নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আমরা সবাই বেঁচে গেলাম

১৮ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৩৩

ছবিঃ আমার তোলা।

সেদিন তো আমি মরেই যেতাম-
বিশাল পদ্মা নদীতে ডুবে মরতাম,
কার্তিকপুর ঘাট থেকে ট্রলারে যাচ্ছিলাম চর ভদ্রাশন
যখন আমাদের ট্রলারটা নদীর মাঝখানে
তখন হঠাত ইঞ্জিন বন্ধ হয়ে যায়-
কিছুতেই ইঞ্জিন স্টার্ট নিচ্ছে না-
আমরা যাত্রী সব মিলিয়ে ২৩ জন
এদিকে হঠাত পদ্মার বিশাল বিশাল ঢেউ-
ট্রলার উলটে যায়, এমন অবস্থা!
এরমধ্যে আবার ট্রলারে পানি উঠতে শুরু করলো
যাত্রীরা সব হইচই শুরু করে দিল,
কেউ আল্লাহ আল্লাহ বলতে শুরু করলো
একজন হুজুর চিৎকার করে আযান দিলো
একজন নদীতে ঝাঁপ দিলো,
আমি জানি না সাঁতার, চুপ করে বসে থাকা ছাড়া,
আর কিছুই করার ছিল না,
মনে মনে প্রস্তুতি নিচ্ছিলাম, হয়তো মৃত্যুর?
এই সময় দুইজন বুদ্ধিমান লোক ​
আমাদের বাঁচিয়ে দিল।
একজন ফোন দিতেই দ্রুত স্প্রীডবোড চলে এলো,
আরেকজন লাল কাপড় আকাশে উড়াতেই
আরেকটা ট্রলার এসে উপস্থিত হলো।
আমরা সবাই বেঁচে গেলাম।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:০৩

ইসিয়াক বলেছেন: তারপর

১৮ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:৪৪

রাজীব নুর বলেছেন: তাঁর পর বেঁচে গেলাম। ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেলাম।

২| ১৮ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:০৮

এস সুলতানা বলেছেন: আল্লাহ রক্ষাকর্তা তিনি সব সময় তার বান্দার কথা চিন্তা করেন। কিন্তু আমরা বান্দারা শুধু বিপদে পড়লেই সৃষ্টিকর্তাকে স্মরণ করুনা। বিপদ কেটে গেলে আবার মত্ত হই রঙের নিশায়। আসুন আমরা এই পবিত্র মাহে রমজানের ত্রিটা রোজা রাখি। এবং বাকি ১১ মাস নফসকে খারাপ কাজ থেকে সমন রাখি।

১৮ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:৪৪

রাজীব নুর বলেছেন: আল্লাহকে বলেন আমাকে ১০০ কোটি টাকা দিতে। তাহলে আমি নামাজ রোজা সব করবো।

৩| ১৮ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:৫৮

জুল ভার্ন বলেছেন: কাব্যিক উপস্থাপন ভালো লেগেছে।

১৮ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:৪৫

রাজীব নুর বলেছেন: শুকরিয়া জনাব।

৪| ১৮ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:০৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

মৈনট ঘাট।

১৮ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:৪৫

রাজীব নুর বলেছেন: না কার্তিকপুর ঘাট।

৫| ১৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:


ঘটনা কবেকার ?
এখনতো লকডা্উন
বের হলেন কি করে?
নাকি এটা স্বপ্ন প্রদত্ত !!

১৯ শে এপ্রিল, ২০২১ রাত ১২:০৮

রাজীব নুর বলেছেন: ঘটনা তেরো বছর আগের।

৬| ১৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:০৩

সিগনেচার নসিব বলেছেন: সবাই বেঁচে থাকুন মানুষের মত মাথা উচু করে।
ছবিটা সুন্দর আসছে।

১৯ শে এপ্রিল, ২০২১ রাত ১২:০৯

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন। ধন্যবাদ।

৭| ১৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:২৪

অক্পটে বলেছেন: তাহলে আমরা আপনাকে ফিরে পেলাম। অবশিষ্ট জীবনের দিনযাপন সুন্দর হোক।

১৯ শে এপ্রিল, ২০২১ রাত ১২:০৯

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৮| ১৮ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:২৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: বিপদে পড়লে কাউকে স্বরণ না করে কি করে রক্ষা পাওয়া যায় এই কথা চিন্তা করলে বিপদ থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
বাঁচার জন্য প্রস্তুতি নেয়া ঐ সময় বেশী প্রয়োজন।’ বিপদে মোরে রক্ষা করো——‘

১৯ শে এপ্রিল, ২০২১ রাত ১২:১০

রাজীব নুর বলেছেন: আপনি জ্ঞানী মানুষ। আপনার কাছ থেকে শেখার অনেক কিছু আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.