নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

দেরী হোক, যায়নি সময়

২৭ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৩৬



আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবেই কবিতা লিখি
যেখানে ইচ্ছা দাঁড়ি দেই, যেখানে ইচ্ছা কমা দেই
তাতে তোমাদের কোনো সমস্যা?
আমি তো রবীন্দ্রনাথ, নজরুন বা জীবনানন্দ নই
আমি হলাম ভাঙ্গা কূলার ছাই, অকাজের কাজী
তবে নর্দমার কীট নই, নই দুষ্টলোক।

আমি যদি চাই, হেঁটে হেঁটে এয়ারপোর্ট চলে যেতে পারি
অথবা সদরঘাট গিয়ে লঞ্চে করে চাঁদপুর চলে যেতে পারি
তাতে কার কি? জানি কারো কিছু না। তাতে আমার কি!
মেজাজ খারাপ হলে- অকথ্য ভাষায় গালি দিতে পারি
পারি গুনগুন করে ভুল সুরে রবীন্দ্রনাথের গান গাইতে।

একদিন আমি আগুন লাগিয়ে দিবো, চাবুক দিয়ে পেটাবো
বিশ্বসংসার তছনছ করে দিবো, এলোমেলো করে দিবো
দুষ্টলোকদের শিক্ষা দিয়ে দিব, দূর্নীতিবাজদের কান মলে দিব
আমি অপেক্ষা করি, অপেক্ষা করতে আমার ভালোই লাগে
জানি আমি, আমার হাতে সময় আছে। দেরী হোক যায়নি সময়।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৪৬

চাঁদগাজী বলেছেন:



দাড়ি, কমা ইত্যাদি না দিলে সবকিছু নিজের থেকে উল্টে যাবে!

২৭ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৪৮

রাজীব নুর বলেছেন: যাক।
যা খুশি হোক।

২| ২৭ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৪৬

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: দাড়ি কমা হচ্ছে, বাক্যের মা বাপ। না দিলে লাইনগুলো এতিম হয়ে যায়। আর এতিমের দুঃখ কে বুঝে বলুন। আপনার লেখা ভাল তাই সিরিয়াস হয়ে লিখুন।

২৮ শে মার্চ, ২০২১ রাত ১২:৩৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ পরামর্শের জন্য। ভালো থাকুন।

৩| ২৭ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৫৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: কোথায় যাবেন,আগে ঠিক করে নিন।

২৮ শে মার্চ, ২০২১ রাত ১২:৩৫

রাজীব নুর বলেছেন: ঠিক করাই আছে।

৪| ২৭ শে মার্চ, ২০২১ রাত ৮:৪৮

ইসিয়াক বলেছেন:







একটা বেনসন হবে? সাথে লাইটারটা ও দিয়েন।

২৮ শে মার্চ, ২০২১ রাত ১২:৩৭

রাজীব নুর বলেছেন: লাইটার না, দিয়াশলাই আছে। চলবে?

৫| ২৮ শে মার্চ, ২০২১ সকাল ১০:০৫

অজানা তীর্থ বলেছেন: ভাই নজরুল হবে নজরুন এর পরিবর্তে। কবিতার মধ্যে বেনসনের গন্ধ পাচ্ছি ইসিয়াক ভাই আর রাজীব ভাই লিখতে থাকেন, যা মন চাই লিখুন, নদ কাউকে জিজ্ঞাসা করে চলে না, নদের একটি নিজস্ব প্রবাহ আছে, আপনার লেখার ও নিজস্ব প্রবাহ আছে চালিয়ে যেতে থাকুন।

২৮ শে মার্চ, ২০২১ দুপুর ২:২৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ তীর্থ। ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.