নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

তিনটি অলৌকিক ঘটনা

৩১ শে মার্চ, ২০২১ বিকাল ৫:১৪

১।
লেডি অফ একিটা
সালটা ১৯৭৩।
জাপানের একিটাতে এক চার্চে একটি অলৌকিক ঘটনা ঘটে। সিস্টার Agnes Sasagawa সেখানে মাতা মেরীর সাক্ষাৎ দর্শন পান। মাতা মেরীর মূর্তি আছে সেখানে। সেই মূর্তির চোখ থেকে জল পড়তে থাকে ও Sasagawa সেটা দেখেন। Sasagawa বধির ছিলেন। কিন্তু এই ঘটনার পর তিনি আবার শুনতে পান প্রায় ১০ বছর পর।
১৯৮১ সালে কোরিয়ার এক মহিলা Theresa Chun Son Ho, যিনি দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারে ভুগছিলেন, তার বাড়ির লোকরা যখন এখানে এসে প্রার্থনা করেন তার পর সেই মহিলা সুস্থ হয়ে যান। তিনি এরপর নাকি মাতা মেরীর দর্শনও পান।

২।
ফিনান্স বিল্ডিঙে মেরী
১৯৯৬ সালে ফ্লোরিডাতে এক ঘটনা ঘটে।
সেখানে ফিনান্স বিল্ডিঙের কাঁচের প্যানেলে মেরীর ছায়া পড়তে দেখা যায়, যে ছায়া ধীরে ধীরে হাল্কা ও তার পর দ্বিগুন জোড়ালোভাবে বড় হতে থাকে। এই ঘটনা কয়েক মাস ধরে হতে থাকে। এরপর এই বিল্ডিং কিনে নেয় Shepherds of Christ Ministries। তারা এর বাইরে একটি মূর্তিও নির্মান করেন মাতা মেরীর। কিন্তু, দুর্ভাগ্যবশত, কেউ মেরীর মূর্তি দিয়ে সেই প্যানেলে আঘাত করে।

৩।
. কায়রোতে মেরী
১৯৬৮ সালের ২ এপ্রিল কায়রোতে এক ঘটনা ঘটে।
সেদিন ওখানকার মানুষজন বলতে থাকেন যে তারা নাকি Coptic Orthodox church’র ছাদে এক নারীর ছায়ামূর্তি দেখতে পান। সবাই বলতে থাকেন সেটা নাকি মাতা মেরীর। একটা হাল্কা আলো ছিল নাকি সেই ছায়ার চারদিকে ও ছায়াটা খুব দ্রুত চলে যাচ্ছিল। যারা সেই ছায়া দেখেছেন তাদের বক্তব্য তাদের অনেক রোগ নাকি সেরে যায়। এমনকি সেই বছর অনেক অবিশ্বাসী মানুষও খ্রিস্টধর্মে দীক্ষিত হন। এই দৃশ্য কোনোভাবে ক্যামেরায় ধরা পরে। পরে গবেষণা করে দেখা গেছে এর মধ্যে মেকী কিছু বা প্রযুক্তিগত কোন কারুকার্য নেই। তাই চার্চ কতৃপক্ষ এই ঘটনাকে অলৌকিক আখ্যা দেন।

মন্তব্য ৪৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৪৯) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০২১ বিকাল ৫:৩০

চাঁদগাজী বলেছেন:



আমি ১ বছরের মতো "বেপটিষ্ট চার্চে" গিয়েছি অনেক রবিবারে; আমার ঘনিষ্ট একজন খৃষ্টান পাদ্রীকে ড্রাইভ করে পৌঁছায়ে দিতে হতো, উনি অনেকদিন ড্রাইভ করতে পারতেন না; চার্চের সিষ্টারগুলোর জীবনা বড় করুণ জীবন, এরা খোদার পক্ষে হাজার মিথ্যা কথা বলেন।

৩১ শে মার্চ, ২০২১ বিকাল ৫:৩৮

রাজীব নুর বলেছেন: আসলে অলৌকিক বলে কিছু নেই। সবই বানানো।

২| ৩১ শে মার্চ, ২০২১ বিকাল ৫:৩০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

যার কোন ব্যাখ্যা নাই তাই ই আলৌকিক !!
কিন্তু কোন ঘটনাই ব্যাখ্যা ছাড়া নাই।
রোগ ধরতে না পারলে আগে বলা হতো এলার্জি।
প্রত্যেক মানুষের শরীরে একটি প্রতিরোধব্যবস্থা বা
ইমিউন সিস্টেম থাকে। কোনো কারণে এই ইমিউন সিস্টেমে
গোলযোগ দেখা দিলে তখন অ্যালার্জির বহিঃপ্রকাশ ঘটে।

৩১ শে মার্চ, ২০২১ বিকাল ৫:৩৮

রাজীব নুর বলেছেন: গ্রেট।

৩| ৩১ শে মার্চ, ২০২১ বিকাল ৫:৩৪

চাঁদগাজী বলেছেন:



২ নং মনতব্য:

নুরু সাহেব লাইনে এসে গেছেন।

৩১ শে মার্চ, ২০২১ বিকাল ৫:৩৯

রাজীব নুর বলেছেন: মানুষ বদলায়। বুঝে রুপকথা দিয়ে জীবন চলে না।

৪| ৩১ শে মার্চ, ২০২১ বিকাল ৫:৪৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গাজীসাব ও তার ভাব শিষ্য খানসাবের
প্রচুর অ্যালার্জি আছে স্বীকার করতে চাাইবেনা
তবে অভিযোগ সত্য !!

০১ লা এপ্রিল, ২০২১ রাত ১২:৪২

রাজীব নুর বলেছেন: আমার কোনো এলার্জি নাই।

৫| ৩১ শে মার্চ, ২০২১ বিকাল ৫:৪৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আহা!

০১ লা এপ্রিল, ২০২১ রাত ১২:৪৩

রাজীব নুর বলেছেন: কি হলো? !

৬| ৩১ শে মার্চ, ২০২১ বিকাল ৫:৫১

এমেরিকা বলেছেন: হযরত মারিয়াম (আ) আল্লাহ্‌র এক অত্যাশ্চর্য সৃষ্টি। তাঁর পিতা ইমরানের বন্ধ্যা স্ত্রীর গর্ভে তিনি অলৌকিকভাবে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে আল্লাহ্‌র দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী তিনি বায়তুল মুকাদ্দাসের খাদিম হিসেবে নিয়োজিত হন। এনার গর্ভেই অলৌকিকভাবে হযরত ঈসা (আ) এর জন্ম হয় কোন পুরুষের অবদান ছাড়াই। আল্লাহ্‌র কাছে তাঁর সম্মান এতটাই বেশি, কুরআনে একমাত্র নারী হিসেবে তাঁর নাম বারবার এসেছে। তাঁর নামে পূর্ণাংগ সূরা নাজিল হয়েছে। বারবার তাকে ঈসা (আ) এর মা বলে সম্মান করা হয়েছে।

০১ লা এপ্রিল, ২০২১ রাত ১২:৪৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৭| ৩১ শে মার্চ, ২০২১ বিকাল ৫:৫৪

চাঁদগাজী বলেছেন:


এমেরিকা বলেছেন, "হযরত মারিয়াম (আ) আল্লাহ্‌র এক অত্যাশ্চর্য সৃষ্টি।"

-আল্লাহ এখন বাংলাদেশে হাজার হাজার মিরিয়ামের সৃষ্টি করছেন, বিয়ের দরকার নেই, অনেক অনেক নবীর জন্ম হচ্ছে প্রতিদিন।

৮| ৩১ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:২৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সম্ভবত ২০০৩ সালে বাংলাদেশের কোন এক গির্জায়ও এমন অলৌকিক ঘটনা ঘটেছিল। বিবিসি বাংলায় এর সংবাদও প্রচার করেছিল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিদ্যার অধ্যাপক ডঃ মুহম্মদ ইব্রাহিম এর ব্যাখ্যাও বিবিসি বাংলায় বলেছিলেন।
সেইবার মাতা মেরি মনে হয় দুধ খেয়েছিলেন।
বড়ই আচানক ঘটনা।

০১ লা এপ্রিল, ২০২১ রাত ১২:৪৭

রাজীব নুর বলেছেন: দরিদ্র দেশে এরকম ঘটনা বেশী ঘটে।

৯| ৩১ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:২৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

কোন পুরুষ ব্যতীত যদি কোন নারী গর্ভ ধারণ করতে পারে তাহলে সেই নারীকে প্রচলিত বাংলাদেশের সমাজ নিশ্চয়ই কোন ভাালো নারী হিসাবে দেখতে চাইবে না।

শুক্রানু ছাড়া সন্তান অসম্ভব ছিল সেই আমলে। কেননা, বিজ্ঞান বলতে তেমন কিছুই ছিল না।
কেবল ছিল তন্ত্র মন্ত্র আর জাদু বিদ্যা।

০১ লা এপ্রিল, ২০২১ রাত ১২:৫৩

রাজীব নুর বলেছেন: সহমত।

১০| ৩১ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৩২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

অতি ধার্মিকদের একটা বড় সমস্যা হচ্ছে তারা সব কিছুতেই অহেতুক ধর্মকে টেনে আনে।
টেনে আনার পর আবার দেখাতে চায় যে ধর্ম আর বিজ্ঞান একই । তাদের কেতাবের কথা আর বিজ্ঞানের কথা একই।

০১ লা এপ্রিল, ২০২১ রাত ১২:৫৪

রাজীব নুর বলেছেন: না এক না।
কারন কোরআনে আইনস্টানের সুত্র গুলো নেই।

১১| ৩১ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:১০

সিগনেচার নসিব বলেছেন: পারস্যের একটি জনপ্রিয় প্রবাদ আছে “একজন ঋষির পুণ্যতা নির্ভর করে তার সমাধির তত্ত্বাবধায়কের উপর” :D
ঘটনাগুলো আরো বিস্তারিত হওয়া উচিৎ ছিলো।

০১ লা এপ্রিল, ২০২১ রাত ১২:৫৫

রাজীব নুর বলেছেন: সামনে বিস্তারিত লিখব।

১২| ৩১ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন: গবেষণা করলে হয়তো বেড়িয়ে আসতো আসল সত্য।

জনাবে জ্ঞানী গাজী- নবী আসার পথ বন্ধ(হযরত মুহাম্মদ (সা: এর পর) করা হয়েছে চিরতরে সে কথা জেনেও প্রতিদিন বাংলাদেশে নবীর জন্ম হচ্ছে বলা মানে জঘন্যধরনের কথা।

পাবলিক প্লেসে এহেন মশকরা কাম্য নয়।

১৩| ৩১ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৫৫

চাঁদগাজী বলেছেন:



@মোঃ মাইদুল সরকার বলেছেন,
"জনাবে জ্ঞানী গাজী- নবী আসার পথ বন্ধ(হযরত মুহাম্মদ (সা: এর পর) করা হয়েছে চিরতরে সে কথা জেনেও প্রতিদিন বাংলাদেশে নবীর জন্ম হচ্ছে বলা মানে জঘন্যধরনের কথা। "

-জার্মানীর মার্কেল একজন নবী।

১৪| ৩১ শে মার্চ, ২০২১ রাত ৮:৪৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: রবি ঠাকুর বিসর্জন নাটকে বলেছেন,মিথ্যা দিয়ে করতে হয় সত্যকে প্রতিষ্ঠিত।ধর্মীয় অনেক সত্য মিথ্যা দিয়ে প্রতিষ্ঠিত ।
মানুষতো দাবী করেনাই সকল বিষয় সে জেনে গেছে,ভবিষ্যতে জানা যাবে।সবথেকে কাছের যে প্রান,তার উদ্ভব কিভাবে হল তাই এখনো জানতে পারে নাই।তার অর্থ এই না কখনো জানতে পারবে না।

১৫| ৩১ শে মার্চ, ২০২১ রাত ৮:৫৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: গাজী সাহেব-করোনাকালের আগে ও পরে বিশ্ব রাজনীতির ‘অ্যাঞ্জেলা মার্কেল’ অন্যতম আলোচিত নাম। ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের চেয়ারপারসন তিনি। হতে পারেন জার্মানীর পথ প্রদর্শক তাই বলে তাকে ধর্মীয় দিকের নবী হিসেবে কেই যদি বলে বা উল্লেখ করে তবে সেটা হাস্যকার নয়কি।

আপনি যে অর্থে বলছেন সেটা নিজে বুঝলেই হবে নাকি অন্যদেরও বুঝতে দিতে হবে।

সবকিছুতে মজা খোজা যেমন অনর্থক তেমনি মগজ ধোয়া শব্দ ফলানোর মিছে দম্ভ।

১৬| ৩১ শে মার্চ, ২০২১ রাত ৯:০২

চাঁদগাজী বলেছেন:




@মোঃ মাইদুল সরকার বলেছেন, "আপনি যে অর্থে বলছেন সেটা নিজে বুঝলেই হবে নাকি অন্যদেরও বুঝতে দিতে হবে। সবকিছুতে মজা খোজা যেমন অনর্থক তেমনি মগজ ধোয়া শব্দ ফলানোর মিছে দম্ভ। "

-আপনি প্রাচীন বেদুইন সংস্কৃতি ধরে পড়ে আছেন; কাতারে আজকে বেদুইনই নেই।

১৭| ৩১ শে মার্চ, ২০২১ রাত ৯:২৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমি ইসলামকে ভালবাসি তা আপনি যাই বলেন। বেদুইন নেই ইসলাম আছে, থাকবে। যখন থাকবেনা তখন কেয়ামত নেমে আসবে।

আপনি এসব বেদুইন সংস্কৃতি বলে নিজেকে বেশ মুক্ত চিন্তার মানুষ ভেবে তৃপ্তি পেতে পারেন কিন্তু কিছুতেই অন্যের বিশ্বাস কে হেয় করা ঠিক নয়।

১৮| ৩১ শে মার্চ, ২০২১ রাত ৯:৫৫

চাঁদগাজী বলেছেন:



@মোঃ মাইদুল সরকার বলেছেন, "আপনি এসব বেদুইন সংস্কৃতি বলে নিজেকে বেশ মুক্ত চিন্তার মানুষ ভেবে তৃপ্তি পেতে পারেন কিন্তু কিছুতেই অন্যের বিশ্বাস কে হেয় করা ঠিক নয়। "

-আমিরাত, কুয়েত, কাতারের বেদুইনরা কোথায় গেলো? ওখানে লাখ লাখ বাংগালী কেন বেদুইনদের উট চরাচ্ছে আজ, উহা আপনি বুঝেন?

১৯| ০১ লা এপ্রিল, ২০২১ রাত ৩:০৬

জিকোব্লগ বলেছেন:



আপনার বিড়ি টানা কেমন চলছে? সাথে কি মাঝে মধ্যে গাঁঞ্জাও টানেন ?
গাঁঞ্জা টানলে আপনার গুরুকে সাথে নিয়ে টানবেন। জ্ঞান প্রাপ্তি হবেন।

০১ লা এপ্রিল, ২০২১ দুপুর ১:৪৭

রাজীব নুর বলেছেন: একজন ভালো ব্লগারের মন্তব্য এরকম হতে পারে না।

২০| ০১ লা এপ্রিল, ২০২১ সকাল ৯:১৭

এমেরিকা বলেছেন: গাজী সাহেবের মাথায় কেড়া উঠেছে। তাই লাল ছাগলের রাস্তা ধরেছে। রাজীব নুর সাহেব, আপনার ওস্তাদরে থামতে বলেন। যেভাবে পোঁচতে শুরু করেছেন, গন্ধ না উঠা পর্যন্ত থামবেনা মনে হচ্ছে।

০১ লা এপ্রিল, ২০২১ দুপুর ১:৪৭

রাজীব নুর বলেছেন: আপনার সমস্যা আছে। আগে আপনি আপনার মুখের ভাষা ভালো করুন।

২১| ০১ লা এপ্রিল, ২০২১ সকাল ৯:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: আমার কোনো এলার্জি নাই।

ইসলাম ধর্মে আপনার প্রচুর এলার্জি আপনার গুরুর মতো
তা সবার কাছে বহুবার প্রমাণিত।

০১ লা এপ্রিল, ২০২১ দুপুর ১:৪৮

রাজীব নুর বলেছেন: সবাই আমাকে ভুল প্রমানিত করতেই উঠেপড়ে লেগেছে। এটা দুঃখজনক।
ব্লগে আমাদের সবার মিলেমিশে থাকতে হবে।

২২| ০১ লা এপ্রিল, ২০২১ সকাল ১০:২৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: ৥ গাজী ভাই -এটা কোন সংস্কৃত বেদের কঠিন কোন স্লোক নয় যে মানুষ বুঝতে পারবেনা। বুঝতে পেরে যারা প্রতিকার বা করনীয় কি সেটা বাস্তবায়নে কাজ করেনা তাদের বুঝ টা শুধু বুঝ পর্যন্ত সীমাবদ্ধ। ধন্যবাদ। ভাল থাকবেন।

২৩| ০১ লা এপ্রিল, ২০২১ বিকাল ৩:২১

সাড়ে চুয়াত্তর বলেছেন: বাবা ছাড়া হজরত ঈসা (আ) জন্মে ছিলেন। এতেই অনেকে বিস্মিত হচ্ছেন। আমাদের আদি পিতা আদম (আ) তো বাবা, মা ছাড়াই জন্মেছেন। এই ব্যাপারে বিজ্ঞ ব্যক্তিদের কি মতামত জানতে ইচ্ছা করছে। এই দুই ঘটনার মধ্যে কোনটা বেশী আশ্চর্যজনক? আপনার কি মত?

০১ লা এপ্রিল, ২০২১ বিকাল ৪:৫১

রাজীব নুর বলেছেন: আমি ভাই কাল্পনিক কথা বার্তা বিশ্বাস করি না।

২৪| ০১ লা এপ্রিল, ২০২১ বিকাল ৪:০৩

রানার ব্লগ বলেছেন: পৃথীবির সকল অলৌকিক ঘটনার আরালে একটা করে বাটপারি জড়িত ।

০১ লা এপ্রিল, ২০২১ বিকাল ৪:৫৪

রাজীব নুর বলেছেন: একদম রাইট।

২৫| ০১ লা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:২৯

সাজিদ উল হক আবির বলেছেন: আমি এ লেখার পীঠে ১,৭,৮,৯ ও ১৩ নং মন্তব্যে খ্রিষ্টধর্ম্যাবলম্বীদের বিশ্বাসসমূহ নিয়ে যে কটূক্তি করা হয়েছে, একজন মুসলিম হিসেবে তার প্রতিবাদ করছি। একটা সংখ্যাগুরু মুসলিম দেশে বসবাস করে, একজন মুসলিমের নামে ব্লগিং করে খ্রিস্টানদের ধর্মীয় বিশ্বাস নিয়ে বাজে মন্তব্য করা, বা তার সুযোগ করে দেয়া, তার সঙ্গে তাল মেলানো - ইত্যাদিকে দেশের বিধান অনুযায়ীই একটা শাস্তিযোগ্য গর্হিত অপরাধ বলে মনে করছি।

০২ রা এপ্রিল, ২০২১ রাত ১২:৫৮

রাজীব নুর বলেছেন: এই অপরাধের শাস্তি কি?

২৬| ০২ রা এপ্রিল, ২০২১ রাত ১:০১

সাজিদ উল হক আবির বলেছেন: Under Section 295A of Bangladesh's Penal Code (1860), any person who has a "deliberate" or "malicious" intention of "hurting religious sentiments" is liable to imprisonment.

২৭| ০২ রা এপ্রিল, ২০২১ দুপুর ২:০০

রাজীব নুর বলেছেন: এই কারাদন্ড কত দিন তা তো উল্লেখ নাই।
মনে হয় জজ সাহেবের ইচ্ছার উপর নির্ভর করছে।

২৮| ০২ রা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মালয়েশিয়াতে কাজ করেন এমন অনেক প্রবাসী আছেন যারা দেশে থেকে আসার ২/৩ বছর পরও দেশে সন্তানের জন্ম হচ্ছে। মানে তিনি বাবা হচ্ছেন । আর তার স্ত্রী তার সাথে মিলন ব্যতীতই মা হয়ে যাচ্ছেন।
বেচার স্বামীর সব টাকা পয়সা শেষ। সংসার শেষ।
এই রকম অনেক ঘটনা আমি জানি।

স্বামীর সাথে ঘুমায় না। অথচ বাচ্চা ঠিকই পয়দা হয়।
এরা হচ্ছে এই যুগের মাতা মেরী।

০২ রা এপ্রিল, ২০২১ রাত ৯:৩৩

রাজীব নুর বলেছেন: সেটা তো অলৌকিক নয়।

২৯| ০২ রা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনাদের কারো কাছের কোন নারী যদি পুরুষের সাথে মিলন ব্যতীত মা হয় তাহলে আপনারা কি বিশ্বাস করবেন?
মাতা মেরীও কোন পুরুষের সাথে মিলিত হয়েছিল।

০২ রা এপ্রিল, ২০২১ রাত ৯:৩৪

রাজীব নুর বলেছেন: যা বুঝার আপনি বুঝেছেন। আমিও বুঝেছি।

৩০| ০২ রা এপ্রিল, ২০২১ রাত ১১:০৭

এমেরিকা বলেছেন: @ সাজ্জাদ, আপনার কাছে বিশ্বাস হয় যে?
- আদম আর হাওয়া বলে কেউ দুনিয়াতে ছিল?
- নূহ নামে একজনের সময়ে সারা পৃথিবী পানির নিচে ডুবে গিয়েছিল?
- ইউনুস নামে একজন মাছের পেটে চল্লিশ দিন বেঁচেছিল?
- মুসা নামে একজন লোহিত সাগরের পানি সরিয়ে লোকজন যাওয়ার রাস্তা করেছিল?
- ঈসা নামে একজন মৃত মানুষকে জীবিত করতে পারত?

তাহলে পুরুষের সাথে মিলন ছাড়া কোন মহিলা মা হতে পারে কিনা তা বিশ্বাস করার দরকার কি? আমরা বিশ্বাস করি কারণ এই কথা কুরআনে বলা আছে। কুরআন আপনি বিশ্বাস না করলে এটাও বিশ্বাস করার কোন প্রয়োজন নেই। কিন্তু না জেনে গাধার মত মন্তব্য করে বসবেন না।

০৩ রা এপ্রিল, ২০২১ সকাল ১১:৫৮

রাজীব নুর বলেছেন: গাধা বলতে পারেন না।
এটা অশোভন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.