক্তিযোদ্ধার ছবি
এবং
নীচেরটা তালেবানি জামাতি আই এস আই যোদ্ধা।