নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। ঘরে শুয়ে বসে থাকতে থাকতে ফর্সা হয়ে যাচ্ছি, মোটা হয়ে যাচ্ছি। দাড়ি কামাচ্ছি না। ভাবছি রেখে দিব। মায়া পড়ে গেছে। কপালে লেখাই ছিলো- জমিদারের মতো জীবন কাটাবো। খাচ্ছি দাচ্ছি ঘুমোচ্ছি। কোমোরে একটা তরোয়াল গুজা শুধু বাকি। আপনারা সবাই ভালো আছেন তো? আওয়াজ দেন।
২। আধুনিক মানুষ যন্ত্রনির্ভর হয়ে গেছে। মানুষ যেমন যন্ত্র নিয়ন্ত্রণ করছে, যন্ত্রও মানুষ নিয়ন্ত্রণ করছে।
৩। খুব ভোরে আমার ঘুম ভেঙে যায়, ফজরের নামাজ পড়ে হাঁটতে বের হই। টানা তিন মাইল হাঁটি। এই কারণে আমার কোনো অসুখ বিসুখ হয় না।
৪। শেষ কবে আপনি বাংলাদেশের মানচিত্রের দিকে তাকিয়েছেন? ভারত প্রীতি বা ভারত বিদ্বেষ এই দুটোই কিন্তু মানচিত্রের মাঝে আছে। সমস্যা একদিনের না। এটি রবীন্দ্রনাথের আমল থেকে শুরু।
৫। নবী করিম (সা.) নামাজকে আরোগ্যদানকারী হিসেবে অভিহিত করেছেন। যদি আমরা শুদ্ধ নিয়মে নামাজ আদায় করি তাহলে আমাদের শরীরের প্রতিটি অঙ্গেরই মুভমেন্ট হয়। ফলে রক্তসঞ্চালনও সুন্দরভাবে চলতে থাকে। নবীজী মেহেদিকে মাথা ব্যথার প্রতিষেধক বলেছেন।সূরা নাহলে মধুকে শেফা দানকারী ঘোষণা করা হয়েছে। নবীজীর নির্দেশ, ‘যে ব্যক্তি প্রতি মাসে তিন দিন সকাল বেলায় মধু সেবন করবে তার কোনো কঠিন ব্যাধি হবে না। হাদিসে কালোজিরা সর্বরোগের ওষুধ বলা হয়েছে। অপর দিকে কালোজিরা বিভিন্ন ঠাণ্ডা জাতীয় ব্যাধির ওষুধ ছাড়াও যকৃৎ, পাকস্থলী, মূত্রাশয়ের শক্তিবর্ধক। মহানবী (সা.) বলেছেন, ‘যখন রোগ যন্ত্রণা খুব কষ্টদায়ক হয় তখন এক চিমটি কালোজিরা, অতঃপর পানি ও মধু সেবন করবে।
৬। খারাপ সময়ে যাদের কাছে পাওয়া জায়না, সুখের সময়ে তাদের থেকে দূরে থাকাই ভাল। হোক সে বন্ধু, আত্মীয়স্বজন, মা, ভাই, সন্তান বা স্ত্রী!
৭। নোংরা মনের মানুষগুলো আপনার সাথে কোনভাবেই পেরে না উঠলে- শেষে আপনার নামে জনে জনে কুৎসা রটানো শুরু করবে!
আর ওটাই তাদের শেষ অস্ত্র!
১০ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৪৪
রাজীব নুর বলেছেন: শুকরিয়া জনাব।
২| ১০ ই এপ্রিল, ২০২১ ভোর ৪:১৪
ফটিকলাল বলেছেন: ছবিটা সুন্দর
১০ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৪৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৩| ১০ ই এপ্রিল, ২০২১ ভোর ৬:২৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
দৌড়ানো আর সাতার কাটার মতো ভালো ব্যায়াম খুব কমই আছে।
১০ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৪৫
রাজীব নুর বলেছেন: হাঁটা এবং নামাজ পড়া ভালো ব্যয়াম।
৪| ১০ ই এপ্রিল, ২০২১ ভোর ৬:৫২
নুরুলইসলা০৬০৪ বলেছেন: ১,দাড়ি রাখার সাথে সাথে মামুনুল হকের মতো কায়দা করে কপালে একটা দাগ ফেলতে পারলে সাতখুন মাফ।
৩, নামাজ সব থেকে বেশি পড়ে বাংলাদেশিরা,তাদেরই অসুখ বিসুখ বেশি।
৪, বাংলাদেশের তিন দিকেই ভারত।মিয়ানমারের সাথে অল্প কিছু সিমান্ত আছে।
৫,এই গুলির ব্যবহার আগেও ছিল।হিন্দু ধর্মশাস্ত্রে অনেক জরি বুটির ব্যবহারের কথা আছে।এগুলো নতুন কিছু না।
৬, দুঃখ ভাগ করলে কমে,সুখ ভাগ করলে বাড়ে।
৭,কুৎসা রটনা কারিকে কেউ বিশ্বাস করে না।
১০ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৪৭
রাজীব নুর বলেছেন: আপনাকে আমি খুব পছন্দ করি। কারন আপনি জ্ঞানী মানুষ।
৫| ১০ ই এপ্রিল, ২০২১ সকাল ৮:৫৫
লাতিনো বলেছেন: ১। পুরুষ মানুষের দিনের বেলা কোনভাবেই ঘরে থাকা উচিত নয়। এতে সংসারে অশান্তি হয়।
২। মানুষের আকার আকৃতি তার যন্ত্র নির্ভর হওয়া সমর্থন করেনা।
৩। ফজরের নামাজ কিজন্যে পড়েন? এতে লাভ কি?
৪। বাংলাদেশের মানচিত্র এরকম হওয়ায় কারো কোন আপত্তি হয়নি। ১৯০৫ সালের বঙ্গভঙ্গে যে বাংলাদেশের মানচিত্র ছিল, সেটা টিকে থাকলে আজকে ভারত বাংলাদেশ সম্পর্কে কোন কথা বলতে চাইলে দুবার ভাবত।
৫। নামাজে বডি মুভমেন্ট তেমন হয়না। স্ট্রেচ এবং মাসল প্রেসার ছাড়া বডি মুভমেন্টের কোন সুফল নেই।
১০ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৪৮
রাজীব নুর বলেছেন: আপনাকে ধন্যবাদ। ভালো থাকুন। ভালো মন্তব্য করেছেন।
৬| ১১ ই এপ্রিল, ২০২১ ভোর ৬:৫৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখক বলেছেন: হাঁটা এবং নামাজ পড়া ভালো ব্যয়াম।
এটা ৬৫+ বয়সীদের জন্য ব্যায়াম । যুবকদের জন্য এটা কোন ব্যায়াম না।
১১ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৫৪
রাজীব নুর বলেছেন: কিন্তু যুবক বয়সের ইবাদতে আল্লাহ বেশি খুশি হোন।
©somewhere in net ltd.
১| ১০ ই এপ্রিল, ২০২১ ভোর ৪:০৭
মোবারক বলেছেন: ভালো মেসেজ । ধন্যবাদ