নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

বলুন খুনী কে?

১৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:৫৭



কোম্পানীর নাম কালাম ট্রেডার্স।
সুন্দর কোম্পানি। পরিস্কার পরিচ্ছন্ন অফিস। দামী চেয়ার টেবিল সব সময় ঝকঝক করে। কালাম ট্রেডার্সের ঢাকায় মোট চারটা অফিস আছে। তবে হেড অফিস হলো- গুলশান- ২। এই অফিসেই এমডি বসেন। চমৎকার অফিস। সবচেয়ে বড় কথা এই অফিসের স্টাফরা প্রতিমাসের ২৫ তারিখে সেলারি পেয়ে যায়। ঝড়, বৃষ্টি, তুফান- যাই হোক, প্রতিমাসের ২৫ তারিখে সেলারি একাউন্টে ঢুকে যায়। আসলেই বড় কোম্পানিতে চাকরি পাওয়া ভাগ্যের ব্যাপার।

কালাম ট্রেডার্স এর চারটা ব্যবসা।
ওরা বিদেশে শ্রমিক পাঠায়। ওরা বড় বড় বিল্ডিং তৈরি করে। ওরা ফ্লাইওভার ব্রীজ বানায়। ওরা রড বানায়। এই কোম্পানীর এমডির সাথে মন্ত্রী-এমপিদের উঠা বসা। শোনা যাচ্ছে আগামী নির্বাচনে এমডি সাহেব নমিনেশন পাবেন। এমডি এমপি হলে ব্যসায় অনেক সুবিধা। তাই কালাম ট্রেডার্স এর সমস্ত কর্মচারী খুশি। এমডি মানুষটা খারাপ না। মন ভালো। দুই হাত ভরে খরচ করেন। সবচেয়ে বড় কথা এমডি সাহেব কাজ পাগল মানুষ।

কালাম ট্রেডার্স এর এমডি ভালো মানুষ।
হাসিখুশি। তিনি কখনও তাঁর স্টাফদের সাথে খারাপ ব্যবহার করেন না। সবার সাথে হেসে কথা বলেন। মাঝে মাঝে মিটিং এর নাম করে সবাইকে ডেকে আনেন। মিটিং এ কোনো দরকারী আলোচনা হয় না। এমডি বলেন, আমজাদ একটা কবিতা শোনাও। শুনেছি তুমি নাকি ভালো কবিতা আবৃত্তি করতে পারো। পিংকি তুমি নাকি ভালো গান গাও জানো। একটা গান শোনাও। আকাশ তুমি কৌতুক শোনাও। মামুন আর রাসেল তোমরা কিছু জ্ঞানের কথা বলো।

এমডি সাহেব একটা ব্যপারে বেশ দুর্বল-
সুন্দরী নারীর প্রতি এমডি অল্পতেই কাঁত হয়ে যান। অবশ্য এমডি কখনও জোর জবরদস্তি করেন না। ধরুন, তাঁর অফিসের কোনো মেয়েকে তাঁর ভালো লাগলো। এমডি ভদ্রভাবে বলবে, তোমাকে আমার ভালো লেগেছে। তুমি কি আমার সাথে আমার উত্তরার ফ্লাটে যাবে? অথবা তুমি চাইলে তিন দিনের জন্য আমার সাথে নেপাল বা থাইল্যান্ড অথবা মরিসাসও যেতে পারো। মেয়েরা অনায়াসে রাজী হয়ে যায়। অবশ্য বিনিময়ে প্রমোশন হয়। সেলারি বাড়ে।

ধাঁধা টা এই রকমঃ
একদিনের ঘটনা-
সেদিন কালাম ট্রেডার্স কোম্পানিতে ৫ জন কর্মচারী এবং ১ জন মালিক ছাড়া আর কেউ নেই। কালাম ট্রেডার্স এর মালিক কে খুন করা হলো। পুলিস সন্দেহ করলো ৫ জন কর্মচারীকে। তাদের নাম যথাক্রমেঃ
১। আমজাদ
২। পিংকি
৩। আকাশ
৪। মামুন
৫। রাসেল

পুলিশের মাথা নষ্ট। তারা খুনীকে ধরবে কিভাবে?
পুলিশ তালাশ করে মালিকের ঘর থেকে একটা ক্যালেন্ডার পেলো। যাতে কত গুলো তারিখ লিখা। তারিখ গুলো হল ৪,৫,৭,৮ এবং ১২।

বলতে হবে খুনি কে?

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:৩৩

অধীতি বলেছেন: মাথা গুলিয়ে যাচ্ছে। আকাশ অথবা পিংকি হবে । আমি নিশ্চিত নই।

১৭ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪৫

রাজীব নুর বলেছেন: অবশ্যই ভুল।

২| ১৭ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:৩৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ক্যালেন্ডারের ছবি দেন

১৭ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪৫

রাজীব নুর বলেছেন: যে কোনো একটা ছবি মনে মনে ভেবে নিতে পারেন।

৩| ১৭ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:৪৩

সোনালি কাবিন বলেছেন: AMJAD.
april - a, may -m, july -j, August -a, December - d

১৭ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪৬

রাজীব নুর বলেছেন: কাছাকাছি আছেন।

৪| ১৭ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:২৫

নতুন বলেছেন: সোনালি কাবিন বলেছেন: AMJAD.
april - a, may -m, july -j, August -a, December - d

১৭ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪৬

রাজীব নুর বলেছেন: কাছাকাছি।

৫| ১৭ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:২৩

জুল ভার্ন বলেছেন: এই ধাধার উত্তর আমার মতো গাধার দেয়া কম্ম না।

১৭ ই এপ্রিল, ২০২১ রাত ৯:২৯

রাজীব নুর বলেছেন: ক্যাডেট কলেজে যারা লেখাপড়া করে তারা কিছুতেই গাধা নয়।

৬| ১৭ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:০৮

ইসিয়াক বলেছেন: জানি না।

১৭ ই এপ্রিল, ২০২১ রাত ৯:৩০

রাজীব নুর বলেছেন: চেস্টা করেন। অতি সহজ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.