নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

কবরী আর নেই, সাধারণ মানুষ যা ভাবছেন

১৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:০১



১। আমি অন্তত এটুকু জানতে আগ্রহী একজন সংসদসদস্য হিসেবে কবরি কি এমন কাজ করে গিয়েছেন যার জন্য আমি তার মৃত্যুতে ব্যথিত হতে পারি? তিনি ভালো অভিনেত্রী ছিলেন সেটা বুঝলাম।

২। করোনায় আক্রান্ত হয়ে ১৩ দিনের মাথায় চলে গেলেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরী। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

৩। এত সুন্দর একটা মুখশ্রী -তাকিয়ে থাকার মত। সম্ভব হলে যদি মমি বানিয়ে রাখা যেত ? আহা,কবরী।

৪। ওনাকে নিয়ে কী লিখব? সেই ছোটবেলা থেকে পর্দার আর বাস্তবের মিষ্টি আর অমায়িক‌ একজন মানুষ।

৫। গভীর শোক জানাই! কেন যে কেবল কান্না পাচ্ছে, কষ্ট লাগছে! ছোট থেকেই তাঁর সাথে পরিচিত তাঁর ছবির মাধ্যমে! ঘুমাতে পারছি না!

৬। কবরী রাজনীতিতে আসার পর আমার মনে সামান্য ক্ষোভ ছিলো। উনার পরিচালনায় আমরা ভালো কিছু সিনেমা পেতাম বলে মনে করতাম। বাংলা চলচ্চিত্রের এই দুর্গতি ঠেকাতে উনাকে এই ক্ষেত্রে বেশী প্রয়োজন ছিলো। আজ সব অভিযোগ শেষ। কেবল ভালবাসা আপনার জন্য মিষ্টি মেয়ে। ভালো থাকবেন ওপারে।

৭। বাংলার অন্যতম সেরা অভিনেত্রী ঢাকার সিনেমার ‘মিষ্টিমেয়ে’ কবরী চলে গেলেন। তাঁর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা।

৮। বাংলা সিনেমার অন্যতম সেরা অভিনেত্রী সারাহ বেগম কবরী এখন পূর্ণদৈর্ঘ ঘুমে। অসম্পূর্ণ অনেক কাজ, অনেক স্বপ্ন রেখেই ওপার চলে গেলেন তিনি, শুক্রবার রাতে। অসৎ সাংবাদিকতা ও কলুষিত রাজনীতি কতো জঘন্য হতে পারে, দুটিরই উদাহরণ আছে ঢাকার সিনেমার ‘মিষ্টি মেয়ে' কবরীর জীবনে।

৯। আল্লাহ, এই রমজানে চলে যাওয়া মানুষটিকে এবং আরও যারা চলে যাচ্ছেন সবাইকে তুমি দয়া করো। বিশেষ অনুগ্রহ কোরো।আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ। এই করোনার ভয়াবহ থাবা তুমি তুলে নাও। তোমার রহমানুর রাহিম নামের শান দেখাও আল্লাহ! তুমি তো সব পারো!

১০। স্মৃতি হয়ে যাওয়া কবরীকে জানতে হলে অনেক পথ পিছিয়ে যেতে হবে। ছিপছিপে এই তরুণীটির নাম ছিলো মীনা পাল। মীনা চট্টগ্রামের মেয়ে, স্বভাবতই তিনটি বিষয় ছিলো তার ভেতরে। জেদ, শুটকি ও দ্রোহ ছাড়া চট্টগ্রাম হয়? মীনার জেদ তাকে সুতরাং ছবির প্রথম শ্যুটিং এ চড় খাওয়ার পর তুলে দিয়েছিল শীর্ষ নায়িকার কাতারে। দ্রোহ তাকে তাড়িয়ে বেড়াতো বলেই বহুকাল কিংবদন্তি জুটি রাজ্জাক কবরী একসাথে অভিনয় করে নি। সে দ্রোহই তাঁকে নারায়ণগঞ্জে এম পি বানিয়েছিল।

মন্তব্য ২৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:১২

ডাব্বা বলেছেন: শুধু চমৎকার একজন অভিনেত্রী হিসেবেই না হয় মনে থাকুন।

১৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:৫৩

রাজীব নুর বলেছেন: কিছু কিছু মৃত্যু আসলেই অনেক দুঃখ দেয়।

২| ১৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:৪২

জুল ভার্ন বলেছেন: প্রিয় নায়িকার মৃত্যুতে শোকাহত।

১৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:৫৩

রাজীব নুর বলেছেন: সারা দেশ শোকাহত।

৩| ১৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:৪৮

লাতিনো বলেছেন: শীর্ষ নায়িকাদের একজন, ছিলেন সংসদ সদস্য। তারপরেও তাকে ভর্তি হতে হল কুর্মিটোলা সরকারি হাসপাতালে। সময়মত স্কয়ার বা ইউনাইটেডে নেওয়া গেলে হয়তোবা বাচানো যেত।

তবে বেঁচে থেকেই বা কি করবেন? তার যা দেবার তা তো দিয়ে দিয়েছেন, এখন অযথা বেঁচে থাকার মানে মূল্যবান অক্সিজেন নষ্ট করা।

১৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:৫৪

রাজীব নুর বলেছেন: তবে বেঁচে থেকেই বা কি করবেন? তার যা দেবার তা তো দিয়ে দিয়েছেন, এখন অযথা বেঁচে থাকার মানে মূল্যবান অক্সিজেন নষ্ট করা।

আপনার কি মনে হয় আপনিও মূল্যবান অক্সিজেন নষ্ট করছেন?

৪| ১৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:০৬

শায়মা বলেছেন: তাকে আমারও খুব জেদী আর আত্মপ্রত্যয়ী মনে হয়েছিলো। যেটা দরকার একজন মানুষের জীবনে। তার অর্জন অনেক। ভালো থাকুক ওপারের দেশে কবরী।

১৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:২০

রাজীব নুর বলেছেন: বোন একদিন আমিও মারা যাবো। এটা ভাবতে কষ্ট হয়।

৫| ১৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:২৩

লাতিনো বলেছেন: অবশ্যই আমি মূল্যবান অক্সিজেন নষ্ট করছি। তবে আমি চেষ্টা করি অক্সিজেনের দাম কিছুটা পরিশোধের। সুযোগ পেলেই গাছ লাগাই। রাস্তায় ময়লা পড়ে থাকতে দেখলে পরিষ্কার করি। গাছের আগাছা পরিষ্কার করে দেই। অসহায় মানুষকে সাহায্য করার চেষ্টা করি।

১৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:৪৭

রাজীব নুর বলেছেন: ভেরি গুড। এগুলো অবশ্যই ভালো কাজ।

১৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:৪৮

রাজীব নুর বলেছেন: সাথে দরিদ্র মানুষকে খাওয়াবেন এবং ছোট ছোট বাচ্চাদের শিক্ষাদান দিবেন।

৬| ১৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:২৫

ঢাবিয়ান বলেছেন: ভাল থাকুন ওপারে

১৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:৫০

রাজীব নুর বলেছেন: ওপারে একদিন আমরা সবাই যাবো রে ভাই।

৭| ১৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:৫৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বিদায় মিস্টি মেয়ে,বিদায় কবরী।

১৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:৫৫

রাজীব নুর বলেছেন: তিনি আমাদের মনে থাকবে।

৮| ১৭ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

চলচ্চিত্র অঙ্গনে জনপ্রিয় ও মেধাবী অভিনেত্রীু মিষ্টি মেয়ে
সারাহ বেগম কবরীর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।
দক্ষ এই অভিনয় শিল্পী তার অসাধারণ অভিনয়ের জন্য দেশের
মানুষের কাছে অমর হয়ে থাকবেন কারন কবরী একজনই হয়।
আমি তার রুহের মাগফেরাত কামনা করছি।

১৭ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৫১

রাজীব নুর বলেছেন: উনি সিনেমা করে কি পাপ করেছেন? সে কি বেহেশতে যাবে?

৯| ১৮ ই এপ্রিল, ২০২১ রাত ১:২২

সন্ধ্যা প্রদীপ বলেছেন: তাকে নিয়ে আপনার চিন্তাটি কি?

১৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:১১

রাজীব নুর বলেছেন: এই পোষ্টে আমার চিন্তাই লেখা হয়েছে।

১০| ১৮ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:৩৪

এস সুলতানা বলেছেন: সংসদসদস্য হিসেবে কি করেছেন না করেছেন সেটা নিয়ে নাই বা ভাবি। সংস্কৃতিক প্রতিমন্ত্রী আসাদুজ্জামান নূরই বা আমাদের সংস্কৃতি অঙ্গনের জন্য কোন ভীত তৈরি করেছেন?
তাই বলছি যে চলে গেছে তার খারাপ দিক না খুঁজে। ভালোটাই আমরা দেখি। তিনি সবার প্রিয় ছিলেন তাই ভোটে দাঁড়াতেই তাঁর ভক্তরা ভোট দিয়ে জয়যুক্ত করেছিলেন। চলচ্চিত্র অঙ্গনে জনপ্রিয় ও মেধাবী অভিনেত্রী মিষ্টি মেয়ে সারাহ বেগম কবরীর মৃত্যুতে আমি/আমরা গভীরভাবে শোকাহত।
এমন একজন দক্ষ অভিনেত্রীর জন্য আমাদের শত সহস্র বছর অপেক্ষা করতে হয়। সংসদসদস্য হিসাবে নয়, তিনি তার অসাধারণ অভিনয়ের জন্য মানুষের কাছে অমর হয়ে থাকবেন। আমি তার রুহের মাগফেরাত কামনা করছি। আল্লাহ উনাকে বেহেশত নসিব করুন। আমিন

১৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:১২

রাজীব নুর বলেছেন: সহমত।

১১| ২০ শে এপ্রিল, ২০২১ রাত ৯:০৬

সোহানী বলেছেন: আমি বরাবরেই তাঁকে পছন্দ করি। বিশেষ করে যখন সে নারয়নগন্জে শক্তির বিরুদ্ধে, খুনীর বিরুদ্ধে দাড়িঁয়েছিল।

২১ শে এপ্রিল, ২০২১ রাত ১২:১৭

রাজীব নুর বলেছেন: ইয়েস।
প্রতিটা মৃত্যু আমাকে কষ্ট দেয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.