নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
এই তো জীবন!
কে বলতে পারে কখন
তোমার শরীরের কোনখানে হয়তো
এই মুহুর্তে একটি ক্যানসারের ভ্রুন তৈরি হচ্ছে
আজ আছো, কাল থাকবে না
ভেবে কি হবে, কষ্ট পেয়ে কি হবে!
মানুষের নিয়তিও ক্যানসারের মতো,
অপ্রতিরোধ্য।
ওই যে মেয়েটা যৌবন দেখিয়ে
সিনেমায় কোমর দুলিয়ে নাচছে,
দশটা বছর যেতে দাও-
ওর দিকে কেউ ফিরেও তাকাবে না।
জীবন ফুটো পাত্রে জলের মতোন
চুঁইয়ে চুঁইয়ে পড়তেই থাকবে।
আকাশের দিকে তাকাই
ঢাকার আকাশে কোনো রহস্য নেই
তবু মনে হয় কিছু আছে, অবশ্যই কিছু আছে।
১৬ ই এপ্রিল, ২০২১ রাত ১০:০২
রাজীব নুর বলেছেন: ঢাকার মানুষদের মধ্যে শান্তি নেই। স্বস্তি নেই। ভালোবাসা বা মানবিকতা নেই।
২| ১৬ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:০৬
অনল চৌধুরী বলেছেন: ওই যে মেয়েটা যৌবন দেখিয়ে সিনেমায় কোমর দুলিয়ে নাচছে, দশটা বছর যেতে দাও- ওর দিকে কেউ ফিরেও তাকাবে না চলচ্চিত্র বা বাস্তবে যারা বেশী নাচে, তারা একবারও ১০ বছর পরের পরিণতিটা মনে করে না।
১৬ ই এপ্রিল, ২০২১ রাত ১০:০৩
রাজীব নুর বলেছেন: সহমত।
৩| ১৬ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৫৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
জীবন চলমান।
১০ বছর পরে কেউ আর এখনকার মতোন থাকবে না।
আপনিও না।
আফসোস!
১৬ ই এপ্রিল, ২০২১ রাত ১০:০৪
রাজীব নুর বলেছেন: আমার মাথায় কম করে হলেও ২০ টা সাদা চুল আছে।
৪| ১৬ ই এপ্রিল, ২০২১ রাত ৮:১০
নুরুলইসলা০৬০৪ বলেছেন: মানুষ চেষ্টা করে দশ বছরকে ত্রিশ চল্লিশ বছরে নিয়ে গেছে।ভবিষ্যতে আরো নিবে।আমাদের নায়িকারা জিমে কম যেত,তাই দেহের লাবন্য ধরে রাখতে পারতো না।
১৬ ই এপ্রিল, ২০২১ রাত ১০:০৫
রাজীব নুর বলেছেন: ধরলাম নানান উপকরন ব্যবহার করে বয়স কমিয়ে রাখে। কিন্তু মৃত্যু তো সন্নিকটে।
৫| ১৭ ই এপ্রিল, ২০২১ রাত ১২:৫৩
ahmedshishir700 বলেছেন: সেরা
১৭ ই এপ্রিল, ২০২১ রাত ১:২৬
রাজীব নুর বলেছেন: হুম।
৬| ১৭ ই এপ্রিল, ২০২১ রাত ১:৪০
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: জীবনটাই একটা রহস্য! তা-না হলে মাথার চুলই বা পকবে কেন…
১৭ ই এপ্রিল, ২০২১ রাত ২:১৭
রাজীব নুর বলেছেন: হুম।
©somewhere in net ltd.
১| ১৬ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:২৯
চাঁদগাজী বলেছেন:
ঢাকার মানুষদের জীবনটা স্বাভাবিক মনে হয়?