নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

প্রিয় কন্যা আমার- ১০

১৫ ই এপ্রিল, ২০২১ রাত ১১:২২



প্রিয় কন্যা আমার-
রমজান মাস শুরু হয়ে গেছে। আজ ২য় রোজা। তোমার জীবনের প্রথম রমজান। এবং তোমার জীবনের প্রথম পহেলা বৈশাখ। রমজান এবং বৈশাখ সবই কেমন মাটি হয়ে গেলো। কারন চারিদিকে করোনা ভাইরাস। গত বছরও করোনা ভাইরাস ছিলো। অবশ্য তুমি এসব কিছুই জানো না। কিছুই বুঝ না। কারন তুমি অনেক ছোট। এখন তোমার মাত্র সাড়ে তিন মাস। অবশ্য একদিন তুমি বড় হবে, তখন সব জানবে, বুঝবে। আমার এই লেখা গুলো তোমাকে সব কিছু বুঝতে সাহায্য করবে। আমার এই লেখাগুলো গুলো মুহুর্তের মধ্যে তোমাকে অতীতে নিয়ে যাবে। সেটা তোমার জন্য আনন্দের হবে।

এখন তোমাকে বাসার খবর জানাই-
আমাদের ঘরের বুয়াকে আসতে মানা করে দিয়েছি। কারন একটাই করোনা। এদিকে ঘরে নানান রকম কাজ থাকে। কাপড় ধোয়া, ঘর মোছা, হাড়ি পাতিল ধোয়া। রান্না বান্না। এগুলো তোমার মা একাই করে যাচ্ছে। অবশ্য আমি মাঝে মাঝে তাকে সহযোগিতা করি। তোমার মা রাতে আরাম করে ঘুমাতে পারছে না। কারন তুমি রাতে ঘুমাও না। কিন্তু তোমার মা'র চোখে রাজ্যের ঘুম। ঘুম আসাটাই স্বাভাবিক। কারন সে সারাদিন ঘরের কাজ করে। দিনের বেলাও ঘুমাতে পারে না। বেচারা ঘুম ঘুম চোখে তোমাকে কোলে নিয়ে বসে থাকে। তোমার মা ঘুমিয়ে যায়, কিন্তু তুমি ঘুমাও না। আমি পাশের ঘরে ল্যাপটপ চালাই। একটু পরপর এসে তোমাকে দেখে যাই।

প্রিয় কন্যা আমার-
তোমার ছোট চাচার বিয়ে। ঠিক বিয়ে না। বিয়ে হয়ে গেছে। ঈদের পর অনুষ্ঠন করে বউ নিয়ে আসা হবে। এই উপলক্ষ্যে পুরো বাড়ি রঙ করা হচ্ছে। সেনেটারী মিস্ত্রী, ইলেকট্রিক মিস্ত্রী, কাঠ মিস্ত্রী এবং টাইলস মিস্ত্রী সবাই একসাথে কাজ করছে। সারাদিন সকাল থেকে বিকেল পর্যন্ত বাসায় খুট খুট শব্দ। চারিদিকে ধুলো বালি দিয়ে ভরা। আশা করি আগামী সাত দিনের মধ্যে বাসার সমস্ত কাজ শেষ হয়ে যাবে। তোমার সাথে সারাদিনে অসংখ্যবার আমি কথা বলি। নানান রকম কথা বলি। তুমি এক আকাশ ভালোবাসা নিয়ে আমার দিকে তাকিয়ে থাকো। তুমি আমার কথা হয়তো বুঝো না। কিন্তু হাসো। খুব হাসো। তোমার হাসি ভালোবাসি।

ফারাজা তাবাসসুম খান ফাইহা-
তোমাকে নিয়ে মাঝে মাঝে বিকেলে ছাদে যাই। ছাদে গিয়ে তুমি অবাক হয়ে চারপাশ দেখো। তুমি তোমার মায়ের কোলে বসে থাকো। আমি গাছে পানি দেই। আগাছা পরিস্কার করি। এবার পেয়ারা গাছে অনেক পেয়ারা এসেছে। সব গুলো যদি টিকে যায়। তাহলে অনেক পেয়ারা পাওয়া যাবে। আমার ইচ্ছা আছে একটা পেঁপে গাছ লাগানোর। তোমার ছয় মাস হয়ে গেলেই নিজের হাতে লাগানো গাছের পাকা পেঁপে তোমাকে খাওয়াবো। ভালো পেঁপে গাছের চারা পাচ্ছি না। সমস্যা নেই। ব্যবস্থা করে ফেলব। সুন্দর ভাবে বেঁচে থাকার জন্য প্রচুর পুষ্টিকর খাবার খেতে হয়।

প্রিয় কন্যা আমার-
সারাদিন তুমি অনেক কথা বলো। অথচ তোমার কোনো কথাই বুঝি না। শুধু তোমার হাসি দেখে সব বুঝে নিতে চেষ্টা করি। গতকাল আমি তোমার পাশে ঘুমিয়েছি। টানা এক ঘন্টা তোমার সাথে কথা বলেছি। তুমি আমার কথা গুলো খুব মন দিয়ে শুনেছো। ইদানিং তুমি হাত খাওয়া শিখেছো। মুখের মধ্যে হাত দিয়ে রাখো। নিজের হাত নিজেই চুসে খাও। এই হাত খাওয়া তোমাকে শিখিয়েছে ভাবী। একদিন তুমি কাদছিলে তখন ভাবী তোমার হাত তোমার মুখে দিয়ে দেয়। তুমি কান্না থামালে। এই হয়ে গেলো তোমার হাত খাওয়ার অভ্যাস। এখন প্রায় সারাক্ষনই তুমি মুখে হাত দিয়ে রাখো।

মন্তব্য ১৯ টি রেটিং +১/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৪৪

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: ছোট্ট মামুনির জন্য রইল নিরন্তর ভালবাসা ও আদর +++

১৬ ই এপ্রিল, ২০২১ রাত ১২:২৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ভালো থাকবেন।

২| ১৬ ই এপ্রিল, ২০২১ ভোর ৪:৫১

চাঁদগাজী বলেছেন:



আপনার মেয়েদের খরচ ইত্যাদির কথা ভেবে আপনি কিছু শুরু করেন।

১৬ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:০৭

রাজীব নুর বলেছেন: হ্যা। দেখি কি করা যায়। করোনা টা যাক।

৩| ১৬ ই এপ্রিল, ২০২১ ভোর ৬:২৯

নুরুলইসলা০৬০৪ বলেছেন: সোনামনি দেখতে অনেক সুন্দর হয়েছে।অনেক অনেক আদর।

১৬ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:০৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৪| ১৬ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:৪০

সাইন বোর্ড বলেছেন: ভাগ্যবানরা নাকি বেশি বেশি কন্যা সন্তানের জনক হয় । শুভ কামনা রইল ।

১৬ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:০৮

রাজীব নুর বলেছেন: হতে পারে।

৫| ১৬ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:৩২

শোভন শামস বলেছেন: ছোট্ট মামুনির জন্য রইল ভালবাসা ও আদর +++

১৬ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:৩৮

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

৬| ১৬ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:৫১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চমৎকার রোজনামচা কন্যার জন্য।
আসুন্ আল্লাহর পথে চলি। সত্য বলি।

১৬ ই এপ্রিল, ২০২১ রাত ১০:০৪

রাজীব নুর বলেছেন: আল্লাহর পথে আপনি চলেন।
আমি আমার পথে চলব।

১৬ ই এপ্রিল, ২০২১ রাত ১০:০৭

রাজীব নুর বলেছেন: আমি ভালো পথে আছি। চুরী, দুর্নীতি ইত্যাদি কোনো খারাপ কাজে আমি নাই।

৭| ১৬ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:২৩

আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর,




একটি সাধারন কথোপকথন মনে হলেও এর আড়ালে অন্তজার প্রতি যে এক পিতার গভীর ভালোবাসা আর স্নেহ ঝরে পড়ছে, তা বোঝাই যায়।
কন্যা ভাগ্যবতী, এমন স্নেহময় এক পিতার ঘরে ঠাঁই নিতে পেরেছে বলে।

শিশু ফারাজা তাবাসসুম আয়ুষ্মতী হোক- তার মুখের পবিত্রতা যেন অম্লান থাকে চিরদিন...............।

১৬ ই এপ্রিল, ২০২১ রাত ১০:০৫

রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।

৮| ১৬ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:২০

আমি রানা বলেছেন: কন্যার জন্য শুভকামনা।

১৬ ই এপ্রিল, ২০২১ রাত ১০:০৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ভাই।

৯| ২৩ শে এপ্রিল, ২০২১ রাত ৮:৩০

খায়রুল আহসান বলেছেন: আত্মজার প্রতি ভালবাসা আপনার এ সিরিজের সব ক'টিতে অতি সাবলীল ও স্বাভাবিকভাবে ফুটে উঠেছে।

২৪ শে এপ্রিল, ২০২১ রাত ১২:৫৩

রাজীব নুর বলেছেন: আপনার মন্তব্য আমার জন্য গুরুত্বপূর্ন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.