নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

হে করোনা এবার আমাদের মুক্তি দাও

১৮ ই এপ্রিল, ২০২১ রাত ২:৩০

ছবিঃ সংগ্রহ।

করোনার সমাধান কি শেষমেশ প্রকৃতির হাতেই ছেড়ে দিতে হবে?
আয়তন ও সম্পদের তুলনায় অতিরিক্ত জনসংখ্যাই আমাদের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাড়িয়েছে। আয়তন কোনো সমস্যা না, সমস্যা হলো- এই বিশাল জনসংখ্যা আমরা কাজে লাগাতে পারছি না। দিনকে দিন করোনা মানুষের জীবন পুরোপুরি এলোমেলো করে দিচ্ছে। সামনে কী অপেক্ষা করছে, চিন্তা করতে মাথা এলোমেলো হয়ে যাচ্ছে। আপাতত বুঝা যাচ্ছে দেশের সবাই ভ্যাকসিন না নেওয়া পর্যন্ত করোনা থেকে সহসাই মুক্তি মিলবে না।

সহজ সরল সত্য কথা হলো-
বিশ্বের সব মানুষ যুগ যুগ ধরে প্রকৃতির উপর করা অন্যায়ের মাশুল দিচ্ছে। তবু কি মানুষের শিক্ষা হবে? করোনা পরবর্তী পৃথিবী আরো অনেক মানবিক হবে বলেই মনে হয় না। বিশ্বের সব মানুষের প্রত্যাশা এখন একটাই, সুদিন ফিরে আসুক আবার, স্বাভাবিক হোক সব কিছু। কখনও ভাবিনি জীবনে এরকম কোন ঘটনার সাক্ষী হব। দিন-রাত ২৪ ঘন্টা বাসায় বন্দি হয়ে থাকতে হবে। বাংলাদেশের বেশির ভাগ মানুষই কোনো না কোনো ভাবে অসৎ। সমগ্র দেশের উন্নতির জন্য আমাদের যেটি অনেক বেশি দরকার তা হলো- সততা আর দেশ প্রেম। তবে লোক দেখানো সততা আর দেশ প্রেম আছে বেশ।

চোরের দেশ বাংলাদেশ। এইটা প্রমানিত।
অযোগ্য মানুষ যোগ্য মানুষের জায়গা দখল করে বসে আছে। সরকার লকডাউন দেওয়া ছাড়া দেশের জন্য আর কি কি করছে আমি জানি না। এখন অপেক্ষা- দেখা যাক মানুষ কত দ্রুত হারিয়ে দেয় করোনা'কে। আমার বিশ্বাস করতে ভালো লাগে- আগামী এক মাসের মধ্যে সব কিছু আবার ঠিক হয়ে যাবে। যদি কেউ কেউ বলছেন দুই বছর লাগবে। আমার মনে হয় না এত সময় লাগবে। আবারও বিশ্ব হয়ে উঠবে লোকে লোকারণ্য, প্রানবন্ত পরিবেশ। সবাই ভ্যাক্সিন না পেলে হতাশা বাড়বে।

এটা বাংলাদেশ।
জন্ম অসভ্য আর বর্বদের দেশ, যাদের মধ্যে যেমন কোনো নীতি-নৈতিকতা নাই, তেমনই নাই কোনো শৃংখলাবোধ। লাশের পিছনে দাড়িয়ে মনে করছে বিরাট ধার্মিক হয়ে গেলো! করোনার মধ্যেও নামাজ পড়তে যায় মসজিদে। বাসায় নামাজ পড়া যায় না? আখাউড়া সীমান্ত দিয়ে যখন লক্ষ লক্ষ বোতল ফেন্সিডিল ঢোকে, তখন এই নেশার প্রতিরোধের জন্য ওদের এই ধর্মবোধ থাকে না। দূর্নীতি বিরুদ্ধে ওদের প্রতিরোধ জাগে না? বলাৎকারের বিরুদ্ধে ওদের প্রতিরোধ থাকে না? দু:খ এটাই বেজম্মা গুলি শুধু নিজেরাই মরবে না, দেশের ১৮ কোটি মানুষকেও মারবে। ধর্মান্ধরা শহীদ হওয়ার জন্য লাফায়। এদের মোটিভ এখন যত বেশি পারা যায় অন্যকে নিয়ে শহীদ হওয়া।

মন্তব্য ২৮ টি রেটিং +১/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০২১ রাত ৩:১৯

নুরুলইসলা০৬০৪ বলেছেন: করোনা থেকে মুক্তির জন্য বিজ্ঞানের হাতে ছেড়ে দিতে হবে।আমরা যখন দুঃখে পড়ি তখন মনে হয় কি সুখেই না ছিলাম।

১৮ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:৫৩

রাজীব নুর বলেছেন: অবশ্যই বিজ্ঞান ভরসা। এছাড়া অন্য কোনো উপায় নেই।

২| ১৮ ই এপ্রিল, ২০২১ রাত ৩:৪৯

অনল চৌধুরী বলেছেন: করোনা গতবছরের চেয়ে ১০ গূণ বেশী শক্তি নিয়ে বাংলাদেশে হামলা করেছে।
কারণ করোনা শুরু হওয়ার পরও মানুষের পান প্রবৃত্তি বাড়া ছাড়া একটু কমেনি।
আর পাপীদের চূড়ান্ত পরিণতি হলো ধ্বংস হয়ে যাওয়া।
এইসব টিকা -ফিকাতে কেোনো কাজ হলো !!!!!

১৮ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:৫৫

রাজীব নুর বলেছেন: টিকা ২য় ডোজ শুরু হয়েছে। কয়েকটা দিন পরে বুঝা যাবে টিকা কার্যকর হলো কিনা।

৩| ১৮ ই এপ্রিল, ২০২১ ভোর ৪:৫১

চাঁদগাজী বলেছেন:



দেশ এখনো ১ম বারের ভেকসিন কিনেনি; যদি একাধিকবার কিনতে হয়, উহার সমাধান কি? টিকা বানানোর টেকনোলোজী শেখা উচিত ছিলো কিনা? সরকার এই নিয়ে কোন কিছু বলছে?

১৮ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:৫৬

রাজীব নুর বলেছেন: সরকার বলেছে টিকা সবাই পাবে।

৪| ১৮ ই এপ্রিল, ২০২১ ভোর ৫:৪৯

জুল ভার্ন বলেছেন: এলাহী ভরসা!

১৮ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:৫৭

রাজীব নুর বলেছেন: না, এটা বললে হবে না। বিজ্ঞান ভরসা।

৫| ১৮ ই এপ্রিল, ২০২১ ভোর ৬:৫৫

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন:

আবার পৃথিবী শান্ত হবে, উঠবে সোনালী সূর্য।

১৮ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:৫৭

রাজীব নুর বলেছেন: অবশ্যই।

৬| ১৮ ই এপ্রিল, ২০২১ সকাল ৭:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

বাংলাদেশের বেশীর ভাগ মানুষই ধার্মিক কিন্তু বদের হাড্ডি।
তারা অসৎ। মিথ্যাবাদী।
এরা কোন ভালো প্রজাতির প্রাণী নয়।

১৮ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:৫৮

রাজীব নুর বলেছেন: ধার্মিকদের উপরে দেশের মানুষের আস্তা দিন দিন কমছে।

৭| ১৮ ই এপ্রিল, ২০২১ সকাল ৯:০০

জগতারন বলেছেন: সহজ সরল সত্য কথা হলো-
বিশ্বের সব মানুষ যুগ যুগ ধরে প্রকৃতির উপর করা অন্যায়ের মাশুল দিচ্ছে। তবু কি মানুষের শিক্ষা হবে? করোনা পরবর্তী পৃথিবী আরো অনেক মানবিক হবে বলেই মনে হয় না। বিশ্বের সব মানুষের প্রত্যাশা এখন একটাই, সুদিন ফিরে আসুক আবার, স্বাভাবিক হোক সব কিছু। কখনও ভাবিনি জীবনে এরকম কোন ঘটনার সাক্ষী হব। দিন-রাত ২৪ ঘন্টা বাসায় বন্দি হয়ে থাকতে হবে। বাংলাদেশের বেশির ভাগ মানুষই কোনো না কোনো ভাবে অসৎ। সমগ্র দেশের উন্নতির জন্য আমাদের যেটি অনেক বেশি দরকার তা হলো- সততা আর দেশ প্রেম। তবে লোক দেখানো সততা আর দেশ প্রেম আছে বেশ।


উপরের কথাগুলো আমার খুউব ভালো লাগলো।
লিখকের প্রতি সুভেচ্ছা জানাই।

১৮ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:৫৯

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

৮| ১৮ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৫৮

ইসিয়াক বলেছেন: পড়েছেন মোগলের হাতে, খানা খেতে হবে সাথে :-B

১৮ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:৫৯

রাজীব নুর বলেছেন: !

৯| ১৮ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:০৬

লাতিনো বলেছেন: সব দোষ নামাজীদের? সরকার মসজিদ বন্ধ করে দিলেই পারে। গতবার তো বন্ধ করেছিল? ধার্মিকেরা কি রাস্তায় নেমে গাড়ি ভাংচুর করেছিল? গার্মেন্টস গুলোতে একজন আরেকজনের গা ঘেঁসে কাজ করছে - তাতে কোন সমস্যা নাই। টাকা তো আসছে!

মার্কেটের সময় সীমিত করে দেওয়ায় মানুষ হামলে পরেছে মার্কেটে। তাতে কোন সমস্যা নাই। সব সমস্যা কেবল মুসল্লিরা মসজিদে গিয়ে জামায়াত করলে।

১০| ১৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:০০

রাজীব নুর বলেছেন: আরেহ ভাই এত কথার দরকার কি?
নামাজ ঘরে বসে পড়লেই হবে। ব্যস।

১১| ১৮ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:১৬

আমি নই বলেছেন: অন্যকে বেজন্মা বলার অধিকার কোথায় পেলেন? নিজের জন্মের ঠিক আছেতো? নাকি নিজের জন্ম নিয়েই সন্দেহ আছে?

দুর্নীতি-নেশার বিরোদ্ধে পাড়ার মসজিদের ইমামরা যতবার বলে ততবার আপনি চিন্তাও করেন না। দুর্নীতিবাজ-নেশাখোররা মসজিদে গেলেও যায় লোক দেখানোর জন্য, মন থেকে ওরা আপনার মতই। ধার্মিকরা বললেই যেমন আপনি মানবেন না তেমনি দুর্নীতিবাজ-নেশাখোররাও মানেনা? সিম্পল।

১৮ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৩১

রাজীব নুর বলেছেন: জন্ম হোক যথা তথা কর্ম হোক ভাল ।

১২| ১৮ ই এপ্রিল, ২০২১ রাত ৯:০১

রানার ব্লগ বলেছেন: যতদিনে চিকিৎসা পদ্ধতি জানা না যাচ্ছে এবং কার্যকর টিকা উদ্ভাবন না হচ্ছে ততদিনে মুক্তি নাই।

আর যারা বলে মানুষের পাপের কারনে এই রোগ, তাদের বলেন ন্যাংটা বাবার মাজারে গিয়া উপুর হয়ে পরে থাকতে।

বাংলাদেশ নাকি ডিজিটাল হইছে, যে দেশের স্ব ঘোষিত বিদ্বানরা বলে মানুষের পাপের কারনে এই রোগ সেই দেশ ডিজিটাল করে কি লাভ চলেন এক সাথে হ্যাজাক বাতির যুগে ফিরে যাই।

১৮ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৩২

রাজীব নুর বলেছেন: সমস্যা হলো আমাদের দেশে ভালো লোকের অভাব।

১৩| ১৯ শে এপ্রিল, ২০২১ রাত ১২:১৮

আল ইফরান বলেছেন: আজকে আকাশ বেশ পরিস্কার, আর বাহিরে মৃদুমন্দ বাতাস।

আপনার স্টাইলে একটা মন্তব্য করলাম :P

১৯ শে এপ্রিল, ২০২১ রাত ১২:৪৫

রাজীব নুর বলেছেন: হা হা হা----

ভালো থাকুন।

১৪| ২৪ শে এপ্রিল, ২০২১ ভোর ৫:৩১

অনল চৌধুরী বলেছেন: কিছু নর্দমার কীটকে আমার ব্লগ থেকে ব্লক করার পরও এদের লজ্জাবোধ থাকে না।
তারপরও নির্লজ্জের মতো গায়ে পড়ে ঝগড়া করতে চায়।
নোংরা পরিবেশ থেকে শেখা শিক্ষা দিয়ে ব্লগকে দুর্গন্ধময় করছে।
যার জীবনের কোনো ক্ষেত্রেই কোনো অর্জন নাই, এমনকি একটা পরিচয় দেয়ার মতো নামও নাই, সে অন্যদের উপদেশ দেয়ার ধৃষ্টতা দেখায়, সারাজীবন চেষ্টা করলেও যাদের ধারে-কাছে যেতে পারবে না।
এদের কি করা উচিত?

২৪ শে এপ্রিল, ২০২১ রাত ১১:২০

রাজীব নুর বলেছেন: ক্ষমা করে দিন।

১৫| ২৫ শে এপ্রিল, ২০২১ রাত ৩:১৩

অনল চৌধুরী বলেছেন: এধরণের আচরণের শাস্তি হিসেবে এই নীচের একটা লেখাও ব্লগে প্রকাশিত হয়না।
এখন সে আপনার লেখাতে এসেও আমার নামে কুৎসিত মন্তব্য করছে।
এদের সারাজীবন এভাবেই যাবে।

২৫ শে এপ্রিল, ২০২১ রাত ১১:২৭

রাজীব নুর বলেছেন: মন্দ লোকের কথায় আমার কিছু যায় আসে না। এই শ্রেনীর লোকজন হঠাত এসে ব্লগে একটা ক্যাচাল লাগিয়ে চলে যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.