নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

সহজভাবে সবকিছু দেখি

২৪ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:১৫



১। ডাক্তার বললেন 'মনে করুন- আপনি বাঘ শিকার করতে জঙ্গলে গেলেন, হঠাৎ আপনার সামনে একটা বাঘ চলে এলো। আপনি বাঘটাকে মারার জন্য বন্দুক তাক করলেন, কিন্তু বন্দুক কই আপনার হাতে তো ছাতা! জীবন বাচাঁতে আপনি ছাতা দিয়েই গুলি চালালেন, কিন্তু একি? গুলির শব্দ হলো, গুলিও বের হলো, বাঘও মরলো, এবার বলুন এটা কিভাবে সম্ভব হলো?

২। ১৮ কোটি মানুষের বেশির ভাগ মানুষ যেদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে বলতে পারবে 'আমি সত্যিকারভাবে একজন ভালো মানুষ, যোগ্য মানুষ, অন্তত পক্ষে সেরকম হওয়ার চেষ্টা করে যাচ্ছি' সেদিন শুধুমাত্র আমরা আমাদের স্বপ্নের দেশ পাবো। তার আগ পর্যন্ত কেবল 'নিজে ভালো, অন্যরা খারাপ' বলে গলা ফাটিয়ে যাবো, কিংবা বিভিন্ন উন্নত দেশের এম্ব্যাসিতে লাইন দিয়ে দাঁড়িয়ে কোনোমতে এই মৃত্যু উপত্যকা থেকে পালানোর চেষ্টা করে যাবো।

৩। আমি ব্যক্তিগতভাবে জাদু, জ্বীন-পরী, জ্যোতিষবিদ্যা, কিংবা কোনো অদৃশ্য সত্ত্বায় বিশ্বাস করি না। এগুলোর ব্যাপারে আমি সন্দিহান এবং আমি বিশ্বাস করি এগুলো সবকিছু অসম্ভব এবং হাস্যকর। এইসব অদৃশ্যে বিশ্বাস না করাটা আমার জীবনকে অনেক সমৃদ্ধ করেছে। একজন বাস্তববাদী মানুষ হিসেবে পৃথিবীকে আমি খুব যুক্তির জায়গা হিসেবে দেখি যেখানে প্রকৃতির তৈরি বৈজ্ঞানিক নিয়ম এবং মানুষের তৈরি সামাজিক নিয়ম অনুসারে সবকিছু চলে। এবং পৃথিবীকে এভাবে দেখার কারণে আমি অনেক সহজভাবে সবকিছু দেখতে পারি।

৪। আপনি মানুষ হিসেবে ইন্টারেস্টিং হতে পারলেই মানুষ আপনাকে পছন্দ করবে, আপনার দ্বারা মুগ্ধ হবে।

৫। যে পাঁচ জন মানুষের সাথে সবচেয়ে বেশি সময় কাটান আপনি সেই পাঁচজন মানুষের গড়। আপনার বুদ্ধি হচ্ছে আপনার সবচেয়ে কাছের পাঁচ জন মানুষের গড় বুদ্ধির সমান।

৬। কবি কাজী নজরুল ইসলাম হচ্ছেন সর্বপ্রথম বাঙালি যিনি 'পাকিস্তান'কে 'ফাঁকিস্তান' বলে ডেকেছিলেন।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:২৬

চাঁদগাজী বলেছেন:



২ নং:

শিক্ষার অভাবে বাংলাদেশের মানুষ দায়িত্বশীল নাগরিক হতে পারছেনা।

২৫ শে মার্চ, ২০২১ রাত ১২:৫৪

রাজীব নুর বলেছেন: এর কারন হচ্ছে ঘুষ।
আইন থাকবে। আইনের প্রয়োগ থাকবে। ঘুষের কারবার থাকবে না। তাহলেই দেশের নাগরিকরা দায়িত্বশীল হবে।

২| ২৪ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বাংলাদেশের মানুষ ধার্মিক।
কিংবা ধার্মিকদের ভাব ধরে বসে আছে ।
কিন্তু তাদের মধ্যে সততার পরিমাণ খুবই কম ।

২৫ শে মার্চ, ২০২১ রাত ১২:৫৬

রাজীব নুর বলেছেন: আপনিও তো বাংলাদেশের মানুষ।

৩| ২৪ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৪৭

খায়রুল আহসান বলেছেন: সমাজ থেকে সততা ও নৈতিকতার কেন এত দ্রুত অবক্ষয় হচ্ছে, তা ভেবে দেখতে হবে।

২৫ শে মার্চ, ২০২১ রাত ১২:৫৭

রাজীব নুর বলেছেন: আইনের প্রয়োগ কম। তাই।

৪| ২৪ শে মার্চ, ২০২১ রাত ৯:১১

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ১, চলুন একদিন ছাতা নিয়ে সুন্দর বন যাই।বাস্তবে পরীক্ষা করে দেখি,ডাক্তারকে পাঠাবো সবার আগে।
২, ১৮কোটি না ১৮ লক্ষ লোকই যথেষ্ট,আরো নির্দিষ্ট করে বললে ১৮ হাজার বা এক জনই যথেষ্ট।বিরাট বড় বড় বন পুড়িয়ে ফেলে একটা স্ফুলিঙ্গ।সেই মহা মানবের অপেক্ষায় থাকুন।আমাদের মাঝ থেকেই উঠে আসবে সেই মহা মানব।
৩, কুসংস্কারে আমিও বিশ্বাস করি না।
৪, ইন্টারেস্টিং বিষয়টা বুঝলাম না।ব্যতিক্রম বলছেন কি?
কবি মানুষকে ফাঁকি দিয়ে বোবা হয়ে বসে ছিল।কাজটা তার ঠিক হয় নাই।তার কাছে মানুষের অনেক প্রত্যাশা ছিল।

২৫ শে মার্চ, ২০২১ রাত ১২:৫৮

রাজীব নুর বলেছেন: জাস্ট গ্রেট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.