নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

নেলসন মেন্ডেলা

২৬ শে মার্চ, ২০২১ রাত ১২:৫০



দীর্ঘ ২৭ বছর জেল খাটা নেলসন ম্যান্ডেলা সূর্য কী জিনিস উনি চোখে দেখেননি। অতঃপর- নেলসন ম্যান্ডেলা দেশের প্রেসিডেন্ট হওয়ার পর। একদিন তাঁর কয়েকজন সহকর্মীকে বললেন- চলো আজ শহর দেখি, চার দেয়ালের ভিতর বন্দি জীবনের দীর্ঘ সময় কাটানোর পর নিজের শহরটি কেমন হয়েছে নিজ চোখে না দেখলেই নয়। সহকর্মীদের সাথে নিয়ে নেলসন ম্যান্ডেলা শহরের অলি-গলি হাঁটলেন। খুব ক্ষুধা লাগার পর ম্যান্ডেলা বললেন- সামনের মোড়ে যদি কোনো রেস্তোরাঁ থাকে, সেখানেই খেয়ে নিতে চাই। ওরা তো অবাক! বুঝতে পেরে ম্যান্ডেলা বললেন, অবাক হওয়ার কিছুই নাই। ক্ষুধা লেগেছে, খাবো। কয়েদখানার বিভৎস খাবার খেয়েও যেহেতু মরিনি, তাই এতো সহজে মরবো না। সবাই মিলে টেবিলে খেতে বসেছেন। অল্প দূরে আরেকজন ভদ্রলোক বসে আছেন, বেশ বয়ষ্ক। হোটেলের ওয়েটারকে ম্যান্ডেলা বললেন- একটা চেয়ার এনে আমার পাশে রাখো এবং ওনাকে বলো- আমার টেবিলে বসে খেতে।

বয়স্ক ভদ্রলোক আসলেন। এসে মেন্ডেলার পাশের চেয়ারটায় বসলেন। খেতে খেতে সবাই গল্প করছে। কিন্তু পাশে বসা লোকটি কিছুই খেতে পারছেন না। ওনার হাত কাঁপছে। চামচ থেকে খাবার প্লেটে পড়ে যাচ্ছে বারবার। ম্যান্ডেলার সহকর্মীদের একজন বললেন-
আপনি মনে হয় অসুস্থ। লোকটি চুপচাপ রইলো। কিছুই বললো না। ম্যান্ডেলা নিজ হাতে ওনাকে খাবার খাইয়ে দিলেন।

খাবার শেষে সেই বয়স্ক ভদ্রলোক বিদায় নেয়ার জন্য প্রস্তুত হলেন। কিন্তু সবাই অবাক চোখে দেখলো- লোকটি ভালো করে দাঁড়াতে বা হাঁটতে পারছেন না। শরীরের কাঁপুনি ক্রমবর্ধমান! ম্যান্ডেলা নিজ হাতে ওনাকে উঠে দাঁড়াতে সাহায্য করলেন এবং সহকর্মীদের একজনকে ওনাকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসতে বললেন। সহকর্মীদের মধ্যে আরেকজন বললেন- এতো অসুস্থ শরীর নিয়ে উনি বাড়ী পৌঁছাতে পারবেন তো? এই সময় ম্যান্ডেলা বলতে শুরু করলেন- উনি অসুস্থ না। আমি জেলের যে সেলে বন্দি ছিলাম উনি ছিলেন সেই সেলের গার্ড। প্রচন্ড মার খেয়ে আমার খুব তৃষ্না পেতো। পিপাসায় কাতর আমি যতবার পানি পানি বলে আর্তনাদ করতাম, ততবার উনি আমার সমস্ত শরীরে প্রসাব করে দিতেন।

আজ আমি দেশের প্রেসিডেন্ট।
সবচেয়ে ক্ষমতাশালী মানুষ হওয়ার পর আমি ওনাকে আমার টেবিলে একসাথে খাওয়ার জন্য আমন্ত্রণ করেছি! তাই সেই সব দিন গুলোর কথা মনে করে উনি খুব ভয় পেয়েছেন। কিন্তু ক্ষমতাবান হয়েই ক্ষমতাহীন মানুষকে শাস্তি দেয়া তো আমার আদর্শের পরিপন্থী। এটা আমার জীবনের এথিকসের অংশ নয়। তাই শাস্তি পাওয়ার পরিবর্তে উনি ভালোবাসা পেয়েছেন। আমার মুখে/শরীরে উনি প্রসাব করেছেন। ওনার মুখে আমি খাবার তুলে দিয়েছি। আমি আপনাদের যেমন প্রেসিডেন্ট, তেমনি ওনারও প্রেসিডেন্ট। প্রতিটি নাগরিককে সম্মান জানানো আমার নৈতিক দায়িত্ব।

মেন্ডেলা আত্মবিশ্বাসের বললেন, তোমরা মনে রেখোঃ- শুধুমাত্র প্রতিশোধ নেয়ার মানসিকতা'ই একটি তৈরী রাস্ট্রকে ধ্বংস করে দিতে পারে। আর সহনশীলতার মানসিকতা একটি ধ্বংস রাস্ট্রকে তৈরী করতে পারে।

তথ্যসুত্রঃ মেন্ডেলার আত্মজীবনী থেকে।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০২১ রাত ১:০১

শোভন শামস বলেছেন: স্বাধীনতা দিবসের শুভেচ্ছা

২৬ শে মার্চ, ২০২১ রাত ১:৫৬

রাজীব নুর বলেছেন: আপনাকেও।

২| ২৬ শে মার্চ, ২০২১ ভোর ৬:৩৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: একজন মহান দেশ প্রেমিক।

২৬ শে মার্চ, ২০২১ দুপুর ২:৪৬

রাজীব নুর বলেছেন: মানুষ হিসেবে কার অবদান বেশী? বঙ্গবন্ধু না মেন্ডেলা?

৩| ২৬ শে মার্চ, ২০২১ সকাল ১১:৫১

রেজওয়ান ইসলাম বলেছেন: আগেও মনে হয় পড়েছি।তবে যতবার পড়ি ততোবার ভাল লাগে।

২৬ শে মার্চ, ২০২১ দুপুর ২:৪৬

রাজীব নুর বলেছেন: সহমত।

৪| ২৬ শে মার্চ, ২০২১ দুপুর ১২:২৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এজাতীয় গল্প ফেসবুকে অনেক দেখেছি।
আপনি বইটার নাম বলুন যে বইটাতে এ তথ্য লেখা আছে।

২৬ শে মার্চ, ২০২১ দুপুর ২:৪৮

রাজীব নুর বলেছেন: বইয়ের নাম মাই লাইফ।

৫| ২৬ শে মার্চ, ২০২১ রাত ১০:১৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: বঙ্গবন্ধুর অবদান অনেক বেশি।দেশের লোককে জাতিয়তা বাদে উদ্ভুদ্ধ করেছে। স্বাধীনতার জন্য তার অবদান অনেক।

২৭ শে মার্চ, ২০২১ রাত ২:০৯

রাজীব নুর বলেছেন: আমিও তাই মনে করি।

৬| ২৬ শে মার্চ, ২০২১ রাত ১০:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

লেখক বলেছেন: বইয়ের নাম মাই লাইফ।

লেখক বলেছেন: বইয়ের নাম মাই লাইফ।

২৭ শে মার্চ, ২০২১ রাত ২:১০

রাজীব নুর বলেছেন: হুম।

৭| ২৭ শে মার্চ, ২০২১ রাত ৮:১৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

লেখক বলেছেন: বইয়ের নাম মাই লাইফ।

এই বইয়ের যে পৃষ্ঠায় ঘটনাটি লেখা আছে সেই পৃষ্ঠার ছবি আপলোড করে দিন।
দেখে চোখ জুড়িয়ে যাবে।

৮| ২৮ শে মার্চ, ২০২১ রাত ১২:২৮

রাজীব নুর বলেছেন: বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর।

৯| ২৯ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:২৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: শোনা কথায় কান দিতে নেই ।
আপনি নিজে যা বলেছেন এবং সেই গল্পটি ফেসবুকে ছড়িয়ে রয়েছে তার কোন লজিক নেই।

৩০ শে মার্চ, ২০২১ রাত ১:২৫

রাজীব নুর বলেছেন: সব কিছুর মধ্যে লজিক খুজেন কেন? লজিক ছারাও দুনিয়াতে অনেক কিছু ঘটে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.