নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
করোনায় বন্ধী শাহেদ জামাল।
সারাদিন বাসায় শুয়ে বসে থাকতে কার ভালো লাগে! নীলার সাথে কতদিন দেখা হয় না। রিকশায় করে ঘুরা হয় না! প্রিয় রমনা পার্কে কত দিন যাওয়া হয় না। তাঁর জন্মের পর দেশের এরকম পরিস্থিতি সে কখনও দেখেনি। শাহেদ জামালের সবচেয়ে ভালো দিক হলো সে সময়ের অপচয় একদম পছন্দ করে না। তাই ঘরে থেকেও সে চেষ্টা করে সময়টা কাজে লাগাতে। সময় খুব মূল্যবান। সময় নষ্ট করা ঠিক না। এটা শাহেদ জামাল খুব ভালো করেই জানে।
সরকারের দেওয়া লকডাউন শাহেদ জামাল মানছে।
ঘরে থেকে সে পৃথিবীর সেরা মুভি গুলো দেখে নিচ্ছে। কোনো কোনো মুভি এত ভালো লাগছে যে ৩/৪ বার করে দেখছে। যেমন- দ্য শশাঙ্ক রিডেম্পশন, দ্য পারসুইট অফ হ্যাপিনেস, লাইফ ইজ বিউটিফুল এবং ফরেস্ট গাম্প মুভিগুলো তাঁর মনে দাগ কেটেছে। এই মুভি গুলো সে আবারও দেখবে। দারুন সব বইও পড়ে যাচ্ছে। যেমন- দান্তের ডিভাইন কমেডি, গ্যাটের ফাউস্ট, নেপোলিয়ান হিল এর থিংক এন্ড গ্রো রিচ, তলস্তয়ের 'দ্য কিংডম অব গড ইজ উইথ ইউ'। সময় একেবারে মন্দ কাটছে না।
একবার শাহেদ আর নীলা বান্দরবন গিয়েছিলো।
অফ সিজন ছিলো তখন। তারা এক হোটেলে উঠলো। তখন বান্দরবন এত হোটেল, মোটেল ছিলো না। হাতে গোনা কয়েকটা হোটেল ছিলো। তারা সন্ধ্যায় হোটেলে গেলো। মোটামোটি মানের এক রুম। ডবল বেড। তখন সন্ধ্যা। শাহেদ আর নীলা দুজনেরই ক্ষুধা পেয়েছে বেশ। ইন্টারকম ফোন করে বলল, কি খাবার আছে দিয়ে পাঠাও তাড়াতাড়ি। ওরা বলল, স্যরি স্যার কোনো খাবার নেই। রাতের খাবার দেওয়া হবে আট টায়। তাও নীচে এসে খেয়ে যেতে হবে। আমার হোটেলে রুমে খাবার দেওয়া হয় না।
সারাদিন বাস জার্নি করে দুজনে'ই ক্লান্ত।
শাহেদ আবার ফোন দিলো ইন্টারকমে। বলল, আমাদের খুব ক্ষুধা লেগেছে। দু'টা পরোটা আর মূরগী মাংস যা আছে দিন। ওরা বলল, স্যার স্যরি কিছুই নেই। শাহেদ বলল, কিছু না থাকলে অন্তত একটা ডিম ভেজে দিন। আর চা। দশ মিনিট পর ওয়েটার দুটা ডিম ভাজি, দু কাপ চা আর এক বোতল নিয়ে এলো। সেই ডিম বাজিটা খেতে দারুন লেগেছিলো তাদের। মাঝে মাঝে নীলা আর শাহেদ এই ডিম ভাজির কথা মনে করে খুব হাসে।
হ্যা, বিয়ের আগেই তারা একসাথে বান্দরবন গিয়েছিলো।
একই রুমে দুজন দুই বিছানায় ঘুমিয়েছে। তাদের সম্পর্ক ছিলো স্বচ্ছ পবিত্র। সবচেয়ে বড় কথা দুজনের প্রতি দুজনের দারুন বিশ্বাস ছিলো। সেবার তারা একসাথে তিন দিন ছিলো বান্দরবন। অবশ্য একদিন রাতে নীলা শাহেদকে কাছে ডেকেছিলো। বলেছিলো যদি কিছু ঘটে ঘটুক। আসো। শাহেদ যায়নি। বলেছিলো, দেরী হোক যায় নি সময়। এই ঘটনার পর নীলা বলেছিলো, আমি তোমাকে ছেড়ে কোনোদিন কোথাও যাবো না। নো, নেভার।
১৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:০৭
রাজীব নুর বলেছেন: একই মন্তব্য সবাইকে করে যাচ্ছেন। ঘটনা কি মুরুব্বী?
২| ১৮ ই এপ্রিল, ২০২১ ভোর ৪:১০
নুরুলইসলা০৬০৪ বলেছেন: কি সুন্দর সম্পর্কের পবিত্রতার ব্যাখ্যা।বিবাহিত স্ত্রীর সাথে ধর্ষণ করে অর্ধেক বাঙ্গালী।
১৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:০৮
রাজীব নুর বলেছেন: বাঙ্গালী বরর্বর। অসৎ। দুষ্ট।
৩| ১৮ ই এপ্রিল, ২০২১ সকাল ৮:০৪
ইসিয়াক বলেছেন: শাহেদ জামালকে নিয়ে এই সিরিজ কত পর্বে শেষ হবে জানতে পারি কি?
১৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:০৮
রাজীব নুর বলেছেন: চলতেই থাকবে।
৪| ১৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:১৭
ইসিয়াক বলেছেন: সবকিছুরই তো শেষ থাকে।
১৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:২৫
রাজীব নুর বলেছেন: আমার মৃত্যুর মধ্যে দিয়ে শেষ হবে।
©somewhere in net ltd.
১| ১৮ ই এপ্রিল, ২০২১ রাত ১২:৩৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এক সপ্তাহের সর্বাত্মক লকডাউনে যাবার চার দিন হয়ে যাবার পরেও
সংক্রমণের হার ও মৃত্যুহার আশংকাজনক ভাবে বেড়েই চলছে। এমন
পরিস্থিতিতে চলমান এই লকডাউন আরো এক সপ্তাহ বাড়ানোর প্রস্তাব
দেওয়া হয়েছে সরকারের কাছে।