নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা বেঁচে থাক, বেঁচে থাক

২৫ শে মার্চ, ২০২১ দুপুর ১:৩৭

ছবিঃ আমার তোলা।

ঘুরে বেড়াই মধ্যরাতে, যেমন ইচ্ছা সোজা বাঁকা
চাঁদের মতোন আপন মনে একা একা-
বুকের ভেতর আছে গোপন কিছু আনন্দ,
এই আনন্দে ফোঁটাই হাজার অচিন পদ্ম!

ফুলের ঘ্রানে মন নাঁচে রে...
কার যেন বকুল তলায় আসার কথা ছিল-
আড়িয়াল বিল পেরিয়ে, আমি তার ছায়া দেখি
এতো কোনো ছায়া নয়, মায়া গো মায়া...

কালো মেঘ আকাশে আকাশে ভাসে,
বাতাসে বালু উড়ে...
বিকেলে ছাদে গিয়ে হতবাক হয়ে
তাকিয়ে রইলাম মেঘ ভরা আকাশে
আকাশ কালো মেঘে ছেয়ে গেছে
তোমার চোখ দু'টি আরো কালো
তার চেয়ে বেশী কালো তোমার কেশ-
আহা...! বেশ ...বেশ...বেশ...

তোমার গানের সুর ও ছন্দে নেঁচে উঠে আকাশ
আশ্চর্য ঐশ্বর্যে রাঙ্গা রোমাণ্টিকতার সেই লুকোচুরি
একদিন ঝড়বৃষ্টিতে বন্দি তুমি-আমি
ভালোবাসা বেঁচে থাকা, তবু কী যে বেদনা অদ্ভুত।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০২১ দুপুর ১:৪৭

মোহামমদ কামরুজজামান বলেছেন: সুন্দর কবিতা রাজিব ভাই।

আড়িয়াল বিলের ওপারেই ত মনে হয় আপনার গ্রামের বাড়ী,তাই কি? আর বিল পেরিয়ে কার আসার কথা ভাই? সুরুভী ভাবী তার দুই কন্যাকে নিয়ে না অন্য কেউ?

জয়তু ভালবাসা ,ভালবাসা বেচে থাকুক আজীবন।

২৫ শে মার্চ, ২০২১ দুপুর ২:০১

রাজীব নুর বলেছেন: আড়িয়াল বিল থেকে আমাদের বাড়ির দুরত্ব এক মাইল। আড়িয়াল বিলে আমাদের জমি আছে।
সুরভি সুরভির জায়গায় সসম্মানে আছে।

২| ২৫ শে মার্চ, ২০২১ দুপুর ২:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: কবিতা ভালো লাগছে রাজীব ভাই

২৫ শে মার্চ, ২০২১ দুপুর ২:৫৯

রাজীব নুর বলেছেন: কি ভাগ্য আমার!!

৩| ২৫ শে মার্চ, ২০২১ বিকাল ৩:৩১

অজানা তীর্থ বলেছেন: আমি ধর্মঘট করবো আজকে, রাজীব ভাই এইরকম একখান কবিতা লিখতে পারে না। তাই বলে হিংসা করছি না। নিরন্তর শুভকামনা রাজীব ভাই।

২৫ শে মার্চ, ২০২১ বিকাল ৩:৫২

রাজীব নুর বলেছেন: আমি হলাম ভাঙ্গা কুলার ছাই।

৪| ২৫ শে মার্চ, ২০২১ বিকাল ৪:২৫

ওমেরা বলেছেন: কবিতা পড়েছি , ভালো।

২৫ শে মার্চ, ২০২১ বিকাল ৪:৩১

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন। জয় বাংলা।

৫| ২৫ শে মার্চ, ২০২১ বিকাল ৪:৩৬

করুণাধারা বলেছেন: কবিতা ভালোই। মোটামুটি বললে তো মনখারাপ করবেন...

২৫ শে মার্চ, ২০২১ বিকাল ৪:৪০

রাজীব নুর বলেছেন: ফালতু বললেও মন খারাপ করবো না।

৬| ২৬ শে মার্চ, ২০২১ সকাল ৭:৪১

নুরুলইসলা০৬০৪ বলেছেন: সভ্যসাচী লেখক

২৬ শে মার্চ, ২০২১ দুপুর ২:৪৬

রাজীব নুর বলেছেন: কে?
আমাকে বলছেন?
হায় হায়----

৭| ২৬ শে মার্চ, ২০২১ রাত ৮:৫৩

ইসিয়াক বলেছেন: মধ্যরাতে একা একা ঘুরে বেড়াচ্ছেন চাঁদের মত, আড়িয়াল বিল পেরিয়ে কারো ছায়া দেখছেন। তারপর হুট করে বিকেলবেলা ছাদে এলেন কেমন করে?
চমৎকার কবিতা হতে পারতো, একটু তো মনোযোগী হবেন। কবিতাটি আবার লিখুন। আরেকটু ভাবুন। জানি আপনি তা করবেন না।কারণ একটা কাজ হয়ে গেলে পরবর্তীতে তার দিকে আর ফিরেও তাকান না আপনি।
কবিতা কিন্তু ভালো হয়েছে।

২৭ শে মার্চ, ২০২১ রাত ২:০৯

রাজীব নুর বলেছেন: শুকরিয়া জনাব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.