নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

করোনায় ধনীরা বেঁচে গেলেও গরীবরা মারা যাবে

১৫ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:২৭



কোভিড ১৯ রোগের চিকিৎসার ভয়ংকর খরচ সম্পর্কে বলিঃ এটা কিন্তু বেশ বড়লোকি রোগ। ধরুন আপনার করোনা হলো। আমি চাইনা হোক, মনে মনে একটু ধরে নিন আপাতত। প্রথমে ঘরে বসে আপনি মাইল্ড (হালকা) করোনার চিকিৎসা নিলেন। ফ্যাভিপিরাভির নামের ভাইরাসের ঔষধ, এন্টিবায়োটিক ইত্যাদি সহকারে আপনার দৈনিক প্রায় ১৫০০ টাকার মেডিসিন লাগতে পারে। তাহলে প্রথম ৫ দিনে আপনার খরচ ৭৫০০ টাকা।

একটা পালস অক্সিমিটার কিনতে হবে স্যাচুরেশন মাপার জন্য।
আরো ২০০০ টাকা। মোট প্রায় ১০ হাজার টাকা খরচ হলো আপনার। এখন ৫ দিনে মোট ১০ হাজার খরচ করার পর আপনি দেখলেন জ্বর কমছে না। ভালো বোধ করছেন না। রক্তের অক্সিজেন স্যাচুরেশন আপ-ডাউন করছে। ডাক্তার আপনাকে পরবর্তী ধাপের কিছু টেস্ট দিলেন। করোনার জন্য যেসব টেস্ট দেওয়া হয় তার মাঝে সব চাইতে প্রয়োজনীয় টেস্টগুলো দাম সহ বলিঃ
CBC 400/=,
RBS 150/=,
D Dimer 1500/=
S ferritin 1000/=,
Procalcitonin 3000/=,
Prothrombin time 500/=,
HRCT Scan chest 6000/=.

কোন ডিসকাউন্ট ছাড়া মোট খরচ দাড়ায় প্রায় ১৩ হাজার টাকার টেস্ট।
রিপোর্ট আসার পর জানতে পারলেন ফুসফুস এর ৪০% করোনা সংক্রমন হয়ে গেছে। আপনি এখন মডারেট করোনা (একটু সিরিয়াস) রোগের রোগী। আপনার ইনজেকশন নিতে হবে, অক্সিজেন লাগবে, মনিটরিং লাগবে। এখন? এখন তাইলে এবার হাসপাতালে ভর্তী হবার পালা।

প্রাইভেট হাসপাতালে ভর্তি হই চলেন।
ধরুন, ওখানে কেবিন ভাড়া দৈনিক সর্বনিম্ন ৫০০০/=
ডাক্তারের ভিজিট দৈনিক ১০০০/=
অক্সিজেন এবং অন্যান্য সার্ভিস দৈনিক ১০০০/=
ঔষধ যেগুলা ব্যবহার করা হয় এর মাঝে রেমডেসিভির এর দাম প্রায় ৫০০০/= করে প্রতি টি। ১০০০/= টাকার মেরোপেনাম এন্টিবায়োটিক ৩ বেলা দিতে হয়।
তাহলে দেখা যাচ্ছে, এগুলো এবং অন্যান্য ইনজেকশন মিলিয়ে দৈনিক ঔষধ খরচ ধরে নিন ৯০০০/=
তাইলে প্রতিদিন হাসপাতালে খরচ আপনার ১৫-১৬ হাজার প্রায়।

তাহলে এভাবে আরো ৫ দিন দৈনিক ১৫০০০/= করে মোট ৭৫ হাজার টাকা খরচ করার পর আপনি দেখলেন সব ঔষধ সব চিকিৎসাকে যুদ্ধে হারিয়ে করোনা ভাইরাস আপনাকে আরো কাহিল করে ফেলেছে। মিনিটে ১৫ লিটার অক্সিজেন নিয়েও হচ্ছে না। আরো বেশী অক্সিজেন লাগবে। আরো ক্লোজ মনিটরিং লাগবে। তারমানে আপনি এখন সিভিয়ার করোনা (বেশি সিরিয়াস) রোগের রোগী।
তাইলে এবার চলেন ICU তে যাই।

ICU এর ব্যাপারে বেশী বলবো না, শুধু ধরেন ঔষধ, অক্সিজেন, সার্ভিস, টেস্ট, মেশিন ইত্যাদি সব মিলিয়ে দৈনিক সর্বনিম্ন ২০ হাজারের নীচে ICU তে খরচ হয় না। সুতরাং ধরুন ৫ দিন দৈনিক ২০ হাজার খরচ করে ICU তে থেকে আল্লাহর ইচ্ছায় এবং চিকিৎসকদের প্রচেষ্টায় আপনি বেচে ফেরত আসলেন। ICU তে খরচ হলো মিনিমাম ১ লাখ টোটাল। এরপর ICU থেকে কেবিন এ আসলেন আবার। আরো দিন পাচেক কেবিনে থেকে আরো প্রায় মিনিমাম ৫০ হাজার টাকা খরচ করে বাড়ি ফিরলেন।

আচ্ছা এবার গত ২০ দিনে মোট কত খরচ হলো হিসেব কষেন?
১০ হাজার + ১৩ হাজার + ৭৫ হাজার + ১ লক্ষ + ৫০ হাজার টোটাল = ২ লাখ ৪৮ হাজার। রাউন্ড ফিগার আড়াই লক্ষ টাকা। আচ্ছা দাড়ান দাড়ান। এটা জিনিস ভুলে যাচ্ছেন। পরিবারে কি আপনি একলাই থাকেন? বাকিরা থাকেন না? আপনার থেকে যদি তাদের করোনা হয়ে যায় তাইলে?

উপরের হিসাবটি শুরু থেকে শেষ পর্যন্ত পরিবারের সবার জন্য আবার করুন। কি মনে হয়? খরচের কথা ভেবে হাত পা ঠান্ডা হচ্ছে? মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্তদের হবার কথা। হ্যা, আমরা সবাই ই চাই প্রথম দিকের ঐ ১০-২০ হাজার টাকার মাঝেই করোনার চিকিৎসা সেরে ফেলতে। কিন্তু সবার কপাল এত ভালো থাকে না। যার পরিনতি ICU পর্যন্ত গড়ায়, তার খরচ কম বেশী ঐ আড়াই লাখ ই হয়ে দাড়ায়।

উপসংহারঃ
করোনা, স্বাস্থ্যবিধি, লকডাউন ইত্যাদি প্রসংগ আসলেই ইকোনমি নিয়ে আমাদের ভয়ংকর চিন্তা হয়ে যায়। চিকিৎসা বাবদ ব্যক্তিগত খরচটি ও কিন্তু একটি বড়সড় ইকোনমিক লস, এটাও মাথায় রেখেন। স্বাস্থ্যবিধি মানতে টানতে আর বলবো না। এগুলা শুনতে শুনতে বলতে বলতে আমরা টায়ার্ড। আমার শ্বশুরের করোনা হয়েছে- তাঁর হাসপাতালের বিল এসেছে তিন লাখ ৭৫ হাকার টাকা। অবশ্য হাসপাতাল ১০ হাজার টাকা ছাড় দিয়েছে।

(ফেসবুক থেকে সংগৃহিত)

মন্তব্য ৪২ টি রেটিং +১/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:৪৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
খানসাব বলেছেনঃ করোনায় ধনীরা বেঁচে গেলেও গরীবরা মারা যাবে

কিন্তু ইতিহাসতো তা বলেনা। বিশ্বের অনেক নামীদামী
নেতা কর্তা ব্যক্তিরা করোনার ছোঁবলে কুপেকাত হযেছেন
বেঁচে গেছেন ছলিমদ্দি কলিমদ্দিরা। আল্লাহ যাকে বাঁচাবেন
তাকে আগুনের মাঝ থেকেও বাঁচিয়ে রাখেন। আবার কেউ
বাাঁচার জন্য সিন্দুকে ঢুকলেও রেহাই পাননা মৃত্যুর হাত থেকে।
আল্লাহকে বিশ্বাস করুন। তার কাছে পানাহ চাই আমরা সবাই।

১৫ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:২১

রাজীব নুর বলেছেন: করোনায় আল্লাহর কোনো হাত নেই। আল্লাহ দয়ালু। তিনি নিশ্চয়ই তাঁর বান্দাদের মারবেন না।

২| ১৫ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:৪৮

জুন বলেছেন: আমার ছোট জা মারা গেছে করোনায়। ১৫ দিন হাসপাতালে থেকেও বাচাতে পারেনি। তার বিল এসেছিল ৯ লাখ টাকা। এইজন্য সাবধানতা ছাড়া আর কোন উপায় দেখি না।

১৫ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:২২

রাজীব নুর বলেছেন: হ্যা ঠিক বলেছেন। প্রচুর টাকা।
ধনী না হয় টাকার জোরে বেঁচে যাবেন। গরীবদের কি হবে? আমার কি হবে?

৩| ১৫ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:১৫

জুল ভার্ন বলেছেন: আল্লাহ রাব্বুল আল আমীন আমাদের সবাইকে হেফাজত করুন।

১৫ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:২৩

রাজীব নুর বলেছেন: আল্লাহ হেফাজত করবেন না। করলে আল্লাহপাক করোনা দিতেন না। সহজ হিসাব।

৪| ১৫ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:২৬

সাইফুল১৩৪০৫ বলেছেন: সত্যিই খুবই বিপদের ভেতর দিয়ে যাচ্ছে স্বদেশ।

১৫ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:২৫

রাজীব নুর বলেছেন: শুধু স্বদেশ না। সারা বিশ্ব।

৫| ১৫ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:২৮

ঢাবিয়ান বলেছেন: লোকমুখে শুনি যে করোনায় গরীবেরা আক্রান্ত হচ্ছে কম। তবে আক্রান্ত হলে বিনা চিকিৎসায় মরতে হবে।

১৫ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:২৯

রাজীব নুর বলেছেন: গরীবেরা আক্রান্ত হচ্ছে, মরেও যাচ্ছে। কিন্তু এদের কথা তো পত্রিকাতে আসে না। জানবেন কি করে?

৬| ১৫ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:৫৯

সিগনেচার নসিব বলেছেন: আমাদের ভয়ঙ্কর প্রবণতা হলো আমরা অন্যের দেখে শিখতে কিংবা সতর্ক হতে চাই না।

১৫ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৩০

রাজীব নুর বলেছেন: সর্তক না হলে মরতে হবে।

৭| ১৫ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:৩২

মরুভূমির জলদস্যু বলেছেন: খরচ কম ধরা হয়েছে বস।
মাঝারি মানের হাসপাতাল হলে ৩ লাখে হবে।
ইউনাইটেড, স্কয়ার টাইপ হলে ৫ লাখের মতো হয়ে যাবে।

১৫ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৩০

রাজীব নুর বলেছেন: সহমত।

৮| ১৫ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:৫৪

সভ্য বলেছেন: এর মানে কি? করোনা হবেই? প্রথম ডোজ, দ্বিতীয় ডোজ এইসব তাহলে কি ছেলে খেলা খেলছি, এইখানেও তো খরচ হচ্ছে.আপনি ভয় ধরিয়ে দিচ্ছেন কেনো? গরীব মানুষকে শান্তি দিতে না পারেন, ভয় দিবেন কেনো? উপরওয়ালা লিখে রাখলে আপনার কথাগুলো দেয়াল শুনবে.কারণ দেওয়ালের কান আছে, ভাগ্গিস মুখ নেই। দেয়ালকে বলুন। মানুষকে ভয় দেখাবেন না। ঘরে থাকলে করোনা হবে না এটা বলবো না.।কারণ ডাক্তার'রা নিজেরা এখন সচেতন আছেন বলেই তারা চিকিতসা দিচ্ছেন। তাদের কই করোনা হচ্ছে না তো.সো সচেতনতা আগে.সেটা তৈরী করতে উতসাহ দিন। নিজে ভালো থাকুন, প্রতিবেশীকে ভালো রাখুন, ভয় নয়, আলোর দিসারী হয়ে আসুন।

১৫ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৩৩

রাজীব নুর বলেছেন: জনাব, ভয় দেখাচ্ছি না। সচেতন হতে বলছি।

৯| ১৫ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:১১

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনার সরকার কোন কিছুর জন্য প্রস্তুতি নেয়নি।

১৫ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:২৫

রাজীব নুর বলেছেন: কিন্তু সরকার তো বলেছে, খাবার মজুদ আছে। হাসপাতাল ডাক্তার সব আছে।

১০| ১৫ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৩২

কাওসার চৌধুরী বলেছেন:



ধন্যবাদ রাজীব ভাই।
এতো সুন্দর করে হিসাবটি দিলেন। এর সাথে যাতায়াত ভাড়া, পরিবারের খরছ আর দালাল খরছ যোগ করলে হিসাবটা আরো বাড়বে। মানুষের দুর্যোগের এই ভয়াবহ কঠিন সময়ে রাষ্ট্র করোনা টেস্ট আর টিকার প্রথম রাউন্ড নিয়ে দায়িত্ব সারছে। এদেশের শতকরা ৮০ ভাগের বেশি মানুষের এমন চিকিৎসা করানোর সামর্থ্য নেই।

১৫ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৩৫

রাজীব নুর বলেছেন: আমার নিজেরই এত খরচের সামর্থ্য নেই।

১১| ১৫ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:২৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আমার ঘনিষ্ট দুই আত্মিয়ের করোনা হয়েছিল।একজন আবার ডাক্তার,ভাই বোন।তাদের তো প্রায় বিশ বাইশ লাখ টাকা খরচ হয়ে ছিল দুই জনের।বেঁচে ফিরে আসছে দুই জনই।সাবধান থাকাই উত্তম।

১৫ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:৩২

রাজীব নুর বলেছেন: হায় হায়-----

১২| ১৫ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:০২

ইসিয়াক বলেছেন: মৃত্যুকে এত ভয় পেলে চলবে? জীবন মানেই তো যুদ্ধ। বেকার ভেবে ভেবে সময় নষ্ট করে লাভ কি



অনেকদিন কবিতা লেখেন না।

১৬ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:১৫

রাজীব নুর বলেছেন: কবিতা লিখতে পারি না।

১৩| ১৫ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৩৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


তাবিজ-কবচ আর পানি পড়ার চেয়ে উত্তম ওষুধ আর হয় না।

১৬ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:১৬

রাজীব নুর বলেছেন: এগুলো ভুল। কুসংস্কার।

১৪| ১৫ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:০৯

সভ্য বলেছেন: আপনার এই লেখাটি যদি মৌলিক হয় তবে আমি আমার ফেইসবুকে কপি পেষ্ট করতে চাই, সবাই তো আর সামুতে আসে না। যদি মৌলিক হয় এবং অনুমতি পায় তবে লিখনি ঠিক রেখে শুধু হেডলাইন পরিবর্তন করে পেষ্ট করবো.অপেক্ষায়।

১৬ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:১৯

রাজীব নুর বলেছেন: পোষ্ট করতে পারেন সমস্যা নাই।

১৫| ১৫ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:১৮

সন্ধ্যা প্রদীপ বলেছেন: ভাল বলেছেন

১৬ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:২০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৬| ১৫ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৫৪

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
জুন বলেছেন: আমার ছোট জা মারা গেছে করোনায়। ১৫ দিন হাসপাতালে থেকেও বাচাতে পারেনি। তার বিল এসেছিল ৯ লাখ টাকা। এইজন্য সাবধানতা ছাড়া আর কোন উপায় দেখি না।

দিন শেষে কথা কিন্তু তাই। এটা থেকে আমাদের বেঁচে থাকার জন্য সতর্কতাই প্রধান বিষয়। আত্মবিশ্বাসের সাথে সচেতনতার মাধ্যমে জীবনটাকে এই দুর্যোগের সময়ে কোনভাবে কাটিয়ে যেন নিতে পারি।

ধন্যবাদ রাজিব ভাই। এই পোস্টটা কিন্তু আমার ভালো লেগেছে।

প্লাস+++

১৬ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:২০

রাজীব নুর বলেছেন: সাবধান থাকুন প্রতিটা মুহুর্ত।

১৭| ১৫ ই এপ্রিল, ২০২১ রাত ৮:১৬

সাইফুল১৩৪০৫ বলেছেন: আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমীন।
হাসপাতাল মানেই খরচ আর খরচ। প্রায় ২ বছর আগে প্রচুর হাসপাতালে ছুটতে হইছিল। তখন বুঝছিলাম।

১৬ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:২১

রাজীব নুর বলেছেন: অনেক খরচ।

১৮| ১৬ ই এপ্রিল, ২০২১ রাত ১:০০

ডঃ এম এ আলী বলেছেন:


সচেনামুলক গুরুত্বপুর্ণ পোষ্ট ।
সকলেরই সচেতন হতে হবে ।
সকলকেই অবশ্যই স্বাস্থবিধি মেনে চলতে হবে ।
করুনাক্রান্তদের সরকারী ও বেসরকারী সকল হাসপাতালে
রোগীর চিকিৎসা ব্যয় সরকারীভাবে বহন করা একান্ত
প্রয়োজন । প্রয়োজনে বেসরকারী হাসপাতালগুলিকে
প্রনোদনা দেয়া যেতে পারে ।

১৬ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:২২

রাজীব নুর বলেছেন: সরকারকে দক্ষতার পরিচয় দিতে হবে।

১৯| ১৬ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৪৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আল্লাহ সুবহানাতায়ালা আমাদের সবাইকে হেফাজত করুন আমীন।

১৬ ই এপ্রিল, ২০২১ রাত ১০:০৭

রাজীব নুর বলেছেন: তাহলেই হইছে।

২০| ১৮ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:১২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


লেখক বলেছেন: করোনায় আল্লাহর কোনো হাত নেই। আল্লাহ দয়ালু। তিনি নিশ্চয়ই তাঁর বান্দাদের মারবেন না।

তাহলে পৃথিবীতে করোনায় এতো মানুষ মারা যাচ্ছে কেন?
আল্লাহ কি এটার কোন খবর রাখেন না মনে করেন?
আল্লাহর ইচ্ছার বাইরে মহাবিশ্বে কিছুই ঘটে না।
সবাই উনার ইশারায় ঘটে।

১৯ শে এপ্রিল, ২০২১ রাত ১২:১৩

রাজীব নুর বলেছেন: ঘটনা হলো- আল্লাহ মৃত্যুর পর মানুষকে ধরবেন। কঠিন শাস্তি দিবেন।
পৃথিবীতে আল্লাহ কিছুই বলবেন না। কারন পৃথিবীতে সুন্দর করে চলার জন্য আল্লাহ কুরআন হাদীস দিয়ে দিয়েছেন। যারা মানবে না, মৃত্যুর পর তাদের খবর আছে। যারা মানবে তারা সরাসরি বেহেশতে দাখিল হবে।

২১| ০৩ রা মে, ২০২১ রাত ১২:৩৪

শাহরিয়ার পারভেজ বাপন বলেছেন: এটা আমার লেখা। ফেসবুক থেকে এটিনচুরি করে আপনি নিজের নামে চালিয়ে দিচ্ছেন কেন জানতে পারি??

২২| ০৩ রা মে, ২০২১ রাত ১২:৪৭

শাহরিয়ার পারভেজ বাপন বলেছেন: রাজীব নূর নামক ব্লগার আমার লেখা চুরি করে নিজের নাম এর চালিয়ে দিয়েছেন।
উনার ১৫ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:২৭ তারিখ এ প্রকাশিত
"করোনায় ধনীরা বেঁচে গেলেও গরীবরা মারা যাবে" শীর্ষক লেখা টি উনি আমার ফেইসবুক পেজ থেকে চুরি করেছেন।
পেজ এর লিংক দিচ্ছি :
https://www.facebook.com/DrShahriarParvez

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.