নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

মোবাইল ফটোগ্রাফি (ছবি ব্লগ)

০৬ ই এপ্রিল, ২০২১ রাত ৮:১৯



কোয়ান্টাম মেকানিক্সটা বুঝতে চাই।
সহজ কোনো বই বা লেখা আছে কী? খুচরো পয়সার মতো খুচরো কবিও নিশ্চয় আছে, নিজেকে আমি জিজ্ঞেস করি এ কথা। আগামীকাল থেকে ঢাকাসহ সারাদেশের সিটি কর্পোরেশন এলাকায় সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গণপরিবহন চলবে। শীতলক্ষ্যায় লঞ্চডুবিঃ নিহত বেড়ে ৩৫ (এটা দুর্ঘটনা নয়, আমি বলব হত্যাকাণ্ড)। দেশের ইতিহাসে করোনায় আজ রেকর্ড সর্বোচ্চ মৃত্যু হয়েছে ৬৬ জনের ও রেকর্ড সর্বোচ্চ আক্রান্ত হয়েছে ৭২১৩ জন। শুনে রাখুন ধর্ম ব্যবসায়ীরা, একাত্তরে আপনাদের সাথে ছিল ভয়ঙ্কর পাকসেনা, তারপরও পরাজিত হয়েছিলেন! এখন আর জয়ের স্বপ্ন দেখে লাভ নাই!

১। ওরা চার জন। আরিশ, রোহা, ফাইহা এবং পরী।

২। বাচতে হলে খেতে হবেই।

৩। পরী।

৪। দেবতাখুম। বান্দরবান।

৫। আমি যখন চা খাই।

৬। তারা তিনজন।

৭। চেনা যাচ্ছে?

৮। আতশবাজি।

৯। কলকাতা।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৩২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

বন্যা্র জলের মতো আসিতেছে লেখা
কিন্তু পাঠকের মন্তব্যের পাচ্ছিনা দেখা।

০৬ ই এপ্রিল, ২০২১ রাত ১১:০৩

রাজীব নুর বলেছেন: কথা সত্য মুরুব্বী।
ঘটনা কি?

২| ০৭ ই এপ্রিল, ২০২১ রাত ১২:০১

মরুভূমির জলদস্যু বলেছেন: ০, ১ ও ৩ ভালো লেগেছে বেশী।

০৭ ই এপ্রিল, ২০২১ রাত ১২:২১

রাজীব নুর বলেছেন: অশেষ ধন্যবাদ।

৩| ০৭ ই এপ্রিল, ২০২১ রাত ১২:৫৮

সিগনেচার নসিব বলেছেন: চমৎকার মোবাইল ফটোগ্রাফি।
আরিশ, রোহা, ফাইহা এবং পরী’র ছবি একশো-একশো।
ওদের জন্য স্নেহ আর ভালবাসা রইলো।


মুরুব্বী’র মন্তব্যে হতাশ হওয়ার কিছু নেই অনেক পাঠক আছেন যারা ১ বৎসর আগের পোস্টেও মন্তব্য রেখে যান।
আপনার এ্যাক্টিভিটি অব্যহত থাকুক।

০৭ ই এপ্রিল, ২০২১ রাত ১:২৩

রাজীব নুর বলেছেন: আপনার মন্তব্যে ভরসা পেলাম।

৪| ০৭ ই এপ্রিল, ২০২১ রাত ৩:৩৫

অনল চৌধুরী বলেছেন: আমি যখন ছোটো ছিলাম, তখন শুধু শীতকালে টমেটো, শিম আর কপি পাওয়া যেতো।
এখন সারাবছরই পাওয়া যায়।
টমোটোগুলি কি আপনার গাছের?

০৭ ই এপ্রিল, ২০২১ রাত ৩:৩৯

রাজীব নুর বলেছেন: না আমার গাছের না।
পাশের বাড়ির একজন দিয়েছেন।

৫| ০৭ ই এপ্রিল, ২০২১ সকাল ৮:৪৪

লাতিনো বলেছেন: ভাই, হুমায়ূন আহমেদ পড়ে আপনার কোয়ান্টাম মেকানিক্স পড়ার শখ হয়েছে। কিন্তু এটা এত সহজ বিষয় নয়। খুব সহজ করে যদি এটার উপর কোন বই লেখাও হয়ে থাকে, তবে সেই বইয়ের ভাষা বুঝতে আপনাকে ইন্টেগ্রাল ক্যালকুলাস, জেনোর প্যারাডক্স, প্যারাডাইম শিফট, ইনফিনিটিসিম্যালিটি, ডিজিটাল ইলেকট্রনিক্স এসব সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। পাশাপাশি, আপনি চারপাশের ঘটনা ঘটতে দেখার পেছনে যে যুক্তি দাঁড় করান, তা ভুলে যেতে হবে। বিশেষ করে, প্রমাণ না পেলে আমি বিশ্বাস করিনা - এই ধারণা পরিবর্তন করতে হবে।

একটা উদাহরণ দেই। আপনি এমন কাউকে তাড়া করলেন যার গতি আপনার চেয়ে কম। স্বাভাবিকভাবেই একসময় তাকে আপনি ধরে ফেলবেন। কিন্তু কোয়ান্টাম মেকানিক্সের তত্ত্ব অনুযায়ী সে যই এক জায়গায় দাঁড়িয়ে না থাকে, তাহলে আপনি তাকে কখনোই ধরতে পারবেন না। আজকের ন্যানো টেকনোলজির ভিত্তি এই তত্ত্বের উপর ভিত্তি করে গড়ে উঠেছে।

০৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:১৭

রাজীব নুর বলেছেন: ভালো একটা মন্তব্য করেছেন। তবে আমি চিন্তায় পড়ে গেলাম।

৬| ০৭ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:০৫

জুল ভার্ন বলেছেন: চমতকার ছবি ব্লগ।

০৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:১৭

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

৭| ০৭ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:২০

পুকু বলেছেন: Quantum mechanics বুঝতে গেলে তিনটে জিনিষে পারদর্শী হতে হবে, এক ফিজিক্স দুই অংক তিন কল্পনাশক্তি। you can read the book 'CODE NAME GOD' by Dr. Mani bhaumik.বাংলা অনুবাদটি অবশ্যই কিনবেন।

০৭ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:১১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ পুকু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.