নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আজকের ডায়েরী- ৮০

১৩ ই এপ্রিল, ২০২১ রাত ১২:১৬


ছবিঃ আমার তোলা।

আপনারা কি লইট্টা শুটকি খান?
পরী লইট্টা শুটকি খুব পছন্দ করে। আমি পছন্দ করি না তবে মাঝে মাঝে খাই। আজ খেয়েছি। সুরভির লইট্টা শুটকি রান্নাটা ভালোই হয়েছে। সাথে কিছু বেগুন আর আলুও দিয়েছে। এই জন্য কি স্বাদ বেড়েছে? ধবধবে সাদা গরম ভাতের সাথে খেতে ভালোই লেগেছে। সাথে ডাল ছিলো। ডালে আজ টোমেটো আর ধনেপাতা দিয়েছে। কালিজিরা ভর্তা করেছে। গরম ভাতের সাথে কালিজিরা ভর্তাও বেশ লাগে। আমি আগে কালিজিরা ভর্তা খেতাম না। ইদানিং খাই। দেশী মূরগী ছিলো। ফার্ম টার্মের চেয়ে দেশী মূরগীই বেস্ট। চারটা দেশী মূরগী কিনেছিলাম বারো শ' টাকা দিয়ে। খুবই ছোট সাইজ।

গতকাল সুরভিকে বলেছিলাম-
রমজান মাস তো চলে এসেছে। আগামীকাল পেয়াজু, বেগুনি, ডিম চপ, ছোলা হাবিজাবি বানাও। বানিয়ে টায়েল দাও। ভুলে গেলে নাকি দেখো। সুরভি আজ ইফতার আইটেম বানিয়েছে। আমি একাই চারটা ডিম চপ খেয়ে ফেলেছি। সুরভির হাতের ডিম চপটা দারুন হয়। পেয়াজু খেলাম। পেগুনি খেলাম। ছোলা খেলাম। সবই মজা লাগলো। বললাম, সবই যখন করলে তাহলে লেবুর শরবত তা বাদ যাবে কেন? সুরভি বলল, ঘরে লেবু নেই। বললাম, সমস্যা নেই। সন্ধ্যায় বাইরে গেলে নিয়ে আসবো। বাজারে লেবু পাওয়া যাচ্ছে। কিন্তু লেবু গুলো ভালো না। রস হয় না। আবার দাম বেশী।

সন্ধ্যায় বাইরে গেলাম।
চায়ের দোকানে রোজকার মতো ঘন্টা খানেক আড্ডা দিলাম। আড্ডা শেষে এক কেজি আঙ্গুর কিনলাম। ২৬০ টাকা নিয়েছে। আঙ্গুর গুলো খুবই ভালো হয়েছে। দারুন মিষ্টি। একটা তরমুজ কিনলাম। সাত কেজি ওজন। ত্রিশ টাকা করে কেজি। ২১০ টাকা দাম হয়েছে। বিক্রেতা দশ টাকা কম রেখেছে। দুই কেজি পাকা পেঁপে নিলাম এক শ' টাকা দিয়ে। পেঁপে আমি খাই না। সুরভির জন্য নিয়েছি। টক দই নিলাম এক কেজি। টক দইও আমি খাই না। খেজুর নিলাম এক কেজি 'আজওয়া'। এবং আধা কেজি মরিয়ম। অনেক দাম নিলো। খেজুরের এত দাম কেন? যাই হোক, সামনে লকডাউন। তাই আমি নানান রকম খাবার কিনে কিনে ফ্রিজ ভরে ফেলেছি। রমজান মাসের পুরো বাজার করে ফেলেছি। তবে ফলটল আরো কিনতে হবে। ফ্রিজে যতটুকু ফল আছে তা দিয়ে পুরো রমজান মাস পার হবে না।

রাত ন'টা বেজে গেছে।
অলরেডি সুরভি দুইবার ফোন দিয়ে ফেলেছে। ঢাকা হোটেলের কাছেই আসতে দেখলাম- কে বা কারা খুব মারামারি করছে। অনেক গুলো চেংড়া পোলাপান মিলে একজনকে খুব মারছে। নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে গেছে। মুহুর্তের মধ্যে চারিদিকে মানুষের জটলা তৈরি হয়ে গেছে। কেউ মারামারি থামানোর চেষ্টা করছে না। সবাই তাকিয়ে-তাকিয়ে দেখছে। ঘটনা কি জানার জন্য আমি কয়েকজনকে জিজ্ঞেস করলাম। ঘটনা কেউই জানে না। আমার মধ্যে জিদ চাপলো- ঘটনা না জেনে আমি বাসায় যাবো না। যত রাতই হোক। চেংড়া- চেংড়া পোলাপানের মধ্যে এত হিংস্র ভাব কেন?

আমার কাছে প্রতিটা দিনই সমান।
আমার কোনো ছুটির দিন নাই। যারা চাকরি করে তাদের ডে অফ আছে। এবং সেই দিনটা তাদের জন্য খুব মূল্যবান। প্রতিটা দিনই আমার সমান যাচ্ছে। গত বছর লকডাউনে আমি যেরকম ছিলাম। এক বছর পর আজও আমি সেই রকম আছি। একই ভাবে দিন কাটছে। অবস্থার কোনো পরিবর্তন নেই। হ্যা একটা আপরিবর্তন হয়েছে। গত বছর আমার কন্যা ফাইহা ছিলো না। এখন ফাইহা আমার পাশে। ফাইহা খুব হাসে। আমি তাকে নানান রকম গল্প শুনাই। ফাইহাকে গল্প শুনাতে আমার খুব ভালো লাগে। ফাইহার জন্য প্রতিদিনের রুটিন কিছুটা বদলে গেছে।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০২১ রাত ১২:৪৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এখন থেকে আড্ডা দেবার কথা ভুলে যান।
সন্ধার পরে বের হতে জরুরি মুভমেন্ট পাস লাগবে।
লকডাউনে এাই পাস দেবে পুলিশ।
মুভমেন্ট পাস দেয়ার জন্য একটি অ্যাপস তৈরি
করেছে পুলিশ। মঙ্গলবার এই অ্যাপস উদ্ধোধন
করবেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)
ড. বেনজীর আহমেদ।

১৩ ই এপ্রিল, ২০২১ রাত ১২:৫৪

রাজীব নুর বলেছেন: না আমার অসুবিধা হবে না।
গলির ভেতরে চায়ের দোকান। অল্প সময় থাকব। দুই কাপ চা খেয়ে চলে আসবো লক্ষ্মী ছের মতোণ।

মেয়েরা সারাদিন ঘরে বন্ধী থাকতে পারে। একজন ছেলে তা পারে না।

২| ১৩ ই এপ্রিল, ২০২১ রাত ৩:৪৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: মেয়েরাও ঘরে থাকতে পারে না ,আমরা তাদের বন্ধি করে রেখেছি তাই তারা অভ্যস্ত হয়ে গেছে।এখানে কতো রকম বয়সের কতো মেয়ে রাত ১১/১২ টায় হাটতে হাটতে বাসায় যায়।

১৩ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:২৭

রাজীব নুর বলেছেন: আমাদের দেশে সম্ভব না। আমাদের দেশে দুষ্ট লোকের সংখ্যা বেশি।

৩| ১৩ ই এপ্রিল, ২০২১ ভোর ৫:৫৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আমাদের এখানে তাজা লইট্টা মাছই পাওয়া যায়।

বাংলাদেশী টাকায় দাম হবে ২০০-২২০ টাকা প্রতি কিলোগ্রাম।

১৩ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:২৮

রাজীব নুর বলেছেন: আমরা ধনী দেশ। আমাদের দেশে ৫০০ টাকার কমে কোনো মাছ পাওয়া যায় না।

৪| ১৩ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:২৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: বাজার মূল্য কি খুব বেশি নাকি মানুষ্যের সাধ্যের মধ্যে আছে?

১৩ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:২৮

রাজীব নুর বলেছেন: মনে হয় দাম ঠিকই আছে। তা না হলে লোকজন এত এত কেনাকাটা করছে কি করে?

৫| ১৩ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:৫৯

নতুন বলেছেন: শুটকি মাছ পরীকে কম খাওয়াবেন প্রকৃয়াজাত করার সময় অনেক ধরনের ক্যমিক্যাল দেয় তাতে মানুষ বেশি অসুস্থ হয়।

১৩ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:২৮

রাজীব নুর বলেছেন: সহমত।

৬| ১৩ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:১৭

মরুভূমির জলদস্যু বলেছেন: চায়ের দোকানে রোজকার মতো ঘন্টা খানেক আড্ডা দিলাম।
এইবার বন্ধ করেন বস। পিছনে পুলিশ এসে ......

১৩ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:২৯

রাজীব নুর বলেছেন: দেখি কি হয়? দোকান খোলা থাকলে আমি যাবো।

৭| ১৩ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:২২

জুল ভার্ন বলেছেন: আমি পরীর মতো লৈট্টা শুটকি ভক্ত

১৩ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:২৯

রাজীব নুর বলেছেন: হা হা হা---

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.