নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

মজার কিছু তথ্য

০৬ ই এপ্রিল, ২০২১ রাত ৩:০৭

ছবিঃ আমার তোলা।

১। ইন্দোনেশিয়াতে রয়েছে এশিয়ার সবচেয়ে বড় পতিতালয় যা তারা হালাল বলে দাবি করে।

২। অস্ট্রেলিয়াতে এক প্রজাতির কেঁচো পাওয়া যায়, যাদের লম্বা প্রায় ১২ ফুট, মানে লম্বায় প্রায় একজন মানুষের দ্বিগুণ। আর এটি মোটায় প্রায় ১০ ইঞ্চি।

৩। বদর যুদ্ধের ঘটনা ইতিহাসের সবচেয়ে অদ্ভুত যুদ্ধ৷ যেখানে সম্মুখ সমরে ৩১৩ জন সৈন্যের যুদ্ধসরঞ্জামহীন একটা বাহিনী ১০০০ যুদ্ধাস্ত্রে সুসজ্জিত সৈন্যের একটি বাহিনীকে পরাজিত করে!

৪। জ্ঞানের প্রধান উৎস চিন্তা। যত চিন্তা তত আগ্রহ। যত আগ্রহ তত প্রশ্ন। যত প্রশ্ন তত অনুসন্ধান। যত অনুসন্ধান তত বিচরণ। যত বিচরণ তত আহরণ।

৫। বাংলাদেশের বেশিরভাগ মানুষই ধর্মান্ধ। ধার্মিক আর ধর্মান্ধ এক জিনিস না। এই দেশের বেশিরভাগ মানুষ কোন না কোন ওয়াজি হুজুরের উপর নির্ভরশীল। নিজেরা জীবনেও হাদিস পড়ে না৷ কোরআনের বাংলা জীবনেও পড়ে না, পড়ার ইচ্ছাপোষণও করে না। সব জিনিসের মধ্যে ধর্ম না টানলে বাঙালির পেটের ভাত হজম হয়না। অথচ ধর্ম সম্পর্কে নূন্যতম জ্ঞানটাও নেই বেশিরভাগ মানুষের। এত কিছুর মধ্যেও যে জিডিপি গ্রো হচ্ছে এইটাই অনেক কিছু।

৬। বেশিরভাগ লোকের এখনও এই বিশ্বাস রয়েছে যে লজ্জাজনক এবং অন্তর্মুখী হওয়ার অর্থ বোকা হওয়া যা জীবনের ব্যর্থতা হয়ে দাঁড়াবে।

৭। মনে করুন আপনি ট্রেনে করে ঢাকা থেকে বগুড়ার দিকে যাচ্ছেন। বদ্ধ ট্রেনের ভিতর আপনার খুব গরম লাগছে। তখন আপনি কি করবেন?

৮। বাঘ ও সিংহের মিলনে জন্ম হয় নতুন এক প্রজাতি যার নাম দেওয়া হয়- লাইগার।

৯। হিটলার কে আমরা যতটা খারাপ জানি সে ততটা খারাপ নয়। তারচেয়ে বেশি খারাপ ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তারা। ওলন্দাজ বনিকরা। ফরাসি বনিকরা। নাবিক কলাম্বাস।

১০। প্রাচীনকালে মিশরে মমি পুড়িয়ে আগুন তৈরি করা হতো। কারণ, সেখানে কাঠের সল্পতা ছিলো, কিন্তু মমির সল্পতা ছিলো না।

১১। আমেরিকানরা শূন্য বা জিরোকে উচ্চারণ করে ইংরেজি বর্ণ ‘ও’। যেমন এক শ পাঁচকে ওরা বলবে ‘ওয়ান ও ফাইভ’।

১২। সবার নাম তিন শব্দের হলেও কাগজে–কলমে সব সময় দুটি শব্দই থাকবে, ফার্স্ট নেম এবং লাস্ট নেম। মিডিল নেম শুধু কাছের মানুষরাই জানে ক্ষেত্রবিশেষে। ডাকার ক্ষেত্রে একদম নিয়ম করেই ফার্স্ট নেম ধরে ডাকা হয় সর্বত্র।

১৩। একটা কথা কি জানেন হিমালয় পর্বতের যে উচ্চতা রয়েছে তা কিন্তু বাড়ছে প্রতিনিয়ত। প্রতিবছর প্রায় ৪ মিলিমিটার করে বাড়ছে হিমালয়ের উচ্চতা ।

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০২১ ভোর ৪:১২

চাঁদগাজী বলেছেন:


৩ নং:

বদরের যুদ্ধ বাংলাদেশে জমি নিয়ে মারামারি থেকে নিশ্চয় ছোট ছিলো; মক্কা জমিদারদের কাছে কোন সৈন্য ছিলো না, হয়তো পাহারাদার ছিলো; বেদুইনদের কাছে তলোয়ার থাকতো সব সময়; উহা মারামারি ছিলো।

০৬ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:২৭

রাজীব নুর বলেছেন: মুসলমানরা কেন যুদ্ধ করে। তাদের তো শান্তির ধর্ম। যুদ্ধ করে তারা শান্তি রক্ষা করবে?

২| ০৬ ই এপ্রিল, ২০২১ ভোর ৪:১৫

চাঁদগাজী বলেছেন:



১০) রাজ পরিবার ও উঁচু পদস্হ সামান্য কিছু মানুষকে মমি করা হয়েছিলো; ওরা বিশ্বাস করতো মমি একদিন জেগে উঠবে পরপারে; ফলে পোড়ানোর প্রশ্নই উঠে না। মিসরের বড় এলাকা মরু ছিলো না, সেখানে কাঠের অভাব ছিলো না।

০৬ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:২৮

রাজীব নুর বলেছেন: হতে পারে।

ধন্যবাদ।

৩| ০৬ ই এপ্রিল, ২০২১ ভোর ৫:০৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ১,মোতা বিবাহের মতো।ইরান ও মিশরে আছে।কোরান হাদিসে এটাকে নিষিদ্ধ করা হয় নাই।হজরত ওমর এটাকে নিষিদ্ধ করে।অনেকে মানে অনেকে মানে না।মুমিনুল হকের ঘটনায় মনে হয় মুমিনরা মানে,আমজনতাতো মানেই।

৩,মুসলমানদের পিছুটান ছিল না।মরলে হুর জিতলে দুনিয়ার হুর(গনিমত)অপর পক্ষে পিছুটান ছিল।এই উদাহরণ দিতে ১৪৫০ বছর আগে যেতে হবে কেন।কয়েক বছর আগে ইসরাইল আর আরব দুনিয়ার যুদ্ধ দেখলেই হয়।বর্তমানে ইয়েমেন আর আরব জোট।

৪,প্রধান উৎস বস্তু।বস্তুকে পরিবর্তন করতে যেয়ে যে ফলাফল পাওয়া যায় তাই জ্ঞান।সমস্ত জ্ঞান আমরা অর্জন করেছি পঞ্চইন্দ্রিয়ের মাধ্যমে বস্তু থেকে।যেমন,এক টুকরা লোহা গরম না ঠান্ডা হাজার চিন্তা করেও বুঝতে পারবেন না।কিন্ত স্পর্শ করলে মুহর্তেই বলে দিতে পারবেন।

৫,ধার্মিক আর ধর্মান্ধ।১৯/২০ ধর্মের ভ্যাইরাস বইটা পড়ে দেখতে পারেন।


০৬ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:২৯

রাজীব নুর বলেছেন: আপনি একজন আধুনিক মানুষ। মুক্তচিন্তার মানুষ। আপনার মধ্যে কোনো কুসংস্কার নেই।

৪| ০৬ ই এপ্রিল, ২০২১ সকাল ৯:৩৩

জুল ভার্ন বলেছেন: এই পোস্ট পড়ে নতুন কিছু জানলাম।

০৬ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৪০

রাজীব নুর বলেছেন: যত পড়েন তত জানবেন। পড়া এবং জানা দুটাই দরকার।

৫| ০৬ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:৩৩

সাহাদাত উদরাজী বলেছেন: হিমালয়য়ের উচ্চতা কেন বাড়ছে! এই ভাবনাতে পড়ে গেলাম।

০৬ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪২

রাজীব নুর বলেছেন: তাহলে আপনাকে আর একটু ভাবনায় ফেলি- দিন দিন পৃথিবীর ওজনও কিন্তু বাড়ছে।

৬| ০৬ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:২৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: বদর যুদ্ধে ফেরেশতারা সাহায্য করেছিল। আপনি ধর্ম নিয়ে সুরসুরি দিতে পছন্দ করেন। আপনার সুরসুরিতে আপনার সঙ্গি সাথীরা এসে জড়ো হয়।

০৬ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪৩

রাজীব নুর বলেছেন: ভুল বললেন। আমি সুরসুরি দেই না। এই চিন্তা আপনাদের হীনমন্নতা।

৭| ০৬ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:১৩

করুণাধারা বলেছেন: খুবই মজার ব্যাপার। প্রথম তথ্যটা যখন কোরা বাংলায় দেখলাম, তখনই মনে হয়েছে এটা আবার দাঁড়ি কমা শুদ্ধ রাজীব নুরের পোস্টে দেখব। আমার অনুমান মিলে গেল দেখে খুব ভালো লাগছে।

০৬ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪৪

রাজীব নুর বলেছেন: ওকে। কিন্তু বাকি গুলো?

৮| ০৬ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৩০

ভুয়া মফিজ বলেছেন: করুণাধারা বলেছেন: খুবই মজার ব্যাপার। প্রথম তথ্যটা যখন কোরা বাংলায় দেখলাম, তখনই মনে হয়েছে এটা আবার দাঁড়ি কমা শুদ্ধ রাজীব নুরের পোস্টে দেখব। আমার অনুমান মিলে গেল দেখে খুব ভালো লাগছে। :P =p~ =p~

০৬ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪৪

রাজীব নুর বলেছেন: করুনা, রসিকে সাপ মনে করেন।
এসব তথ্য নেট দুনিয়ায় বিভিন্ন সাইটে আছে। শুধু কোড়া নয়।

৯| ০৬ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:১৮

সুখী এলিয়েন বলেছেন: আগে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট সাগরের মধ্যে ছিল, আস্তে আস্তে এটা ইউরোপিয়ান ভুখন্ডে যুক্ত হয়েছে, ইন্ডিয়ান সাব কন্টিনেন্টকে জায়গা করে দিতে হিমালয় সৃষ্টি হয়েছে, এবং ইন্ডিয়ান সাব কন্টিনেন্ট এখনো তার চাপ অব্যাহত রেখেছে ফলে হিমালয় পর্বত মালা উচু হচ্ছে বছরে এক সেন্টিমিটার করে।

০৬ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৩১

রাজীব নুর বলেছেন: রাইট।

১০| ০৬ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:১৯

সুখী এলিয়েন বলেছেন: দুঃখিত ইউরোপিয়ান ভুখন্ড হবে না, ইউরেসিয়ান প্লেট হবে।

০৬ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৩২

রাজীব নুর বলেছেন: হুম।
ধন্যবাদ।

১১| ০৬ ই এপ্রিল, ২০২১ রাত ১০:৫৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পড়ে গেলাম রাজিব'দা।

০৬ ই এপ্রিল, ২০২১ রাত ১১:২৪

রাজীব নুর বলেছেন: ভালোবাসা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.