নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

সাতচল্লিশ ছুঁই ছুঁই

১২ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:২৬

ছবিঃ আমার তোলা।

বরাবরের মতো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকি-
তবু দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করতে ব্যর্থ হই বারবার
জানালা দিয়ে তাকিয়ে আকাশ দেখলে মন ভরে না
উন্মাদ হয়েছি আজ আমি চারপাশ দেখেশুনে- জেনে
অযোগ্য নই আমি, মন্ত্রী হয়ে দিব প্রমাণ অপেক্ষা করো।

ঝুলে থেকেছি, তবু মহিলা সিটে আমি কোনোদিন বসিনি
পতিতাসহ পৃথিবীর সব মানুষকে ভালোবাসতে ইচ্ছে করে
স্বল্প বসনে গায়ের মেয়েরা শান বাঁধানো পুকুরে স্নান করে
তাদের দিকে ফিরেও তাকাই না আমি- সত্যি বলছি
তাই, একদিন ইতিহাসের পাতায় আমাকে খুঁজে পাবে!

সুযোগের অপেক্ষায়, দুষ্টলোক গুলোকে শিক্ষা দিতে চাই
ভুলেই গিয়েছিলাম, প্রকৃত বয়সটা তেত্রিশ ছুঁই ছুঁই করছে
কিন্তু মনে হচ্ছে আমার বয়স যেন সাতচল্লিশ ছুঁই ছুঁই।

আইনস্টাইন মনে করিয়ে দিচ্ছেন, সময় কি দ্রত চলে যাচ্ছে!
আজকাল পরিচিত মানুষের মতো, পরিচিত রাস্তাও অপরিচিত
জানুয়ারী থেকে ডিসেম্বর ভয় পাই, ভয়ে অস্থির সকাল সন্ধ্যা
ইচ্ছে করে মশারির ভেতরে লুকিয়ে থাকি, মশাকে দিব না রক্ত।

মনের গহিনে এক টুকরো আকাশ আছে, ভাসি আমি সেখানে
সেই আকাশে একটা পরী আছে- গভীর গোপন জানে না কেউ তা
অথচ লাশকাটা ঘরকে আমার অনেক ভয়, চারিদিকে ফিসফাস।

স্বচ্ছ প্রেমও যেন বীভৎস রুপ পায় হুট করে
অবশেষে, মাঝরাতে ব্যলকনি'র বাতাসটা যেন
সরাসরি বঙ্গোপসাগর থেকে এসে লাগে শরীরে
নতুন জীবনের সন্ধানে খুব শ্রীঘই নিরুদ্দেশ হবো
তোমরা যারা দুঃখী, আমার সাথে যেতে পারো।


(আমি কবি নই। কবিতা লেখার সামান্য যোগ্যতাও আমার নেই। সেই চেষ্টা আমি করিও না। তবু কয়েকদিন পরপর কবিতার মতোন করে কিছু একটা না লিখলে ভালো লাগে না। দীর্ঘদিনের অভ্যাস। আমি প্রতিদিন হেঁটে বাসায় ফিরি। আজ খুব ক্লান্ত লাগছিল তাই কি মনে করে বাসে উঠে পড়লাম। বাসটাও ফাঁকা কিন্তু রাস্তায় লম্বা জ্যাম- বাসের ভেতরে লোকজন নানান গল্প করে যাচ্ছে। আর আমি একটা কবিতা লিখে ফেললাম।)

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:১৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ছবিটা সুন্দর হয়েছে।

১২ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৫৩

রাজীব নুর বলেছেন: শুকরিয়া জনাব।

২| ১২ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৩৫

সিগনেচার নসিব বলেছেন: বরাররের মতই পড়ে গেলাম। সাবলিল কবিতা।

১২ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:১৮

রাজীব নুর বলেছেন: ভালোবাসা নিরন্তর।

৩| ১২ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:১৯

চাঁদগাজী বলেছেন:




এনার্খী জাতিকে গিলে ফেলছে

১২ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:৪২

রাজীব নুর বলেছেন: জ্বী।

৪| ১২ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:০১

সাড়ে চুয়াত্তর বলেছেন: ইটালিক মানে বুঝতে হবে পদ্য। নন ইটালিক গদ্য। বুঝতে পেরেছি।

১৩ ই এপ্রিল, ২০২১ রাত ১২:১৯

রাজীব নুর বলেছেন: এই তো---
আপনার বুদ্ধি আছে।

৫| ১২ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৫৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আপনি হয়তো বুঝতে পারছেন না।দিন দিন কবিতার অনেক উন্নতি মনে হয়।কবিতার একটা সুবিধা হলো অনেক কথা বলে ফেলা যায় অল্প কথায়,গদ্যে যেটা পারা যায় না।

১৩ ই এপ্রিল, ২০২১ রাত ১২:২০

রাজীব নুর বলেছেন: আপনি নিজে তো কিছুই লিখেন না। আমার ধারনা আমি লিখতে শুরু করলে চাঁদগাজীকে ছাড়িয়ে যাবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.