নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

রমজান শুরু, সাধারণ মানুষ যা ভাবছেন

১৪ ই এপ্রিল, ২০২১ রাত ১২:০০



১। রমজানের পবিত্রতা বজায় রাখি। এক মাস রিসোর্ট-এ গিয়ে আরাম আয়াস করা থেকে বিরত থাকি, আমিন।

২। কয়েক ঘন্টা পরেই সাহরি খাব ইনশাআল্লাহ।

৩। রুহ আফজার মতো বিরক্তিকর পানীয়র সাথে এক মাস কাটানোর জন্য আপনাদের আগাম অভিনন্দন।

৪। মানুষকে বিপদে ফেলে স্রষ্টা মানুষকে তার নাম মনে করায়। এখানে স্রষ্টার মহত্ত্ব কোথায়?

৫। রমজানের ওই রোজার শুরুতে এলো খুশির বৈশাখ।

৬। শুধু একটা কথাই বলবো হালাল উপার্জন করেন, হালাল খান, কাউকে ঠকাবেন না, জাকাত- ফেতরা হিসাব করে দিন। জান্নাত আপনার।

৭। একবার হযরত আনাস ইবনে মালেককে ডেকে নবীজী (স) বলেন, আনাস আমি রোজা রাখার নিয়ত করেছি। আমাকে কিছু খাবার দাও।
আনাস (রা) তখন তাকে কয়েকটি খেজুর আর একটা পাত্রে পানি দিলেন! নবীজী (স) তাই খেলেন।

৮। রমজান এবং বৈশাখ সব পালন করুন। মানুষের মৃত্যু নেই। নববর্ষের শুভেচ্ছা।

৯। আমাদের এলাকায় এক রোজাদার ছিলো- সেহেরি খেয়ে ইচ্ছা মতো গাজা খেতো। আবার ইফতারী শেষে ইচ্ছা মতো গাজা খেতো।

১০। হ্যালো বিচেস! পান্তা কি সাহরীতে খামু না ইফতারে?

১১। হে আল্লাহ্‌, আমাদের সবাইকে পবিত্র রমজান মাসের রোজা এবং তারাবীহ পড়ার তৌফিক দান করুন। আমিন।

১২। ঢাকা শহরের অনেক মসজিদ বন্ধ। এটা দুঃখজনক। যে মসজিদ গুলো খোলা আছে, সেগুলোতে নামাজির সংখ্যা হাতে গোনা কয়েক জন। মানুষ আল্লাহকে ভয় করে না। করোনাকে ভয় করে। আজিব!

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০২১ রাত ১২:৫৮

নুরুলইসলা০৬০৪ বলেছেন: স্রষ্টার কোন ক্ষমতা নাই মানুষকে বিপদে ফেলার বা বিপদ থেকে উদ্ধার করার।

১৪ ই এপ্রিল, ২০২১ রাত ১২:৫৯

রাজীব নুর বলেছেন: একদম ঠিক।
তবু অসহায় মানুষের ভরসা স্রষ্টা।

২| ১৪ ই এপ্রিল, ২০২১ রাত ১:০৪

চাঁদগাজী বলেছেন:




ঢাকায় করোনার সংক্রমণ কন্ট্রোলের বাহিরে চলে গেছে; আপনি হুশিয়ার হোন।

১৪ ই এপ্রিল, ২০২১ রাত ১:২৩

রাজীব নুর বলেছেন: হ্যা। আমি আগামী এক সপ্তাহ বাইরে বের হবো না। সিদ্ধান্ত নিয়েছি।

৩| ১৪ ই এপ্রিল, ২০২১ রাত ১:১৩

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন:


পাপমোচন আর ভালো কাজ করার সুযোগ নিয়ে
আবার এলো পবিত্র রমজান মাস। আল্লাহ আমাদের সকলকে
রমজানের পবিত্রতা রক্ষা করার তৌফিক দিক। পবিত্র রমজান মাসকে জানাই স্বাগতম।

১৪ ই এপ্রিল, ২০২১ রাত ১:৩২

রাজীব নুর বলেছেন: আপনাকেও অভিনন্দন। শবনম গ্রুপের মডারেটরের দায়িত্ব পেয়েছেন।

৪| ১৪ ই এপ্রিল, ২০২১ সকাল ৮:২৭

কালো যাদুকর বলেছেন: ১০ নম্বরটা কিন্তু গালি |
১৩ নং রমজানে জিনিসপত্রের দাম বেড়েছে কাজ কাম নাই। লক ডাউন চলছে। রিকশা চালক রমিজ ঠিক করেছে সে গ্রামে ফিরে যাবে। কৃষিকাজ করবে ৷

১৪ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:৩২

রাজীব নুর বলেছেন: ইয়েস।

৫| ১৪ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:৫৫

জুল ভার্ন বলেছেন: আত্মশুদ্ধি, আত্মসংযম, স্রষ্টার কাছে আত্মসমর্পণ রমজানের মৌলিক উদ্দেশ্য সফল হোক।

১৪ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:৩৩

রাজীব নুর বলেছেন: সফল হোক।

৬| ১৪ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:১৬

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:




না, বিপদে আমি সৃষ্টিকর্তাকে ততটা মনে করি না আরামে থাকলে যতটা করি।

১৪ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:৩৩

রাজীব নুর বলেছেন: ভেরি গুড।

৭| ১৪ ই এপ্রিল, ২০২১ রাত ১০:০৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মহামারী এলে মানুষ আতন্কিত হয়,
আর মানুষ যখন প্রকৃতি ধংশ করতে থাকে
তখন, বন্য প্রাণী বিলাপ করে ।

১৫ ই এপ্রিল, ২০২১ রাত ১২:২৪

রাজীব নুর বলেছেন: ইয়েস।

৮| ১৪ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৫৫

ফোজাইল আহমাদ বলেছেন: রমাদান সব পাপ ধুয়ে নিয়ে যাক!

১৫ ই এপ্রিল, ২০২১ রাত ১২:২৪

রাজীব নুর বলেছেন: এত এত বছরে যখন নেয় নি, তাহলে এবারও নিবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.