নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

মেয়েটা বলেছে তার প্রিয় রং হলুদ, সেদিন থেকে ছেলেটা দাঁত মাজা বন্ধ করে দিল

০২ রা এপ্রিল, ২০২১ দুপুর ২:১৪



১। ফ্রয়েড সাহেব এক থিউরিতে বলেছিলেন, পৃথিবীর যে কোন জায়গা থেকে দশজন মানুষ বেছে নিয়ে তাদেরকে না খাইয়ে রাখা হয়। একসময় এই দশজনের মাঝে থেকে চিন্তা চেতনা দর্শন বিশ্বাসের সব পার্থক্য যাবে ঘুচে, সবাই নেমে যাবে চেতনার সেই আদিম পশুত্বের স্তরে।
ফ্রাঙ্কল বইয়ের শেষে ফ্রয়েডের উদ্দেশ্যে বলেছেন, ফ্রয়েডের ভাগ্যবশত কখনো অভিজ্ঞতা হয়নি নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্পে তিন বছর কাটানোর। ফ্রয়েড দেখেন নি মানবতার সর্বনিম্ন স্তরে থেকেও মানুষ কিভাবে উঠে যেতে পারে দেবত্বের স্তরে। কিভাবে একই পরিবেশ মানুষকে একই সাথে হায়েনা আর পশুত্বের স্তরে নামিয়ে নিয়ে যেতে পারে।

২। কোরান এসেছিল জীবিতদের সুন্দর জীবন পরিচালনার পথ দেখাতে, আমাদের দেশে কোরান পড়া হয় লাশের সামনে যার কোরানের দরকার শেষ হয়ে গেছে, পথ যার ফুরিয়ে গেছে! তাই এদেশে জীবিতদের চেয়ে মৃতের স্বপ্ন বাস্তবায়নে অধীক আগ্রহ দেখা যায়। এই সকল মহা মানবদের স্বপ্নের যন্ত্রনায় সাধারণ মানুষ স্বপ্ন দেখার বদলে দুঃস্বপ্ন দেখা শুরু করেছে!

৩। ওরা ক্রিকেট দেশের জন্য খেলে না। খেলে টিভিতে বিজ্ঞাপন করার জন্য। ক্রিকেট খেললে বিজ্ঞাপন পাওয়া সহজ। হয়তো অনেক টাকা পাওয়া যায়। সেই টাকা দিয়ে বিয়ে করা যায়, বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান করা যায়। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীসহ দেশের সব সেলিব্রেটিদের দাওয়াত দেওয়া যায়- সেই অনুষ্ঠান গুলো আবার মিডিয়া অনেক আগ্রহ নিয়ে কাভার করে।
শুধু শুধু আমরা এক আকাশ ভালোবাসা নিয়ে খেলা দেখি। মন খারাপ নিয়ে ঘুমাতে যাই। ওদের কিচ্ছু আশে-যায় না। বিজ্ঞাপন পেলেই হলো। টিভিতে বিজ্ঞাপন করতে চাও- তাহলে বেশী বেশী করে ক্রিকেট খেলো।

৪। জয় হোক আওয়ামীলীগের। হাসিনার সরকার খুব ভালো। এখন দেশে শান্তি আর শান্তি। বিদ্যুৎ যায় না, দ্রব্যমূল্য আমাদের অনুকূলে, খুন-গুম- ছিনতাই সব বন্ধ, দুর্নীতি তো বলতে গেলে একেবারেই নাই, মানুষের মুখে হাসি আর হাসি, দেশে কোনো বেকার ছেলে-মেয়ে নেই, হাসপাতাল- অফিস আদালত কোথাও কোনো সমস্যা নেই। হাসপাতালে গেলেই সিট পাওয়া যায়। ঢাকা শহরে এখন কত ফ্লাইওভার, কত শপিংমল, এটাই তো বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ।

৫। মৃত্যুর ফাঁদ পাতার জন্য মেডিকেল ভর্তি পরীক্ষার আয়োজকদের গ্রেফতার ও বিচারের মুখোমুখি করার দাবি জানাই! সব সরকারি চাকরির নিয়োগ পরীক্ষাও হচ্ছে। গতকালই ৬ ব্যাংকের এ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামারের পরীক্ষা হয়েছে। আর বিসিএস তো হলোই। মেডিকেল ভর্তি পরীক্ষায় স্বাস্থ্যবিধি না মানলেও সমস্যা নেই। কারণ তাহারা ডাক্তার হইবে। যত সমস্যা বইমেলা নিয়ে।

৬। মশার কয়েল দুইটা একসাথে বানিয়েছে কেন বুঝিনা। খুলতে গেলে একটা ভেঙে যায়। এটাও আমার কাছে প্রতারণা মনে হয়।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০২১ বিকাল ৩:১৫

চাঁপাডাঙার চান্দু বলেছেন: টাইটেল পড়েই হাহাপগে। :D

পবিত্র কোরআনকে বর্তমান ইসলামী বিশ্বে কোথায় ভালো ভাবে চর্চা করা হয় আসলে? দেশীগুলার কথা বাদই দিলাম, একটা শরীয়াহভিত্তিক দেশও নাই যারা পেট্রোডলার বাদ দিয়ে শুধু মেধা-শ্রম দিয়ে বিশ্বে উন্নতির শীর্ষে অবস্থান করছে? যে ইরান করে সেটাও নাকি কাফের!! একসময়ের সুপার পাওয়ার মুসলিমরা আজ বিশ্বে ছাগলের ৫ নাম্বার বাচ্চায় কেন পরিণত সেটা নিয়ে ভাবনা নেই, তারা পড়ে আছে নারীর শরীরের কোন অংশটা দেখতে কিসের মতো সেটার বিশ্লেষণ নিয়ে। তাদের আলেমরা কেন কাশ্মীরে হিন্দুদের হাত থেকে মুসলমান বাঁচাতে পারে না, ইহুদীদের হাত থেকে ফিলিস্তিনি বাঁচাতে পারে না, মিডল ইস্টে মার্কিন ঠেকাতে পারে না, চেচনিয়ায় রাশিয়া ঠেকাতে পারে না, উইঘুরে-মায়ানমারে বৌদ্ধ ঠেকাতে পারে না সেটার কোন উত্তর পাই না। এমন কোন হাদীসও নাকি নাই। বঙ্গদেশে শুধু শরীয়াহই একমাত্র সমাধান, নাইলে 'ডট ডট' এর বিকল্প নাই।

০২ রা এপ্রিল, ২০২১ বিকাল ৩:৫৩

রাজীব নুর বলেছেন: এই রকম টাইটেল দিয়ে দৃষ্টি আকর্ষক করি।
অনলাইন নিউজ পোর্টাল থেকে শিখেছি।

২| ০২ রা এপ্রিল, ২০২১ বিকাল ৩:১৬

চাঁদগাজী বলেছেন:





৪) শেখ হাসিনার আর শিখার বা ভাবার বয়স নেই, এখন তিনি বাংলার ডাকাত ব্যুরোক্রেট ও প্রশাসনের উপর নির্ভরশীল।

০২ রা এপ্রিল, ২০২১ বিকাল ৩:৫৪

রাজীব নুর বলেছেন: শেখ হাসিনা আছে বলেই, দেশটা এখনও পুরোপুরি লুট হয়ে যায় নি।

৩| ০২ রা এপ্রিল, ২০২১ বিকাল ৩:১৯

চাঁপাডাঙার চান্দু বলেছেন: চাঁদগাজী বলেছেন:

৪) শেখ হাসিনার আর শিখার বা ভাবার বয়স নেই, এখন তিনি বাংলার ডাকাত ব্যুরোক্রেট ও প্রশাসনের উপর নির্ভরশীল

উনি যদি খালি আপনার খোঁজটা পাইত মিয়া ভাই!! :``>>

০২ রা এপ্রিল, ২০২১ বিকাল ৩:৫৬

রাজীব নুর বলেছেন: শেখ হাসিনা শ্রদ্ধ্যেয় চাঁদগাজীর খোঁজ পেলে তাকে উনার উপদেষ্টা করতেন। তাতে দেশের ভালো হতো।

৪| ০২ রা এপ্রিল, ২০২১ বিকাল ৫:০৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: ফ্রয়েড ইহুদি ছিলেন। নবী ইসরাইলের (আ) এই বংশধরেরা বরাবরই মেধাবী বলে প্রমাণিত।

এই সরকারের সময় মানুষের মুখে হাসি আর হাসি কিন্তু মাস্কের কারণে ভালো করে দেখা যায় না।

আপনার ধৈর্য পরীক্ষার জন্য মশার কয়েল দুইটা এক সাথে প্যাকেট করা হয়।

০২ রা এপ্রিল, ২০২১ বিকাল ৫:১৯

রাজীব নুর বলেছেন: এই সরকারের সময় মানুষের মুখে হাসি আর হাসি কিন্তু মাস্কের কারণে ভালো করে দেখা যায় না।


ভালো বলেছেন।

৫| ০২ রা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৪৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

দাঁত মাজতে হবে নিজের স্বার্থে।
মশার কয়েল পরিবেশ ও স্বাস্থ্য নষ্ট করে।

০২ রা এপ্রিল, ২০২১ রাত ৯:৩২

রাজীব নুর বলেছেন: জ্বী। আমি সব সময় সঠিক কথা বলেন।

৬| ০৩ রা এপ্রিল, ২০২১ রাত ১২:২২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: কোরানের অনেক আয়াত নবী তার প্রয়োজনে লিখেছে আর কিছু আছে লোকায়ত কিচ্ছা কাহিনী।নবীর স্বপ্নকে বাস্তবায়িত করে ওমাইয়ারা।

০৩ রা এপ্রিল, ২০২১ সকাল ১১:৫২

রাজীব নুর বলেছেন: ওকে।

৭| ০৩ রা এপ্রিল, ২০২১ সকাল ১১:৫৯

রানার ব্লগ বলেছেন: আমাদের দেশে কোরান কে ব্যাবসা পন্য বানানো হয়েছে !!!!

০৩ রা এপ্রিল, ২০২১ দুপুর ১২:০৭

রাজীব নুর বলেছেন: হ্যা।
কোরআন জন্মের পর থেকেই এই ব্যবসা অব্যহত আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.