নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

রমিজ আর মালতি

২৮ শে মার্চ, ২০২১ রাত ১২:২৪

ছবিঃ আমার তোলা।

রমিজের বউ রমিজকে লাথথি দিয়েছে।
রমিজ এই ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারছে না। সে আজ কাজে যায় নি। বটতলা বসে আছে সারাদিন। তার মন ভীষণ খারাপ। সে মনের দুঃখে গাজা খেয়েছে বেশ। তার চোখ ভয়াবহ লাল। সন্ধ্যায় সে আলামিন বাজারে যাবে। সেখানে সে প্রচুর মদ খাবে। বাংলা মদ। অবশ্য আলামিন বাজারে বিদেশী মদ পাওয়া যায় না। রমিজের মনে আজ বেজায় দুঃখ। রমিজ তার দুঃখের কথা কাউকে বলতেও পারছে না। 'স্ত্রী স্বামীকে লাথথি দিয়েছে' এই কথা কাউকে বলা যায়?

রমিজের বউ এর নাম মালতি।
মালতি খুবই ভালো মেয়ে। সে তার স্বামীকে খুবই ভালোবাসে। শ্রদ্ধা, ভক্তিও করে। রমিজের আছে বাতের ব্যথা। তার শরীর কামড়ায়। মালতি স্বামী শরীর টিপে দেয়। মাথা ব্যথা করলে মাথার চুল টেনে দেয়। স্বামী যা খেতে পছন্দ করে মালতি তাই রান্না করে। মালতি জানে, একটা মেয়ের দুনিয়াতে সবচেয়ে আপন তার স্বামী। স্বামী ছাড়া গতি নাই। স্বামী ছাড়া বেহেশতেও যাওয়া যায় না। স্বামী খুশি থাকলে আল্লাহও খুশি থাকেন।

আলামিন বাজারে এক জ্যোতিষি আছে।
জ্যোতিষির নাম আকমল মৃধা। রমিজ তার বাড়ি গেলো। আকমল মৃধা বলল, ঘটনা কি বলো রমিজ মিয়াঁ? রমিজ লজ্জায় বলতে পাছে না- তার স্ত্রী তাকে লাথথি দিয়েছে। তাই সে বুদ্ধি করে বলল, স্বপ্নে দেখেছি মালতি আমাকে লাথথি দিয়েছে। স্ত্রী লাথথি খাওয়া কি খারাপ। এই স্বপ্নের মানে কি? এরকম স্বপ্ন কেন দেখলাম মৃধা ভাই? আকলম বলল, স্বপ্নে লাথথি খেয়েছো, তাতে কি? বাস্তবে তো আর খাওনি। কত লোক বাস্তবে স্ত্রীর লাথথি খায়। তাছাড়া সারা জীবন স্ত্রীরা স্বামীর লাথথি খেয়েছে। এবার নিয়ম বদলাক।

সন্ধ্যা হয়েছে গেছে।
মালতি বেশ চিন্তিত। রমিজ এখনও ফেরেনি। সে তো প্রতিদিন কারখানা থেকে বিকেলের মধ্যে ফিরে আসে। আজ দেরী করছে কেন? মালতি খুব টেনশন হচ্ছে। সে এখন কি করবে? মানুষটা এত দেরী করছে কেন! আজ মালতি কাইকা মাছ রান্না করেছে বেগুন আর আলু দিয়ে। সাথে টোমেটো দিয়েছে। তরকারি খেতে বেশ হয়েছে। রমিজ কাইকা মাছটা অনেক পছন্দ করে। মালতি মাগরিবের নামাজ পড়েছে। দুই রাকার নফল নামাজ পড়ে স্বামীর দীর্ঘ জীবনের জন্য প্রার্থনা করেছে।

রাত এগারোটায় রমিজ বাড়ি ফিরেছে।
মালতি বলল, এত দেরী কেন? রমিজ টলতে টলতে বলল, খানকি মাগী আমি তোকে তালাক দিবো। বেয়াদপ মাগী। সিলান মাগি। স্বামীকে লাথথি দিলি তুই?! মালতি বলল, আমি তোমাকে কখন লাথথি দিলাম? তাছাড়া লাথথি দিবো কেন? স্বামীকে কেউ লাথথি দেয়? আমি তোমাকে ভালোবাসি। রমিজ বলল, আমি স্বপ্নে দেখেছি তুই আমাকে লাথথি দিয়েসিছ। মালতি বলল, এরকম ভুল স্বপ্ন লোকে অনেক দেখে। এগুলো কোনো ব্যাপার না। আসেন। চুপ করে এখন ভাত খান। রাতে আদর করে দিবো।

মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০২১ রাত ১২:৩০

আমি সাজিদ বলেছেন: এই গল্প যদি মধ্যবিত্ত বা উচ্চ-মধ্যবিত্ত শ্রেনীর কোন রমিজ সাহেবের হয়, গল্পে কি কি পরিবর্তন হবে?

২৮ শে মার্চ, ২০২১ রাত ১২:৩৪

রাজীব নুর বলেছেন: নাম পরিবর্তন হবে।
স্থান পরিবর্তন হবে।
ভাষার পরিবর্তন হবে।

২| ২৮ শে মার্চ, ২০২১ রাত ১২:৩৭

আমি সাজিদ বলেছেন: রমিজ সাহেব মাতাল হয়ে এসে মালতীকে কি বলে ডাকতে পারেন?

২৮ শে মার্চ, ২০২১ রাত ১২:৫২

রাজীব নুর বলেছেন: আপনি নিশ্চয়ই অনুমান করতে পারছেন?

৩| ২৮ শে মার্চ, ২০২১ রাত ১২:৪৫

মুক্তা নীল বলেছেন:
রাজিব ভাই ,
আপনার কিছু কিছু লেখা খুবই ভালো লাগে কিন্তু আজকের
এই লেখাটার থিম কি ? লেখাটা কেমন যেনো বিব্রতকর ।

২৮ শে মার্চ, ২০২১ রাত ১২:৫৩

রাজীব নুর বলেছেন: সঠিক মন্তব্য করেছেন।
আমি চাচ্ছি গন্ডির বাইরে চলে যেতে। সেই চেষ্টা করছি।

৪| ২৮ শে মার্চ, ২০২১ রাত ১২:৫৯

কল্পদ্রুম বলেছেন: ঘটনা সম্ভবত বাস্তবেই ঘটেছে।রমিজ ভেবেছে স্বপ্ন।তবে তার এত রাগ করা উচিত হয় নাই।সব মদের কুফল।

২৮ শে মার্চ, ২০২১ রাত ১:৪৬

রাজীব নুর বলেছেন: ভালো বলেছেন।

৫| ২৮ শে মার্চ, ২০২১ রাত ১:০৮

মৃন্ময়ী শবনম বলেছেন: আপনি নিজেকে বড় লেখক মনে করেন! ব্লগে ইদানিং প্রায় পোস্টে আজে বাজে গালি ব্যবহার করে প্রামণ করতে চাচ্ছেন আপনি অনেক বড় তালেবর টাইপ কিছু একটা।

আপনি নিজে গালাগালি করেন নাকি? অসম্ভব কিছু না, হতেও পারে।

২৮ শে মার্চ, ২০২১ রাত ১:৪৭

রাজীব নুর বলেছেন: বাস্তব জীবনে কোনো দিন কাউকে গালি দেই নি।

৬| ২৮ শে মার্চ, ২০২১ রাত ২:২৩

চাঁদগাজী বলেছেন:



যাক, ভালোবাসা আছে।

২৮ শে মার্চ, ২০২১ রাত ২:৫৭

রাজীব নুর বলেছেন: হ্যা ভালোবাসা থাকলে আর কিছু লাগে না।

৭| ২৮ শে মার্চ, ২০২১ রাত ২:৪৩

অজানা তীর্থ বলেছেন: হা হা হা হা হা, ভাইরে ভাই প্রথমে হাইসা লই। রমিজের বউ এর চরিত্র বিশ্লেষণ করে বুঝা যাই মালতি এমন করতে পারে না, তবে রমিজের স্বভাব বিশ্লেষণ করে বুঝা যাচ্ছে আগের দিন রাতে গাঁজা আর বাংলা পানি খাইসে, ঐটার প্রভাব পরের দিন পর্যন্ত ছিল ফলে তার কাছে সত্যি মনে হয়েছিল যে তার বউ তাকে লাথি মেরেছে। আকমল মৃধা কিন্তু চাল্লু মাল লাথি মারার ব্যাপারটা পুরো হালকা করে দিয়েছে- এবার নিয়ম বদলাক। আর বাসায় ফিরার আগেও গাঁজা আর বাংলা পানি খেয়ে আসছে যা তাকে পুনরায় আগের অবস্থানে ফিরিয়ে নিয়ে যায় এবং মালতি তার বউএর দায়িত্ব পালন করে যথারীতি তে। সুন্দর লিখেছেন।

আর হ্যা গালির ব্যাপারে আমি কিছুই বলবো না। কারণ রমিজের চরিত্র বিশ্লেষণ করলে গালিগুলো চরিত্রের সাথে যায়। এই যেমন ধরেন আমি কবিতা লিখি মাঝে মাঝে কবিতার নায়িকা মরে গেছে নায়ক ও মরতে চাই। এইগুলো কাল্পনিক ব্যাপার সেপার। আর এমনতো না যে আপনি খালি পোষ্টে গালির সমারোহ বসিয়ে দিয়েছেন। সো ব্যাপারটা বুঝতে হবে।

২৮ শে মার্চ, ২০২১ রাত ২:৫৮

রাজীব নুর বলেছেন: চমৎকার মন্তব্য করেছেন কবি।

৮| ২৮ শে মার্চ, ২০২১ রাত ৩:১৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আলামিন বাজার থেকে এসে কি এই গল্প লিখেছেন?বড় কঠিন সাইকোলজি।

২৮ শে মার্চ, ২০২১ দুপুর ২:২১

রাজীব নুর বলেছেন: না।
লাথথি শব্দটা থেকে এই গল্পের উৎপত্তি।

৯| ২৮ শে মার্চ, ২০২১ সকাল ১১:৪৬

আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার লেখেছেন রাজীব দা

২৮ শে মার্চ, ২০২১ দুপুর ২:২১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ কবি।

১০| ২৮ শে মার্চ, ২০২১ দুপুর ১২:৫৫

সিগনেচার নসিব বলেছেন: রমিজের বউ রমিজকে লাথথি দিয়েছে। তবে লাথথি’র কার‌ণ জানা যায়নি।

২৮ শে মার্চ, ২০২১ দুপুর ২:২৩

রাজীব নুর বলেছেন: লাথথি কেন দেয়? রাগ হলে দেয়।

১১| ২৮ শে মার্চ, ২০২১ বিকাল ৩:০৬

ইসিয়াক বলেছেন: গল্পটা আরো একটু সময় নিয়ে গুছিয়ে লিখতে পারতেন। গালি দেওয়ার জায়গাটা আরেকটু শৈল্পিকভাবে উপস্থাপন করতে পারতেন।
আচ্ছা আপনার কিসের এত তাড়া বলুন তো?

২৮ শে মার্চ, ২০২১ বিকাল ৪:১৬

রাজীব নুর বলেছেন: এই গল্প লিখতে সময় লেগেছে আমার ৫ মিনিট।

১২| ২৮ শে মার্চ, ২০২১ রাত ৯:২৬

মনিরা সুলতানা বলেছেন: হ্যাঁ দিন বদলাক তাহলে।

২৯ শে মার্চ, ২০২১ রাত ১২:৩৩

রাজীব নুর বলেছেন: অবশ্যই।

১৩| ৩০ শে মার্চ, ২০২১ রাত ১:০৫

কাতিআশা বলেছেন: কি সব লিখা আসে ব্লগে!..যা খুশি তাই লিখতে আবার সেটা পোস্ট করতে একটু লজ্জা ও হয়না, আশচর্য্য!..কি আর করা, কাজ কাম তো নাই..

৩০ শে মার্চ, ২০২১ রাত ১:২৮

রাজীব নুর বলেছেন: হুম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.