নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

এই তো জীবন, এই তো নিয়ম

১৫ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:১৮



হয়তো আমার মৃত্যু হবে- গভীর রাতের অন্ধকারে
ঘর থাকবে অন্ধকার, আলোতে আমার ঘুম হয় না
বিছানায় গভীর ঘুমে থাকবো আমি, পাশে সুরভি।
ঘরে বাইরে জোছনা থৈ থৈ, হু হু করে হাওয়া বইবে
গাছের পাতা শনশন শব্দে নড়ছে, পেঁচা চেয়ে নিরবে
কেউ টের পাবে না, কেউ জানবে না, কেউ বুঝবে না
এমন সময় আজরাইল এসে দাঁড়াবে আমার শিয়রে
শীতের রাতে নরম বিছানায় কম্বল গায়ে এই আমি
শুনবে না কোনো কথা, মানবে না কিছু আজরাইল
মুহুর্তের মধ্যে রুহ কবচ করে নিয়ে যাবে সে আমার
পরদিন অনেকবেলা হবার পর সুরভি বুঝতে পারবে
তারপর একে একে জানতে পারবে সমস্ত পরিচিতরা
সুরভি কান্নায় ভেঙ্গে পড়বে। তারপর দাফন কাফন
দুই চারদিন আমাকে নিয়ে টুকটাক কথা হবে খুব
তারপর ভুলে যাবে। এই তো জীবন, এই তো নিয়ম।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৪১

অধীতি বলেছেন: খুব সাবলীল ভাবে কব্যের ফাঁদে ফেল্লেন। আসলেই এটাই জীবন।

১৫ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৫৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। ভাল থাকুন।

২| ১৫ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:১৬

চাঁদগাজী বলেছেন:



কমপক্ষে আগামী ২ বছর আপনি ভালো থাকবেন; করোনার ভয়ে আজরাইল বাংলাদেশে আসবে না।

১৫ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:৩১

রাজীব নুর বলেছেন: আজরাইল আসলেও সমস্যা নাই। হাতের কাছে লাঠি রাখবো। আজরাইল এলে তাকে মাইর দিয়ে মাটিতে শুইয়ে দিবো। শিক্ষা দিয়ে দিব।

৩| ১৫ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:২৫

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: এটাই জীবন

১৫ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৩৬

রাজীব নুর বলেছেন: হ্যা।

৪| ১৫ ই এপ্রিল, ২০২১ রাত ৮:০২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: সড়ক দুর্ঘটনা যে হারে বাড়ছে তাতে করে এমর শুখের মরন কয়জনের হবে বলা মুশকিল।জোচনা পশর রাত্রে——্।
মরে গেলে সাধের জীবন আরতো হবে ন।

১৬ ই এপ্রিল, ২০২১ রাত ১২:৩৮

রাজীব নুর বলেছেন: মরিতে চাহি না আমি এই সুন্দর ভুবনে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.