নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
গোটা দুনিয়াটা কেমন বদলে গেল রে ভাই!
প্যারিস আর রোম্যান্টিক নগরী নয়। মক্কা মদীনা প্রায় বন্ধ। বুঝা গেলো আমেরিকা ঈশ্বরের মতো শক্তিধর নয়। চীনের প্রাচীর কি করোনা আটকাতে পারলো? দেখুন, চারিদিকে কি ভীষন করুন পরিবেশ! মানুষ মানুষকে জড়িয়ে ধরা বারণ। চুমু নিষিদ্ধ। প্রাণের মানুষের থেকে দূরে থাকাটাই নাকি এখন প্রকৃত ভালোবাসা। সমাজের ভালো মানুষ, মন্দ মানুষ রাতারাতি টের পেয়েছে, ক্ষমতা, রূপ যৌবন এবং অর্থ এসবই ভীষণ অকর্মণ্য। তাকে প্রাণে বাঁচিয়ে রাখার বিন্দুমাত্র শক্তি এদের কারও নেই। অথচ দেখুন, মানুষ নামের সব থেকে শক্তিধর প্রাণীটিকে মৃত্যুভয় দেখিয়ে খাঁচায় ভরে দিয়ে বাকি দুনিয়া দিব্বি হাসি খুশি। মানুষের কিচ্ছুটি করার নেই। বাতাসে সামান্য ধুলোও নেই। প্রকৃতির ক্ষমতার কাছে মানুষ মাটির পুতলা। হে মানুষ- এখন করো টাকার বড়াই, ক্ষমতাই বড়াই, মিথ্যার বাহাদুরি। করো বদমাইশি, করো জমিদারগিরি। করো ফুটানি। এখন কানের আগায় কলম গুজে বাঈজি নাচাও।
প্রকৃতি এখন আগের থেকে আরও সুন্দর।
অনাবিল। অমলিন। স্বচ্ছ, পবিত্র। কোথাও কোনও বে-সুর নেই। আসলে, মূর্খ নির্বোধ মানুষকে করোনার হাতে ঈশ্বর একটি চিঠি পাঠালেন, 'ওহে শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত এই পৃথিবীর নকশায় তুমি অচ্ছুৎ, ভীষণ রকম অপ্রয়োজনীয় হয়ে উঠেছ। তাকিয়ে দেখ, বোঝো, তোমার খবরদারি ছাড়া গাছপালা, পশুপাখি, নদীনালা, পাহাড়, সমুদ্র, আলো বাতাস আকাশ সবাই খুব ভালো আছে। তোমাদের কিচ্ছু করার নেই। প্রকৃতি আজ অমলিন, নিশ্চিন্ত, দেদার খুশি। তাই করোনা থেকে বেঁচে উঠে মাথা নত করো প্রকৃতির কাছে। প্রকৃতির আর সর্বনাশ করো না। প্রকৃতির প্রতি দৃষ্টিতে যেন বিনয় থাকে, শ্রদ্ধা থাকে, থাকে ভালোবাসা। জিভে কৃতজ্ঞতা। মগজে একটা কথা ভালো করে গেঁথে নাও রে বোকা মানুষ, তুমি পৃথিবীর প্রভু নও, কেবল অতিথি। আকাট, অকৃতজ্ঞ জীব কোথাকার। এখন থেকে আচরণ উন্নত করো। ক্ষমতা কম দেখাও। মানুষ হও। ভালো মানুষ। স্বচ্ছ পবিত্র মানুষ।
তোমাদের তথাকথিত যে শিক্ষা!
যার বিনিময়ে, ভাগাভাগি, হিংসা, হত্যা, রাহাজানি, অবিচার করে মনগড়া ধর্মের বেড়াজালে গোলোকে ঘুরছো, অহংকারে ঘোষণা করে চিৎকার করে বলেছিলে তুমি...মানুষ! একমাত্র শ্রেষ্ঠ জীব! প্রকৃতি 'করোনা' নামক এক থাপ্পড় মেরে মনে হয় বুঝিয়ে দিল এবং বলছে ওহে মানুষ তোমরা শ্রেষ্ঠ জীব নও, দিনকে দিন তোমরা পশুতে পরিনত হয়েছ। তোমাদের চেয়ে অমানবিক আর কে আছে? তোমাদের কর্মকান্ডে পশুরাও লজ্জা পায়। তাই, এখনো সময় আছে, পারলে এই প্রকৃতি থেকে শিক্ষা নাও, করোনা থেকে শিক্ষা নাও। আল্লাহ, গড, ভগবান পরে হবে। মঠ, মসজিদ, মন্দির, গির্জা, আশ্রম, ওসব পরে বানিও। আগে এই প্রকৃতি থেকে শিক্ষা নাও। প্রকৃতির শিক্ষায় শিক্ষিত হও। বুঝতে চেষ্টা করো- ধর্ম মানুষের স্বাভাবিক, প্রাকৃতিক মানবিক গুণগুলো ধ্বংস করে দেয়, কৃত্রিম ও অবান্তর মানসিকতার জন্ম দেয়।
আশা রাখি মানুষও পরিবর্তন হবে।
পরিবারকে নিয়ে সতর্ক এবং ভাল থাকবেন। পৃথিবীর সবাই ভালো থাকুক এই আশা করি।
০৯ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:৩৮
রাজীব নুর বলেছেন: মানুষের নিজের মধ্যে যখন সমস্যা থাকে তখন অন্যকে দোষী মনে করে। অপরাধীর মন সব সময় সন্দেহপ্রবন।
২| ০৯ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:৩৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মানুষতো হারিয়েছে তার হুস
হবেনা সাবধাণ !!
যতদিন দিন না আসমান ভেঙ্গে
তার মাথায় পড়ে হবে খান খান !!
০৯ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:৪০
রাজীব নুর বলেছেন: করোনা আর বেশী দিন থাকবে না।
৩| ০৯ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:০২
চাঁদগাজী বলেছেন:
বিশ্ব খারাপ সময়ের ভেতর দিয়ে যাচ্ছে: শি জিন পিং আজীবনের জন্য প্রেসিডেন্ট, পুটিন ২০৩৬ সাল অবধি থাকবে, ভারতকে মোদী মন্দিরে পরিণত করা হয়েছে, বাংলাদেশের পার্লামেন্টে শেখ হাসিনা ব্যতিত সবাই ব্যবসায়ী; বিশ্ব খারাপ সময় পার করছে।
০৯ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:৪১
রাজীব নুর বলেছেন: এই খারাপ সময় বেশী দিন থাকবে না।
৪| ০৯ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪০
শোভন শামস বলেছেন: ভাল মানুষ হতে হবে, ধন্যবাদ
০৯ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:৪২
রাজীব নুর বলেছেন: হ্যা।
৫| ০৯ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:১০
বিদ্রোহী সিপাহী বলেছেন: নিজেকে না চিনে অপরকে চিনতে যাওয়া বোকামি। আর অপরকে দোষী মনে করা মূর্খতা
১০ ই এপ্রিল, ২০২১ রাত ১২:২০
রাজীব নুর বলেছেন: হতে পারে।
৬| ০৯ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৪৬
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মানুষ ব্যক্তিস্বার্থ নিয়ে ব্যস্ত। তাই প্রকৃতি থেকে শিক্ষা লাভের সময় কই? বিশ্ব গ্লোবাল ভিলেজে পরিণত হওয়ার কারণে মানুষের মধ্যে ক্ষমতা কেন্দ্রিক আচার আচারণ চর্চা হচ্ছে।
১০ ই এপ্রিল, ২০২১ রাত ১২:২২
রাজীব নুর বলেছেন: আরেহ সরকার যদি সৎ হতো তাহলে দেশের নাগরিকও সৎ হতো।
৭| ০৯ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৪২
নুরুলইসলা০৬০৪ বলেছেন: করোনা পৃথীবির অনেক সরকারকে কতৃত্ববাদী করে তোলবে।জনগনের গনতান্ত্রিক অধিকারকে সংঙ্কোচিত করবে।
১০ ই এপ্রিল, ২০২১ রাত ১২:২৩
রাজীব নুর বলেছেন: এবার লকডাউন এ কি হবে? আগের মতো হবে? কিছু লোক চাকরি হারাবে? ভাড়াটিয়ারা রাতের অন্ধকারে পালিয়ে যাবে?
৮| ০৯ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৪৯
নুরুলইসলা০৬০৪ বলেছেন: সুন্দর বিশ্লষণ করেছেন।প্রথম মন্তব্য পাঁচ ছয় লাইন পড়ে, যেটা আমি প্রায় করি।
১০ ই এপ্রিল, ২০২১ রাত ১২:২৪
রাজীব নুর বলেছেন: আপনি বুদ্ধিমান মানুষ।
ভাত রান্না করতে গেলে সব ভাত টিপে দেখতে হয় না।
©somewhere in net ltd.
১| ০৯ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:৩৬
বিদ্রোহী সিপাহী বলেছেন: ধর্মের সঠিক চর্চাই মানুষের স্বাভাবিক, প্রাকৃতিক মানবিক গুলো তৈরি করে দেয়; নইলে যতই ভাল মানুষ সাজ (নানান মানবিক গুণ দিয়ে!) কিছুটা ফাঁকি থাকবেই।