নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ছবিঃ আমার তোলা।
১। এ বিশ্ব যত বড় নামী দামী মানুষ আছেন বা ছিলেন তারা কেউই সমালোচনার উর্ধে নন। মানুষ ভুলের অধীনেই জীবন যাপন করে।
২। ফুটপাত দিয়ে যারা বাইক চালায় এবং অপ্রয়োজনে হর্ন দেয়- তারা ছাগল।
৩। মুসলিমরা কেন জ্ঞান-বিজ্ঞানে পিছিয়ে?
ধর্ম কখনও বলেনি তুমি গবেষণা কর না, কিছু আবিস্কার করো না, সমস্যা আমাদের ভিতরে আমরা মুসলিমরা দিনে দিনে হচ্ছি অলস, টাকা হলেই করছি ফূর্তি, আর শেষ বয়সে তো তাবলীগ আছে। জীবনের চাহিদার প্রয়োজনে মানুষকে ধর্মীয় শিক্ষার সাথে সাথে প্রযুক্তি শিখতে হবে।
৪। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হয়। বাংলাদেশের মানুষ শুধুমাত্র ক্যাপিটেলিজমে বিশ্বাস করে। অথচ এই দেশটি স্বাধীন হয়েছিল সোস্যালিজমের জন্য।
৫। ফরিদপুরের সংসদ উপনেতা সাজেদা চৌধুরীর এলাকা সালথায় বিএনপি জামায়াত হেফাজতের উস্কানিতে ৪ ঘণ্টা ভয়ঙ্কর তাণ্ডব চললো, কোথায় আওয়ামীলীগ?
৬। প্রতিমুহুর্তে বিশ্বে কত কিছু যে ঘটে যায়! নাইজেরিয়ায় কারাগারে হামলা, ১৮০০ বন্দি উধাও..!! এদিকে জনপ্রিয় চিত্রনায়ক ও সংসদ সদস্য ফারুক সিঙ্গাপুরে লাইফ সাপোর্টে দেশবাসীর দোয়া চেয়েছে পরিবার!!
৭। সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা স্টেটসম্যান লি কুয়ান ইউ বলেছিলেন; আগামী দিনের বিশ্বকে শাসন করবে বিজ্ঞরা আর শাসিত হবে অজ্ঞরা। আমরা কোন পথে চলছি তা খতিয়ে দেখতে হবে। সময় গেলে কিন্তু সাধন হবে না।
০৬ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:২৭
রাজীব নুর বলেছেন: না তা না।
সমালোচনা করবো। সমালোচনার দরকার আছে।
২| ০৬ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৩০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মুসলিমরা জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে নাই
এটা আপনার জানার অজ্ঞতা।
১। জাবির ইবনে হাইয়্যান (৭২২-৮০৪খ্রি.)
মুসলিম বিজ্ঞানী জাবির ইবনে হাইয়্যান, তিনি রসায়ন শাস্ত্রের পথিকৃৎ।
২। আল বিরুনি (৯৭৩-১০৪৮খ্রি.)
পারস্যের মুসলিম তত্ত্ববিদ আল বিরুনি। পুরোনাম আবু রায়হান আল বিরুনি।
মুসলিম এ বিজ্ঞানী তার সংগৃহীত বিভিন্ন প্রকারের শতাধিক ধাতু ও রত্নপাথর নিয়ে গবেষণা করেন।
৩। ইবনে সিনা (৯৮০-১০৩৭খ্রি.)
মুসলিম বিশ্বের অন্যতম দার্শনিক ও সুবিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী আবু আলি সিনা ৯৮০ খ্রিষ্টাব্দে বুখারায়
জন্মগ্রহণ করেন। তখন বুখারা ইরানের অন্তর্গত ছিল। ইবনে সিনা দর্শন, যুক্তিবিদ্যা, হিসাববিজ্ঞান,
গণিতশাস্ত্র, সাধারণ জ্ঞান-বিজ্ঞানসহ জ্যোতির্বিজ্ঞান ইত্যাদি ক্ষেত্রে সমান প্রজ্ঞতা অর্জন করেন।
৪। ওমর খৈয়াম (১০১৯-১১৩৫খ্রি.)
ওমর খৈয়াম সুলতান মাহমুদের মৃত্যুর কিছুকাল আগে জন্মগ্রহণ করেন। তিনি খোরাসানের অন্যতম বিখ্যাত ওস্তাদ ইমাম মোয়াফ্ফেক নিশাপুরীর শিষ্যত্ব লাভ করেন। দিনের বেলায় জ্যামিতি ও বীজগণিত পড়ানো, সন্ধ্যায় মালিক শাহ-এর রাজদরবারে পরামর্শকের দায়িত্ব পালন এবং রাতে মহাকাশ চিন্তার পাশাপাশি, তৎকালীন বহুল প্রচলিত ‘জালালি বর্ষপুঞ্জি’ সংশোধনসহ সবকাজেই তিনি পরম নিষ্ঠা ও যত্নের ছোঁয়া রেখে গেছেন। ওমর খৈয়াম তার জীবদ্দশায় একজন গণিত বিশারদ হিসেবে খ্যাতি অর্জন করেন।
৫। আল রাজিঃ মুসলিম চিকিৎসাবিদদের মধ্যে আবু বকর মোহাম্মদ বিন জাকারিয়া আল-রাজি (৮৬২-৯২৫) ছিলেন, মুসলিম বিশ্বের শ্রেষ্ঠ একজন চিকিৎসাবিদ। ইরানের রাজধানী তেহরানের ‘রে’ নামক শহরে জন্মগ্রহণ করেন, আরবীয় চিকিৎসাশাস্ত্রের এই দিকপাল। চিকিৎবিজ্ঞানে আল-রাজির অবদান অবিস্মরণীয়। দুই শতাধিক গ্রন্থ রচনা করেন তিনি। এর অর্ধেকই ছিল চিকিৎসাশাস্ত্র সম্পর্কীয়।
৬। ইবনে রুশদ (১১২৬-১১৯৮) : মুসলিমদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক ও পণ্ডিত হিসেবে ইবনে রুশদের নাম ইতিহাসের পাতায় জ্বলজ্বল করছে। রেনেসাঁর যুগে ইউরোপে তার জনপ্রিয়তা ছিল আকাশছোঁয়া।
০৬ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪১
রাজীব নুর বলেছেন: ওকে।
১। মোবাইল কার আবিস্কার?
২। ইন্টারনেট?
৩। রকেট?
৪। উড়োজাহাজ?
৫। টিভি?
৬। লিফট?
৭। এসি, ফ্রিজ?
৩| ০৬ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৩৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
মুত্যুর আগে ক্ষুধা থেকে মুক্তি নেই।
০৬ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪২
রাজীব নুর বলেছেন: ক্ষুধাই পৃথিবী কে এগিয়ে নিচ্ছে।
৪| ০৬ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪৬
লাতিনো বলেছেন: ২। ছাগলের সংজ্ঞা ঠিক হলান। ছাগল তারাই, যারা ইসলাম আল্লাহ্ নবী রাসূল সম্পর্কে বিদ্বেষপূর্ণ মন্তব্য করে আপনার প্রিয় ব্লগার হয় তারা। এদের মধ্যে উল্লেখযোগ্যঃ
লাল ছাগলঃ কোন পোস্ট করেনা, কিন্তু মন্তব্য করার সুযোগ নষ্ট করেনা
বুড়া ছাগলঃ বেদুঈন বিশেষজ্ঞ
জ্ঞানী ছাগলঃ কোরআন এবং হাদীসের আলোকে উনি মদপান, ব্যাভিচার, নরহত্যা এবং মূর্তিপূজাকে জায়েজ প্রমাণ করেন।
হাইব্রিড ছাগলঃ এনার আসল নিক যে কোনটা - কেউ জানেনা।
০৬ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:২৮
রাজীব নুর বলেছেন: আপনার জ্ঞানের অভাব আছে।
৫| ০৬ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:২৫
মোহামমদ কামরুজজামান বলেছেন: কথায় আছে , "ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়"।ক্ষুধা মানুষকে অনেক কিছু কঠিন ভাবে শিখিয়ে দেয় যা অন্যভাবে জানা সম্ভব নয় তবে আপনার লিখার শিরোনামের সাথে লেখার বিষয়ের কোন মিল পেলাম না ভাই।
০৬ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:২৯
রাজীব নুর বলেছেন: মিল আছে। অবশ্যই মিল আছে।
৬| ০৬ ই এপ্রিল, ২০২১ রাত ৮:১৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আসলেই আপনার সমস্যা আছে
কখন কি বিষয়ে কি বলেন সম্ভবত
আপনার সে হিসাব থাকেনা।
আপনা্ন জ্ঞানী গরুর দেখা নাই কেন?
০৬ ই এপ্রিল, ২০২১ রাত ১১:২০
রাজীব নুর বলেছেন: গুরু আছে।
৭| ০৬ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৫১
নুরুলইসলা০৬০৪ বলেছেন: ২, ছাগল প্রতিবাদ করতে পারে না,তাই বলে তাকে অপমান করবেন।কুকুরের পরে জাগল ভেড়াই মানুষের পোষা প্রাণী।
৩, নতুন কিছুকে তারা ভয় করে।পুরাতনের মাঝেই থাকতে চায়।
৪, বাঙ্গালী জাতিয়তাবাদ ছিল প্রথান শুর ( জয় বাংলা) শোষণ থেকে মুক্তি ও গনতন্ত্র।সমাজতন্ত্রের একটা ধারা ছিল কিন্তু তারা ছিল বহু ধারায় বিভক্ত।নিজেদের ভিতর কোন ঐক্য ছিল না,বর্তমানেও নেই।নেতৃত্ব দেয়ার মতো কেউ ছিল না।
৬, আইএস তালেবানের বহু লোক বর্তমানে আফ্রিকায়।
৭, সারা মুসলিম জাহানই শাসিতের দলে থাকবো
০৬ ই এপ্রিল, ২০২১ রাত ১১:২১
রাজীব নুর বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনি অতি সজ্জন ব্যাক্তি।
৮| ০৬ ই এপ্রিল, ২০২১ রাত ৯:৩৭
অজ্ঞাতকুলশীল বলেছেন: সমালোচনার উর্ধ্বেও কেউ কেউ আছে।
তবে, সমালোচনা বাঙ্গালি জাতির এক ধরনের নেশা।
প্রতি মূহুর্তে বিশ্বে যতকিছুই ঘটুক না কেন, যেখানে সমালোচনা করার স্পেস আছে আমরাও সেখানে আছি।
০৬ ই এপ্রিল, ২০২১ রাত ১১:২২
রাজীব নুর বলেছেন: সমালোচনা থেকে যদি ভালো কিছু উঠে আসে তাহলে সমালোচনাই ভালো।
৯| ০৬ ই এপ্রিল, ২০২১ রাত ১১:১৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ৫। আপনি কি আওয়ামীলীগকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা এর বিকল্প কিছু মনে করেন?
০৬ ই এপ্রিল, ২০২১ রাত ১১:২৪
রাজীব নুর বলেছেন: আওয়ামী লীগ একটা শক্তিশালী দল। কিন্তু গত ১২ বছরে আওয়ামীলীগে অনেক দুষ্টলোক প্রবেশ করেছে। এরা আওয়ামীলীগের সর্বনাশ করছে।
১০| ০৭ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:০৯
জুল ভার্ন বলেছেন: মুসলিমদের পিছিয়ে যেতে বাধ্য করছে-আন্তর্জাতিক ইহুদী-খৃস্টান-হিন্দু চক্ত।
০৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:১৩
রাজীব নুর বলেছেন: মানি না।
©somewhere in net ltd.
১| ০৬ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:২৩
প্যারাডক্সিকাল সাজিদ বলেছেন: যেখানে সমালোচনা করা দরকার তা না করে এসব ছাইপাঁশ লেখে যাবেন আজীবন