নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ছবিঃ আমার তোলা। তেরো বছর আগের ছবি। কক্সবাজার যাবার পথে।
মুরদই লাখ বুড়া চাহে তো কেয়া হোতা হ্যায়
ওই হোতা হ্যায় যো মঞ্জুরে খোদা হোতা হ্যায়।
শত্রুরা আমার যতই অনিষ্ট কামনা করুক তাতে কিছুই হবে না।ঈশ্বর যা মঞ্জুর করবেন তা-ই হবে আমার ভাগ্যলিপি।
মানুষের জীবনের মূল লক্ষ্য হলো ধর্ম।
জীবন ধর্ম থেকেই তার একটি রুপ পরিগ্রহ করে। ধর্মকে আশ্রয় করেই আমরা মর্ত্তলোকে অবর্তীন হয়েছি এবং আমাদের জীবন খেলা শেষ হবার পর আমরা ধর্মের মধ্যে আশ্রয় নিই। আমাদের সুপ্রাচীন আর্য সভ্যতার পরিকাঠামো রচিত হয়েছিল ধর্মের উপরে। প্রজাপতি ব্রহ্মা যখন মানুষ সৃষ্টি করেছিলেন তখন তাদের সুনিয়ন্ত্রিত জীবন ধারনের উদ্দেশ্যে তিনি একটি শাস্ত্র রচনা করেন এক লক্ষ শ্লোকের মাধ্যমে। যে কোন জীবনের তিনটি অবস্থা আছে- সৃষ্টি, স্থিতি এবং লয়। যেহেতু আমাদের জীবন অনিত্য এবং সময় প্রবহমান ধারায় মতো এগিয়ে চলে। তাই একজন সৎ পুরুষের উচিত, জীবনের প্রতিটি মুহুর্তের সার্বিক অনুশীলনে প্রবৃত্ত থাকা।
প্রতিদিন গভীর রাতে একটা সিগারেট ধরাবার মনে হয়- আমি কে?
অকারনে মন খারাপ হয়ে যায়। বারবার মনে হয় আমি কি যেন একটা অপরাধ করে ফেলেছি। আমি ক্রিকেট খেলোয়ার নই। কোনও আঞ্চলিক কমিটির সাধারন সদস্যও নই। আজকাল সব কিছুই সহজ ভাবে নিতে অস্বস্তি হয়। আমার মিথ্যে আবেগের কারনেই- এখন আমি দিশেহারা। এখন পেছনের দিকে তাকালেই শুধু হতাশা, নিঃশ্বাস ভারী হয়ে আসে। সব সময় মনটা বিক্ষিপ্ত হয়ে থাকে। এইসব কারনে প্রিয় মানূষের সাথে খারাপ ব্যবহার করে ফেলি, পরে মনটা আরো বেশি খারাপ হয়ে যায়। এখন আমি খুব অনুভব করতে পারি আমার পৃথিবী অনেক পালটে গেছে। কোথাও আর একটু সৌন্দর্য নেই, লাবন্য নেই, আনন্দ নেই। বুঝতে পারছি কিছু একটা করতে হবে এবং খুব শ্রীঘ্রই। সবার জানবার ও বুঝবার আগে।
আমার উদাসহীনতা, আমার একা একা কথা বলা। ব্যালকনিতে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকা। বিড়ালের সাথে কথা। গভীর রাতে আকাশের দিকে তাকিয়ে থাকা। আমি চাই না কেউ আমার এসবের সাক্ষী থাকুক। তাছাড়া দীর্ঘদিন কেউ আমাকে সহ্য করতে পারে না। আমিও পারি না। কারন আমার রাগ বেশী। খুব বেশী।
নীলা কবিতা খুব পছন্দ করে।
সেদিন দুপুরে আমি বাসে করে মিরপুর যাচ্ছিলাম। বাসে একগাধা মানুষ। আমি বাসের হেন্ডেল ধরে দাঁড়িয়ে আছি। আমার শার্ট ঘামে ভিজে গেছে। হঠাৎ নীলার ফোন, একটা কবিতা শুনিয়ে বলল, এই কবিতাটা কে লিখেছে বলতো? আমার রাগে শরীর জ্বলছিল। আমি চিৎকার করে বললাম ফোন রাখ ফাজিল। সময় অসময় নাই যখন তখন ফোন। বদের বদ ফোন রাখ। আর কোনদিন তুই আমাকে ফোন করবি না। আর একবার ফোন করলে খুন করে ফেলব। এই বলে আমি ফোন কেটে দেই। তার কিছুক্ষন পরে আমার নিজেরই খারাপ লাগতে শুরু করে। শুধু শুধু মেয়েটার সাথে খারাপ ব্যবহার করলাম।
"তবু মনে রেখ যদি দূরে যাই চলে।
যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায়-
নব প্রেম জ্বালে।
যদি থাকি কাছাকাছি,
দেখিতে না পাও ছায়ার মতন আছি না আছি।
তবু মনে রেখ।"
১৭ ই এপ্রিল, ২০২১ রাত ২:৪৫
রাজীব নুর বলেছেন: আপনি কি হুমায়ূন আহমেদের উপন্যাসের শুভ্র?
২| ১৭ ই এপ্রিল, ২০২১ রাত ২:১৯
চাঁদগাজী বলেছেন:
বিনা প্রয়োজনে বাসে দুরে যাবেন না।
১৭ ই এপ্রিল, ২০২১ রাত ২:৪৬
রাজীব নুর বলেছেন: তা ঠিক।
৩| ১৭ ই এপ্রিল, ২০২১ রাত ২:৪১
নুরুলইসলা০৬০৪ বলেছেন: লেখা পড়ে তো মনে হয় না আপনি খুব রাগী মানুষ।
১৭ ই এপ্রিল, ২০২১ রাত ২:৪৮
রাজীব নুর বলেছেন: লেখার মধ্যে খুব বুদ্ধি করে নিজেকে গোপন রাখি। সব দোষ শাহেদ জামালের কাঁধে দিয়ে দেই।
৪| ১৭ ই এপ্রিল, ২০২১ রাত ৩:৪৭
আমি রানা বলেছেন: নীলা কি ভালো আছে?
১৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৫২
রাজীব নুর বলেছেন: আছে কোনো রকমে বেঁচে।
৫| ১৭ ই এপ্রিল, ২০২১ রাত ৩:৪৭
অনল চৌধুরী বলেছেন: আপনি কি হুমায়ূন আহমেদের উপন্যাসের শুভ্র? - না, আমি অনল চৌধুরী, যে তার আদর্শে একটা উন্নত দেশ-জাতি আর সমাজ গঠনের চেষ্টা করছে।
আমি হুমায়নেরর কোনো শুভ্র বই পরিনি।
কয়েক পাতা পড়ার পর রেখে দিয়েছি।
ভালো লাগেনি।
১৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৫৩
রাজীব নুর বলেছেন: শুভ্র কে নিয়ে লেখা বই গুলো পড়ুন। ভালো লাগবে।
৬| ১৭ ই এপ্রিল, ২০২১ সকাল ৭:০৩
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: বাসের হেন্ডেল ধরে দাঁড়াবেন না, তাতে দুর্ঘটনা ঘটতে পারে ।
১৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৫৬
রাজীব নুর বলেছেন: শখ করে কি আর বাসের হেন্ডেল ধরে দাড়াই?
©somewhere in net ltd.
১| ১৭ ই এপ্রিল, ২০২১ রাত ২:১৯
অনল চৌধুরী বলেছেন: প্রতিদিন গভীর রাতে একটা সিগারেট ধরাবার মনে হয়- আমি কে? অকারনে মন খারাপ হয়ে যায়। বারবার মনে হয় আমি কি যেন একটা অপরাধ করে ফেলেছি। - আমি চা সিগারেট মদ বা নেশা জাতীয় কিছুই খাইনা।
বন্ধুরা বিদ্যালয় জীবন থেকেই এটা দেখে সবসময়ই অবাক হতো কারণ প্রায় সবাই সিগারেট ,ফেন্সিডিল বা মদের নেশাখোর।
যদিও প্রায় সবকিছুই পরীক্ষা করে দেখেছি, কেনো মানুষ কেনো এসবে আসক্ত হয়।
পরে বুঝেছি, বেশীরভাগ মানুষ দূর্বল, তাই কোনো না কোনো নেশায় ডুবে থাকতে চায়।
আমার কাছে চা, একটা সিগারেট, এব বোতল মদ বা অন্য কোনো নেশারর চেয়ে ফলের রস বা দুধের সাথে আম বা ষ্ট্রবেরী অমৃত।
তাছাড়া কারাতে আর শরীর গঠনে (Body building) যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, বাজে জিনিস খেয়ে সেটা নষ্ট করার মতো বোকা আমি না।