নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

গল্প থেকে শিক্ষা

০৪ ঠা এপ্রিল, ২০২১ বিকাল ৫:৩৬



বাঘকে গাধা বলল, ঘাসের রঙ নীল!
বাঘ বলল, না, ঘাসের রঙ সবুজ!
দুজনের মধ্যে তর্কাতর্কি লেগে গেল। দু'জনেই নিজেদের অবস্থান থেকে নড়তে নারাজ। শেষে বিতর্কের নিষ্পত্তি করতে তারা দুজনে গেল অরণ্যের রাজা, সিংহের দরবারে।

গিয়েই গাধা চিৎকার করতে শুরু করে দিল।
বাঘকে কথা বলার সুযোগই দিল না। শেষে গাধা বলল, মহারাজ, ঘাসের রঙ নীল। তাই নয় কি?
সিংহ বললেন, হ্যা, ঘাসের রঙ অবশ্যই নীল।

গাধা বলল, এই সত্যটা বাঘ মানতে নারাজ মহারাজ। ওকে উচিত শাস্তি দেয়া হােক।
রাজা ঘােষণা করলেন, বাঘকে এক বৎসরের কারাদণ্ড দেয়া হল।

গাধা আনন্দে আত্মহারা হয়ে সারা অরণ্য জুড়ে বলে বেড়াতে লাগল যে, তার জন্যই বাঘের কারাদণ্ড হয়েছে।

ওদিকে বাঘ সিংহের কাছে গিয়ে প্রশ্ন করল- মহারাজ, ঘাসের রঙ তাে সবুজ, তাই নয় কি?
রাজা বললেন, হ্যা, ঘাসের রঙ সবুজ। বাঘ জানতে চাইল, তবে আমার কারাদণ্ডের আদেশ দিলেন কেন?

রাজা বললেন, ঘাসের রঙ নীল না সবুজ তা বলার জন্য তােমার শাস্তি হয়নি। তােমার শাস্তি হয়েছে গাধার সঙ্গে তর্ক করে আমার মহামূল্য সময় নষ্ট করার জন্য। তােমার মতাে বুদ্ধিমান প্রাণী যদি এমন কাজ করে তবে বাকীরা কী শিখবে?

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০২১ বিকাল ৫:৪৬

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: শিক্ষনীয় পোস্ট।

০৫ ই এপ্রিল, ২০২১ রাত ১২:২০

রাজীব নুর বলেছেন: জ্বী হ্যা।

২| ০৪ ঠা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:১১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

এটা একটি অপ্রয়োজনীয় পোস্ট।
কোন লজিক নেই।

০৫ ই এপ্রিল, ২০২১ রাত ১২:২০

রাজীব নুর বলেছেন: বড় ভাই দুনিয়াতে লজিকের বাইরেও অনেক কিছু হয়।

৩| ০৪ ঠা এপ্রিল, ২০২১ রাত ৮:০০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

দারুন গল্প

০৫ ই এপ্রিল, ২০২১ রাত ১২:২১

রাজীব নুর বলেছেন: ভিডিও'র লিংক দিলেন। দেখলাম।

৪| ০৪ ঠা এপ্রিল, ২০২১ রাত ৮:৩০

চাঁদগাজী বলেছেন:



আগে ব্লগে নাসিরুদ্দীন হোজ্জার গাধার গল্প শুনতাম, এখন দেখছি মামুনুল হকের পালিত কয়েকটা গাধা ব্লগে চলে এসেছে।

০৫ ই এপ্রিল, ২০২১ রাত ১২:২২

রাজীব নুর বলেছেন: আমি ব্লগে কোনো দুষ্টলোক দেখতে চাই না। ব্লগ ভালো মানুষদের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.