নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ছবিঃ আমার তোলা।
আপনার ছেলেমেয়ে কোথায় যায়? কি করে? কার সাথে মিশে?
ক্লাসের কথা বলে কি ক্লাসে যায় নাকি বন্ধুদের সাথে আড্ডায়? ছেলে-মেয়ের এমন খবর অনেক মা-বাবাই রাখেন না। ভাবেন 'আমার ছেলে-মেয়ে কখনও খারাপ কিছু করবে না। নো নেভার। ছেলে বা মেয়েটা বড় হয়েছে, সে তার মত চলুক। ভালো মন্দ তো সে বুঝে। কিন্তু সে তার মত চলতে গিয়ে কখনো কখনো খারাপ মানুষের সাথে চলা শুরু করে, একসময় তাদের দলেই যোগ দেয়। আমাদের পাশের বাসার ছাদে প্রতিদিন ১০/১৫ জন ছেলে বিকেল থেকে রাত পর্যন্ত আড্ডা দেয়। চিৎকার চেচামেচি করে। এদের বাবা মা কেন এদের খোঁজ করে না? জন্ম দিয়েই দায়িত্ব শেষ?
স্কুল-কলেজের সময় গুলোতে পার্কে, লেকে এবং বড় বড় শপিং মলের ফাস্টফুডের দোকান গুলোতে গেলেই দেখতে পাবেন- ছেলেমেয়েরা কিভাবে বসে আছে। প্রশ্ন হচ্ছে এই ছেলে-মেয়ে গুলো কাদের? তাদের বাবা-মা কারা? সারারাত জেগে তারা ফোনে কথা বলে, ভিডিও চ্যাট করে। টিকটক করে। আর তাদের শেষ পরিণতি হলো- বন্ধুর ফ্ল্যাট বা কোনো হোটেলে। তারপর সম্পর্কের ছেদ। যুগ যুগ ধরে তো এরকমই চলছে। কাউকে দেখেও কেউ শিখে না। ভুল করেই ফেলে।
রাস্তার মোড়ে কিংবা চায়ের দোকানে বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে একসময় কোনো কিছুকেই পরোয়া করে না। রাস্তায় কোনো মেয়ে দেখলেই তাদের পথ আগলে বা পিছু নিয়ে বাজে মন্তব্য করে। মেয়েদের স্কুল বা কলেজের সামনে দাঁড়িয়ে থাকে। কোনো মেলা বা শপিং মলে গিয়ে সুযোগ পেলেই মেয়েদের গায়ে হাত দিচ্ছে। প্রেম ভালোবাসা নাম দিয়ে- বন্ধুর ফ্লাট অথবা কোনো নির্জন স্থানে গিয়ে।
ছেলেমেয়ের এমন দৃশ্য অনেক মা বাবার চোখেই পড়ে না। তারা ভাবেন ছেলে তো মন দিয়ে লেখাপড়া করছে, নিয়মিত ক্লাসে যায়, প্রাইভেট পড়তে যায়। সহজ সরল সত্য কথা হলো- বেশির ভাগ বাবা-মা'ই নিজের ছেলে-মেয়ের ভুল গুলো চোখে দেখেন না। যে সকল মা বাবারা বলে থাকেন যে, আমার ছেলে এমন না, সে কেন মেয়েদের সাথে খারাপ ব্যবহার করবে? সেই সব বাবা-মাদের বলতে চাই, সে যদি আপনার ছেলে না হয় তাহলে কার ছেলে? আপনাদের মতই অন্য কোনো বাবা মায়ের সন্তান, কোনো বোনের আদরের ভাই।
সব বাবা-মার একটাই চাওয়া তার ছেলে-মেয়ে যেন মানুষ হয়।
প্রতিটা বাবা-মাকে বলতে চাই- যদি সত্যিই চান, আপনার ছেলে-মেয়ে মানুষ হোক- তাহলে তাদের প্রতিটা মুহূর্তের খবর রাখুন। বাবা-মার একটু সজাগ দৃষ্টি সমাজের অনেক অপরাধ কমিয়ে দিতে পারে। শুধু মানুষের চেহারা নিয়ে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না, মনে রাখবেন, অমানুষরাও দেখতে ঠিক মানুষের মতোই। পরিবার থেকে যদি সন্তানদের খবর রাখা না হয় তাহলে সন্তান তো খারাপ পথেই যাবে। মনে রাখবেন, আপনার ছেলে বা মেয়েও হতে পারে ভয়ংকর অপরাধীদের একজন।
৩০ শে মার্চ, ২০২১ রাত ৩:১০
রাজীব নুর বলেছেন: পাঠ্যবই বদলে এই সমস্যার সমাধান হবে না। এই সমাধান আছে পরিবারের মধ্যে ।
২| ৩০ শে মার্চ, ২০২১ রাত ৩:২১
অনল চৌধুরী বলেছেন: নষ্ট গাছ থেকে নষ্ট ফলই হবে।
৩০ শে মার্চ, ২০২১ দুপুর ১২:২৪
রাজীব নুর বলেছেন: ্না এই কথাটা ঠিক না।
ঠিকভাবে ট্রেনিং দিতে পারলে সন্তানকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব।
৩| ৩০ শে মার্চ, ২০২১ ভোর ৫:২৭
ডঃ এম এ আলী বলেছেন:
বেশ উপকারী কথামালা সমৃদ্ধ পোষ্ট ।
সকলের সচেতনতা প্রয়োজন ।
পরিবারের মধ্যে শুদ্ধি আসলে
সমাজ ও রাষ্ট্রে শুদ্ধি আসবে।
সকলে শুদ্ধ হলে সমাজ
ও রাস্ট্রিয় ব্যবস্থা হতে
অসুদ্ধরা বিদুরিত হবে।
৩০ শে মার্চ, ২০২১ দুপুর ১২:২৫
রাজীব নুর বলেছেন: সুন্দর বলেছেন।
অনেকদিন আপনার কোনো পোষ্ট পাই না।
৪| ৩০ শে মার্চ, ২০২১ ভোর ৫:৪৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
রাষ্ট্র ও সমাজের কি কোন দায়িত্ব নেই?
৩০ শে মার্চ, ২০২১ দুপুর ১২:২৬
রাজীব নুর বলেছেন: হ্যা দায়িত্ব আছে।
তবে আগে পিতা মাতা সন্তানদের প্রতি সঠিক দায়িত্ব পালন করুক।
৫| ৩০ শে মার্চ, ২০২১ দুপুর ১২:২৯
জিল্লুর রহমান রিফাত বলেছেন: বর্তমান সময়ে আছে কিশোর গ্যাং।
৩০ শে মার্চ, ২০২১ দুপুর ১:২২
রাজীব নুর বলেছেন: ওরে বাবা এই কিশোর গ্যাং খুব ভয়াবহ।
৬| ৩০ শে মার্চ, ২০২১ রাত ১০:২৩
নুরুলইসলা০৬০৪ বলেছেন: ছোট গুলোতেই ঠিক করা সম্ভব পরিবার গুলোকে নয়।বেশির ভাগ পরিবার নষ্ট হয়ে গেছে,তাদের আর ঠিক করা যাবে না,সেটা একটা বড়রকমের সামাজিক আন্দোলন।সাদা কাগজে ভাল লেখা হয়
৩০ শে মার্চ, ২০২১ রাত ১১:১১
রাজীব নুর বলেছেন: সঠিক বলেছেন।
৭| ৩১ শে মার্চ, ২০২১ ভোর ৬:১৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখক বলেছেন: হ্যা দায়িত্ব আছে।
তবে আগে পিতা মাতা সন্তানদের প্রতি সঠিক দায়িত্ব পালন করুক।
পিতা মাতারাও কি সঠিক সুযোগ সুবিধা পেয়েছিল? কিংবা এখনো পাচেছ?
সুযোগ দিতে হবে।
পরিবেশ দিতে হবে।
তারপর অন্য কথা।
৩১ শে মার্চ, ২০২১ দুপুর ১২:২১
রাজীব নুর বলেছেন: আপনি কিছু কিছু বিষয়ে অনড় । এতটা অনড় থাকা ঠিক না।
©somewhere in net ltd.
১| ৩০ শে মার্চ, ২০২১ রাত ২:১৯
নুরুলইসলা০৬০৪ বলেছেন: সমাজ ব্যবস্থা ভাল না হলে একটা পরিবার বা সমাজের একটা অংশ এদের ভাল করতে পারবেনা ।পুরো সমাজ ব্যবস্থাটা পাল্টাতে হবে এই জন্য দরকার একটা সামাজিক আন্দোলন।যেটা আসতে হবে সমাজের ভিতর থেকে।স্কুলের শিক্ষা ব্যবস্থা ঠিক নেই,পাঠ্যসূচিতে পরিবর্তন দরকার।